Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ can be of great value to excel in the examination.
SCERT Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ
Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
মোয়ামরীয়া গণবিদ্ৰোহ
Chapter – 3
প্রথম খণ্ড ( ইতিহাস-HISTORY )
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. গুরু নিত্যানন্দ দেব সত্রাধিকারী ছিলেন _______।
(a) আউনিআটী সত্রের।
(b) দক্ষিণপাট সত্রের।
(c) মায়ামরা সত্রের।
(d) একটিও নয়।
Ans: (c) মায়ামরা সত্রের।
2. রাণী ফুলেশ্বরীকে বররাজা উপাধি দিয়েছিলেন ________।
(a) স্বৰ্গদেউ শিবসিংহ।
(b) স্বৰ্গদেউ রুদ্রসিংহ।
(c) কীর্তিচন্দ্র বরবরুয়া।
(d) শাক্ত ব্রাহ্মণ পুরোহিতরা।
Ans: (d) শাক্ত ব্রাহ্মণ পুরোহিতরা।
3. সত্র প্রতিষ্ঠান ধ্বংসে গদাধর সিংহের ডানহাত স্বরূপ ছিলেন _______।
(a) বেজ দলৈ ভাণ্ডারী বরুয়া।
(b) রামচরণ বেজ দলৈ ভাণ্ডারী বরুয়া।
(c) কীর্তিচন্দ্র ববরুয়া।
(d) একটিও নয়।
Ans: (b) রামচরণ বেজ দলৈ ভাণ্ডারী বরুয়া।
4. রূপচন্দ্র বরবরুয়ার পূর্বপুরুষদের পেশা ছিল _______।
(a) দর্জী।
(b) পূজারী।
(c) শিক্ষক।
(d) বৈদ্য।
Ans: (a) দর্জী।
5. পূর্ণানন্দের পদবী ছিল ________।
(a) বুঢ়া গোঁহাই।
(b) বরগোঁহাই।
(c) বরপাত্র গোঁহাই।
(d) বরবরুয়া।
Ans: (a) বুঢ়া গোঁহাই।
6. সর্বানন্দকে রাজা বানিয়েছিলেন _______।
(a) মাজুলীতে।
(b) ব্যাংমারায়।
(c) রংপুরে।
(d) বসা দয়াং।
Ans: (b) ব্যাংমারায়।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
7. মায়ামরা কী?
Ans: মায়ামরা একটি বৈষ্ণব সত্রের নাম। এটি কাল সংহতির অন্তর্ভূক্ত।
8. সত্ৰ বোলতে কি বোঝায়?
Ans: সত্ৰ হচ্ছে শংকরদেব এবং মাধবদেব দ্বারা প্রচারিত নামধর্ম তথা নববৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসারের জন্য গড়ে উঠা কিছু ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
9. সংহতি কি?
Ans: শংকরদেবের মহাপ্রয়াণের পর তাঁর শিষ্য-প্রশিষ্যদের মধ্যে সংঘটিত বিবাদ-কোন্দলের পরিণতি স্বরূপ চারভাগে বিভক্ত সত্রসমূহ হচ্ছে সংহতি।
10. মোয়ামরীয়া বিদ্রোহ কোন আহোম রাজাৰ দিনে আরম্ভ হয়েছিল?
Ans: স্বৰ্গদেউ লক্ষ্মীসিংহের দিনে।
11. মোয়ামরীয়া বিদ্রোহ কোন রাজাৰ আমলে শেষ হয়েছিল?
Ans: স্বৰ্গদেউ কমলেশ্বর সিংহের আমলে।
12. চুরুমফা ভাঙাজারের আমলে কোন মোয়ামরীয়া সত্রাধিকার কে হত্যা করা হয়েছিল?
Ans: মায়ামরা সত্রের সত্রাধিকার গুরু নিত্যানন্দ দেবকে।
13. রুদ্রসিংহের রাজসভায় কোন মোয়ামরীয়া সত্রাধিকারকে অপমান করা হয়েছিল?
Ans: চতুর্ভুজদেব মহন্তকে।
14. আহোমদের প্রধান উপাস্য দেবতা কে?
Ans: সোমদেউ।
15. জয়ধ্বজ সিংহ কোন সত্রাধিকারের কাছে শরণ নিয়েছিলেন?
Ans: আউনিআটী সত্রের সত্রাধিকার নিরঞ্জন দেবের কাছে।
16. কৃষ্ণরাম ভট্টাচার্য্য কে ছিলেন?
Ans: বঙ্গদেশের নদীয়ার একজন শাক্ত ব্রাহ্মাণ পণ্ডিত।
17. কোন আহোম রাজার দিনে শাক্ত ধর্ম অধিক গা ঝাড়া দিয়ে উঠেছিল?
Ans: স্বৰ্গদেউ শিবসিংহের দিনে।
18. গাগিনি কে?
