Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ

Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ

Chapter – 7

দ্বিতীয় খণ্ড ( ভূগোল-GEOGRAPHY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. ওজোন গ্যাসের স্তর কোথায় অবস্থিত?

(ক) ট্রপোস্ফিয়ার।

(খ) স্ট্রেটোস্ফিয়ার।

(গ) মেসোস্ফিয়র।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

(ঘ) থার্মোস্ফিয়র।

Ans: (খ) স্ট্রেটোস্ফিয়ার।

2. বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কতটুকু অক্সিজেন থাকে?

(ক) ২০.৯৪ শতাংশ।

(খ) ২৯.০১ শতাংশ।

(গ) ৩২.৪৭ শতাংশ।

(ঘ) ৭৮.০৮ শতাংশ।

Ans: (ক) ২০.৯৪ শতাংশ।

3. বায়ুপ্রবাহের মূল কারণ হচ্ছে ________।

(ক) আর্দ্রতার তারতম্য।

(খ) চাপের তারতম্য।

(গ) মাধ্যাকর্ষণ শক্তি।

(ঘ) অপকেন্দ্রিক বল।

Ans: (খ) চাপের তারতম্য।

4. বাতাসের গতিবেগ নির্ণয় করার যন্ত্রটি হল ________।

(ক) উউণ্ডো ভ্যান।

(খ) এনিমোমিটার।

(গ) বিউফোর্টস্কেল।

(ঘ) হাইড্রোমিটার।

Ans: (খ) এনিমোমিটার।

5. বাতাসের গতিবেগের একক হল _________।

(ক) নট।

(খ) মিলিবার।

(গ) শতাংশ।

(ঘ) ডিগ্রি।

Ans: (ক) নট।

6. মৌসুমী বায়ু নীচের কোন শ্রেণীর অন্তর্গত?

(ক) স্থানীয় বাতাস।

(খ) প্রাথমিক বাতাস।

(গ) গৌণ বাতাস।

(ঘ) নিয়মিত বাতাস।

Ans: (গ) গৌণ বাতাস।

7. প্রাচ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলের ঘূর্ণীবায়ুর নাম হল ________।

(ক) সাইক্লোন।

(খ) হ্যারিকেন।

(গ) উইলী উইলী।

(ঘ) টাইফুন।

Ans. (ঘ) টাইফুন।

8. বায়ুর ঘনত্ব বাড়লে এর চাপ _________।

(ক) কমে।

(খ) বাড়ে।

(গ) একই থাকে।

(ঘ) উপরের একটিও নয়।

Ans: (খ) বাড়ে।

9. মেসোস্ফিয়র এবং থার্মোস্ফয়রের মধ্যের সীমাকে ________ বলা হয়।

(ক) ট্রপোপোজ।

(খ) ষ্ট্ৰেটোপোজ।

(গ) মেসোপোজ।

(ঘ) একটিও নয়।

Ans: (গ) মেসোপোজ।

10. স্ট্রেটোস্ফিয়রের স্তরটি _________ শক্ত।

(ক) ৫০ কিঃ মিঃ।

(খ) ৩০ কিঃ মিঃ।

(গ) ৪০ কিঃ মিঃ।

(ঘ) একটিও নয়।

Ans: (গ) ৪০ কিঃ মিঃ।

11. উলম্বভাবে বায়ুমণ্ডলের উত্তাপ হ্রাস প্রাপ্ত স্তর গুলি হচ্ছে _________।

(ক) ষ্ট্রেটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার।

(খ) থার্মোস্ফিয়ার এবং ট্রলোস্ফিয়ের।

(গ) মেসোস্ফিয়ের এবং ট্রপোস্ফিয়ের।

(ঘ) মেক্সোস্ফিয়ের এবং থার্মস্ফিয়ের।

Ans: (গ) মেসোস্ফিয়ের এবং ট্রপোস্ফিয়ের।

12. অশ্ব অক্ষ্যাংশের বিস্তৃতি হচ্ছে _________।

(ক) ৫০°-৬০° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।

(খ) ৫০°-১০০° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।

(গ) ২৫°-৩৫° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।

(ঘ) উপরের একটিও নয়।

Ans: (গ) ২৫°-৩৫° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।

13. হোমোস্ফিয়ারের উলগ্ন বিস্তৃতি হচ্ছে _________।

(ক) ৮০ কিঃ মিঃ।

(খ) ১০০ কিঃ মিঃ।

(গ) ১৩০ কিঃ মিঃ।

(ঘ) ২০০ কিঃ মিঃ।

Ans: (ক) ৮০ কিঃ মিঃ।

14. কোন শক্তির জন্য বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠের গায়ে লেগে আছে?

