Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি

Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি answer to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Assam Board Bengali Medium Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি and select needs one.

Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি

Join Telegram channel

Also, you can read the SCERT book online in these sections Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Assam Board Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি Bengali Medium Solutions for All Subject, You can practice these here.

দেশীয় লোকদের স্থানচ্যুতি

পাঠ: ১০

ঘ- বিভাগ– আধুনিকতার পথে

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. ‘আমেরিকান’ মহাদেশটি কার নামে নামাঙ্কিত? 

উত্তরঃ আমেরিগো ভেসপুচির নামে।

2. উত্তর আমেরিকার প্রাচীনতম অধিবাসী কখন এই দেশে এসেছিল?

উত্তরঃ প্রায় ৩০,০০০ বছর পূর্বে (এশিয়া থেকে)।

3. আমেরিকার গৃহযুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

উত্তরঃ ১৮৬১ খ্রিস্টাব্দ হতে ১৮৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।

4. উত্তর আমেরিকায় ‘সুবর্ণ অভিযান’ কখন আরম্ভ হয়েছিল?

উত্তরঃ ১৮৪০ দশকে। 

5. উত্তর আমেরিকায় স্বর্ণের সন্ধান কখন পাওয়া গিয়েছিল?

উত্তরঃ ১৮৪০-এর দশকে। 

6. মার্কিন যুক্তরাষ্ট্রে কখন রেলপথ সম্পূর্ণ হয়েছিল?

উত্তরঃ ১৮৭০ খ্রিস্টাব্দে। 

7. ১৮৩২ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখ্য ন্যায়াধীশ কে ছিলেন?

উত্তরঃ জন মার্শাল।

8. আমেরিকা আবিষ্কার করা নাবিকের নাম কী ছিল? 

উত্তরঃ কলম্বাস।

9. কলম্বাস কখন আমেরিকা আবিষ্কার করেন?

উত্তরঃ ১৪৯২ খ্রিস্টাব্দে।

10. আমেরিকায় আবিষ্কৃত প্রাচীনতম মানবনির্মিত উপাদান কি? 

উত্তরঃ একটি তিরবিন্দু, যা প্রায় ১১,০০০ বছর পুরাতন। 

11. উত্তর আমেরিকায় ইউরোপীয় বণিকরা কিসের ব্যবসার জন্য গিয়েছিল?

উত্তরঃ মাছ ও পশুলোম।

12. আমেরিকার গৃহযুদ্ধের ফলাফল কি?

উত্তরঃ আমেরিকার গৃহযুদ্ধে উত্তরাঞ্চল জয়ী হয় এবং কৃতদাসপ্রথার বিলুপ্তি হয়।

13. কোন ইউরোপীয় দার্শনিক আমেরিকার স্থানীয়দের ‘বিশেষ অসভ্য’ বা The Noble Savage বলে সম্বোধন করেছিলেন?

উত্তরঃ ফরাসি দার্শনিক রুশো।

14. অস্ট্রেলিয়া কে আবিষ্কার করেন? 

উত্তরঃ ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক।

15. অস্ট্রেলিয়া কখন আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ ১৭৭০ খ্রিস্টাব্দে।

16. ক্যানবেরা কখন অস্ট্রেলিয়ার রাজধানী হয়েছিল?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

17. ক্যানবেরা শব্দটির অর্থ কি?

উত্তরঃ মিলনভূমি।

18. অস্ট্রেলিয়ার সুবর্ণ অভিযান’ কখন হয়েছিল?

উত্তরঃ ১৮৫১ খ্রিস্টাব্দে।

19. অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কখন গঠিত হয়েছিল? 

উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দে।

20. অস্ট্রেলিয়ার অধিবাসীরা কি নামে পরিচিত? 

উত্তরঃ ‘এবোরিজিন’ (Aborigine)।

21. Dreamtime বা ‘কল্পনাকাল’ বলতে অস্ট্রেলিয়ার স্থানীয়রা কোন সময়কালকে বোঝায়? 

উত্তরঃ অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের আগমনের পূর্ববর্তী সময়কালকে ‘কল্পনাকাল’ বা Dreamtime বলে সম্বোধন করেন। 

22. অস্ট্রেলিয়ার চীনা শ্রমিকদের আগমনে নিষেধাজ্ঞা জারির কারণ কি?