Ans: মোয়ামরীয়া মহন্ত অষ্টভুজের পুত্র ছিল গাগিনি।
19. মোয়ামরীয়া প্রথমে কাকে রাজা বানিয়েছিলেন?
Ans: নাহরখোয়ার পুত্র রমাকান্ত বা রমানন্দ কে।
20. ক্যাপ্টেন ওয়েলস কবে থেকে কবে পর্যন্ত অসমে ছিলেন?
Ans: ১৭৯২ সনের নভেম্বর মাসের মধ্যভাগ থেকে ১৭৯৪ সনের মে মাস পর্যন্ত অসমে ছিলেন।
21. অসমের কোথায় লবণ উৎপাদন হয়েছিল?
Ans: শদিয়া এবং নাগা পাহাড়ে।
22. অসমের সাধারণ মানুষজন লবণ কেন ব্যবহার করতে পারতেন না?
Ans: লবণ খুব দামী বস্তু ছিল সেজন্য।
23. গৌরীনাথ সিংহ কোন সনে হংস নারায়ণ কে হত্যা করেছিলেন?
Ans: ১৭৯০ সনে।
24. বরকন্দাসরা কে ছিলেন?
Ans: রংপুরের বর্তমান বাংলাদেশের কিছু ভ্রাম্যমান সৈন্য।
25. কোন রাজার রাজত্ব কালে সত্র প্রতিষ্ঠানের ধ্বংস সাধন করা হয়েছিল?
Ans: স্বৰ্গদেউ গদাধর সিংহের।
26. রাজেশ্বর সিংহের রাজত্ব কালে পাইকের সংখ্যা কত ছিল?
Ans: ৮০,০০০ জন।
27. কোন রাজা বৈষ্ণবদের নির্যাতন করতেন?
Ans: গদাধর সিংহ।
28. ক্যাপ্টেন ওয়েলসের নেতৃত্বে কতজন সৈনিক ছিলেন?
Ans: প্রায় ৫৫০ জন।
29. রাণী ফুলেশ্বরী কে ছিলেন?
Ans: শিৱ সিংহের পত্নী।
30. ‘বররাজা উপাধি কার ছিল?
Ans: রাণী ফুলেশ্বরীর।
31. কোন সনে গৌরীনাথ সিংহ রাজধানী থেকে গুয়াহাটীতে পলায়ন করেছিলেন?
Ans: ১৭৯২ সনে।
32. আহোম রাজার সামরিক ভাণ্ডারের দায়িত্বে থাকা আমলার নাম কি ছিল?
Ans: খারঘরীয়া ফুকন।
33. ঘনশ্যাম বুঢ়াগোঁহাইর মৃত্যুর পর কে বুঢ়াগোঁহাই পদে অধিষ্ঠিত হয়েছিলেন?
Ans: পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই পদে অধিষ্ঠিত হয়েছিল।
34. হরদত্ত বীরদত্ত কারা ছিলেন?
Ans: আহোমদের বিরুদ্ধে বিদ্রোহ করা অসমের দুই ভ্রাতৃদ্বয় ছিলেন।
35. কামরূপ রাজ্য কোন সন থেকে আহোম রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল?
Ans: ১৭৮২ সন থেকে।
36. আহোম এবং ওরাং রাজ্যের মধ্যের ঝগড়ার প্রধান কারণ কী ছিল?
Ans: পাইক সেবা।
37. কোন সনে গৌরীনাথ সিংহ পূর্ণ সিংহাসনে অধিষ্ঠিত হন?
Ans: ১৭৯৪ সনের ২১ মার্চ।
38. ক্যাপ্টেন ওয়েলস অসমে কত দিন ছিলেন?
Ans: প্রায় ১৭ মাস।
39. আহোম রাজাদের রাজত্ব প্রদান করা কয়েকটি জনজাতির নাম উল্লেখ কর।
Ans: মিরি, দফলা, অঁকা, ভুটিয়া, নাগা, কাছারী, জয়ন্তীয়া এবং খাসিরা।
40. লক্ষ্মী সিংহকে কে বন্দী করেছিলেন?
Ans: মোয়ামরীয়া রা।
41. কোন সনে দ্বিতীয় মোয়ামরীয়া বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ans: ১৭৮২ সনে।
42. মোয়ামরীয়া বিদ্রোহ কত বছর ধরে চলেছিল?
Ans: মোয়ামরীয়া বিদ্রোহ ৩৫/৩৬ বছর ধরে চলেছিল।
43. শিব সিংহের রাণীর নাম কী?
Ans: ফুলেশ্বরী।
44. তিনসুকিয়ার প্রাচীন নাম কী?
Ans: ব্যাংমরা।
45. পানীমুয়ার বিদ্রোহ কোন সনে হয়েছিল?
Ans: ১৮০২-০৩ সনে।
46. কোন সনে গৌরীনাথ সিংহ পালিয়ে গিয়েছিলেন?
Ans: ১৭৮৮ সনে।
47. চোলাধরা বরুয়া কে?
