Class 9 Science MCQ Chapter 5 জীবনের মৌলিক একক, SCERT Class 9 Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Science MCQ Chapter 5 জীবনের মৌলিক একক can be of great value to excel in the examination.
SCERT Class 9 Science MCQ Chapter 5 জীবনের মৌলিক একক
Class 9 Science MCQ Chapter 5 জীবনের মৌলিক একক covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Science MCQ Chapter 5 জীবনের মৌলিক একক provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
জীবনের মৌলিক একক
Chapter – 5
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. নিচের কোন কণাগুলিকে ‘কোষের পাওয়ার হাউস’ বলা হয়?
(a) ক্লোরোপ্লাস্ট।
(b) গলগি মৃতদেহ।
(c) মাইটোকন্ড্রিয়া।
(d) শূন্যস্থান।
Ans: (c) মাইটোকন্ড্রিয়া।
2. নিচের কোন কণাগুলি প্লাজমোলাইসিসের কারণ?
(a) ইন্ডোসমোসিস।
(b) এক্সোসমোসিস।
(c) ইনবিবিশন।
(d) প্রসারণ।
Ans: (b) এক্সোসমোসিস।
3. কোষের তরল পদার্থের জন্য প্রোটোপ্লাজমর শব্দটি কে তৈরি করেন?
(a) রবার্ট হুক।
(b) রবার্ট ব্রাউন।
(c) W. Flemming.
(d) J. E. Purkinje.
Ans: (d) J.E. Purkinje.
4. রাইবোসোমগুলির কেন্দ্র হল______।
(a) প্রোটিন সংশ্লেষণ।
(b) লিপিড সংশ্লেষণ।
(c) স্টার্চ সংশ্লেষণ।
(d) কার্বোহাইড্রেট সংশ্লেষণ।
Ans: (a) প্রোটিন সংশ্লেষণ।
5. নিচের কোন সেলুলার অর্গ্যানেলকে ‘সেল সুইসাইড ব্যাগ’ বলা হয়?
(a) প্লাস্টিড।
(b) মাইটোকন্ড্রিয়া।
(c) লাইসোসোম।
(d) গলগি দেহ।
Ans: (c) লাইসোসোম।
6. যদি একটি সাধারণ কোষকে হাইপোটোনিক দ্বণে স্থাপন করা হয়____।
(a) কোষ ফুলে যাওয়া।
(b) প্লাজমোলাইসিস ঘটে।
(c) কোষের বেশি ফুলে যাওয়ার কারণে কোষের ফেটে যাওয়া।
(d) উপরের কোনটি নয়।
Ans: (c) কোষের বেশি ফুলে যাওয়ার কারণে কোষের ফেটে যাওয়া।
7. মানবদেহের বৃহত্তম কোষ_____।
(a) পেশী কোষ।
(b) লিভার কোষ।
(c) স্নায়ু কোষ।
(d) কিডনি কোষ।
Ans: (c) স্নায়ু কোষ।
8. নিম্ন ঘনীভূত দ্রবণ থেকে উচ্চ ঘনীভূত (কম জলের ঘনত্ব) দ্রবণে দ্রাবকের চলাচলকে বলা হয়____।
(a) অভিস্ৰৱণ।
(b) প্রোটোপ্লাজম সংকোচন।
(c) ইনবিবিশন।
(d) প্রসারণ।
Ans: (a) অভিস্রবণ।
9. নিচের কোনটি স্টোাযায় পাওয় যায়?