উত্তরঃ অ-শ্বেতাঙ্গ লোকের সংখ্যাবৃদ্ধির ভয়ে অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ সরকার এই পদক্ষেপ নেয়।

23. কে এবং কখন The Great Australian Silence বা ‘অস্ট্রেলিয়ার মহামৌনতা’-এর তত্ত্বটি তুলে ধরেছিলেন?

উত্তরঃ ১৯৬৮ খ্রিস্টাব্দে ডব্লিউ ই এইচ স্টেনার এই তত্ত্বটি তুলে ধরেছিলেন। 

24. ‘বহু সংস্কৃতিবাদ’ কখন থেকে অস্ট্রেলিয়ার সরকারি নীতি হিসাবে গৃহীত হয়েছে?

উত্তরঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে।

25. কানাডা শব্দটি কোন্ শব্দ হতে উদ্ভূত হয়েছে? 

উত্তরঃ কানাটা।

26. কানাডার সুবর্ণ অভিযান কখন হয়েছিল?

উত্তরঃ ১৮৫১ খ্রিস্টাব্দে।

27. কানাডা যুক্তরাষ্ট্র কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে।

28. নিউজিল্যান্ড’ নামটি কে দিয়েছিলেন?

উত্তরঃ হল্যান্ডের টাসমেন।

29. ক্যাপ্টেন কুককে কোথায় হত্যা করা হয়েছিল?

উত্তরঃ হাওয়াই নামক স্থানে। 

30. স্থানীয় বলতে কী বোঝ?

উত্তরঃ কোন একটি স্থানে জন্মগ্রহণ করে সেই স্থানে বাস করা জনগণকে স্থানীয় বলা হয়। 

31. ওলন্দাজ শব্দ জি (Zee)-এর অর্থ কি?

উত্তরঃ সমুদ্র।

32. হোপি জাতিগোষ্ঠীর বর্তমানে কোথায় বসবাস করে?

উত্তরঃ ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী অঞ্চলে।

33. কার্ল মার্ক্স কে ছিলেন? 

উত্তরঃ একজন জার্মান দার্শনিক।

34. ‘কলোনী’ (Colony) বলতে কি বোঝ?

উত্তরঃ একটি দেশ বা জায়গা যা সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণে এবং ওই দেশের অধিবাসীরাই অধিকার করেছে, এমন ব্যবস্থা বোঝাতে কলোনী শব্দ ব্যবহার করা হয়। 

35. কখন কাঁটাতারের বেড়া আবিষ্কৃত হয়?

উত্তরঃ ১৮৭৩ খ্রিস্টাব্দে।

36. ‘চেরোকী’ জনগোষ্ঠী কোথায় বসবাস করত?

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে।

37. Reservation কি?

উত্তরঃ স্থানীয়দের উচ্ছেদের ফলে যেখানে তাদের স্থানান্তরিত করা হয় সেখানে তারা সম্পূর্ণ অপরিচিত জায়গায় আবদ্ধ হয়ে পড়ে, একেই Reservation বলে।

38. টমাস পেইন কে ছিলেন?

উত্তরঃ টমাস পেইন ছিলেন একজন ইঙ্গ-আমেরিকিয় রাজনৈতিক কার্যকর্তা, দার্শনিক এবং বিপ্লবী। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা। 

39. ‘ভারতীয় পুনর্গঠন আইন’ কখন প্রণয়ন করা হয়েছিল?

উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে।

40. মূল বাসিন্দা কাদের বলা হয়?

উত্তরঃ মূল বাসিন্দা বলতে তাদেরই বোঝায় যারা যে দেশে বাস করছে সেখানেই তাদের জন্ম হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. নৃতত্ত্ব বিষয়টির বিকাশ কোথায় হয়েছিল? উত্তর আমেরিকাতে এই বিষয়টির অধ্যয়ন কেন আরম্ভ করা হয়েছিল? 

উত্তরঃ নৃতত্ত্ব বিষয়টির বিকাশ হয় ফ্রান্সে।

উত্তর আমেরিকাতে এর ব্যবহার করা হয়েছিল কৌতূহলবশত। স্থানীয় লোকদের জনগোষ্ঠীগুলি ও ইউরোপের সভ্য লোকদের জাতিগোষ্ঠীগুলির মধ্যেকার পার্থক্যসূচক ব্যবধান সম্পর্কে অধ্যয়ন করার জন্য।

2. বসবাসকারী বলতে কি বোঝ?