(ক) মহাকর্ষণ।

(খ) মাধ্যাকর্ষণ।

(গ) অপকেন্দ্রিক।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) মাধ্যাকর্ষণ।

15. গ্যাসসমূহের রাসায়নিক গঠনের উপর নির্ভর করে ভাগ করা বায়ুমণ্ডলের একটি স্তর হচ্ছে।

(ক) ট্রপোস্ফিয়ার।

(খ) স্ট্রেটোস্ফিয়ার।

(গ) থার্মোস্ফিয়ার।

(ঘ) একটিও নয়।

Ans: (ঘ) একটিও নয়।

16. বায়ুমণ্ডলে আর্গন আয়তন হিসাবে আছে।

(ক) ৭৮.০৮%

(খ) ২০.১৪%

(গ) ০.৯৩%

(ঘ) ০.০৩%

Ans: (গ) ০.৯৩%

17. হেটেরোস্ফিয়েরের নিম্ন সীমার নাম ________।

(ক) ট্রপোপোজ।

(খ) ষ্টেটোপজ।

(গ) মেসোপজ।

(ঘ) একটিও নয়।

Ans: (গ) মেসোপজ।

18. বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম _________।

(ক) বেরোমিটার।

(খ) থার্মোমিটার।

(গ) হাইড্রোমিটার।

(ঘ) একটিও নয়।

Ans: (ক) বেরোমিটার।

19. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ গড় হিসাবে প্রতিবর্গ সেঃমিঃ এ প্রায় _________।

