Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু, SCERT Class 9 Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু can be of great value to excel in the examination.
SCERT Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু
Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Science MCQ Chapter 3 অনু এবং পরমাণু provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
অনু এবং পরমাণু
Chapter – 3
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. নিচের কোনটি হাইড্রোজেনের গ্রাম আণবিক ভরের সমান নয়?
(a) 6.023×10²³ হইড্রোজেনের অণু।
(b) 2 গ্রাম।
(c) 1 মোল হাইড্রোজেন।
(d) 6.023×10²³ হাইড্রোজেনর পরমাণু।
Ans: (d) 6.023×10²³ হাইড্রোজেনর পরমাণু।
2. নিম্নলিখিত যৌগগুলি মোল এর সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে সাজান 0.2 মোল NH₃ 0.2 মোল H₂ O, 0.2 মোল CO, 0.2 মোল HCI
(a) NH₃ < H₂O < CO < HOI
(b) HC <CO < H₂O<NH₃
(c) CO < HCI < H₂O<NH₃
(d) NH₃ < H₂O <CO <HC
Ans: (b) HC <CO < H₂O<NH₃
3. আয়নিক যৌগ নির্বাচন করুন ______।
(a) সালফার অণু, So₈
(b) কপার নাইট্রেট Cu(NO₃)₂
(c) মিথেন CH₄
(d) ফসফরাস অণু P₄
Ans: (b) কপার নাইট্রেট Cu(NO₃)₂
4. এক পারমাণবিক ভর একক ভরের সমান_____।
(a) একটি ¹⁶O পরমাণুর ভরের 1/16 অংশ।
(b) কার্বন পরমাণুর ভরের 1/12
(c) ¹²C পরমাণুর ভরের 1/12
(d) ¹⁴C পরমাণুর ভরের 1/12
Ans: (c) ¹²C পরমাণুর ভরের 1/12
5.আর্গন হল _____।
(a) বহুপারমানবিক।
(b) ত্রি পারমানবিক।
(c) দ্বি পারমানবিক।
(d) এক পারমানবিক।
Ans: (d) এক পারমানবিক।
6. নিম্নলিখিত মৌগের অণুগুলি সেই মৌলের একটি মাত্র পরমাণু দিয়ে গঠিত_____।
(a) হিলিয়াম।
(b) লোহা।
(c) সোডিয়াম।
(d) ক্লোরিন।
Ans: (a) হিলিয়াম।
7. বিজোড় ধারণাটি বের করুন_____।
(a) অ্যাভোগাড্রো সংখ্যা।
(b) পারমাণবিক ভর একক।
(c) মোল।
(d) গ্রাম পারমাণবিক ভর।
Ans: (b) পারমাণবিক ভর একক।
8. অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান_____।
(a) 6.22×10²³
(b) 6.022 ×10²⁴
(c) 6.022×10²²
(d) 6.022×10²ᴬᵒᵖ
Ans: (a) 6.22×10²³
9. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি আধান বিশিষ্ট আয়ন দ্বারা গঠিত নয়_____।
(a) Nacl
(b) HCI
(c) MgCl
(d) CaO
Ans: (b) HCI
10. বিজোড় অণু চয়ন করুন _____।
(a) ক্লোরিন অণু।
(b) ফ্লোরিন অণু।
(c) আর্গন অণু।
(d) অক্সিজেন অণু।
Ans: (c) আর্গন অণু।
11. সোডিয়ামের পারমাণবিক ভর 23 u। 46g সোডিয়ামে মোলের সংখ্যা কত?
(a) 2
(b) 1
(c) 4
(d) 6
Ans: (a) 2
12. অ্যালুমিনিয়াম অক্সাইডে (AL₂O₃) অ্যালুমিনিয়ামের যোজ্যতা ______।
(a) 2
(b) 3
(c) 4
(d) 6
Ans: (b) 3
13. ফেরিক অক্সাইডের সূত্র হল _____।
(a) FeO
(b) Feo₂
(c) Fe₂o₃
(d) Fe₃ O₂
Ans: (c) Fe₂ O₃
14. সোডিয়ামের পারমাণবিক ভর 23u সোডিয়ামের মোলের সংখ্যা 46 গ্রাম সোডিয়াম হয়____।
(a) 023
(b) 46
(c) 1
(d) 2
Ans: (d) 2
15. অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হল ______ ।
(a) 2
(b) 3
(c) 4
(d) 6
Ans: (b) 3
16. নিচের কোনটির ভর সর্বাধিক?