(a) লিউকোপ্লাস্ট।
(b) লাইসোসোম।
(c) মাইটোকন্ড্রিয়া।
(d) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
Ans: (a) লিউকোপ্লাস্ট।
10. নিউক্লিয়াস আবিষ্কার করেন_____।
(a) শ্লেইডেন।
(b) রবার্ট ব্রাউন।
(c) লিইউয়েনহক।
(d) পুরকিঞ্জে।
Ans: (b) রবার্ট ব্রাউন।
11. উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান গঠনকারী।উপাদান হয়_____।
(a) লিপিড।
(b) প্রোটিন।
(c) সেলুলোজ।
(d) পলিস্যাকারাইড।
Ans: (c) সেলুলোজ।
12. ক্রোমোজোম গঠিত হয়______।
(a) DNA এবং RNA
(b) DNA এবং প্রোটিন।
(c) RNA এবং প্রোটিন।
(d) প্রোটিন।
Ans: (b) DNA এবং প্রোটিন।
13. ডি এন এর কার্যকরী একক______।
(a) জিন।
(b) ক্রোমোজোম।
(c) RNA।
(d) কোনোটিই নয়।
Ans: (a) জিন।
14. নিচের কোন কোষের অর্গ্যানেল-এর সাথে রাইবোসোম যুক্ত থাকে।
(a) রক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
(b) মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
(c) গলগি বড়ি।
(d) মাইটোকন্ড্রিয়া।
Ans: (a) রক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
15. উদ্ভিদে, যা কোষের টার্গিডিটি বজায় রাখে_____।
(a) প্লাস্টিড।
(b) শূন্যস্থান।
(c) ডিক্টছম।
(d) কোনোটিই নয়।
Ans: (b) শূন্যস্থান।
16. উদ্ভিদ কোষে পাওয়া রঙ্কগুলির কাজ____।
(a) সালোকসংশ্লেষণ।
(b) শ্বসন।
(c) খাদ্য সঞ্চয়।
(d) (a) এবং (b)
Ans: (d) (a) এবং (b)
17. কোষের অর্গ্যানেল কোষের____ তে পাওয়া যায়।
(a) সাইটোপ্লাজম।
(b) নিউক্লিয়াস।
(c) উভয়ই (a) এবং (b)
(d) কোনটিই নয়।
Ans: (a) সাইটোপ্লাজম।
18. একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড একটি বিন্দুতে সংযুক্ত থাকে যাকে বলা হয়____।
(a) সেন্ট্রোসোম।
(b) সেন্ট্রোমিয়র।
(c) লাইসোসোম।
(d) কোনোটিই নয়।
Ans: (b) সেন্ট্রোমিয়র।
19. উদ্ভিদ কোষের গলগিবডিক বলা হয়____।
(a) ডিক্টোসোম।
(b) লাইসোসোম।
(c) সেন্ট্রোসোম
(d) সেন্ট্রিওল
Ans: (a) ডিক্টোসোম।
20. মানবদেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা পাওয়া যায়।
(a) 23
(b) 46
(c) 42
(d) 48
Ans: (b) 46
21. প্রোক্যারিওটিক কোষের বৃত্তাকার ডি এন একে বলা হয়______।
(a) প্লাজমিড।
(b) নিউক্লিওড।
(c) সিস্টান।
(d) নিউক্লিওসোম।
Ans: (a) প্লাজমিড।
22. কোষেরঅর্গ্যানেলগুলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস / নিউক্লিওপ্লাজমে উপস্থিত থাকে।
Ans: (a) কোষের অর্গ্যানেলগুলি সাইটোপ্লাজমে উপস্থিত থাকে।
23. প্লাস্টিড/মাইটোকন্ড্রিয়া/নিউক্লিয়াসকে ‘কোষের পাওয়ার হাউস’ হিসেবে গণ্য করা হয়।
Ans: মাইটোকন্ড্রিয়াকে ‘কোষের পাওয়ার হাউস’ হিসেবে গণ্য করা হয়।
24. প্রাণী কোষের বাইরের সীমাবদ্ধ ঝিল্লিকে কোষ প্রাচীর/প্লাজমা মেমব্রেন বলে।
Ans: প্রাণী কোষের বাইবের সীমাবদ্ধ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বলে।
25. একক ঝিল্লি গঠনে, প্রোটিন স্তর হল 1/2/4
Ans: একক ঝিল্লি গঠনে, প্রোটিন স্তর 2।
26. উদ্ভিদ কোষের গলগি দেহকে ডিঙ্গিয়োসোম/লাইসোসোম / সেন্ট্রোসোম বলা হয়।
Ans: উদ্ভিদ কোষের গলগি দেহকে ডিক্টিয়োসোম বলে।
27. যে বিন্দুতে ক্রোমাটিড একসাথে থাকে তাকে সেন্ট্রোসোম/সেন্ট্রোমিয়ার বলে।
Ans: যে বিন্দুতে ক্রোমাটিড গুলি একত্রিত হয় তাকে সেন্ট্রোমিয়ার বলে।
28. নির্দিষ্ট প্রোক্যারিওটিক কোষে উপস্থিত বৃত্তাকার এবং নগ্ন DNA হল বলা হয়।
Ans: নির্দিষ্ট প্রোক্যারিওটিক কোষে উপস্থিত বৃত্তাকার এবং নগ্ন ডি এন এ বলা প্লাজমিড।
29. কোষ প্রাচীরে উপস্থিত মিনিটের ছিদ্রকে বলা হয়।
Ans: কোষ প্রাচীরে উপস্থিত মিনিটের ছিদ্রকে প্লাজমেডেসমাটা বলে।
30. ক্লোরোপ্লাস্টে উপস্থিত স্তরিত উপাদানকে বলা হয়।
Ans: ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্তরিত উপাদানকে থাইলাকয়েড বলে।
31. উদ্ভিদ কোষের উপাদানগুলো কী কী?