উত্তরঃ বসবাসকারী বলতে সেই সকল মানুষকে বোঝায় যারা বাইরে থেকে এসে রা কোন একটি স্থানে বসতি স্থাপন করেছে। দক্ষিণ আফ্রিকার ওলন্দাজ, নিউজিল্যান্ড, প্রশ্ন অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড- এ ব্রিটিশগণ ও আমেরিকায় ইউরোপীয়গণ হল বসবাসকারী মানুষ।

3. আমেরিকায় ইউরোপীয় উপনিবেশসমূহের সরকারি ভাষা কি ছিল? 

উত্তরঃ একমাত্র কানাডা ব্যতীত অন্যান্য সব ইউরোপীয় উপনিবেশগুলিতে ইংরেজি ছিল সরকারি ভাষা। কানাডায় ফরাসি ভাষার পাশাপাশি ইংরেজিও সরকারি ভাষা ছিল। 

4. ‘নেটিভ’ শব্দের অর্থ কি?

উত্তরঃ নেটিভ বলতে তাদেরই বোঝায় যারা যে দেশে বাস করছে সেখানেই তাদের জন্ম হয়েছে। বিংশ শতক পর্যন্ত ইউরোপীয়গণ তাদের উপনিবেশের স্থানীয় বাসিন্দাদের নেটিভ বলত।

5. আমেরিকানদের সূর্যাস্তের দিন বলতে কি বোঝ?

উত্তরঃ ইউরোপীয়গণ যেদিন আমেরিকায় পৌঁছায় এবং সেই দেশের আমেরিকা নামকরণ করে সেইদিনকে ‘আমেরিকার সূর্যাস্তের দিন’ বলা হয়। 

6. উত্তর আমেরিকার আদিম আদিবাসীদের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ উত্তর আমেরিকার আদিম আদিবাসীদের যে-কোন দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ

(ক) উত্তর আমেরিকার আদিম বাসিন্দাগণ গ্রামে নদীর তীরে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করত।

(খ) তারা মাছ, মাংস ও শাকসবজি আহার করত।

7. উত্তর আমেরিকার আদিম বাসিন্দাদের পরম্পরা বা ঐতিহ্যের বৈশিষ্ট উল্লেখ কর।

উত্তরঃ আনুষ্ঠানিক মিত্রতা ও বন্ধুত্বতা স্থাপন এবং উপহার বিনিময়। 

8. আমেরিকায় ইউরোপীয়গণ কি কি শস্য উৎপাদন করত এবং কেন?

উত্তরঃ ইউরোপীয়গণ প্রধানত ধান ও কার্পাস উৎপাদন করত, কারণ এই সকল শস্য ইউরোপে উৎপাদিত হত না। এইজনা ইউরোপীয়গণ এইগুলি আমেরিকায় উৎপাদন করত। 

9. মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কিভাবে বিলোপ করা হয়েছিল? 

উত্তরঃ ১৮৬১ খ্রিস্টাব্দ হতে ১৮৬৫ খ্রিস্টাব্দের মধ্যে দাস ব্যবস্থা সমর্থনকারী প্রদেশ ও দাস ব্যবস্থা বিরোধী সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয়। দাস ব্যবস্থা বিরোধী প্রদেশসমূহ। জয়লাভ করে এবং দাস ব্যবস্থা বিলুপ্ত হয়। 

10. সুবর্ণ অভিযান’ বলতে কি বোঝ?

উত্তরঃ ঊনবিংশ শতকে ইউরোপীয় দেশসমূহের সোনার লোভে উত্তর আমেরিকায় যাওয়াকে সুবর্ণ অভিযান বলে।

11. ‘সুবর্ণ অভিযান’ উত্তর আমেরিকার আশীর্বাদস্বরূপ ছিল কেন?

উত্তরঃ সুবর্ণ অভিযানের ফলে সমগ্র উত্তর আমেরিকায় রেলপথ সম্প্রসারিত হয়ে মহাদেশের ব্যাপক উন্নতিসাধন করেছিল। সুতরাং তা আশীর্বাদস্বরূপ ছিল। 

12. উপনিবেশ বলতে কী বোঝ?