(a) 1গ্রাম পরমাণু।
(b) 0.25 মোল CO
(c) 3.011 × 10²⁴ অণু H₂
(d) 4°C তাপমাত্রায় 1 মোল জল।
Ans: (d) 4°C তাপমাত্রায় 1 মোল জল।
17. এক মোল সোডিয়াম সালফেট থাকে। সোডিয়ামের পরমাণু _______।
Ans: 12.046×10²³
18. পারমাণবিক ভর একক কাকে বলে?
Ans: পদার্থের একটি অণুতে থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের যোগফলকে প্রকাশ করা হয় পারমাণবিক ভর একক।
19. যোজ্যতার সংজ্ঞা দাও?
Ans: কোনো মৌলের সমন্বয় ক্ষমতাকে এর যোজ্যতা বলে।
20. নিম্নোক্তগুলির রাসায়নিক সংকেত লিখ____ ।
(a) ম্যাগনেসিয়াম ক্লোরাইড।
(b) ক্যালসিয়াম অক্সাইড।
(c) কপার নাইট্রেট।
(d) অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
(e) ক্যালসিয়াম কার্বনেট।
Ans: (a) ম্যাগনেসিয়াম ক্লোরাইড: MgCl₂
(b) ক্যালশিয়াম অক্সাইডঃ CaO
(c) কপার নাইট্রেট: Cu(NO₃)₂
(d) অ্যালুমিনিয়াম ক্লোরাইডঃ AICI₃
(e) ক্যালসিয়াম কার্বনেট: CaCO₃
21. নিম্নোক্ত যৌগুলিতে থাকা মৌলগুলির নাম লিখ____।
(a) পোড়া চুন।
(b) হাইড্রোজেন ব্রমাইড।
(c) বেকিং পাউডার।
(d) পটাশিয়াম সালফেট।
Ans: (a) কলিচুন (CaO)- এর উপাদান হইল : ক্যালসিয়াম এবং অক্সিজেন।
(b) হাইড্রোজেন ব্রোমাইড (HBr) – এর উপাদান হইল: হাইড্রোজেন এবং ব্রোমিন।
(c) বেকিং পাউডার (NaHCO₃)- এর উপাদান হইল: সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন।
(d) পটাশিয়াম সালফেট (K₂SO₄)- এর উপাদান হইল: পটাশিয়াম, সালফার এবং অক্সিজেন।
22. অ্যাভোগাড্রোর সংখ্যার মান কি? এর চিহ্ন কি?
Ans: অ্যাভোগাড্রোর সংখ্যার মান হইতেছে 6.022 x 10²³ প্রত মোল। ইহার চিহ্ন N.
23. যৌগিক পদার্থের নিজগুণ ধর্ম অটুট রাখিয়া সব থেকে ক্ষুদ্রতম কণাটির নাম লিখ।
Ans: যৌগিক পদার্থের নিজ গুণ ধর্ম অটুট রাখিয়া সব থেকে ক্ষুদ্রতম কণাটির নাম হইল অণু।
24. 2H এবং H, – এর মধ্যে পার্থক্য কি?
Ans: 2H হইল দুইটি স্বতন্ত্র হাইড্রোজেন পরমাণু। H, হইল একটি হাইড্রোজেন অণু।
25. গ্রাম আণবিক ভর কাহাকে বলে?
Ans: আণবিক ভরকে গ্রামে প্রকাশ করিলে তাহাকে গ্রাম আণবিক ভর বলে।
26. আন্তর্জাতিক পদ্ধতিতে গ্যাসের আয়তনের একক কি?
Ans: আন্তর্জাতিক পদ্ধতিতে গ্যাসের আয়তন একক হইল ঘন মিটার।
27. একলিটার বলিতে কি বোঝ?
Ans: 4°সে. উষ্ণতায় থাকা 1 কি. গ্রাম জলের আয়তনকে 1 লিটার বলে।
শূন্যস্থান পূরণ করুন:
28. হাইড্রোজেনের পারমাণবিক ভর _______।
Ans: 1.008
29. এক মোল ইথিনে C,H, কার্বন মোলের সংখ্যা ____।
Ans: 2
30. 1 মোল জলে______ অনুর সংখ্যা পাওয়া যায়।
Ans: 6.023×10²³
31. একটি উপাদানের সমন্বয় শক্তি_____ হিসাবে পরিচিত হয়।
Ans: যুজ্যতা।

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.