Ans: রূপচন্দ্রের পূর্বপুরুষ পেশায় দর্জি ছিলেন।
48. দরংয়ের রাজা হংস নারায়ণের পুত্র কে ছিলেন?
Ans: কৃষ্ণ নারায়ণ।
49. সৎরাম কে ছিলেন?
Ans: সৎরাম রাজা চন্দ্রকান্ত সিংহের অত্যন্ত প্রিয় লোক।
50. ঘনশ্যাম বুঢ়াগোঁহাইর মৃত্যু কবে হয়েছিল?
Ans: ১৭৮২ সনের এপ্রিল মাসে।
51. মোয়ামরীয়া বিদ্রোহের মূল কারণ কি?
Ans: অর্থনৈতিক এবং ধর্মীয়।
52. ব্যাংমরাতে হাতীচুঙ্গী মরাণ রা কাকে বরবরুয়া বানিয়েছিল?
Ans: গোধাকে।
53. মোয়ামরিয়ারা কার দিনে দ্বিতীয়বার বিদ্রোহ ঘোষণা করেছিলেন?
Ans: গৌরীনাথ সিংহের রাজত্বকালে।
54. পূর্ণানন্দের পদবী কি ছিল?
Ans: বুঢ়াগোঁহাই।
55. সত্র প্রতিষ্ঠান ধ্বংসে গদাধর সিংহের ডানহাত কে ছিলেন?
Ans: রঙাচরণ বেজদলৈ ভাণ্ডারী বরুয়া।
56. জাপরিভিঠায় ডফলা-বহতীয়ারা কাকে রাজা বানিয়েছিল?
Ans: একজন তাঁতীকে।
57. চুরম্ফা ভগা রাজার রাজত্বকাল কতদিনের?
Ans: ১৬৪১-১৬৪৪ সন পর্যন্ত।
58. পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই কত বছর পদে ছিলেন?
Ans: প্রায় ৩৫ বছর।
59. রাণী ফুলেশ্বরীকে বররাজা উপাধি কারা দিয়েছিলেন?
Ans: শাক্ত ব্রাহ্মণ পুরোহিতরা।
60. কোন সনে গৌরীনাথ সিংহ পালিয়ে গিয়েছিলেন?
Ans: ১৭৮৮ সনে।
61. কোন সনে ক্যাপ্টেন ওয়েলসের সামরিক অভিযানের অন্ত হয়েছিল?
Ans: ১৭৯৪ সনের ১৯ মার্চ।
62. লক্ষ্মী সিংহকে কে বন্দী করেছিলেন?
Ans: মোয়ামরীয়া।
63. মোয়ামরীয়া বিদ্রোহীরা রংপুরে কাকে রাজা বানিয়েছিলেন?
Ans: নাহরের পুত্র রামানন্দকে রংপুরে রাজা বানিয়েছিলেন।
64. সমুয়া কাকে বলে?
Ans: ধনের বিনিময়ে পাইক খাটানোর থেকে রেহাই পাওয়া পাইককে সমুয়া বলা হয়েছে।
65. গৌরীনাথ সিংহ কী কারণে গুয়াহাটী ছেড়ে গোয়ালপাড়া অভিমুখে পলায়ন করেছিলেন?
Ans: মোয়ামরীয়াদের বিরুদ্ধে ইংরেজদের সাহায্য প্রার্থনা করার জন্য।
66. ক্যাপ্টেন থমাস ওয়েলস কত তারিখে কলিয়াবর থেকে বঙ্গ সরকার কে গোপন প্রতিবেদন প্রেরণ করেছিলেন?
Ans: ১৭৯৪ সনের ৬ ফেব্রুয়ারি।
67. সামরিক অভিযানের নামে বার্ষিক কত টাকা খরচ হবে বলে ক্যাপ্টেন ওয়েলস আহোম রাজা গৌরীনাথ সিংহকে জানিয়েছিলেন?
Ans: বার্ষিক তিন লক্ষ টাকা।
68. ১৭৮৮ সন থেকে ১৮০৫ সন পর্যন্ত ব্যাংমরায় রাজত্ব করা রাজার নাম কি?
Ans: সর্বানন্দ সিংহ।
69. ক্যাপ্টেন ওয়েলস কতদিন অসমে ছিলেন?
Ans: প্রায় ১৭ মাস।
70. কয়েকটি আমলা পদবীর নাম লিখ।
Ans: শদিয়াখোবা গোঁহাই, মরঙীলোবা গোঁহাই, সলাল গোঁহাই এবং কলিয়াবর বরফুকন।
71. হরদত্ত-বীরদত্ত এবং কৃষ্ণ নারায়ণের বিদ্রোহের সময় তাদের নেতৃত্বে কয়জন বরকন্দাজ ছিল?
Ans: প্রায় তিন হাজার জন।
72. বেজদলে ভাণ্ডারী বরুয়া কে ছিল?
Ans: গুরু নিত্যানন্দ দেবের ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন।