Class 9 Science MCQ Chapter 7 জীবের বৈচিত্ৰ্য

Class 9 Science MCQ Chapter 7 জীবের বৈচিত্ৰ্য, SCERT Class 9 Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Science MCQ Chapter 7 জীবের বৈচিত্ৰ্য can be of great value to excel in the examination.

SCERT Class 9 Science MCQ Chapter 7 জীবের বৈচিত্ৰ্য

Join Telegram channel

Table of Contents

Class 9 Science MCQ Chapter 7 জীবের বৈচিত্ৰ্য covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Science MCQ Chapter 7 জীবের বৈচিত্ৰ্য provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

জীবের বৈচিত্ৰ্য

Chapter – 7

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. নেফ্রিডিয়া হল মলত্যাগকারী অঙ্গ_____।

(a) অ্যানেলডিয়া।

(b) আর্থ্রোপোডা।

(c) প্লাটিহেলমিন্থেস।

(d) রোটিফার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans: (a) অ্যানেলডিয়া।

2. প্লাটিহেলমিন্থেসের রেচন অঙ্ককে বলা হয়_____।

(a) প্রোটোনেফ্রিডিয়া।

(b) সোলেনোসাইট।

(c) নেফ্রিডিয়া।

(d) প্রোটোনেফ্রিডিয়া।

Ans: (b) সোলেনোসাইট।

3. গিল হল শ্বাসযন্ত্রের অঙ্গ____।

(a) একটি মাছ।

(b) ট্যাডপোল।

(c) a এবং b উভয়ই।

(d) সরীসৃপ।

Ans: (c) a এবং b উভয়ই।

4. যৌগিক চোখ তৈরি হয় _____।

(a) আর্থ্রোপোডা।

(b) প্লোটোজোমা।

(c) প্ৰোটোকডাটা।

(d) ইকিনোডার্মাটা।

Ans: (a) আর্থ্রোপোডা।

5. পাঁচটি রাজ্যের শ্রেণীবিভাগে, নীল সবুজ শৈবাল, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়া রাজ্যের অন্তর্ভুক্ত।

(a) ছত্রাক।

(b) প্ল্যান্টাক।

(c) মনেরা।

(d) protista.

Ans: (c) মনেরা।

6. শ্রেণীবিভাগের মৌলিক ভিত্তি শ্রেণীকরণ একক_____।

(a) রাজ্য।

(b) প্রজাতি।

(c) শ্রেণী।

(d) গণ।

Ans: (b) প্রজাতি।

7. নগ্ন বীজ উপস্থিত আছে_____।

(a) এনজিওস্পার্ম।

(b) টেরিডোফাইটা।

(c) ব্রায়োফাইটা।

(d) জিমনোসাম।

Ans: (d) জিমনোসাম।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

8. মসজাতীয় উদ্ভিদের রেণু উৎপত্তি হওয়া অঙ্গের নাম কি?

Ans: মুণ্ডক।

9. কলা গঠন না হওয়া উদ্ভিজ্জকে কি বলা হয়?

Ans: সমাজদেহী উদ্ভিদ বলা হয়।

10. দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত ফুলের পাপড়িন কতটা থাকে?

Ans: 4 বা 5 বা ইহাদের গুণিতক সংখ্যক পাপড়ি থাকে।

11. সারসিনেট ভারনেসন মানে কি?

Ans: ঢেঁকীর কোমল পাতা কুণ্ডলীকৃত হইয়া থাকা চরিত্রকে সারসিনেট ভারনেসন বলে।

12. ব্রন কি?

Ans: ঢেঁকীর পুরুষ্ট পাতার পিঠের দিকে কিছু কিছু রেণুস্থলীর থোকা থাকে এই গুলিকে ব্রন বলে।

13. ছত্রাকজাতীয় উদ্ভিদের দেহকোষ কি দ্বারা গঠিত?

Ans: ছত্রাকের দেহকোষ কিটিন দ্বারা গঠিত।

14. নগ্নবীজী উদ্ভিদ বলিতে কি বোঝ? উদাহরণ দাও।

Ans: যে সকল উদ্ভিদের বীজ অনাবৃত অবস্থায় থাকে তাহাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন— পাইন গাছের বীজ।

15. গুপ্তবীজী উদ্ভিদ বলিতে কি বোঝ? উদাহরণ দাও।

Ans: যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে তাহাকে গুপ্তবীজী উদ্ভিদ বলা হয়। যেমন— মটর।

16. একবীজপত্রী উদ্ভিদ বলিতে কি বোঝ উদাহরণ দাও।

Ans: যে সকল উদ্ভিদের বীজ একটি তাহাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়।

17. একবীজপত্রী উদ্ভিদে কি জাতীয় মূল থাকে?

Ans: একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূলজাতীয় মূল থাকে।

18. দ্বিবীজপত্রী উদ্ভিদ বলিতে কি বোঝ? উদাহরণ দাও। 

Ans: যে সকল উদ্ভিদের বীজপত্র দুইটি তাহাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। যেমন — মটর।

19. জেনাস কি?

Ans: যে সকল প্রজাতির এক বা একাধিক সাদৃশ্য রয়েছে।

20. একটি জীবের বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে?

