Class 9 Social Science MCQ Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন can be of great value to excel in the examination.
SCERT Class 9 Social Science MCQ Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন
Class 9 Social Science MCQ Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
ভূ-পৃষ্ঠের পরিবর্তন
Chapter – 6
দ্বিতীয় খণ্ড ( ভূগোল-GEOGRAPHY )
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. ভূ-পৃষ্ঠের পরিবর্তনের একপ্রকার বাহ্যিক কারণ হল ________।
(ক) ভূমিকম্প।
(খ) আগ্নেয়গিরি।
(গ) বৃষ্টি।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) বৃষ্টি।
2. ব-দ্বীপ সমূহের সৃষ্টি হয় _______।
(ক) মরুভূমিত।
(খ) পর্বতে।
(গ) উপকূলে।
(ঘ) নদীর মোহনাত।
Ans: (ঘ) নদীর মোহনাত।
3. নদীর পরিবহন এবং অবক্ষেপনের ফলে সৃষ্টি একপ্রকার অবয়ব হচ্ছে _________।
(ক) ব-দ্বীপ।
(খ) ইয়ারদাং।
(গ) কেম।
(ঘ) বালিয়াত।
Ans: (ক) ব-দ্বীপ।
4. ভূ-অবয়বের এস্কাবের সৃষ্টি হয় _______।
(ক) নদীর কার্যে।
(খ) হিমবাহের কার্যে।
(গ) বাতাসের কার্যে।
(ঘ) সাগরের ঢেউর কার্যে।
Ans: (খ) হিমবাহের কার্যে।
5. অশ্বক্ষুর হ্রদ _________।
(ক) বাতাসের জন্য হয়।
(খ) হিমবাহের জন্য হয়।
(গ) সাগরের ঢেউর জন্য হয়।
(ঘ) একটিও নয়।
Ans: (ঘ) একটিও নয়।
6. ইনসেল বার্গ শব্দটি _________।
(ক) ইংরেজী ভাষার।
(খ) জার্মান ভাষার।
(গ) রুশ ভাষার।
(ঘ) হিন্দী ভাষার।
Ans: (খ) জার্মান ভাষার।
7. হিমবাহ এক ধরনের ________।
(ক) বাহ্যিক।
(খ) আভ্যন্তরীণ।
(গ) প্রাকৃতিক।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) বাহ্যিক।
8. নদীর বুকের বালুচর গুলো সাধারণত __________।
(ক) স্থায়ী।
(খ) অস্থায়ী।
(গ) সাময়িক।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) অস্থায়ী।
9. ________ র ফলে মরুভূমিতে প্রায়ই ধূলির ঝাড়ের সৃষ্টি হয়।
(ক) অবনমন।
(খ) অবক্ষেপণ।
(গ) সুনামি।
(ঘ) ইনসেল বার্গ।
Ans: (ক) অবনমন।
10. হিমবাহের গতি অতি _________।
(ক) খর।
(খ) মন্থর।
(গ) সাধারণ।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) মন্থর।
11. সুনামি একধরণের __________।
(ক) ধ্বংসাত্ম ঢেউ।
(খ) বাতাস।
(গ) ভূমিকম্প।
(ঘ) বন্যা।
Ans: (ক) ধ্বংসাত্ম ঢেউ।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
12. পৃথিবীর উপরি ভাগের কত শতাংশ জলভাগ দ্বারা আবৃত?
Ans: ৭১ শতাংশ।
13. পৃথিবীর উপরিভাগের কত শতাংশ স্থলভাগ দ্বারা আবৃত?
Ans: ২১ শতাংশ।
14. বদ্বীপ সমূহ কোথায় সৃষ্টি হয়?
Ans: নদীর মোহনায়।
15. ভূ-পৃষ্ঠের পরিবর্তনকারী ক্রিয়া হিসাবে বাতাসের কার্য কোথায় অধিক।
Ans: মরুভূমিতে।
16. একটি অববাহিকার নাম লিখ।
Ans: টারিম।
17. কোন ক্রিয়ার জন্য বালুটে গড়ে উঠে?
Ans: সাগরের উত্তাল তরঙ্গ এবং ফিরে আসা ঢেউর মিলিত ক্ৰিয়াৰ ফলে।
18. নদীর পাড়া খননের পরিপাতিতে কি সমস্যা?
Ans: ভূমি বা তুমি স্বপন।
19. নদীর কার্য প্রধানতঃ কোথা? সুপষ্ট?
Ans: নদীর গতিপথে।
20. নদীর গতিপথ বলতে কী বুঝ?
Ans: যে দীর্ঘ পথ দিয়ে একটি নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত গতি করে তাকেই নদীর গতিপথ বলে।
21. নদীর গতিপথে চালানো ঘনন কার্য প্রধানত কিসের উপর নির্ভর করে?
Ans: গতিপথের ভূ-তাত্ত্বিক গঠন এবং জলের ক্ষয়শক্তির উপর নির্ভর করে।
22. পৃথিবীর উপকূলের সর্বমোট দৈর্ঘ্য কত?
Ans: প্রায় ০.৫ নিযুত কিলোমিটার।
23. বাতাস দ্বারা সৃষ্ট এক প্রকার ভূঅবয়বের নাম লিখ?
Ans: ইনসেলবার্গ।
24. সাগরের ঢেউ দ্বারা সৃষ্ট একপ্রকার ভূ-অবয়বের নাম লিখ।
Ans: বালু তট।

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.
Fstc ggtjgxfh
Who is geography