(ক) ৫ কিঃগ্রাঃ।

(খ) ১ কিঃগ্রাঃ।

(গ) ১.৫ কিঃগ্ৰাঃ।

(ঘ) ২ কিঃগ্রাঃ।

Ans: (খ) ১ কিঃগ্রাঃ।

20. অক্সিজেন স্তর থেকে হিলিয়াম স্তরের উচ্চতা প্রায় ________।

(ক) ৮০ কিঃ মিঃ।

(খ) ২০০ কিঃ মিঃ।

(গ) ৩৫৪০ কিঃ মিঃ।

(ঘ) ০০০০০ কিঃমিঃ।

Ans: (গ) ৩৫৪০ কিঃ মিঃ।

21. আমাদের চারপাশ _________ দ্বারা আবৃত।

(ক) বায়ু দ্বারা।

(খ) জলদ্বারা।

(গ) গ্যাস দ্বারা।

(ঘ) একটিও নয়।

Ans: (ক) বায়ু দ্বারা।

22. উপরিভাগের _________ বিতবন এবং সঞ্চালনায় সাহায্য করে।

(ক) তাপ শক্তির।

(খ) আলো শক্তির।

(গ) বায়ু শক্তির।

(ঘ) একটিও নয়।

Ans: (ক) তাপ শক্তির।

23. _________ র জন্য পৃথিবীতে বৃষ্টি হয়।

(ক) বায়ুমণ্ডল।

(খ) আলো শক্তির।

(গ) মেঘ।

(ঘ) একটিও নয়।

Ans: (ক) বায়ুমণ্ডল।

24. বায়ুমণ্ডল প্রায় _________ কিঃ মিঃ উচ্চতা পর্যন্ত বিস্তারিত হয়ে আছে।

(ক) ৮,০০০ কিঃ মিঃ।

(খ) ২,০০০ কিঃ মিঃ।

(গ) ৩,৫৪০ কিঃ মিঃ।

(ঘ) ১০,০০০ কিঃ মিঃ।

Ans: (ঘ) ১০,০০০ কিঃ মিঃ।

25. নাইট্রোজেন একপ্রকার _________গ্যাস।

(ক) সক্রিয়।

(খ) নিষ্ক্রিয়।

(গ) উভধর্মী।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) নিষ্ক্রিয়।

26. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তরটিই হচ্ছে _________।

(ক) থার্মোস্ফিয়ার।

(খ) হিটারোস্ফিয়ার।

(গ) ট্রপোস্ফিয়ার।

(ঘ) স্ট্রেটোস্ফিয়ার।

Ans: (গ) ট্রপোস্ফিয়ার।

27. ট্রপোস্ফিয়ের এবং ট্রেটোস্ফিয়েরের মধ্যের সীমাকে________ বলে।

(ক) ট্রপোপোজ।

(খ) ষ্ট্ৰেটোপজ।

(গ) ষ্ট্ৰেটোতোজ।

(ঘ) থার্মোপজ।

Ans: (ক) ট্রপোপোজ।

29. ঘনত্ব কমলে বায়ুর চাপ ________।

(ক) বাড়ে।

(খ) কমে।

(গ) একই থাকে।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) কমে।

29. আৰ্দ্ৰবায়ু থেকে শুষ্ক বায়ুর চাপ _________।

(ক) কম।

(খ) বেশি।

(গ) সমান।

(ঘ) নাই।

Ans: (খ) বেশি।

30. পৃথিবীর দুই মেরুতে বায়ুর চাপ _________।

(ক) কম।

(খ) অধিক।

(গ) সমান।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) অধিক।

31. বায়ু ________দিকে গতি করে।

(ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপে।

(খ) নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে।

(গ) নিম্নচাপ থেকে নিম্নচাপে।

(ঘ) উচ্চচাপ থেকে উচ্চচাপে।

Ans: (ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপে।

32. এক স্থানের বায়ু প্রকারে প্রভাব বিস্তার করা প্রধান শক্তিগুলির একটি হল _________।

(ক) বিদ্যুৎ শক্তি।

(খ) আলোক শক্তি।

(গ) মাধ্যাকর্ষণ শক্তি।

(ঘ) একটিও নয়।

Ans: (গ) মাধ্যাকর্ষণ শক্তি।

33. একটি স্থানের চাপের মান বেশি হলে বায়ুর গতি বেগ ________।

(ক) একই থাকে।

(খ) বৃদ্ধি পায়।

(গ) হ্রাস পায়।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) বৃদ্ধি পায়।

34. এক স্থান থেকে অন্য একতি স্থানে প্রবাহিত বায়ুর গতি মাধ্যকর্ষণ শক্তির ফলে কিরকম হয়।

(ক) সরল বৈধিক।

(খ) কিছুটা বক্রাকার।

(গ) বৃত্তকার।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) কিছুটা বক্রাকার।