Ans: একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি জেনাস এবং দ্বিতীয় অংশটি প্রজাতি হিসাবে পরিচিত।

21. রাজ্যের অন্তর্গত কয়েকটি জীবের নাম বলুন-মনেরা।

Ans: কিংডম মনেরা ব্যাকটেরিয়া এবং নীল সবুজ শৈবাল অন্তর্ভুক্ত।

22. পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন?

Ans: পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন।

23. শ্যাওলার অঙ্গ-প্রত্যঙ্গের মতো পাতাকে কী বলে?

Ans: শ্যাওলাতে পাতার মতো অঙ্ককে ‘ফাইলয়েড’ বলে।

24. যে অঙ্গে শ্যাওলা উৎপন্ন হয় তার নাম কি?

Ans: শ্যাওলাতে স্পোর ক্যাপসুলে উৎপন্ন হয়।

25. ডাইকোটাইলেডোনাস উদ্ভিদের ফুলে কয়টি পাপড়ি থাকে?

Ans: ডাইকোটাইলেডোনাস উদ্ভিদের ফুলে তাদের একাধিক পাপড়ির সংখ্যা 4 বা 5

26. ‘সার্কিনেট ভার্নেশন’ কি?

Ans: সিনসিনেট ভার্নেশনও ফার্নের একটি সনাক্তকারী চরিত্র। কোমল পাতা অফার দ্বারা প্রদর্শিত কুণ্ডলী ফ্যাশন বলা হয় সার্কিনেট ভেমনেশন।

27. সোরাস কি?

Ans: সোরাস হল ফ্রন্ডের অ্যাডাক্সিয়াল পৃষ্ঠের কিছু গুচ্ছ সোরাস স্পোর বহন করে।

28. অমেরুদণ্ডী প্রাণীদের দেহের কোন দিকে স্নায়ুতন্ত্র থাকে?

Ans: মেরুদণ্ডী প্রাণীদের দেহের ভেন্ট্রাল পাশে স্নায়ুতন্ত্র থাকে।

29. দুটি এককোষী অমেরুদণ্ডী প্রাণীর নাম বল।

Ans: আমোচা এবং প্লাজমোডিয়াম দুটি এককোষী অমেরুদণ্ডী প্রাণী।

30. মানুষের মধ্যে এন্টামিইবা দ্বারা সৃষ্ট রোগ কি?

Ans: এন্টামিইবা অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবিয়সিস সৃষ্টি করে।

31. ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবীর নাম কি?

Ans: প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সৃষ্টি করে।

শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় কর:

32. নেটাম একপ্রকার গুপ্তবীজী উদ্ভিদ।

 Ans: অশুদ্ধ।

33. একবীজপত্রী উদ্ভিদে পাতার শিরাবিন্যাস সমান্তরাল।

Ans: শুদ্ধ।

34. দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের সংখ্যা ২ টি।

Ans: শুদ্ধ।

35. দ্বিবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল থাকে।

Ans: অশুদ্ধ।

36. উভচর প্রাণীর হৃদপিণ্ড তিন কোঠা যুক্ত।

Ans: শুদ্ধ।

37. সাপ এবং টিকটিকিজাতীয় প্রাণী উষ্ণরক্তী প্রাণী।

Ans: অশুদ্ধ।

38. পাখির কিছু প্রজাতি ডিমের বদলে বাচ্চার জন্ম দেয়।

Ans: অশুদ্ধ।

39. কৈ মাছ অষ্টিকৃথিস মাছের উদাহরণ।

Ans: শুদ্ধ।

শূন্য স্থান পূরণ কর:

40. পোরিফেরা______ নামেও পরিচিত।

Ans: স্পঞ্জ।

41. কোলেন্টেরটার একক অভ্যন্তরীণ গহ্বরকে______ বলা হয়।

Ans: কোলেন্টেরন।

42. কার্টিলাজিনাস এন্ডোস্কেলটনযুক্ত মাছকে বলা হয়।

Ans: কন্ড্রিকথাইস।

43. বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি যা আমরা আজ ব্যবহার করি এ______র দ্বারা প্রবর্তিত হয়েছিল।

Ans: কেরোলাস লিনিয়াস।

44. দ্বিপদ নামকরণ দুটি শব্দ দ্বারা গঠিত একটি______ এবং একটি ______।

Ans: সাধারণ নাম, বিবেশ নাম।

45. _____ নামক প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া হয়।

Ans: প্লাজমোডিয়াম।

46. প্রোটোকর্ডাটার শরীরের ওজন সমর্থনকারী নমনীয় রডকে______ বলা।

Ans: নোটকর্ড।

47. Aves- এর শ্বাসযন্ত্রের অঙ্গটির নাম_____।

Ans: ফুসফুস।

48. জীবন্ত প্রাণীর একটি সর্বজনীন প্রক্রিয়া।

Ans: বিবর্তন।

49. বহুকোষী জীবের কোষ হল_____।

Ans: ইউক্যারিওটিক।

50. কাজী নেমু, গোল নেমু, মৌচাম্বি টেঙ্গা, জারা টেঙ্গা______ প্রজাতির অন্তর্ভুক্ত।

Ans: লেবু (Citrus)।

51. সাধারণ মিল থাকার বেশ কয়েকটি একটি গঠন করে।

Ans: ক্রম।

52. ______ জীবের শ্রেণীবিভাগের জনক হিসাবে বিবেচিত হয়।

Ans: ক্যারোলাস লিনিয়াসকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

Scroll to Top