উত্তরঃ ইউরোপীয় এবং অন্যান্য দেশের লোকগণ প্রব্রজনের মাধ্যমে কোন একস্থানে বাস করে অধিকার করা স্থানসমূহকে উপনিবেশ বলা হয়।

13. আমেরিকাকে কেন নূতন পৃথিবী বলা হয়? 

উত্তরঃ কলম্বাস দ্বারা প্রথম আবিষ্কার করা স্থানসমূহকে নূতন পৃথিবী বলে গণ্য করা হয়। কারণ এর পূর্বে তিনি এইরূপ কোন নূতন স্থান দেখতে পাননি। পরে এই নুতন পৃথিবীর নাম আমেরিকা হয়।

14. নূতন পৃথিবীর অন্তর্গত দেশ চারটির নাম লেখ।

উত্তরঃ উল্লেখিত দেশ চারটি হল-আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। 

15. ১৮৬১-১৮৬৫ খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংঘটিত হওয়া যুদ্ধের কারণ কি ছিল?

উত্তরঃ উত্তর আমেরিকার দাস প্রথার অবসান হওয়ার বিপরীতে দক্ষিণ আমেরিকা এই ব্যবস্থা বহাল রাখতে সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে দুটি দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। অবশ্য এই যুদ্ধে উত্তর আমেরিকা জয়লাভ করে। এইভাবে দাসপ্রথার অবসান ঘটেছিল।

16. কখন ও কারা উত্তর আমেরিকাতে খনিশিল্প ও কৃষির প্রসার ঘটিয়েছিলেন?

উত্তরঃ ১৯ শতকে ইউরোপ, আফ্রিকা ও চীন থেকে আগত উদ্বাস্তুরা। 

17. ইউরোপীয়রা স্থানীয় আমেরিকার জনগোষ্ঠীর নাম ব্যবহার করেছেন এমন কয়েকটি উদাহরণ দাও। 

উত্তরঃ ইউরোপীয়রা স্থানীয় আমেরিকার জনগোষ্ঠীর নামগুলি প্রায়ই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে। সেগুলির সাথে এই জনগোষ্ঠীগুলির কোন সম্পর্ক ছিল না।

(ক) ডাকোটা — উড়োজাহাজের নাম।

(খ) চেরকী — জীপগাড়ির নাম। 

(গ) পেনটিয়াক — ছোট গাড়ির নাম।

(ঘ) মোহাক — চুল কাটার ধরন।

18. স্থানীয়দের দেওয়া নামাঙ্কিত কয়েকটি জায়গার নাম লেখ।

উত্তরঃ স্থানীয়দের দেওয়া নামাঙ্কিত কয়েকটি জায়গার নাম নিম্নরূপঃ 

(ক) ওহাইও-আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।

(খ) মিসিসিপি – আমেরিকাতে নদীর নাম।

(গ) সিয়াটেল – আমেরিকা যুক্তরাষ্ট্রে জায়গার নাম ।

(ঘ) ওলংগং এবং পাররামাত্তা – অস্ট্রেলিয়াতে জায়গার নাম।

19. উত্তর আমেরিকায় স্থানীয়রা এবং ইউরোপীয়রা কোন্ কোন্ নেশায় আসক্ত হয়ে পড়েছিল? 

উত্তরঃ উত্তর আমেরিকায় স্থানীয়রা এবং ইউরোপীয়রা নিম্নোক্ত নেশায় আসক্ত হয়েছিল-

(ক) স্থানীয়রা আসক্ত হয়ে পড়েছিল মদে, যা তারা চিনত না তবে লাভ করেছিল। ইউরোপীয় বণিকদের নিকট থেকে।

(খ) ইউরোপীয়রা স্থানীয়দের নিকট থেকে তামাক সেবনে আসক্ত হয়ে পড়ে।

20. দুইজন বিখ্যাত ইউরোপীয় ব্যক্তির নাম লেখ যারা আমেরিকার স্থানীয়দের অসভ্য ও বর্বর বলে সম্বোধন করতেন? 

