Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য

Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য Question Answer in Bengali | AHSEC Class 12 History Question Answer to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapters Assam Board Class Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য Notes and select needs one.

Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য

Join Telegram channel

Also, you can read the SCERT book online in these sections Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 12 History Chapter 17 মানচিত্র অঙ্কনকার্য Solutions for All Subjects, You can practice these here.

মানচিত্র অঙ্কনকার্য

তৃতীয় খণ্ড

Chapter: 17

HISTORY

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। মানচিত্রে যে সকল স্থানে কৃষিকার্যের প্রমাণ পাওয়া গিয়েছে একটি পেন্সিলের দ্বারা সেই স্থানে বৃত্ত চিহ্ন দাও। যে সকল স্থানে হস্তনির্মিত উৎপাদনের প্রমাণ আছে সেই সকল স্থানে × এবং কাঁচামাল দৃশ্যমান স্থানসমূহ R চিহ্ন দাও।

উত্তরঃ 

প্রশ্ন ২। সিন্ধু উপত্যকার একখানা মানচিত্র অঙ্কন করে হরপ্পা সভ্যতার কেন্দ্রসমূহ চিহ্নিত কর।

উত্তরঃ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

প্রশ্ন ৩। মানচিত্র দুটি ভালোভাবে দেখে মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত বলে মনে করা মহাজনপদসমূহের একটি তালিকা প্রস্তুত কর। এই অঞ্চলসমূহে অশোকের কোন লিপি পাওয়া গিয়েছে কি?

উত্তরঃ ছাত্ৰ – ছাত্ৰীরা নিজে করার চেষ্টা কর।

প্রশ্ন ৪। মৌর্যযুগের ভারতের একখানা মানচিত্র অঙ্কন করে মহাজনপদগুলি চিহ্নিত কর।

উত্তরঃ ছাত্ৰ – ছাত্ৰীরা নিজে করার চেষ্টা কর।

প্রশ্ন ৫। প্রাচীন ভারতের একটি বহির্ভাগস্থ মানচিত্র অঙ্কন করে হরপ্পা, মহেঞ্জোদারো, পাটলিপুত্র, সাঁচি, মথুরা এবং প্রাগজ্যোতিষপুরের স্থান নির্ণয় কর।

উত্তরঃ ছাত্ৰ – ছাত্ৰীরা নিজে করার চেষ্টা কর।

প্রশ্ন ৬। তৃতীয় অধ্যায়ের মানচিত্রখানা দ্বিতীয় অধ্যায়ের প্রথম মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেখ। মহাজনপদ ও কুরু-পাণ্ডবের অঞ্চলের উপরে থাকা মহানগরসমূহের একটি তালিকা প্রস্তুত কর।

উত্তরঃ সংকেত: মহাজনপদ: মল্ল, কোশলা, সাখ্য, অবন্তী, মাৎস্য, শূরসেন।

নগর: হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, মথুরা, বিরাট, কৌশান্তি, সারনাথ, বারাণসী, অযোধ্যা, বুদ্ধগয়া, পাটলিপুত্র, বৈশালী, কুসিনারা, পভা, লুম্বিনী, কপিলাবস্তু, শ্রাবস্তী ও উজ্জয়িনী।

প্রশ্ন ৭। বিশ্বের একখানা মানচিত্রের বহিঃআকৃতি অঙ্কন করে বৌদ্ধধর্ম বিস্তৃতি করা অঞ্চলসমূহ চিহ্নিত কর।

উত্তরঃ

বৌদ্ধধর্ম বিস্তারলাভ করা দেশসমূহ হল —

(ক) ভারত।

(খ) শ্রীলঙ্কা।

(গ) চীন। 

(ঘ) জাপান। 

(ঙ) কোরিয়া।

(চ) মায়ানমার। 

(ছ) থাইল্যান্ড। ও 

(জ) ইন্দোনেশিয়া।

প্রশ্ন ৮। আসামের একখানা মানচিত্র অঙ্কন করে ঐতিহাসিক স্থানসমূহ উল্লেখ কর।

উত্তরঃ 

ঐতিহাসিক স্থানসমূহের সংকেত:

১। গড়গাঁও — মধ্যযুগে আসামের রাজধানী।

২। চরাইদেও — অহোমদের প্রথম রাজধানী।

৩। হাজো — হিন্দু-মুসলমান-বৌদ্ধ ঐক্যের প্রতীক।

৪। ফুলগুড়ি — কৃষক বিদ্রোহ।

৫। লাচিমা — কৃষক বিদ্রোহ।

৬। পাথারুঘাট — কৃষক বিদ্রোহ।

৭। রঙ্গিয়া — কৃষক বিদ্রোহ।

৮। খাসপুর — কাছারী রাজার রাজধানী।

৯। লাতু — সিপাহী বিদ্রোহ আবির্ভূত স্থান।

১০। মোহনপুর — সিপাহী বিদ্রোহ আবির্ভূত স্থান।

প্রশ্ন ৯। আসামের একখানা মানচিত্র অঙ্কন করে পুরাতত্ত্ব নমুনা আবিষ্কার হওয়া স্থানসমূহ দেখাও।

