Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু, SCERT Class 9 Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু can be of great value to excel in the examination.
SCERT Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু
Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
অনু এবং পরমাণু
Chapter – 3
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. নিচের কোনটি হাইড্রোজেনের গ্রাম আণবিক ভরের সমান নয়?
(a) 6.023×10²³ হইড্রোজেনের অণু।
(b) 2 গ্রাম।
(c) 1 মোল হাইড্রোজেন।
(d) 6.023×10²³ হাইড্রোজেনর পরমাণু।
Ans: (d) 6.023×10²³ হাইড্রোজেনর পরমাণু।
2. নিম্নলিখিত যৌগগুলি মোল এর সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে সাজান 0.2 মোল NH₃ 0.2 মোল H₂ O, 0.2 মোল CO, 0.2 মোল HCI
(a) NH₃ < H₂O < CO < HOI
(b) HC <CO < H₂O<NH₃
(c) CO < HCI < H₂O<NH₃
(d) NH₃ < H₂O <CO <HC
Ans: (b) HC <CO < H₂O<NH₃
3. আয়নিক যৌগ নির্বাচন করুন ______।
(a) সালফার অণু, So₈
(b) কপার নাইট্রেট Cu(NO₃)₂
(c) মিথেন CH₄
(d) ফসফরাস অণু P₄
Ans: (b) কপার নাইট্রেট Cu(NO₃)₂
4. এক পারমাণবিক ভর একক ভরের সমান_____।
(a) একটি ¹⁶O পরমাণুর ভরের 1/16 অংশ।
(b) কার্বন পরমাণুর ভরের 1/12
(c) ¹²C পরমাণুর ভরের 1/12
(d) ¹⁴C পরমাণুর ভরের 1/12
Ans: (c) ¹²C পরমাণুর ভরের 1/12
5.আর্গন হল _____।
(a) বহুপারমানবিক।
(b) ত্রি পারমানবিক।
(c) দ্বি পারমানবিক।
(d) এক পারমানবিক।
Ans: (d) এক পারমানবিক।
6. নিম্নলিখিত মৌগের অণুগুলি সেই মৌলের একটি মাত্র পরমাণু দিয়ে গঠিত_____।
(a) হিলিয়াম।
(b) লোহা।
(c) সোডিয়াম।
(d) ক্লোরিন।
Ans: (a) হিলিয়াম।
7. বিজোড় ধারণাটি বের করুন_____।
(a) অ্যাভোগাড্রো সংখ্যা।
(b) পারমাণবিক ভর একক।
(c) মোল।
(d) গ্রাম পারমাণবিক ভর।
Ans: (b) পারমাণবিক ভর একক।
8. অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান_____।
(a) 6.22×10²³
(b) 6.022 ×10²⁴
(c) 6.022×10²²
(d) 6.022×10²ᴬᵒᵖ
Ans: (a) 6.22×10²³
9. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি আধান বিশিষ্ট আয়ন দ্বারা গঠিত নয়_____।
(a) Nacl
(b) HCI
(c) MgCl
(d) CaO
Ans: (b) HCI
10. বিজোড় অণু চয়ন করুন _____।
(a) ক্লোরিন অণু।
(b) ফ্লোরিন অণু।
(c) আর্গন অণু।
(d) অক্সিজেন অণু।
Ans: (c) আর্গন অণু।
11. সোডিয়ামের পারমাণবিক ভর 23 u। 46g সোডিয়ামে মোলের সংখ্যা কত?
(a) 2
(b) 1
(c) 4
(d) 6
Ans: (a) 2
12. অ্যালুমিনিয়াম অক্সাইডে (AL₂O₃) অ্যালুমিনিয়ামের যোজ্যতা ______।
(a) 2
(b) 3
(c) 4
(d) 6
Ans: (b) 3
13. ফেরিক অক্সাইডের সূত্র হল _____।
(a) FeO
(b) Feo₂
(c) Fe₂o₃
(d) Fe₃ O₂
Ans: (c) Fe₂ O₃
14. সোডিয়ামের পারমাণবিক ভর 23u সোডিয়ামের মোলের সংখ্যা 46 গ্রাম সোডিয়াম হয়____।
(a) 023
(b) 46
(c) 1
(d) 2
Ans: (d) 2
15. অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হল ______ ।
(a) 2
(b) 3
(c) 4
(d) 6
Ans: (b) 3
16. নিচের কোনটির ভর সর্বাধিক?