উত্তরঃ আমেরিকার স্থানীয়দের অসভ্য ও বর্বর বলে সম্বোধন করা দুইজন বিখ্যাত ইউরোপীয় ব্যক্তিত্ব হলেন- 

(ক) ফরাসি দার্শনিক রুশো। এবং 

(খ) ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।

21. ইউরোপীয়দের আমেরিকায় প্রব্রজন বা স্থায়ীভাবে বসবাসের কারণ কি কি?

উত্তরঃ ইউরোপীয়দের আমেরিকায় প্রব্রজন বা স্থায়ীভাবে বসবাসের কারণ হচ্ছে- 

(ক) লাভজনক ব্যবসা ও সমৃদ্ধির সম্ভাবনা। এবং 

(খ) ভিন্ন খ্রিস্টীয় মতবাদের বিশ্বাসীদের রাজনৈতিক শাস্তি থেকে বাঁচার জন্য ইউরোপ ত্যাগ করে, নতুন জীবনের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা করেছিল স্থায়ী বসবাসের জন্য।

22. জঙ্গলকে নিয়ে আমেরিকার স্থানীয় এবং ইউরোপীয়দের মতপার্থক্য কি ছিল? 

উত্তরঃ জঙ্গলকে নিয়ে আমেরিকার স্থানীয় এবং ইউরোপীয়দের দৃষ্টিভঙ্গির মধ্যে বিশাল পার্থক্য ছিল এই মতপার্থক্যগুলি নিম্নরূপঃ

(ক) স্থানীয়রা জঙ্গলে অদৃশ্য লোকের পদচিহ্ন দেখতে পেত, যা ইউরোপীয়দের দৃষ্টিগোচর হত না।

(খ) ইউরোপীয়রা জঙ্গলকে দেখতে পেত বিশাল ভূমিখণ্ড, যাকে পরিষ্কার করে ভুট্টা চাষ সম্ভব। 

23. জেফারসন কেন আমেরিকার স্থানীয়দের ‘অসভ্য’ বলে অভিহিত করেছেন?

উত্তরঃ আমেরিকার স্থানীয়রা শস্য উৎপাদন করত তাদের খাদ্যের প্রয়োজনের জন্য, নাকি বিক্রয় এবং লাভের জন্য। এ ধরনের তাদের কোনও প্রচেষ্টাও ছিল না। এমনকি তারা জায়গাকেও তাদের অধীনস্থ করার চিন্তা করত না, তাই জেফারসন স্থানীয়দের অসভ্য বলে অভিহিত করেছেন।

24. আমেরিকা যুক্তরাষ্ট্র কিভাবে তার ভৌগোলিক সীমানা বৃদ্ধি করেছিল? 

উত্তরঃ ১৮ শতাব্দীতে আত্মপ্রকাশের পর পরবর্তী একশ বছরের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার ভৌগোলিক সীমানা বুদ্ধি করে অর্থের জোরে ক্রয় করে বা যুদ্ধ জয়ের মাধ্যমে। বর্তমান ভৌগোলিক পরিধি এরই পরিণাম।

(ক) বিশাল অঞ্চল ক্রয় করে, যেমন ফ্রান্সের নিকট থেকে লুসিয়ানা এবং রাশিয়ার নিকট থেকে আলাস্কা।

(খ) আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মেক্সিকোর থেকে যুদ্ধে জয়লাভ করে দখল করা। 

25. দক্ষিণাঞ্চলীয় আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্রীতদাস ব্যবস্থা প্রচলন রাখার কারণ কি?

উত্তরঃ দক্ষিণাঞ্চলীয় আমেরিকা যুক্তরাষ্ট্রে কৃষি উৎপাদন ছিল মূল ভিত্তি। কিন্তু অত্যন্ত উষ্ণ জলবায়ু থাকার দরুন ইউরোপীয়রা খামারে কাজ করতে সক্ষম ছিল না। তাছাড়া দক্ষিণ আমেরিকায় স্থানীয়দের বলপূর্বক ক্রীতদাস করার ভয়ঙ্কর পরিণতি এবং চাষক্ষেত্রে শ্রমিকের প্রয়োজনীয়তার ফলে খামার মালিকরা আফ্রিকা থেকে ক্রীতদাস আনত এবং কৃষিকাজে ব্যবহার করত।

26. কখন, কেন আমেরিকা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সংগঠিত হয়? 