উত্তরঃ 

পুরাতত্ত্ব আবিষ্কৃত স্থানসমূহের সংকেত:

১। কামাখ্যা মন্দির — অহোম স্থাপত্য নিদর্শন।

২। আমবাড়ি (গুয়াহাটি) — পুরাতাত্ত্বিক নিদর্শন।

৩। কুন্ডলনগর (সদিয়ার নিকট) — প্রাচীন ইটের দেয়াল।

৪। জয়সাগর — অহোম রাজাদের স্থাপত্যকীর্তি।

৫। শিবসাগর — শিবমন্দির, রংঘর, কেরেংঘর, তলাতলঘর।

৬। তেজপুর — দহপার্বতী মন্দির (স্থাপত্যকীর্তি।

৭। গোয়ালপাড়া — সূর্যপাহাড় (স্থাপত্য নিদর্শন)।

প্রশ্ন ১০। আসামের একটি রেখা মানচিত্র আঁক এবং শদিয়া, হাজো, কোকরাঝার, ডিফু এবং শিলচরের স্থান নির্ণয় কর।

উত্তরঃ 

১। শদিয়া।

২। হাজো।

৩। কোকরাঝাড়।

৪। ডিফু।

৫। শিলচর।

প্রশ্ন ১১। ভারতের একখানা মানচিত্রে তিনটি প্রধান সুফী ধর্মস্থান এবং মন্দির সম্পর্কিত তিনটি স্থান নির্দিষ্ট কর (বিষ্ণু, শিব ও ঈশ্বর প্রতিজনের একটি করে)।

উত্তরঃ 

প্রশ্ন ১২। ভারতের একখানি মানচিত্র অঙ্কন করে মোগল শাসনাধীন অঞ্চলসমূহ দেখাও।

উত্তরঃ 

প্রশ্ন ১৩। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সম্প্রসারণ হওয়া অঞ্চলসমূহ দেখিয়ে ভারতবর্ষের একখানি মানচিত্র অঙ্কন কর।

অথবা,

ভারতবর্ষের একটি রেখা মানচিত্র অঙ্কন কর ও ১৮৫৭ খ্রিস্টাব্দে বিপ্লব হওয়া নিম্নোক্ত পাঁচটি কেন্দ্র দেখাও:

ঝাঁসি, লক্ষ্ণৌ, আজমগড়, আগ্রা, দিল্লি

উত্তরঃ 

প্রশ্ন ১৪। ভারতের একখানি মানচিত্র অঙ্কন করে প্রধান প্রধান নদী ও পর্বতমালাসমূহ চিহ্নিত কর। তাতে বোম্বাই, কলিকাতা ও মাদ্রাজসহ দশটি মহানগর চিহ্নিত কর।

উত্তরঃ

মানচিত্র সংকেত:

প্রধান নদীসমূহ

১। গঙ্গা।

২। ব্রহ্মপুত্র।

৩। সিন্ধু।

৪। মহানদী।

৫। কৃষ্ণা।

পর্বতমালাসমূহ

৬। আরাবল্লী পর্বতমালা।

৭। বিন্ধ্যপর্বতমালা।

৮। সাতপুরা পর্বতমালা।

৯। পূর্বঘাট পর্বতমালা।

১০। পশ্চিমঘাট পর্বতমালা।

মহানগরসমূহ

১১। মুম্বাই।

১২। কোলকাতা।

১৩। চেন্নাই।

১৪। দিল্লি।

১৫। বেঙ্গালুরু।

১৬। হায়দ্রাবাদ।

১৭। আহমেদাবাদ।

১৮। তিরুবনন্তপুরম।

১৯। এলাহাবাদ।

২০। গুয়াহাটি।

প্রশ্ন ১৫। ভারতের একটি মানচিত্র অঙ্কন করে প্রদেশগুলি চিহ্নিত কর যেখানে নিম্নে প্রদত্ত ভাষাগুলি রাজ্যিক ভাষা:

(ক) মালায়ালাম। 

(খ) উড়িয়া। 

(গ) তেলুগু।

(ঘ) কন্নড়।

উত্তরঃ কেরালা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক চিহ্নিত করে ভারতের map করতে হবে।

প্রশ্ন ১৬। ভারতের একখানা মানচিত্র অঙ্কন করে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দেশীয় রাজ্য ও ব্রিটিশ শাসিত অঞ্চলসমূহ চিহ্নিত কর।

উত্তরঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top