Ans: (a) উদ্ভিদ কোষের উপাদান হল ক্যালসিয়াম পেকটেট, হেমিসেলুলোজ, সেলুলোজ, পেকটিন, ট্যানিন, সুবিরিন, জাইলান ইত্যাদি।
32. নিউক্লিওলাসে কোন পদার্থ সর্বাধিক পরিমাণে থাকে?
Ans: নিউক্লিওলাসে সর্বাধিক পরিমাণে RNA থাকে।
33. এন্ড্রোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন প্রকার কি কি?
Ans: এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার:
(ক) মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা: রাইবোসোম অনুপস্থিত।
(খ) রুক্ষ এন্ড্রোপ্লাজমিক জালিকা : রাইবোসোম সংযুক্ত থাকে।
(গ) একক ঝিল্লি বলতে কী বোঝ।
34. ক্লোরোপ্লাস্টের গ্রাউন্ড ম্যাট্রিক্সের নাম কী?
Ans: ক্লোরোপ্লাস্টের গ্রাউন্ড ম্যাট্রিক্সকে স্টোমা বলা হয়।
35. কোষ প্রাচীরের বিভিন্ন স্তরগুলি কী কী?
Ans: কোষ প্রাচীরের বিভিন্ন স্তরগুলি হলঃ
(ক) মধ্যম ল্যামেলা।
(খ) প্রাথমিক কোষ প্রাচীর।
(গ) মাধ্যমিক কোষ প্রাচীর।
(ঘ) তৃতীয় কোষ।
36. ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের নাম দাও।
Ans: ক্রোমোজোমের বিভিন্ন উপাদান হল-
(a) পেলিকল।
(b) ক্রোমাটিড।
(c) ক্রোমোমেরেস।
(d) সেন্ট্রোমিয়ার।
(e) সেকেন্ডারি কনস্টাকশন।
(f) স্যাটেলাইট।
37. নিউক্লিওড কি?
Ans: প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস পারমাণবিক ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে না। এই ধরনের কোষে সর্পিলভাব সাজানো নগ্ন ডি এন এ বা আর এন এ কোষের কেন্দ্রীয় অঞ্চলে উপস্থিত থাকে। কোষের এই অঞ্চলটি নিউক্লিয়েড নামে।
38. সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন এবং কিভাবে করেন?
Ans: রবার্ট হুক।1665 সনে কর্কের মধ্যে সর্বপ্রথম কোষ লক্ষ্য করিয়াছিলেন।
39. প্লাজমা মেম্নে বা কোষ পর্দাকে নির্বচনাত্মক ভেদ্য পর্দা নে বলা হয়?
Ans: কোষাবরণ বা প্লাজমাবরণ কিছু বস্তুকে কোষের ভিতরে প্রবেশ করিতে দেয় না। সেইকারণে কোষাবরণকে বাছিয়া লইবার ক্ষমতাবিশিষ্ট পর্দাকে কোষাবরণ বলা হয়।
40. নিজস্ব জেনেটিক পদার্থ থাকা দুটি কোষ অঙ্গাণুর নাম করতে পারবে কি?
Ans. উৎপত্তি বিষয়ক উপকরণ দুইটি হইল মাইটোকন্ড্রিয়া এবং প্রাস্টিড।
41. শারীরিক বা রাসায়নিক কারণে কোনও কোষের সংগঠন বিনষ্ট হলে কি হবে?
Ans: জীবদেহের বিভিন্ন জৈবিক কার্য সূচারুরূপে পরিচালিত করার জন্য কোষের একক সংগঠনের প্রয়োজন। কোষের একক সংগঠনের সাহায্যে জীবদেহ গঠন এবং বিভিন্ন জৈবিক কার্য যেমন পরিপুষ্টি, শ্বসন, প্রজনন, বৃদ্ধি ইত্যাদি সূচারুরূপে পরিচালিত হয়। এই কোষগুলি যদি ধ্বংস হয় তাহা হইলে এই জৈবিক কার্যগুলি বন্ধ হইয়া যাইবে।
42. লাইসোজোমকে ‘আত্মহননকরী থলি’বা Suicidal Bag বলা হয় কেন?