উত্তরঃ ১৮৬১-১৮৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়। গৃহযুদ্ধ হয়েছিল কৃষিপ্রধান দক্ষিণাঞ্চল এবং শিল্পপ্রধান উত্তরাঞ্চলের মধ্যে। বিবাদের কেন্দ্র ছিল ক্রীতদাস প্রথাকে বাতিল করাকে কেন্দ্র করে। কৃষিপ্রধান দক্ষিণাঞ্চল শ্রমিকের প্রয়োজনীয়তায় ক্রীতদাস প্রথা বহাল রাখার পক্ষে ছিল, কিন্তু শিল্পকেন্দ্রীক উত্তরাঞ্চল এই অমানবিক প্রথা আইনীয়ভাবে বাতিলের পক্ষে ছিল। এটাকে কেন্দ্র করেই গৃহযুদ্ধ হয়।

27. আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এনড্রো জেকসন চেরোকী জনগোষ্ঠীর প্রতি কী মনোভাব গ্রহণ করেছিলেন?

উত্তরঃ রাষ্ট্রপতি এনড্রো জেকসন ১৮৩২ খ্রিস্টাব্দের চেরোকী সম্বন্ধীয় রায়কে প্রত্যাখ্যান। করে সেনাবাহিনীর দ্বারা চেরোকী জনগোষ্ঠীকে তাদের বাসভূমি থেকে উচ্ছেদ করেন এবং গ্রেট আমেরিকান মরুভূমিতে স্থানান্তরিত করেন।

28. স্থানীয়দের উচ্ছেদের ফলে তারা কিভাবে সমস্যার সম্মুখীন হয়? সংক্ষেপে লেখ।

উত্তরঃ স্থানীয়দের উচ্ছেদের মাধ্যমে পশ্চিমাঞ্চলের দিকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়। অন্যত্র তাদের ভূমি দেওয়া হয় চিরস্থায়ীভাবে বসবাসের জন্য। কিন্তু সে অঞ্চলে খনিজ বা অন্য সম্পদের আভাস পেলে আবার তাদের স্থানান্তরিত করা হত। এভাবে ভ্রাম্যমান জীবনের সাথে লড়াই করে তারা অসহা হয়ে পড়ে এবং নিজেদের বসবাসের জায়গা দখলের প্রয়োজনে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

29. উত্তর আমেরিকাতে শিল্প সম্প্রসারণের কারণ কি?

উত্তরঃ উত্তর আমেরিকাতে শিল্পায়নের কারণ হচ্ছে- 

(ক) রেলপথ ব্যবস্থার সম্প্রসারণের জন্য কলকব্জা, যন্ত্রপাতি তৈরি। এবং 

(খ) বৃহৎ কৃষি উৎপাদনে যন্ত্রপাতি তৈরি করা। 

30. আমেরিকা যুক্তরাষ্ট্রের দুটি উপনিবেশের নাম লেখ।

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের দুটি উপনিবেশ হল – 

(ক) ফিলিপাইনস। এবং 

(খ) হাওয়াই দ্বীপ।

31. কখন এবং কেন The Indian Reorganization Act পাশ করা হয়?

উত্তরঃ বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে আমেরিকার শ্বেতাঙ্গরা স্থানীয়দের প্রতি সহানুভূতিশীল হয়, কারণ তারা উপলব্ধি করতে পারে যে স্থানীয়রা তাদের কৃষ্টি, সংস্কৃতি যেমন উপভোগ করেছ না সমানভাবে নাগরিকত্বের লাভ থেকেও তারা বঞ্চিত। তাই স্থানীয়দের কিছু অধিকার সাব্যস্ত করতে ১৯৩৪ খ্রিস্টাব্দে The Indian Reorganization Act পাশ করা হয়। এবং সংরক্ষিত এলাকায় স্থানীয়দের জমি ক্রয় ও ঋণ গ্রহণের অধিকার দেওয়া হয়।

32. ‘অস্ট্রেলিয়া’ শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে? 

উত্তরঃ ‘অস্ট্রেলিয়া’ শব্দটি ল্যাটিন শব্দ ‘অস্ট্রাল’ শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হল ‘দক্ষিণ’।

33. ইতিহাস পুস্তকে অস্ট্রেলিয়ার স্থানীয় লোকদের কেন বাদ দেওয়া হয়েছিল? 

