Class 9 Social Science MCQ Chapter 5 অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি

Class 9 Social Science MCQ Chapter 5 অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 5 অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 5 অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 5 অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 5 অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি

Chapter – 5

প্রথম খণ্ড ( ইতিহাস-HISTORY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. গোবিন্দ চন্দ্র রাজা ছিলেন ________।

(a) কাছারী রাজ্যের।

(b) মণিপুরী রাজ্যের।

(c) আহোম রাজ্যের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

(d) খাসি রাজ্যের।

Ans: (a) কাছারী রাজ্যের।

2. ডেভিড স্কটের পরবর্তী কমিশনার ছিলেন।

(a) ক্যাপ্টেন ওয়েলস।

(b) জেনকিন্স।

(c) তিরৎ সিং।

(d) রবার্টসন।

Ans: (d) রবার্টসন।

3. তিরৎ সিং সিয়েম ছিলেন ________।

(a) মণিপুরী রাজ্যের।

(b) কাছারী রাজ্যের।

(c) খাসি পাহাড়ের।

(d) আহোম রাজ্যের।

Ans: (c) খাসি পাহাড়ের।

4. মটক রাজ্যের রাজার উপাধি ছিল।

(a) সেনাপতি।

(b) বর সেনাপতি।

(c) সিয়েম।

(d) মহারাজা।

Ans: (b) বর সেনাপতি।

5. ইয়াণ্ডাবুর সন্ধি হয়েছিল ________।

(a) ১৮২৪ সনের ২৪ ফেব্রুয়ারি।

(b) ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

(c) ১৯৪৭ সনের ১৫ আগষ্ট।

(d) ১৯৫০ সনের ২৬ জানুয়ারি।

Ans: (b) ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

6. ক্যাপ্টেন ওয়েলস কত সনে আসামে আসেন?

Ans: ১৭৯২ সনে।

7. কোন সনে গৌরীনাথ সিংহ পলায়ন করেন?

Ans: ১৭৮৮ খৃষ্টাব্দে।

8. অসমে আহোমরা সুদীর্ঘ কত বছর রাজত্ব করেছিলেন?

Ans: সুদীর্ঘ ছশো বছর।

9. আহোমরা কত থেকে কত শতক পর্যন্ত অসমে রাজত্ব করেছিল?

Ans: ১৩ শতক থেকে উনিশ শতকের প্রথম কাল অবধি।

10. আহোম রাজ্যের পরিসমাপ্তি কবে ঘটে?

Ans: মানেদের অসম আক্রমণের পরে।

11. ইয়াণ্ডাবু সন্ধি কবে হয়?

Ans: ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

12. ইয়াণ্ডাবু সন্ধি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

Ans: মান এবং ইংরেজদের মধ্যে।

13. ইয়াণ্ডাবু সন্ধির কোন অনুচ্ছেদ অসম সম্পৰ্কীয় ছিল?

Ans: ২য় অনুচ্ছেদ।

14. কোন যুদ্ধে আহোম রাজা চন্দ্রকান্ত সিংহকে মানেরা পরাজিত করেছিল?

Ans: মহাগড়ের যুদ্ধে।

15. কত সনে উজনি অসমে পুরন্দর সিংহকে রাজা বানানো হয়?

Ans: ১৮৩২ খ্রীষ্টাব্দে।

16. ব্রিটিশরা পুরন্দর সিংহে থেকে কত টাকা কর হিসাবে আদায় করেছিল?

Ans: ৫০,০০০ টাকা।

17. পুরন্দর সিং রাজ্যটিকে কি কি দুটি জেলায় বিভক্ত করেছিলেন?

Ans: শিবসাগর এবং লখিমপুর।

18. কোন সনে প্রথম ইংগো-বর্মী যুদ্ধ সংঘটিত হয়েছিল?

Ans: ১৮২৪ সনে।

19. সিংফৌ রাজ্যের সর্দারকে কি বলা হত?

Ans: গাম।

20. কাছারী বীর তুলারাম সেনাপতির পুত্র দুজনের নাম কী ছিল?