35. কর্ষণ শক্তি বাতাসের গতিবেগে _________।

(ক) ক্রিয়া করেনা।

(খ) ধনাত্মকভাবে ক্রিয়া করে।

(গ) ঋণাত্মকভাৱে ক্রিয়া করে।

(ঘ) একটিও নয়।

Ans: (গ) ঋণাত্মকভাৱে ক্রিয়া করে।

36. বাতাসের সঠিক দিক নির্ণয় করা যন্ত্রটির নাম _________।

(ক) উইণ্ডোভ্যান।

(খ) এনিমোমিটার।

(গ) বিউফোর্টস্কেল।

(ঘ) একটিও নয়।

Ans: (ক) উইণ্ডোভ্যান।

37. প্রাথমিক বায়ুপ্রবাহের অন্তর্গত একরকমের বায়ু হল _________।

(ক) বাণিজ্য বায়ু।

(খ) মৌসমী বায়ু।

(গ) উপত্যকা বায়ু ।

(ঘ) একটিও নয়।

Ans: (ক) বাণিজ্য বায়ু।

38. চক্রবাত একধরনের _________।

(ক) প্রাথমিক বায়ুপ্রবাহ।

(খ) গৌণ বায়ু প্রবাহ।

(গ) স্থানীয় বায়ু প্রবাহ।

(ঘ) একটিও নয়।

Ans: (খ) গৌণ বায়ু প্রবাহ।

39. জলবায়ু বাড়ে _________।

(ক) দিনের বেলা জলভাগ থেকে স্থলভাগে।

(খ) রাতের বেলা জলভাগ থেকে স্থলভাগে।

(গ) দিনের স্থলভাগ থেকে জলভাগে।

(ঘ) রাতের বেলা স্থলভাগ থেকে জলভাগে।

Ans: (ক) দিনের বেলা জলভাগ থেকে স্থলভাগে।

40. আমাদের চারপাশ বায়ু দ্বারা আবৃত আছে নাই।

Ans: আছে।

41. বায়ুমণ্ডল/সূর্যের আলোর জন্যই পৃথিবীতে বৃষ্টি হয়।

Ans: বায়ুমণ্ডলের জন্য।

42. নাইট্রোজেন একধরণের সক্রিয়/নিষ্ক্রিয় গ্যাস।

Ans: নিষ্ক্রিয় গ্যাস।

43. ঘনত্ব কমলে বায়ুর চাপ বাড়ে / কমে।

Ans: কমে।

44. পৃথিবীর দুই মেরুতে বায়ুর চাপ কম/বেশি।

Ans: বেশি।

45. আৰ্দ্ৰবায়ু থেকে শুষ্ক বায়ুর চাপ কম/বেশি।

Ans: বেশি।

46. মেরুদেশিয় উচ্চচাপ মণ্ডলের বায়ুতে জলীয় বাষ্প অধিক/থাকেনা।

Ans: থাকেনা।

47. দুটি জায়গার মধ্যের চাপের পার্থক্য বেশি হলে বায়ু প্রবাহের গতিবেগ বেশি/কম হয়।

Ans: বেশি হয়।

48. বায়ুমণ্ডলের চাপ বা ওজন মূলত অপকেন্দ্রিক/মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভরশীল।

Ans: মাধ্যাকর্ষণ শক্তির।

49. বাণিজ্য বায়ু / পশ্চিমী বায়ু বেশী পরিবর্তনশীল।

Ans: পশ্চিমী বায়ু।

50. প্রতীপ ঘূর্ণীবায়ুর কেন্দ্রে চাপ সর্বোচ্চ সর্বনিম্ন হয়।

Ans: সর্বোচ্চ হয়।

51. প্রতীপ ঘূর্ণীবায়র ফলে আবহাওয়ার পরিবর্তন কম/বেছি হয়।

Ans: কম হয়।

52. জলবায়ু দিনে / রাতে বাড়ে।

Ans: দিনে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

53. পৃথিবীপৃষ্ঠে কয়টি চাপবলয় আছে?

Ans: চারটি।

54. ভূ-পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উপরে তোলে হিসাবে গড় উত্তাপ হ্রাস হয়।

Ans: প্রতি কিঃ মিঃ উচ্চতায় ৬.৫০ সেলসিয়াস।

55. সাগর পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত ধরা হয়?

Ans: প্রতি বর্গ সেঃমিঃএ প্রায় ১ কিঃগ্রাঃ।

56. কিসের জন্য বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে?

Ans: মাধ্যাকর্ষণ শক্তির জন্যে।

57. হেটেরোস্ফিয়ারে গ্যাসসমূহের রাসায়নিক গঠন এক না আলাদা আলাদা?

Ans: আলাদা আলাদা।

58. কোন গ্যাস অতিবেগুণী রশ্মি শোষণ করে?

Ans: ওজোন গ্যাস।

59. বায়ুমণ্ডলের কোনটি স্তরে ওজোন গ্যাস আছে?

Ans: হেটেরোস্ফিয়েরে।

60. মেসোসস্ফিয়েরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?

Ans: এই স্তরে উচ্চতা বাড়লে উত্তাপ কমতে শুরু করে।

61. হেটেরোস্ফিয়েরের নিম্নসীমা কী?

Ans: মেসোপোজ।

62. সাগরপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

Ans: ২৯.৯২ ইঞ্চি বা ৭৬০ মিঃ মিঃ পারাস্তম্ভ।

63. মেসোস্ফিয়েরের উলম্ব বিস্তৃতি কত?

Ans: ৩০ কিঃ মিঃ।

64. বায়ুমণ্ডলে ক’ত শতাংশ অক্সিজেন আছে?

Ans: 20.৯৪ শতাংশ।

65. বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিঃ মিঃ হলে এক ‘নট’ হয়?

Ans: ১.৮৫৪ কিঃ মিঃ।

66. বিষুব অঞ্চলে উষ্ণতা কেন সর্বাধিক হয়।

Ans: সূর্যরশ্মি লম্বভাবে পড়ার জন্য।

67. পশ্চিমী বায়ু কোন দিকে থেকে প্রবাহিত হয়?

Ans: পশ্চিম দিক থেকে।

68. বাতাসের গতিবেগের একক কী?

Ans: নট। (Knot)

69. অশ্ব অক্ষাংশের অক্ষাংশ বিস্তৃতি কত?