উত্তরঃ ইউরোপীয়গণ অস্ট্রেলিয়ার স্থানীয় লোকদের সভ্যতা ও সংস্কৃতিকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। সেইজন্য তারা সেই লোকদের জন্য ইতিহাস-বিষয়ক গ্রন্থ লেখার ইচ্ছা প্রকাশ করেনি।

34. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? এর কখন নির্মাণ করা হয়েছিল? রাজধানীটির নামের অর্থ কি?

উত্তরঃ অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা। 

১৯১১ খ্রিস্টাব্দে এই রাজধানী নির্মাণ করা হয়েছিল। ক্যানবেরা একটি স্থানীয় নাম। এর অর্থ হল মিলনভূমি। 

35. অস্ট্রেলিয়ার রূপান্তর প্রবাহে প্রেরণা যোগানকারী দুইজন ব্যক্তির নাম লেখ।

উত্তরঃ অস্ট্রেলিয়ার রূপান্তর প্রবাহে নিম্নোক্ত দুইজন প্রেরণা যোগানকারীঃ

(ক) ১৬৬৮ খ্রিস্টাব্দে প্রখ্যাত নৃতত্ত্ববিদ এইস স্টেনারের ‘অস্ট্রেলিয়ার মঞ্চমৌনতা’ শীর্ষক জনপ্রিয় বক্তৃতা। 

(খ) হেনরী রেনল্ড-এর ‘আমামে বলেই বলা ছিল না’ নামক গ্রন্থে অস্ট্রেলিয়ার রূপান্তরে প্রেরণা যোগান দিয়েছিল।

36. অস্ট্রেলিয়ার অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? 

উত্তরঃ অস্ট্রেলিয়ার অর্থনীতি মূল ভিত্তি ছিল- 

(ক) সুবিশাল মেষ খামার। 

(খ) খনি শিল্প। 

(গ) আঙুর খেত। 

(ঘ) তিমি শিকার ইত্যাদি।

37. কখন এবং কোথা থেকে প্রথম মানুষ অস্ট্রেলিয়ায় আসে ?

উত্তরঃ প্রায় ৪০,০০০ হাজার বছর পূর্বে নিউগিনি থেকে একটি স্থলসেতুর মাধ্যমে। মানুষ প্রথম অস্ট্রেলিয়াতে আসে। 

38. যুডিথ রাইট কে ছিলেন?

উত্তরঃ যুডিথ রাইট একজন অস্ট্রেলীয় লেখক অধিকারের একজন রক্ষক বা প্রবক্তা। তিনি তার কবিতার মাধ্যমে শ্বেতাঙ্গ এবং স্থানীয়দের পৃথকতার ক্ষতি বর্ণনা করেছেন। যিনি ছিলেন অস্ট্রেলীয় আদিবাসীদের।

39. অস্ট্রেলিয়ার মিশ্র রক্তের (স্থানীয় ইউরোপীয়) শিশুদের বিষয় কি সিদ্ধান্ত নেওয়া হয়?

উত্তরঃ মিশ্র রক্তের শিশুদের তাদের স্থানীয় সম্পর্কিতের নিকট থেকে বলপূর্বক পৃথক করা হয়েছিল। পরবর্তীতে তাদের প্রতি যে এই অন্যায় তার সমাধানে নিম্নোক্ত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়ঃ

(ক)স্থানীয়দের এই ভূমির সাথে থাকা গভীর ঐতিহাসিক সম্পর্ককে স্বীকৃতি দেওয়া, এই ভূমি তাদের নিকট খুব পবিত্র। 

(খ) যদিও ঘটে যাওয়া ঘটনার শুদ্ধিকরণ সম্ভব নয়, তবে এইসকল শিশু যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি সার্বজনীক ক্ষমা প্রার্থনা করা। 

40. ‘কানাডা’ শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছিল?

উত্তরঃ জেকুইস কাটিয়ের নামে ভৌগোলিক অন্বেষণকারী হরণ ইরোকুয়সগণ ভাষার উপর ভিত্তি করে কানাডা নামটি সৃষ্টি করেছিল। কানাডা শব্দটি ‘কানাটা’ শব্দের অপভ্রংশ এবং এর অর্থ হল ‘গ্রাম’।

41. ‘মেটি’ কারা? কখন তারা সশস্ত্র বিদ্রোহ করেছিল? 