Ans: জীবের দেহের কিছু অংশে যেমন—শ্লেষ্মা পর্দা, চামড়া ইত্যাদির কোষ স্থায়ী নয়। এইগুলির পুনরায় গঠন হইয়া থাকে। এই প্রক্রিয়ায় মৃত কোষগুলিকে লাইসোজোমই পাচকীয় কার্যের দ্বারা পৃথক করে। এই প্রকার কার্যে লাইসোজোম নিজে ধ্বংসপ্রাপ্ত হয়। এইজন্য ইহাকে আত্মঘাতী থলি বা (Suicidal Bag) আখ্য দেওয়া হয়।
43. কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়?
Ans: রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়।
44. কোষ-পর্দা গঠন করা লিপিড এবং প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়?
Ans: রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় এবং মসৃণ এন্ডপ্লাজমিক জালিকাতে লিপিড সংশ্লেষিত হয়।
45. কোষ কি? ইহা প্রথম কে আবিষ্কার করিয়াছিলেন?
Ans: কোষ এমন একটি ক্ষুদ্র অংশ যাহার দ্বারা জীবদেহ গঠিত এবং সকল কার্য করিতে সক্ষম। ইহা প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। 1665 সালে রবার্ট হুক নামে এক ইংরাজ বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন।
46. কোষের তিনটি মূল অংশ কি কি?
Ans: কোষের মূল তিনটি অংশ হইল-
(ক) কোষ আবরণী।
(খ) সাইটোপ্লাজম।
(গ) কোষকেন্দ্র।
47. কোন্ প্লাণীর ডিমের কোষ সবচাইতে বড়ো?
Ans: উট পাখির ডিমের কোষ সবচাইতে বড়ো। ইহা দৈর্ঘ্যে 170 মিলিমিটার এবং প্রস্থে 155 মিলিমিটার।
48. কোষ জীব বিজ্ঞান বলিতে কি বুঝ?
Ans: জীব বিজ্ঞানের যে শাখায় কোষের জৈবিক প্রক্রিয়া সম্বন্ধে অধ্যয়ন করা হয় সেই শাখাকে কোষ জীব বিজ্ঞান বলা হয় ৷
49. কোষ মৃতবাদ কে প্রবর্তন করেন?
Ans: জার্মান বিজ্ঞনী মাইকেল জেকব শ্লেইডন এবং থিরোডোর শোয়ান কোষ মতবাদ প্রবর্তন করেন।
50. কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
Ans: কোষকে প্রধানত দুই প্রকারে ভাগ করা হয়-
(ক) প্রকোষ কেন্দ্রীয় কোষ।
(খ) সংকোষ কেন্দ্রীয় কোষ।
51.কোষকে জীবের একক বলা হয় কেন?
Ans: জীবের দেহ কোষ দ্বারা গঠিত এবং কোষের সংঘবদ্ধ সমষ্টির দ্বারা কলা গঠিত যাহা জীবের জৈবিক কার্যকলাপ সম্পন্ন করে। তাই কোষকে জীবের গঠনগত এবং কার্যগত একক বলা হয়।
মিথ্যা না সত্য নির্ণয় করুন:
52. উদ্ভিদ কোষের দুটি প্রাথমিক কোষ প্রাচীরের মধ্যবর্তী অংশকে মধ্যম বলে ল্যামেলা।
Ans: সত্য।
53. মাইটোকন্ড্রিয়া একক ঝিল্লির স্তর দ্বারা আবদ্ধ।
Ans: মিথ্যা।
54. বায়োমোলিকুল ATP মাইটোকন্ড্রিয়াতে সংশ্লেষিত হয়।
Ans: সত্য।
55. মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়।
Ans: মিথ্যা।
56. ক্রিস্টা ক্লোরোপ্লাস্টের উপাদান।
Ans: মিথ্যা।
57. সালোকসংশ্লেষণ প্রোক্যারিওটিক এর যেসোসোমে সঞ্চালিত হয়।
Ans: মিথ্যা।
58. রাইবোসোমগুলিকে ‘প্রোটিনের কারখানা হিসাবে গণ্য করা।
Ans: সত্য।
59. ক্রোমোজোমগুলি হিস্টোন প্রোটিন এবং ডি এন এ দ্বারা গঠিত হয়।
Ans: সত্য।