Ans: দুটি গোলার্ধের ৩০° র থেকে ৩৫° অক্ষাংশের মধ্যে।

70. বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিঃ মিঃ হ’লে এক নট হয়।

Ans: ১.৮৫৪ কিঃ মিঃ।

71. ঘুর্ণী বায়ুর আরেকটি নাম কী?

Ans: চক্রবাত।

72. ক্রান্তীয় ঘূর্ণীবায়ুর উৎপত্তি কোন ঋতুতে হয়?

Ans: গ্রীস্মকালে।

73. বায়ুমণ্ডল কাকে বলে?

Ans: পৃথিবীপৃষ্ঠ থেকে উপর পর্যন্ত প্রসারিত হয়ে পৃথিবীর চারপাশে বায়ুর যে গ্যাসীয় আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে।

74. ওজোন গ্যাস জীব-জগতক কিভাবে রক্ষা করছে?

Ans: সূর্যের অতি বেগুনী রশ্মি জীব-জগতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই রশ্মি ওজোন গ্যাস শোষণ করে জীবজগতকে রক্ষা করছে।

75. বায়ুমণ্ডলের কত শতাংশ ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিঃ মিঃ ভিতরে আছে।

Ans: প্রায় ৯৭ শতাংশ।

76. হোমোস্ফিয়ারে বায়ুমণ্ডলের গ্যাসগুলোর বিশেষ গুণ কী?

Ans: এতে গ্যাসগুলোর রাসায়নিক গঠন প্রায় একহ হয়।

77. হোমোস্ফিয়েরের উচ্চতা কত?

Ans: ৮০ কিঃ মিঃ।

78. বায়ুমণ্ডলে নাইট্রোজেন কত শতাংশ আছে?

Ans: ৭৮.০৮ শতাংশ।

79. ভূ-পৃষ্ঠ থেকে প্রতি কিঃ মিঃ উচ্চাতায় গড়ে কতখানি বায়ুমণ্ডলের উত্তাপ হ্রাস পায়?

Ans: ৬.৪ সেন্টিগ্রেড।

80. বিষুবীয় এবং মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা কত?

Ans: বিষুবিয় অঞ্চলে ১৬ কিঃ মিঃ, মেরু অঞ্চলে ১০ কিঃ মিঃ।

81. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার ক্রিয়াকলাপ সংঘটিত হয়।

Ans: ট্রপোস্ফিয়েরে।

82. ট্রপোস্ফিয়েরর নিম্ন এবং উচ্চভাগের তাপ কত?

Ans: নিম্নভাগে ৬০° সেন্টিগ্রেড, উচ্চভাগে ০° সেণ্টিগ্রেড।

83. থার্মোস্ফিয়েরে কত পর্যন্ত উত্তাপ বৃদ্ধি পায়?

Ans: ১৬৫০° সেন্টিগ্রেড পর্যন্ত।

84. প্ৰতি ৯৮০ ফুট উচ্চতাতে বায়ুর চাপ কি হারে কমে?

Ans: ১ ইঞ্চি বা ৩৪ মিলিবার হারে কমে।

85. কোন অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলা হয়?

Ans: উপক্রান্তীয় অঞ্চলটিকে।

86. কোরিওলিস বলের মান বিষুব এবং মেরু অঞ্চলে কি রকম হয়।

Ans: বিষুব অঞ্চলে শূণ্য এবং মেরুতে সর্বোচ্চ হয়।

87. কোরিওলিস বলে উত্তর গোলার্ধেয় বাতাসকে কি দিকে বিক্ষেপিত করে।

Ans: ঘড়িৰ কাটাৰ দিকে ডানদিকে।

88. ঘর্ষণ শক্তির ফলে বাতাসের কি কি পরিবর্তন হয়?

Ans: ঘর্ষণ শক্তির হ্রাস-বৃদ্ধির জন্য বাতাসের গতিবেগের হ্রাস-বৃদ্ধি হয় এবং তাতে বাতাসের দিকের ও কিছু পরিবর্তন হয়।

89. দুটি স্থানের মধ্যের দূরত্ব বেশি হলে বায়ুপ্রবাহের গতিবেগ হয়।

Ans: কম।

90. প্রতীপ ঘূর্ণী বাতাসের চাপ এবং বায়ু প্রবাহের ঘূর্ণীবায়ুর ________।

Ans: বিপরীত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top