(a) 1গ্রাম পরমাণু।
(b) 0.25 মোল CO
(c) 3.011 × 10²⁴ অণু H₂
(d) 4°C তাপমাত্রায় 1 মোল জল।
Ans: (d) 4°C তাপমাত্রায় 1 মোল জল।
17. এক মোল সোডিয়াম সালফেট থাকে। সোডিয়ামের পরমাণু _______।
Ans: 12.046×10²³
18. পারমাণবিক ভর একক কাকে বলে?
Ans: পদার্থের একটি অণুতে থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের যোগফলকে প্রকাশ করা হয় পারমাণবিক ভর একক।
19. যোজ্যতার সংজ্ঞা দাও?
Ans: কোনো মৌলের সমন্বয় ক্ষমতাকে এর যোজ্যতা বলে।
20. নিম্নোক্তগুলির রাসায়নিক সংকেত লিখ____ ।
(a) ম্যাগনেসিয়াম ক্লোরাইড।
(b) ক্যালসিয়াম অক্সাইড।
(c) কপার নাইট্রেট।
(d) অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
(e) ক্যালসিয়াম কার্বনেট।
Ans: (a) ম্যাগনেসিয়াম ক্লোরাইড: MgCl₂
(b) ক্যালশিয়াম অক্সাইডঃ CaO
(c) কপার নাইট্রেট: Cu(NO₃)₂
(d) অ্যালুমিনিয়াম ক্লোরাইডঃ AICI₃
(e) ক্যালসিয়াম কার্বনেট: CaCO₃
21. নিম্নোক্ত যৌগুলিতে থাকা মৌলগুলির নাম লিখ____।
(a) পোড়া চুন।
(b) হাইড্রোজেন ব্রমাইড।
(c) বেকিং পাউডার।
(d) পটাশিয়াম সালফেট।
Ans: (a) কলিচুন (CaO)- এর উপাদান হইল : ক্যালসিয়াম এবং অক্সিজেন।
(b) হাইড্রোজেন ব্রোমাইড (HBr) – এর উপাদান হইল: হাইড্রোজেন এবং ব্রোমিন।
(c) বেকিং পাউডার (NaHCO₃)- এর উপাদান হইল: সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন।
(d) পটাশিয়াম সালফেট (K₂SO₄)- এর উপাদান হইল: পটাশিয়াম, সালফার এবং অক্সিজেন।
22. অ্যাভোগাড্রোর সংখ্যার মান কি? এর চিহ্ন কি?
Ans: অ্যাভোগাড্রোর সংখ্যার মান হইতেছে 6.022 x 10²³ প্রত মোল। ইহার চিহ্ন N.
23. যৌগিক পদার্থের নিজগুণ ধর্ম অটুট রাখিয়া সব থেকে ক্ষুদ্রতম কণাটির নাম লিখ।
Ans: যৌগিক পদার্থের নিজ গুণ ধর্ম অটুট রাখিয়া সব থেকে ক্ষুদ্রতম কণাটির নাম হইল অণু।
24. 2H এবং H, – এর মধ্যে পার্থক্য কি?
Ans: 2H হইল দুইটি স্বতন্ত্র হাইড্রোজেন পরমাণু। H, হইল একটি হাইড্রোজেন অণু।
25. গ্রাম আণবিক ভর কাহাকে বলে?
Ans: আণবিক ভরকে গ্রামে প্রকাশ করিলে তাহাকে গ্রাম আণবিক ভর বলে।
26. আন্তর্জাতিক পদ্ধতিতে গ্যাসের আয়তনের একক কি?
Ans: আন্তর্জাতিক পদ্ধতিতে গ্যাসের আয়তন একক হইল ঘন মিটার।
27. একলিটার বলিতে কি বোঝ?
Ans: 4°সে. উষ্ণতায় থাকা 1 কি. গ্রাম জলের আয়তনকে 1 লিটার বলে।
শূন্যস্থান পূরণ করুন:
28. হাইড্রোজেনের পারমাণবিক ভর _______।
Ans: 1.008
29. এক মোল ইথিনে C,H, কার্বন মোলের সংখ্যা ____।
Ans: 2
30. 1 মোল জলে______ অনুর সংখ্যা পাওয়া যায়।
Ans: 6.023×10²³
31. একটি উপাদানের সমন্বয় শক্তি_____ হিসাবে পরিচিত হয়।
Ans: যুজ্যতা।