Class 9 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল

Class 9 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

অসমের ভূগোল

Chapter – 9

দ্বিতীয় খণ্ড ( ভূগোল-GEOGRAPHY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. ব্রহ্মপুত্র সমতলের আয়তন হচ্ছে ________।

(a) 66,000 বর্গ কিঃমিঃ।

(b)55,000 বর্গ কিঃমিঃ।

(c) 56,000 বর্গ কিঃমিঃ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

(d)76,000 বর্গ কিঃমিঃ।

Ans: (c) 56,000 বর্গ কিঃমিঃ।

2. অসমের মোট ভৌগোলিক আয়তন হচ্ছে _________।

(a) 76,388 বর্গ কিঃমিঃ।

(b) 77,388 বর্গ কিঃমিঃ।

(c) 78,349 বর্গ কিঃমিঃ।

(d) 78,438 বর্গ কিঃমিঃ।

Ans: (d) 78,438 বর্গ কিঃমিঃ।

3. মাজুলীর অবস্থান হচ্ছে ________।

(a) শিবসাগর জেলায়।

(b) মাজুলী জেলায়।

(c) যোরহাট জেলায়।

(d) গোলাঘাট জেলায।

Ans: (b) মাজুলী জেলায়।

4. বর্তমান অসমের প্রশাসনিক জিলার সংখ্যা হচ্ছে _______।

(a) 28 টি।

(b) 30 টি।

(c) 35 টি।

(d) 27 টি।

Ans: (c) 35 টি (২০২২সন পর্যন্ত)।

5. কাজিরাঙা অভয়ারণ্যের অবস্থিতি হচ্ছে _________ ।

(a) গোলাঘাট, নগাওঁ, কোকরাঝাড়।

(b) গোলাঘাট, নগাঁও, ধুবড়ী।

(c) বঙ্গাইগাঁও, গোলাঘাট, নগাঁও।

(d) গোলাঘাট, নগাঁও এবং শোণিতপুর।

Ans: (d) গোলাঘাট, নগাঁও এবং শোণিতপুর।

6. চক্রশিলা অভয়ারন্যের অবস্থিতি হল _______।

(a) বঙ্গাইগাঁও জিলা।

(b) ধুবড়ী জিলা।

(c) কোকরাঝাড় জিলা।

(d) গোয়াল পাড়া জিলা।

Ans: (b) ধুবড়ী জিলা।

7. ব্রহ্মপুত্রত্রের উত্তরবাহী একটি নদী হচ্ছে ________।

(a) দিসাং।

(b) ধনশিরি।

(c) ডিক্রং।

(d) কপিলী।

Ans: (c) ডিক্রং।

8. আয়তনের দিক থেকে অসম রাজ্যটি ভারতের ________।

(a) 3.29 শতাংশ।

(b) 2.39 শতাংশ।

(c) 4.39 শতাংশ।

(d) 29 শতাংশ।

Ans: (c) 4.39 শতাংশ।

9. কাছাড় জিলার মহকুমা _________।

(a) হাফলং।

(b) শিলচর।

(c) করিমগঞ্জ।

(d) ডিফু।

Ans: (b) শিলচর।

10. মানস রাষ্ট্রীয় উদ্যান ________।

(a) বরপেটা জিলায়।

(b) বাকসা জিলায়।

(c) বঙ্গাঁইগাঁও জিলায়।

(d) চিরাংজিলা।

Ans: (b) বাকসা জিলায়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

11. অসমের মৃত্তিকায় সাধারণত কি কি পদার্থ পাওয়া যায়?

Ans: অসমের মৃত্তিকাতে সাধারণত নাইট্রোজেন এবং জৈবিক পদার্থ পাওয়া যায়।

12. উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার (Gateway of North-East) কাকে বলা হয়?

Ans: গুয়াহাটীকে উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়।

13. উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ নগরটির নাম কী? 

Ans: গুয়াহাটী।

14. অসমে জলপথ দিয়ে কোন বিদেশী রাষ্ট্রে সংলগ্ন?

Ans: বাংলাদেশ।

15. অসম ভূমিতে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত?

Ans: ৬৪০ কিঃমিঃ।

16. ব্রহ্মপুত্র নদীর প্রস্থ কত?

Ans: ব্রহ্মপুত্র নদী অসমে গড়ে প্রায় ৬ থেকে ৮ কিঃমিঃ পর্যন্ত বিস্তৃত।

17. ব্রহ্মপুত্র উপত্যকা অসমের আয়তনের কত অঞ্চল জুড়ে আছে?

Ans: ৭২ শতাংশ।

18. ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা দৈর্ঘ্য এবং প্রস্থে অসমের আয়তনের কত দূর অবধি বিস্তৃত?

Ans: প্রায় ৭২০ কিঃমিঃ দৈর্ঘ্য এবং গড়ে প্রায় ৮০ কিঃমিঃ বিস্তৃত।

19. ব্রহ্মপুত্র নদীর বুকে কত সংখ্যক বালুচর আছে?

Ans: ৬০০ এর বেশি ছোট বড় আকারের বালুচর আছে।

20. ব্রহ্মপুত্র নদীর মধ্যের বৃহৎ বালুচরটির নাম কী?