Ans: নকুল রাম বর্মন এবং ব্রজনাথ বর্মন।

21. জয়ন্তীয়া রাজ্যের রাজার নাম কী?

Ans: রাজেন্দ্র সিংহ।

23. কে, কবে জয়ন্তীয়া রাজ্য দখল করেছিল?

Ans: ১৮৩৫ সনে, ক্যাপ্টেন লিষ্টার।

24. কোন জেলে ভিরৎ সিংকে আবদ্ধ করে রাখা হয়েছিল?

Ans: ঢাকা কারাগারে।

25. তিরৎ সিংহের করে এবং কখন মৃত্যু হয়েছিল?

Ans: ঢাকা কারাগারে বন্দী অবস্থায়, ১৮৩৪ সনের মার্চে।

26. তিরৎ সিংকে কে কে আক্রমণের হুমকি দিয়েছিল?

Ans: দেশরাণী রাজা বলরাম সিং।

27. খাসি বিদ্রোহ কবে থেকে কবে সংঘটিত হয়েছিল?

Ans: ১৮২৬ সন থেকে ১৮৩৩ সন পর্যন্ত (প্রায় ৮ বৎসর।

28. গারো জিলার সদরস্থান কোথায় হয়?

Ans: মেঘালয়ের তুরাতে।

29. শ্রীহট্ট-গুয়াহাটী রাস্তার মুখ্য উদ্দেশ্য কি ছিল?

Ans: ব্রিটিশ সৈন্যের চলাচল সুগম করা।

30. কত সনে ব্রিটিশ গারোপাহাড়কে আলাদা জিলাতে পরিবর্তন করেছিল?

Ans: ১৮৩৯ সনে।

31. ডেভিড স্কট কাকে নংখৌলের সিয়েম বানিয়েছিলেন?

Ans: তিরুৎ সিংকে।

32. খাসি বিদ্রোহ বিফল হওয়ার মূল কারণ কি ছিল?

Ans: খাসি বিদ্রোহ বিফল হওয়ার মূল কারণ হচ্ছে- ব্রিটিশের উন্নত সামরিক কৌশল।

33. কোন ব্রিটিশ আমলা গুয়াহাটী শ্রীহট্ট পথ নির্মাণের পরিকল্পনা করেছিলেন?

Ans: ডেভিড স্কট।

34. মানদের আক্রমণের সময় মণিপুরের রাজার নাম কি ছিল?

Ans: জয় সিংহ।

35. মানের আক্রমণের ফলে কাছাড়ের রাজা গোবিন্দ চন্দ্র কোথায় আশ্রয় নিয়েছিলেন?

Ans: সিলেটে।

36. নিম্ন অসমের প্রশাসনে কে ডিভিড স্কটকে সাহায্য করেছিলেন?

Ans: ক্যাপ্টেন আদম হোয়াইট।

37. উজনি অসমের সদর স্থান রংপুর থেকে কোথায় স্থানান্তর করা হয়েছিল?

Ans: যোড়হাটে।

38. কোন সন্ধি গম্ভীর সিংহকে মণিপুরের রাজা হিসেবে স্বীকৃতি দিয়েছিল?

Ans: ইয়াণ্ডাবু সন্ধি।

39. কোন আহোম আমলাকে উজনি অসমের রাজস্ব সংগ্রহহের দায়িত্ব অর্পণ করা হয়েছিল?

Ans: জনার্দন বরবরুয়া কে।

40. ডেভিড স্কটের পরবর্তী কমিশনার কে ছিলেন?

Ans:ক্রেব্রুকট।

41. ডেভিড স্কটের মৃত্যু কত সনে হয়েছিল?

Ans: ১৮৩১ সনে।

42. রবার্টসনের সংস্কার সমূহকে কি কি তিনটি ভাগে ভাগ করা যাব?

Ans: রাজস্ব, প্রশাসনিক এবং বিচার বিভাগীয় সংস্কার।

43. রবার্টসনের কালে অসমে কয়টি জিলা স্থাপন করা হয়েছিল?

Ans: পাঁচটি।

44. নগাঁও জিলার পুরনো নাম কী ছিল?

Ans: খাগরিজান।

45. ব্রিটিশের সময়ে অসমের কমিশনারের সদর কার্যালয় কোথায় ছিল?

Ans: গুয়াহাটী।

46. দরং জিলার সদর স্থান কোথায় ছিল?

Ans: মঙ্গলদৈ।

47. মটক রাজ্যের রাজধানীর নাম কি ছিল?

Ans: রঙাগড়া।

48. ব্রিটিশরা মটক রাজাকে কত টাকার অবসর ভাতা দিয়েছিল?

Ans: সাত হাজার টাকা।

49. কাছাড় জিলার সদর স্থান কোথায় ছিল?

Ans: শিলচর।

50. বদন বরফুকনের পুত্রের নাম কি ছিল?

Ans: পিয়লি বরফুকন।

51. পিয়লি ফুকনের সম্পূর্ণ নাম কি ছিল?

Ans: ধনঞ্জয় পিয়লি ফুকন।

52. কোন আমলার প্রচেষ্টায় ব্রহ্মপুত্রে ষ্টীম জাহাজের প্রচলন হয়েছিল?

Ans: মেজর জেনকিন্সের প্ৰচেষ্টায়।

53. খাগরিজানের সদর স্থান কোথায় ছিল?

Ans: নগাঁও।

54. মটক রাজা বর সেনাপতি এবং ব্রিটিশদের মধ্যে কত সনে চুক্তি হয়েছিল?

Ans: ১৮২৬ সনে।

55. গোমধর কোঁৱর কত বছর কারাবাসে (রংপুৰ জেলে) কাটান?

Ans: সাত বছর।

56. কোন ইংরেজ আমলার নেতৃত্বে ইংরেজরা গুয়াহাটীতে উপস্থিত হয়েছিল?

Ans: কর্ণেল রিচার্ডসনের নেতৃত্বে।

57. ব্রিটিশরা জয়ন্তীয়া রাজ্যের রাজা রাজেন্দ্র সিংহ/ গোবিন্দ চন্দ্র/ তিরৎ সিংহকে সিলেটে নির্বাসন দিয়েছিল?

Ans: রাজা রাজেন্দ্র সিংহকে।

58. অসমের শেষ আহোম রাজা ছিলেন চন্দ্রকান্ত সিংহ/ কমলেশ্বর সিংহ/ পুরন্দর সিং/ যোগেশ্বর সিংহ?

Ans: পুরন্দর সিংহ।

59. তিরৎ সিং খাসি/ মণিপুরা/ জয়ন্তীয়া দেশপ্রেমিক ছিলেন?

Ans: তিরৎ সিং খাসি।

60. গোবিন্দ চন্দ্র কোন রাজ্যের রাজা ছিলেন? কাছাড় রাজ্যের।

Ans: কাছাড় রাজ্যের।

61. ডেভিড স্কট কে ছিলেন?

Ans: অসমে নিযুক্ত ব্রিটিশ কমিশনার।

62. ডেভিড স্কটের পরবর্তী কমিশনার কে ছিলেন?

Ans: রবার্টসন।

63. তিরৎ সিং কোন রাজ্যের সিয়েম ছিলেন?

Ans: খাসি রাজ্যের।

64. মটক রাজার উপাধি কী ছিল?

Ans: বর সেনাপতি।

65. জোনকিন্সের পরামর্শ অনুযায়ী কে সিংহাসন হারিয়েছিলেন?

Ans: আহোম রাজা পুরন্দর সিংহ।

66. জোনকিন্স নিম্ন অসমকে কি কি জেলায় ভাগ করেছিলেন?

Ans: গোয়ালপাড়া, কামরূপ, দরং।

67. ব্রিটিশরা কাকে পঞ্চাশ টাকা বৃত্তি দিয়ে কাছাড় দখল করেছিল?

Ans: গোবিন্দ চন্দ্ৰকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top