Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ can be of great value to excel in the examination.
SCERT Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ
Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 3 মোয়ামরীয়া গণবিদ্ৰোহ provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
মোয়ামরীয়া গণবিদ্ৰোহ
Chapter – 3
প্রথম খণ্ড ( ইতিহাস-HISTORY )
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. গুরু নিত্যানন্দ দেব সত্রাধিকারী ছিলেন _______।
(a) আউনিআটী সত্রের।
(b) দক্ষিণপাট সত্রের।
(c) মায়ামরা সত্রের।
(d) একটিও নয়।
Ans: (c) মায়ামরা সত্রের।
2. রাণী ফুলেশ্বরীকে বররাজা উপাধি দিয়েছিলেন ________।
(a) স্বৰ্গদেউ শিবসিংহ।
(b) স্বৰ্গদেউ রুদ্রসিংহ।
(c) কীর্তিচন্দ্র বরবরুয়া।
(d) শাক্ত ব্রাহ্মণ পুরোহিতরা।
Ans: (d) শাক্ত ব্রাহ্মণ পুরোহিতরা।
3. সত্র প্রতিষ্ঠান ধ্বংসে গদাধর সিংহের ডানহাত স্বরূপ ছিলেন _______।
(a) বেজ দলৈ ভাণ্ডারী বরুয়া।
(b) রামচরণ বেজ দলৈ ভাণ্ডারী বরুয়া।
(c) কীর্তিচন্দ্র ববরুয়া।
(d) একটিও নয়।
Ans: (b) রামচরণ বেজ দলৈ ভাণ্ডারী বরুয়া।
4. রূপচন্দ্র বরবরুয়ার পূর্বপুরুষদের পেশা ছিল _______।
(a) দর্জী।
(b) পূজারী।
(c) শিক্ষক।
(d) বৈদ্য।
Ans: (a) দর্জী।
5. পূর্ণানন্দের পদবী ছিল ________।
(a) বুঢ়া গোঁহাই।
(b) বরগোঁহাই।
(c) বরপাত্র গোঁহাই।
(d) বরবরুয়া।
Ans: (a) বুঢ়া গোঁহাই।
6. সর্বানন্দকে রাজা বানিয়েছিলেন _______।
(a) মাজুলীতে।
(b) ব্যাংমারায়।
(c) রংপুরে।
(d) বসা দয়াং।
Ans: (b) ব্যাংমারায়।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
7. মায়ামরা কী?
Ans: মায়ামরা একটি বৈষ্ণব সত্রের নাম। এটি কাল সংহতির অন্তর্ভূক্ত।
8. সত্ৰ বোলতে কি বোঝায়?
Ans: সত্ৰ হচ্ছে শংকরদেব এবং মাধবদেব দ্বারা প্রচারিত নামধর্ম তথা নববৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসারের জন্য গড়ে উঠা কিছু ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
9. সংহতি কি?
Ans: শংকরদেবের মহাপ্রয়াণের পর তাঁর শিষ্য-প্রশিষ্যদের মধ্যে সংঘটিত বিবাদ-কোন্দলের পরিণতি স্বরূপ চারভাগে বিভক্ত সত্রসমূহ হচ্ছে সংহতি।
10. মোয়ামরীয়া বিদ্রোহ কোন আহোম রাজাৰ দিনে আরম্ভ হয়েছিল?
Ans: স্বৰ্গদেউ লক্ষ্মীসিংহের দিনে।
11. মোয়ামরীয়া বিদ্রোহ কোন রাজাৰ আমলে শেষ হয়েছিল?
Ans: স্বৰ্গদেউ কমলেশ্বর সিংহের আমলে।
12. চুরুমফা ভাঙাজারের আমলে কোন মোয়ামরীয়া সত্রাধিকার কে হত্যা করা হয়েছিল?
Ans: মায়ামরা সত্রের সত্রাধিকার গুরু নিত্যানন্দ দেবকে।
13. রুদ্রসিংহের রাজসভায় কোন মোয়ামরীয়া সত্রাধিকারকে অপমান করা হয়েছিল?
Ans: চতুর্ভুজদেব মহন্তকে।
14. আহোমদের প্রধান উপাস্য দেবতা কে?
Ans: সোমদেউ।
15. জয়ধ্বজ সিংহ কোন সত্রাধিকারের কাছে শরণ নিয়েছিলেন?
Ans: আউনিআটী সত্রের সত্রাধিকার নিরঞ্জন দেবের কাছে।
16. কৃষ্ণরাম ভট্টাচার্য্য কে ছিলেন?
Ans: বঙ্গদেশের নদীয়ার একজন শাক্ত ব্রাহ্মাণ পণ্ডিত।
17. কোন আহোম রাজার দিনে শাক্ত ধর্ম অধিক গা ঝাড়া দিয়ে উঠেছিল?
Ans: স্বৰ্গদেউ শিবসিংহের দিনে।
18. গাগিনি কে?