Ans: মাজুলি।

21. বরাক নদীটি অসমের মধ্য দিয়ে কত কিঃমিঃ বয়ে গেছে?

Ans: কাছার জিলার মধ্য দিয়ে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জিলার উত্তর সীমা দিয়ে বয়ে যাওয়া বরাক নদীর দৈর্ঘ্য প্রায় ২২৫ কিঃমিঃ।

22. অসম ভৌগোলিক ভাবে কোন জলবায়ুর অন্তর্গত?

Ans: উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত।

23. অসমে বৃষ্টি কি প্রক্রিয়া দ্বারা হয়?

Ans: অসমে গ্রীষ্ম কালের বৃষ্টি বিশেষত আর্দ্র দক্ষিণ- পশ্চিম মৌসুমী বাতাসের শৈলোৎক্ষেপণ এবং চক্রবাত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়।

24. মানস রাষ্ট্রীয় উদ্যান কোন জিলায় অবস্থিত?

Ans: চিরাং এবং বাকসা জিলায়।

25. ওরাং জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?

Ans: ওদালগুড়ি এবং শোনিতপুর জেলায়।

26. ডিব্ৰু-সৈখোয়া জাতীয় উদ্যান কোন জিলায় অবস্থিত?

Ans: ডিব্ৰুগড় এবং তিনসুকীয়া জেলায়।

27. বব্রাইল পাহাড় শ্রেণীত অবস্থিত তিনটি উচ্চ শৃঙ্গের নাম লিখ।

Ans: লাইকেই, থেই, পিরং, কাউকাহা।

28. নামেরি জাতীয় উদ্যান কোন জিলায় অবস্থিত?

Ans: শোণিতপুর জেলায়।

29. অসমের সবচেয়ে উচ্চ পাহাড় শ্রেণির নাম লিখ।

Ans: বরাইল।

30. অসমের প্রধান সমতল দুটির নাম লিখ।

Ans: ব্রহ্মপুত্র সমতল এবং বরাক সমতল।

31. অসমের দক্ষিণ সীমাদিয়ে পার হয়ে যাওয়া অক্ষরেখাটির নাম কী?

Ans: কর্কট ক্রান্তি।

32. অসমের সীমায় অবস্থিত দুটি বিদেশী দেশের নাম লিখ।

Ans: ভূটান, বাংলাদেশ।

33. উমরাংশু ঔদ্যেগিক শহরটি কোথায় অবস্থিত?

Ans: উত্তর কাছাড়ে।

34. অসমের সবচেয়ে উঁচু পাহাড় শ্রেণির নাম লিখ।

Ans: বরাইল।

35. পৃথিবী বিখ্যাত নদীদ্বীপ কোন জিলায় অবস্থিত?

Ans: মাজুলি জিলায়।

36. বর্তমান অসমের জেলা সংখ্যা কত?

Ans: ৩৫ টি। (২০২২ সন পর্যন্ত)।

37. অসমের বনে প্রাপ্ত কয়েকটি ঔষধি গুণযুক্ত গছের নাম লিখ।

Ans: নিম, অর্জুন, অশোক ইত্যাদি।

38. ব্রহ্মপুত্র সমতলের প্রধান শস্য তিনটি কী কী?

Ans: ধান, পাট, আখ।

39. বরাক উপত্যকার সর্ববৃহৎ শহর কোনটি?

Ans: শিলচর।

শূন্যস্থান পূর্ণ কর:

41. অসমের মোট আয়তন ________।

Ans: ৭৮,৪৩৮ বর্গ কিঃমিঃ।

42. ব্রহ্মপুত্র সমতলের মোট আয়তন ________ বর্গ  কিঃমিঃ।

Ans: ৫৬,০০০ বর্গ কিঃমিঃ।

43. পার্বত্য অঞ্চলের মোট আয়তন _________বর্গ  কিঃমিঃ।

Ans: ১৫,৩২২ বর্গ কিঃমিঃ।

44. ব্রহ্মপুত্র সমতলে ________ টি জিলা আছে।

Ans: ৩০ টি।

45. অসমের সর্বোচ্চ শৃঙ্গটির নাম _________।

Ans: বরাইল।

46. কার্বি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম ________।

Ans: বরাইল।

47. ব্ৰহ্মপুত্ৰ সমতলে ব্রহ্মপুত্রের ________ টি বড় উপনদী আছে।

Ans: ৩০ টি।

48. হিমালয়ের পাদদেশের ভেজা মাটির ঘাসকে বলে।

Ans: উরাই অঞ্চল।

49. উমরাংশু ঔদ্যোগিক শহর কোথায় অবস্থিত?

Ans: উত্তর কাছাড়ে।

50. অসমের দক্ষিণ সীমাদিয়ে পার হয়ে যাওয়া অক্ষরেখার নাম কি?

Ans: কর্কট ক্রান্তি।

51. অসমের সীমায় অবস্থিত দুটি বিদেশী দেশের নাম লিখ।

Ans: ভূটান, বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

Scroll to Top