Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ

Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

মানের অসম আক্রমণ

Chapter – 4

প্রথম খণ্ড ( ইতিহাস-HISTORY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. মান সেনা আরাকান দখল করেছিল _______।

(a) ১৭৬৫ সনে।

(b) ১৭৮২ সনে।

(c) ১৭৮৪ সনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

(d) ১৭৯৮ সনে।

Ans: (c) ১৭৮৪ সনে।

2. ওয়েলসের সামরিক অভিযানের কালে অসমের প্রধানমন্ত্রী ছিলেন _______।

(a) পূর্ণানন্দ বুঢ়াগোঁহাই।

(b) বদন চন্দ্র বরফুকন।

(c) রুচিনাথ বুঢ়াগোঁহাই।

(d) কীর্তি চন্দ্র বরবরুয়া।

Ans: (a) পূর্ণানন্দ বুঢ়াগোঁহাই।

3. পানীমুয়ার বিদ্রোহের সময় আহোমের রাজা ছিলেন _______।

(a) রুদ্র সিংহ।

(b) গৌরীনাথ সিংহ।

(c) শিব সিংহ।

(d) কমলেশ্বর সিং।

Ans: (d) কমলেশ্বর সিং।

4. বদনের নেতৃত্বে মান সেনার সংখ্যা ছিল ________।

(a) ৬০০০ জন।

(b) ৮০০০ জন।

(c) ১৪০০০ জন।

(d) কমলেশ্বর সিং।

Ans: (b) ৮০০০ জন।

5. রুচিনাথ বুঢ়াগোঁহাই চন্দ্ৰকান্ত সিংকে সিংহাসনচ্যুত করেছিলেন?

(a) ১৮১৭ সনের আগষ্টে।

(b) ১৮১৮ সনের সেপ্টেম্বরে।

(c) ১৮১৯ সনের জুনে।

(d) একটিও নয়।

Ans: (d) একটিও নয়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

6. ১৭৮৪ সনে মান রাজা বদৌপায়ের আমলে মানরা কোন দেশ জয় করেছিল?

Ans: আরাকান।

7. মান এবং ব্রিটিশদের মধ্যে কবে থেকে শত্রুতার সৃষ্টি হয়েছিল?

Ans: মানরা ১৮১৯ সনে কাছাড় রাজ্যে প্রবেশ করার পর থেকেই ব্রিটিশ এবং মানের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছিল।

8. মানের উপদ্রবে থাকতে নাপেরে শ্রীহট্টে পলায়ন করা রাজার নাম কী?

Ans: গোবিন্দ চন্দ্ৰ।

9. কোন যুদ্ধে আহোমদের পরাজয় সংবাদ শুনে পূর্ণানন্দ বুঢ়াগোঁহাইর মৃত্যু হয়েছিল।

Ans: ঘিলাধারী যুদ্ধ।

10. বৈশালী হুকুং কী?

Ans: বৈশালী হুকুং হচ্ছে মান লিপিকায় বদনের নেতৃত্বে আসা মানদের সামরিক অভিযানের বিষয়ে লিখা একটি টীকা।

11. বৈশালী মুং-ডুন-চুন খাম কী?

Ans: বৈশালী মুং-ডুন-চুন খাম মান লিপিকায় লিখা একটি টীকা।

12. বদনচন্দ্রের সঙ্গে মান সৈন্য আসার সময় অসমের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans: পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই।

13. বদনচন্দ্র নিজের সাথে কতজন সৈন্য এনেছিলেন?

Ans: প্রায় আট হাজার (৮০০০)।

14. বদনচন্দ্র অসমে প্রবেশ করেই কত জন অতিরিক্ত সৈন্য একত্রিত করেছিলেন?

Ans: প্রায় ৮০০০ (আট হাজার)।

15. বদনচন্দ্রকে চন্দ্রকান্ত সিংহ কি উপাধি দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন?

Ans: মন্ত্রী বরফুকন।

16. মানের আক্রমণ কোন কোন সনে হয়েছিল?

Ans: ১৮১৭, ১৮১৯, ১৮২১ সনে হয়েছিল।

17. কোন সনে বদনচন্দ্রকে হত্যা করা হয়েছিল?

Ans: ১৮১৮ সনে।

18. কোন সময়ে অসমে মানদের শাসন ছিল?

Ans: ১৮১৯-১৮২৬ সনের সময় মানদের শাসন চলছিল।

19. মানদের অসম আক্রমনের একটি ঋণাত্মক দিক উল্লেখ কর।

Ans: মানদের অসম আক্রমণের ঋণাত্মক দিক হল অসমের পরাধীনতা।

20. মানদের অসম আক্রমনের একটি ধনাত্মক দিক উল্লেখ কর।

Ans: অসমের আধুনিকীকরণ।

21. মানদের প্রথম আক্রমনের সময় বুঢ়াগোঁহাই পদে কে ছিলেন?

Ans: পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই।

22. ১৭৮৪ সনে মান রাজা বদৌপায়ের আমলে মানরা কোন দেশ জয় করেছিল?

Ans: আরাকান।

23. মান সেনারা কবে আরাকান দখল করেছিল?

Ans: ১৭৮৪ সনে।

24. বদৌপায়া কে ছিলেন?

Ans: ব্রহ্মদেশের রাজা।

25. ১৭৮৪ সনে মানদের রাজা কে ছিলেন?

Ans: বদৌপায়া।

26. প্রকৃতভাবে মানদের আক্রমণ কত সনে হয়েছিল?

Ans: ১৮১৯ সনে।

27. বদন অসমে প্রবেশ করেই অতিরিক্ত কত সৈন্য জুটিয়েছিলেন?

Ans: প্রায় ৮০০০ সৈন্য।

28. বদনের সঙ্গে আসা মান সৈন্য গণ কোন মাস থেকে কোন মাস পর্যন্ত অসমে ছিল?

Ans: ১৮১৯ সনের জানুয়ারী-ফেব্রুয়ারী মাস পর্যন্ত।

29. অসমে মানদের কে আমন্ত্রণ জানিয়েছিলেন?

Ans: বদন চন্দ্র বরফুকন।

30. আহু মিংরির কে ছিলেন?

Ans: মানদের সেনাপতি।

31. মানদের আক্রমণের সময় মণিপুরের তিনজন রাজ ভ্রাতার নাম লিখ।

Ans: সরজিৎ সিং, গম্ভীর সিং এবং হরজিৎ সিং।

32. তাগিদায় কে ছিলেন?

Ans: ব্রহ্মদেশের রাজা।

33. ইয়াণ্ডাবু সন্ধি কবে হয়েছিল?

Ans: ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

34. কোন সনে প্রথম ইংগো-বার্সী যুদ্ধ সংঘটিত হয়েছিল?

Ans: ১৮২৪ সনে প্রথম ইংগো-বার্মী যুদ্ধ সংঘটিত হয়েছিল।

35. কোন সনে ওয়েলস গোপন রাজনৈতিক প্রতিবেদন দাখিল করেছিল?

Ans: ১৭৯৪ সনে।

36. মানদেশ প্রবাসী কোন অভিযানের দায়িত্ব নিয়েছিলেন?

Ans: মোমাই বরুয়া নামের অসমীয়া প্রবাসী।

37. কোন সময় ভারতের অঙ্গরাজ্য রূপে অসম স্বাধীনতা লাভ করেছিল?

Ans: ১৯৪৭ সনের ১৫ আগষ্ট।

38. ওয়েলসের সামরিক অভিযানের সময় অসমের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans: পূর্ণানন্দ বুঢ়াগোঁহাই।

39. পানীমুয়ার বিদ্রোহের সময় আহোমদের রাজা কে ছিলেন?

Ans: কমলেশ্বর সিংহ।

40. চন্দ্রকান্ত সিংহের পর আহোমদের রাজা কে ছিলেন?

Ans: যোগেশ্বর সিংহ।

41. শিবনাথ তামুলী ফুকন কে ছিলেন?

Ans: আহোমদের একজন উচ্চপদস্থ আমলা।

42. রাজা হওয়ার পূর্বে কমলেশ্বরের নাম কী ছিল?

Ans: কিনারাম।

43. বদনকে চন্দ্রকান্ত সিংহ কি উপাধি দিয়েছিলেন?

Ans: মন্ত্রী বরফুকন।

শুদ্ধ উত্তর নির্ণয় কর:

44. ১৮১৬/১৮১৭/১৮১৯ সনে মানরা অসমের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল?

Ans: ১৮১৭ সনে।

45. জগন্নাথ ঢেকিয়াল ফুকন/বদনচন্দ্র বরফুকন/ চন্দ্রকান্ত বুঢ়াগোঁহাই রুচিনাথ বুঢ়াগোঁহাইর ভ্রাতা ছিলেন?

Ans: জগন্নাথ ঢেকিয়াল ফুকন।

46. বদনচন্দ্রের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ১৮১৬/১৮১৭/১৮১৮ সনের আগষ্ট মাসে।

Ans: ১৮১৭ সনের আগষ্ট মাসে।

47. রাজমাও নুমলী চন্দ্ৰকান্ত সিংহ/পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই/ ব্রজনাথ গোঁহাইর মাতা ছিলেন?

Ans: চন্দ্রকান্ত সিংহের।

48. ইয়াণ্ডাবু সন্ধি ১৮১৪/১৮২৬/১৮২৮ সনের ২৪ ফেব্রুয়ারী স্বাক্ষরিত হয়েছিল।

Ans: ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

1 thought on “Class 9 Social Science MCQ Chapter 4 মানের অসম আক্রমণ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top