Ans: মোয়ামরীয়া মহন্ত অষ্টভুজের পুত্র ছিল গাগিনি।
19. মোয়ামরীয়া প্রথমে কাকে রাজা বানিয়েছিলেন?
Ans: নাহরখোয়ার পুত্র রমাকান্ত বা রমানন্দ কে।
20. ক্যাপ্টেন ওয়েলস কবে থেকে কবে পর্যন্ত অসমে ছিলেন?
Ans: ১৭৯২ সনের নভেম্বর মাসের মধ্যভাগ থেকে ১৭৯৪ সনের মে মাস পর্যন্ত অসমে ছিলেন।
21. অসমের কোথায় লবণ উৎপাদন হয়েছিল?
Ans: শদিয়া এবং নাগা পাহাড়ে।
22. অসমের সাধারণ মানুষজন লবণ কেন ব্যবহার করতে পারতেন না?
Ans: লবণ খুব দামী বস্তু ছিল সেজন্য।
23. গৌরীনাথ সিংহ কোন সনে হংস নারায়ণ কে হত্যা করেছিলেন?
Ans: ১৭৯০ সনে।
24. বরকন্দাসরা কে ছিলেন?
Ans: রংপুরের বর্তমান বাংলাদেশের কিছু ভ্রাম্যমান সৈন্য।
25. কোন রাজার রাজত্ব কালে সত্র প্রতিষ্ঠানের ধ্বংস সাধন করা হয়েছিল?
Ans: স্বৰ্গদেউ গদাধর সিংহের।
26. রাজেশ্বর সিংহের রাজত্ব কালে পাইকের সংখ্যা কত ছিল?
Ans: ৮০,০০০ জন।
27. কোন রাজা বৈষ্ণবদের নির্যাতন করতেন?
Ans: গদাধর সিংহ।
28. ক্যাপ্টেন ওয়েলসের নেতৃত্বে কতজন সৈনিক ছিলেন?
Ans: প্রায় ৫৫০ জন।
29. রাণী ফুলেশ্বরী কে ছিলেন?
Ans: শিৱ সিংহের পত্নী।
30. ‘বররাজা উপাধি কার ছিল?
Ans: রাণী ফুলেশ্বরীর।
31. কোন সনে গৌরীনাথ সিংহ রাজধানী থেকে গুয়াহাটীতে পলায়ন করেছিলেন?
Ans: ১৭৯২ সনে।
32. আহোম রাজার সামরিক ভাণ্ডারের দায়িত্বে থাকা আমলার নাম কি ছিল?
Ans: খারঘরীয়া ফুকন।
33. ঘনশ্যাম বুঢ়াগোঁহাইর মৃত্যুর পর কে বুঢ়াগোঁহাই পদে অধিষ্ঠিত হয়েছিলেন?
Ans: পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই পদে অধিষ্ঠিত হয়েছিল।
34. হরদত্ত বীরদত্ত কারা ছিলেন?
Ans: আহোমদের বিরুদ্ধে বিদ্রোহ করা অসমের দুই ভ্রাতৃদ্বয় ছিলেন।
35. কামরূপ রাজ্য কোন সন থেকে আহোম রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল?
Ans: ১৭৮২ সন থেকে।
36. আহোম এবং ওরাং রাজ্যের মধ্যের ঝগড়ার প্রধান কারণ কী ছিল?
Ans: পাইক সেবা।
37. কোন সনে গৌরীনাথ সিংহ পূর্ণ সিংহাসনে অধিষ্ঠিত হন?
Ans: ১৭৯৪ সনের ২১ মার্চ।
38. ক্যাপ্টেন ওয়েলস অসমে কত দিন ছিলেন?
Ans: প্রায় ১৭ মাস।
39. আহোম রাজাদের রাজত্ব প্রদান করা কয়েকটি জনজাতির নাম উল্লেখ কর।
Ans: মিরি, দফলা, অঁকা, ভুটিয়া, নাগা, কাছারী, জয়ন্তীয়া এবং খাসিরা।
40. লক্ষ্মী সিংহকে কে বন্দী করেছিলেন?
Ans: মোয়ামরীয়া রা।
41. কোন সনে দ্বিতীয় মোয়ামরীয়া বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ans: ১৭৮২ সনে।
42. মোয়ামরীয়া বিদ্রোহ কত বছর ধরে চলেছিল?
Ans: মোয়ামরীয়া বিদ্রোহ ৩৫/৩৬ বছর ধরে চলেছিল।
43. শিব সিংহের রাণীর নাম কী?
Ans: ফুলেশ্বরী।
44. তিনসুকিয়ার প্রাচীন নাম কী?
Ans: ব্যাংমরা।
45. পানীমুয়ার বিদ্রোহ কোন সনে হয়েছিল?
Ans: ১৮০২-০৩ সনে।
46. কোন সনে গৌরীনাথ সিংহ পালিয়ে গিয়েছিলেন?
Ans: ১৭৮৮ সনে।
47. চোলাধরা বরুয়া কে?
Ans: রূপচন্দ্রের পূর্বপুরুষ পেশায় দর্জি ছিলেন।
48. দরংয়ের রাজা হংস নারায়ণের পুত্র কে ছিলেন?
Ans: কৃষ্ণ নারায়ণ।
49. সৎরাম কে ছিলেন?
Ans: সৎরাম রাজা চন্দ্রকান্ত সিংহের অত্যন্ত প্রিয় লোক।
50. ঘনশ্যাম বুঢ়াগোঁহাইর মৃত্যু কবে হয়েছিল?
Ans: ১৭৮২ সনের এপ্রিল মাসে।
51. মোয়ামরীয়া বিদ্রোহের মূল কারণ কি?
Ans: অর্থনৈতিক এবং ধর্মীয়।
52. ব্যাংমরাতে হাতীচুঙ্গী মরাণ রা কাকে বরবরুয়া বানিয়েছিল?
Ans: গোধাকে।
53. মোয়ামরিয়ারা কার দিনে দ্বিতীয়বার বিদ্রোহ ঘোষণা করেছিলেন?
Ans: গৌরীনাথ সিংহের রাজত্বকালে।
54. পূর্ণানন্দের পদবী কি ছিল?
Ans: বুঢ়াগোঁহাই।
55. সত্র প্রতিষ্ঠান ধ্বংসে গদাধর সিংহের ডানহাত কে ছিলেন?
Ans: রঙাচরণ বেজদলৈ ভাণ্ডারী বরুয়া।
56. জাপরিভিঠায় ডফলা-বহতীয়ারা কাকে রাজা বানিয়েছিল?
Ans: একজন তাঁতীকে।
57. চুরম্ফা ভগা রাজার রাজত্বকাল কতদিনের?
Ans: ১৬৪১-১৬৪৪ সন পর্যন্ত।
58. পূৰ্ণানন্দ বুঢ়াগোঁহাই কত বছর পদে ছিলেন?
Ans: প্রায় ৩৫ বছর।
59. রাণী ফুলেশ্বরীকে বররাজা উপাধি কারা দিয়েছিলেন?
Ans: শাক্ত ব্রাহ্মণ পুরোহিতরা।
60. কোন সনে গৌরীনাথ সিংহ পালিয়ে গিয়েছিলেন?
Ans: ১৭৮৮ সনে।
61. কোন সনে ক্যাপ্টেন ওয়েলসের সামরিক অভিযানের অন্ত হয়েছিল?
Ans: ১৭৯৪ সনের ১৯ মার্চ।
62. লক্ষ্মী সিংহকে কে বন্দী করেছিলেন?
Ans: মোয়ামরীয়া।
63. মোয়ামরীয়া বিদ্রোহীরা রংপুরে কাকে রাজা বানিয়েছিলেন?
Ans: নাহরের পুত্র রামানন্দকে রংপুরে রাজা বানিয়েছিলেন।
64. সমুয়া কাকে বলে?
Ans: ধনের বিনিময়ে পাইক খাটানোর থেকে রেহাই পাওয়া পাইককে সমুয়া বলা হয়েছে।
65. গৌরীনাথ সিংহ কী কারণে গুয়াহাটী ছেড়ে গোয়ালপাড়া অভিমুখে পলায়ন করেছিলেন?
Ans: মোয়ামরীয়াদের বিরুদ্ধে ইংরেজদের সাহায্য প্রার্থনা করার জন্য।
66. ক্যাপ্টেন থমাস ওয়েলস কত তারিখে কলিয়াবর থেকে বঙ্গ সরকার কে গোপন প্রতিবেদন প্রেরণ করেছিলেন?
Ans: ১৭৯৪ সনের ৬ ফেব্রুয়ারি।
67. সামরিক অভিযানের নামে বার্ষিক কত টাকা খরচ হবে বলে ক্যাপ্টেন ওয়েলস আহোম রাজা গৌরীনাথ সিংহকে জানিয়েছিলেন?
Ans: বার্ষিক তিন লক্ষ টাকা।
68. ১৭৮৮ সন থেকে ১৮০৫ সন পর্যন্ত ব্যাংমরায় রাজত্ব করা রাজার নাম কি?
Ans: সর্বানন্দ সিংহ।
69. ক্যাপ্টেন ওয়েলস কতদিন অসমে ছিলেন?
Ans: প্রায় ১৭ মাস।
70. কয়েকটি আমলা পদবীর নাম লিখ।
Ans: শদিয়াখোবা গোঁহাই, মরঙীলোবা গোঁহাই, সলাল গোঁহাই এবং কলিয়াবর বরফুকন।
71. হরদত্ত-বীরদত্ত এবং কৃষ্ণ নারায়ণের বিদ্রোহের সময় তাদের নেতৃত্বে কয়জন বরকন্দাজ ছিল?
Ans: প্রায় তিন হাজার জন।
72. বেজদলে ভাণ্ডারী বরুয়া কে ছিল?
Ans: গুরু নিত্যানন্দ দেবের ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন।

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.