Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Chapter – 1

প্রথম খণ্ড ( ইতিহাস-HISTORY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. ইংরেজ ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী এবং নিয়ন্ত্রণ পরিষদের অবসান ঘটানো আইনটি হ’ল-

(a) ভারতের শাসন বিধি, ১৮৫৮

(b) ভারতবর্ষের পরিষদ আইন, ১৮৬১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

(c) ভারতবর্ষের পরিষদ আইন, ১৮৯২

(d) উপরের একটিও নয়।

Ans: (a) ভারতের শাসন বিধি, ১৮৫৮

2. ভারত পরিক্রমা দপ্তরের প্রথম মন্ত্রী ছিলেন-

(a) লর্ড রিপন।

(b) লর্ড কার্জন।

(c) লর্ড ষ্ট্যানলি।

(d) লর্ড ডালহৌসি।

Ans: (c) লর্ড ষ্ট্যানলি।

3. মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র ১ নভেম্বর ১৮৫৮ সেদিনাই এলাহাবাদে পাঠ করে দেওয়া ব্রিটিশ ভাইসরয় ছিলেন-

(a) লর্ড ষ্ট্যানলি।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড রিপন।

(d) লর্ড কার্জন।

Ans: (b) লর্ড ক্যানিং।

4. কত সনে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ একটি করে উচ্চ ন্যায়ালয় স্থাপন করা হয়েছিল।

(a) ১৮৫৭ সনে।

(b) ১৮৬১ সনে।

(c) ১৮৭২ সনে।

(d) ১৮৯৭ সনে।

Ans: (b) ১৮৬১ সনে।

5. কলকাতা উচ্চ ন্যায়ালয়ে নিযুক্তি প্রাপ্ত প্রথম ভারতীয় ন্যায়াধীশ ছিলেন-

(a) রমা প্রসাদ রায়।

(b) দ্বারকা নাথ মিত্র।

(c) সুরেন্দ্র নাথ ব্যানার্জী।

(d) সত্যেন্দ্র নাথ ঠাকুর।

Ans: (a) রমা প্রসাদ রায়। 

6. ১৮৫৮ সনের সিভিলিয়ান শ্রীপদ বাবাজী ঠাকুর কোন প্রেসিডেন্সি ছিলেন-

(a) কলকাতা।

(b) মাদ্রাজ।

(c) বম্বে।

(d) পাঞ্জাব।

Ans: (c) বম্বে।

7. গভর্ণর জেনারেল এবং ভাইসরয় লর্ড লিটন অসামরিক সেনার জন্য প্রার্থীদের বয়স করেছিলেন-

(a) ২৫ বছর।

(b) ২৩ বছর।

(c) ২০ বছর।

(d) ১৯ বছর।

Ans: (d) ১৯ বছর।

8. ১৮৮৬ সনের লোক সেবা আয়োগের সভাপতি ছিলেন-

(a) লর্ড ডাফরিন। 

(b) লর্ড কিম্বার্লি।

(c) স্যার চার্লস অচিসিসন।

(d) একজনও নয়।

Ans: (c) স্যার চার্লস অচিসিসন।

9. সর্বপ্রথম বারের জন্য বিত্তীয় ব্যবস্থাকে কেন্দ্ৰীয় এবং প্রাদেশিক এই দুভাগে বিভক্ত করা হয়েছিল-

(a) ১৮৫৭ সনে। 

(b) ১৮৬১ সনে।

(c) ১৮৭০ সনে।

(d) ১৮৯৭ সনে।

Ans: (c) ১৮৭০ সনে।

10.ভারত পরিক্রমা দপ্তরের মন্ত্রীদের কার্যালয় ইণ্ডিয়া অফিসছিল-

(a) দিল্লী।

(b) বোম্বে।

(c) প্যারিস।

d) লণ্ডন। 

Ans: (d) লণ্ডন। 

11. ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভারতে উপস্থিত হওয়া পর্তুগীজ নাবিক ছিলেন-

(a) বার্থল — মিউ ভায়াস।

(b) ফ্রান্সিস ডেক।

(c) ভাস্কো-ডা-গামা। 

(d) উইলিয়াম হকিন্স।

Ans: (c) ভাস্কো-ডা-গামা।

12. ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তাপ্তি নদীর মোহনাতে এসে উপস্থিত হওয়া বন্দরটি ছিল-

(a) সুরাট বন্দর।

(b) কালিকট বন্দর।

(c) বোম্বাই বন্দর।

(d) মাদ্রাজ বন্দর।

Ans: (a) সুরাট বন্দর।

13. ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে গঠিত ইংরেজ কোম্পানীটির নাম ছিল।

(a) ডাচ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(b) ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(c) ফ্রান্স ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(d) পর্তুগীজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

Ans: (b) ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

14. ভারতবর্ষে সর্বপ্রথম বাণিজ্যিক আবেদন নিয়ে প্রবেশ করা ব্যক্তি হলেন-

(a) ভাস্কো-ডা-গামা। 

(b) জেমস মিলডেন হল।

(c) উইলিয়াম হকিন্স।

(d) টমাস রো।

Ans: (b) জেমস মিলডেন হল।

15. মোগল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা ইংরেজ আমলা হলেন-

(a) ডাঃ হেমিলটন। 

(b) টমাস রো।

(c) রবার্ট ক্লাইভ।

(d) জন সারমান।

Ans: (d) জন সারমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

This will close in 0 seconds

error: Content is protected !!
Scroll to Top