Class 9 Social Science MCQ Chapter 8 ভারতবর্ষের ভূগোল

Class 9 Social Science MCQ Chapter 8 ভারতবর্ষের ভূগোল, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 8 ভারতবর্ষের ভূগোল can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 8 ভারতবর্ষের ভূগোল

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 8 ভারতবর্ষের ভূগোল covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 8 ভারতবর্ষের ভূগোল provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

ভারতবর্ষের ভূগোল

Chapter – 8

দ্বিতীয় খণ্ড ( ভূগোল-GEOGRAPHY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. ভারতের প্রকৃত ভৌগোলিক অবস্থান ________।

(a) 8°428-37°1753″N, 68°7.33″- 97°24.47″ E.

(b) 8°41′ 35°N, 68°7-92°30’E.

(c) 12°15-37°30′ N, 76°6.-98°12′ E.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

(d) 3°20’8-36°35′ N, 60°-92°15′ E.

Ans: (a) 8°428-37°1753″N, 68°7.33″- 97°24.47″ E.

2. ভারতবর্ষে অক্ষরৈখিক বিস্তৃতির ক্ষেত্রে কোন তথ্যটি শুদ্ধ?

(a) 8°41-35°7 N.

(b) 8°4-37°6 N.

(c) 8°4-35°N.

(d) 6°45–37.6′ N.

Ans: (b) 8°4-37°6 N.

3. ভারতবর্ষের মান দ্রাঘিমা রেখা ________।

(a) ৬৯°৩০′ পূর্ব।

(b) ৮২°৩০′ পূর্ব।

(c) ৭৫°৩০′ পূর্ব।

(d) ৯০°৩০′ পূর্ব।

Ans: (b) ৮২°৩০′ পূর্ব।

4. ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কত অংশ অধিকার আছে ________।

(a) ৩ শতাংশ।

(b) ৩৩ শতাংশ।

(c) ২.৪ শতাংশ।

(d) ২.৩ শতাংশ।

Ans: (c) ২.৪ শতাংশ।

5. আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের স্থান____।

(a) পঞ্চম।

(b) অষ্টম।

(c) সপ্তম।

(d) দশম।

Ans: (c) সপ্তম।

6. ভারতবর্ষের মোট আয়তন হচ্ছে ______।

(a) ৩, ২৮৭, ২৬৩ বর্গ কিঃ মিঃ।

(b) ৩, ২৭৭,১৬৩ বর্গ কিঃ মিঃ।

(c) ৩, ২৯৭,২৪৩ বর্গ কিঃ মিঃ।

(d) ২, ২৮৬, ২৬৩ বর্গ কিঃ মিঃ।

Ans: (a) ৩,২৮৭, ২৬৩ বর্গ কিঃ মিঃ।

7. উত্তর-দক্ষিণে ভারতের দৈর্ঘ্য____।

(a) ১,২৩৪ বর্গ কিঃ মিঃ।

(b) ২,১৪৩ বর্গ কিঃ মিঃ।

(c) ৩,৪৩২ বর্গ কিঃ মিঃ।

(d) ৩,২১৪ বর্গ কিঃ মিঃ।

Ans: (d) ৩,২১৪ বর্গ কিঃ মিঃ।

8. ভারতের মোট ভৌগোলিক উপকূলবর্তী সীমারেখার দৈর্ঘ্য____।

(a) ৭,৫১৭ কিঃ মিঃ।

(b) ৮,৫০০ কিঃ মিঃ।

(c) ৬,১০০ কিঃ মিঃ।

(d) ৯,৩৩৩ কিঃ মিঃ।

Ans: (a) ৭,৫১৭ কিঃ মিঃ।

9. ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য________।

(a) ১০৭০০০ কিঃ মিঃ।

(b) ১২,১২০ কিঃ মিঃ।

(c) ১৩,৯০০০ কিঃ মিঃ।

(d) ১৫,২০০ কিঃ মিঃ।

Ans: (d) ১৫,২০০ কিঃ মিঃ।

10. কোন দেশের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘতম স্থলসীমান্তের অংশীদারি ________।

(a) বাংলাদেশ।

(b) চীন।

(c) পাকিস্তান।

(d) ম্যানমার।

Ans: (a) বাংলাদেশ।

11. নীচের কোনটি পূর্ববাহিনী নদী নয় _________।

(a) মহানদী।

(b) কাবেরী।

(c) নর্মদা।

(d) গোদাবরী।

Ans: (c) নর্মদা।

12. পূর্ব-পশ্চিমে বৃহৎ হিমালয়ের দৈর্ঘ্যের পরিমাণ _________।

(a) ১,৬০০ কিঃ মিঃ।

(b) ৩,০০০ কিঃ মিঃ।

(c) ২,৭০০ কিঃ মিঃ।

(d) ২,৫০০ কিঃ মিঃ।

Ans: (d) ২,৫০০ কিঃ মিঃ।

13. উত্তর ভারতের সমভূমির দৈর্ঘ্যর পরিমাণ _______।

(a) ৪,৪০০ কিঃ মিঃ।

(b) ৩,২০০ কিঃ মিঃ।

(c) ৩,৬০০ কিঃ মিঃ।

(d) ১,৫০০ কিঃমিঃ।

Ans: (b) ৩, ২০০ কিঃ মিঃ।

14. কোন পর্বতে পূর্বঘাট এবং পশ্চিম ঘাট পর্বত মিলিত হয়েছে ________।

(a) আরাবলি।

(b) মহাকাল।

(c) বিন্ধ।

(d) নীলগিরি।

Ans: (d) নীলগিরি।

15. শীতকালে তামিলনাড়ু উপকূলে বৃষ্টির সৃষ্টি কিসের জন্য হয়?

(a) দক্ষিণ পশ্চিম মৌসুমী।

(b) উত্তর-পূর্ব মৌসুমী।

(c) সমমণ্ডলীয় ঘূর্ণীবায়ু।

(d) স্থানীয় বাতাসের স্রোত।

Ans: (a) দক্ষিণ পশ্চিম মৌসুমী।

16. ভারতের কোন নদীর অববাহিকা সর্ববৃহৎ _________।

(a) সিন্ধু।

(b) ব্রহ্মপুত্র।

(c) গঙ্গা।

(d) কৃষ্ণা।

Ans: (c) গঙ্গা।

17. ২০১১ সালের লোকগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা __________।

(a) ১,১২,০১,৯৩,৪১২ জন।

(b) ১,১১,০১,৯৬,৪২২ জন।

(c) ১,২১,০১, ৯৩, ৪২২ জন।

(d) ১,৪১,১১,৮৩, ৪২২ জন।

Ans: (c) ১,২১,০১,৯৩, ৪২২ জন।

18. ২০১১ সালের লোকগণনা মতে প্রতি বর্গকিঃমিঃ ভারতের বর্তমান জনসংখ্যার ঘনত্ব।

(a) ৩৫৬ জন।

(b) ৩৬২ জন।

(c) ৩৮২ জন।

(d) ৩৯৮ জন।

Ans: (c) ৩৮২ জন।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

19. ভারতবর্ষ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত?

Ans: ভারতবর্ষ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত।

20. পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভারতবর্ষ আবৃত করে রেখেছে?

Ans: পৃথিবীর মোট মাটি কালির ২.৪ শতাংশ ভারতবর্ষ আবৃত করে রেখেছে।

21. ভারতবর্ষের মোট আয়তন ক’ত?

Ans: ভারতবর্ষের মোট আয়তন হচ্ছে ৩,২৮৭,২৬৩ বর্গ কিঃমিঃ।

22. ভারতের ভূখণ্ড (মাটি ভাগ) কোথা থেকে কোথা বিস্তৃত?

Ans: ভারতের ভূ-খণ্ড উত্তর-দক্ষিণে কাশ্মীর থেকে কন্যাকুমারি পর্যন্ত এবং পূর্ব-পশ্চিমে অরুণাচল পূর্ব প্রান্তে সৌরাষ্টি পর্যন্ত বিস্তৃত।

23. ভারতীয়-ভুভাগ প্রায় কত কিঃ মিঃ দৈর্ঘ্যের উপকূল সৃষ্টি করেছে?

Ans: ৬,১০০ কিঃ মিঃ।

24. ভারতের মোট স্থল সীমার দৈর্ঘ্য কত?

Ans: ৫,২০০ কিঃমিঃ।

25. আকারের দিক দিয়ে ভারতবর্ষ পৃথিবীর দেশগুলির মধ্যে কত স্থানে আছে?

Ans: সপ্তম স্থান।

26. ভারতবর্ষ দেশটি কোথায় অবস্থিত?

Ans: ভাৰতবৰ্ষ দেশটি ৮°৪′২৮′ উত্তর থেকে ৩৭°১৭′৫৩′ উত্তৰ অক্ষরেখা এবং ৬৮°৭′৩৩′ পূর্ব থেকে ৯৭°২′৪′৪৭′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।

27. উত্তর দক্ষিণ ভালে ভারতনর্মের ভূখন্ড ক’ত কিঃমিঃ বিস্তৃত?

Ans: প্রায় ৩,২১৪ কিঃমিঃ।

28. পূর্ব-পশ্চিম ভাবে ভারতের ভূ-খন্ড প্রায় কিঃমিঃ বিস্তৃত?

Ans: ২,৯৩৩ কিঃমিঃ।

29. ভারতবর্ষ ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে এবং জাপান থেকে কত গুণ বড়?

Ans: ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে ১৩ গুণ এবং জাপান থেকে ৪ গুণ বড়।

30. কোন দেশকে নদী মাতৃক দেশ বলা হয়?

Ans: ভারতবর্ষকে।

31. হিমালয় পার্বত্য অঞ্চল প্রায় কত বর্গ কিঃমিঃ আয়তন আবৃত করে রেখেছ?

Ans: প্রায় ৫,০০,০০০ বর্গ কিঃমিঃ।

32. একটি উঁচু নীচু ভাঁজ সম্পন্ন পর্বতের নাম লিখ।

Ans: হিমালয়।

33. পৃথিবীর বৃহত্তম মহাদেশটির নাম কী?

Ans: এশিয়া।

34. ভারতবর্ষ কোন মহাদেশর অন্তর্গত?

Ans: এশিয়া মহাদেশর।

35. পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গটির নাম কী?

Ans: এভারেষ্ট শৃঙ্গ (৮,৮৪৮) মিটার।

36. জনসংখ্যার হ্রাস বৃদ্ধি একটি দেশর অর্থনীতিতে প্রভাব ফেলে/প্রভাব ফেলেনা।

Ans: প্রভাব ফেলে।

37. জনসংখ্যার বিকাশ নির্ধারিত হয় ______বার্ষিক বৃদ্ধি/প্রব্রজন্যর দ্বারা।

Ans: বার্ষিক বৃদ্ধির দ্বারা।

38. অধিক জনপ্রজন ঘটলে ________আর্থ সামাজিক/ ভৌগোলিক) সমস্যার উদ্ভব হয়।

Ans: আর্থ সামাজিক।

39. গ্রাম্য অঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রব্রজন হওয়া মানে (গ্রাম্য) অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি) হওয়া বোঝায়।

Ans: শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি।

40. বহি প্ৰব্ৰজন মানে (নিজ দেশের থেকে অন্য দেশে প্রব্রজন/অন্যদেশ থেকে নিজ দেশে প্রব্রজন) হওয়া বোঝায়।

Ans: অন্য দেশ থেকে নিজদেশে প্রব্রজন বোঝায়।

নীচে দেওয়া গুলো সত্য না অসত্য:

41. জন প্রব্রজন একটি অবধারিত প্রক্রিয়া।

Ans: সত্য।

42. জনসংখ্যার বিকাশ নির্ধারিত হয় প্রব্রজনের দ্বারা।

Ans: অসত্য।

43. অবৈধ প্রব্রজন রোধ করা উচিত নয়।

Ans: সত্য।

44. বহিঃ প্ৰব্ৰজন মানে অন্যদেশের থেকে নিজ দেশ থেকে হওয়া প্রব্রজন বোঝায়।

Ans: সত্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top