উত্তরঃ কানাডার স্থানীয় ইউরোপীয় বংশোদ্ভূত মানুষ হচ্ছে মেটিরা। ১৮৬৯ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দে তারা ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিল।

42. ‘নিউজিল্যান্ড’ শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে?

উত্তরঃ হল্যান্ডের তাসমেন নামক একজন ব্যক্তি অস্ট্রেলিয়ার দাঁতি কাষরীর তলানি দ্বীপ আবিষ্কার করে তার নাম ‘নিউজিল্যান্ড’।

(নিউ = নূতন, জি = সাগর, ল্যান্ড = ভূমি) দিয়েছিলেন। জি — ডাচ শব্দ এবং এর অর্থ হল সাগর।

43. কখন স্থানীয় আমেরিকীরা তাদের অধিকার সাব্যস্ত করতে এবং কি পদক্ষেপ নিয়েছিল?

উত্তরঃ ১৯৫৪ খ্রিস্টাব্দে স্থানীয় আমেরিকীরা তাদের অধিকার সাব্যস্ত করতে Declaration of Indian Rights প্রস্তাব করে। এর মাধ্যমে তারা আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে এই শর্তে যে তাদের সংরক্ষণ বাতিল করা যাবে না এবং তাদের কৃষ্টিতে কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না।

44. Jefferson’s Dream বা ‘জেফারসনের স্বপ্ন’ কি ছিল?

উত্তরঃ ‘জেফারসনের স্বপ্ন’ ছিল আমেরিকার জঙ্গল পরিষ্কার করে একটি সমৃদ্ধশালী দেশ যা ইউরোপীয়দের দ্বারা জনবহুল এবং সঙ্গে তাঁদের ছোট ছোট খামার দ্বারা পরিবৃত। এটা ছিল আমেরিকাকে নিয়ে ইউরোপীয় পরিকল্পনার প্রকাশ।

45. ‘এই ভূমি কারো নয়’ বা Terra Nullius বলতে কী বোঝ? 

উত্তরঃ Terra Nullius এর অর্থ হল এই ভূমি কারো নয়। এখানে উল্লেখ করা যায় যে ইউরোপীয়গণ অস্ট্রেলিয়ায় নিজের নামে ভূমি অধিগ্রহণ করতে আগ্রহী ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এই কার্যের বিরোধিতা করে অস্ট্রেলিয়ার ভূমি ‘তেরা নুলিউস’ বা এই ভূমি কারো নয় বলে উল্লেখ করেছিল।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ? সাম্রাজ্যবাদে উৎসাহদানকারী ইউরোপীয় দেশসমূহের নাম লেখ।

উত্তরঃ সাম্রাজ্যবাদ হল এমন একটি প্রক্রিয়া যার দ্বারা যে-কোন দেশ অন্য কোন দেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। উপনিবেশিক শোষণ হল সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্য।

সাম্রাজ্যবাদে উৎসাহদানকারী ইউরোপীয় দেশসমূহ হল – 

(ক) ব্রিটেন। 

(খ) ফ্রান্স।

(গ) হল্যান্ড।

(ঘ) পর্তুগাল। এবং 

(ঙ) স্পেন।

2. কখন এবং কে আমেরিকা আবিষ্কার করেছিলেন? তিনি সেখানে বসবাসকারী লোকদের ভারতীয় (Indian) কেন বলেছিলেন?

উত্তরঃ কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দের ১২ই অক্টোবর আমেরিকা আবিষ্কার করেছিলেন। আমেরিকার দেশীয় লোক বা আমেরিকার আদি জনজাতি বা জনগোষ্ঠী অর্থাৎ Red Indian বা তামাটে রংয়ের লোক বা জনজাতি (তামাটে রংয়ের সংমিশ্রণে গঠিত জনজাতি) যাদেরকে কলম্বাস ভারতীয় বলে ভুল করেছিলেন। বস্তুত কলম্বাস আমেরিকায় পৌঁছে ভারতে এসেছেন বলে মনে করেছিলেন। 

3. আমেরিকার আদি বাসিন্দারা ইউরোপীয়ানদের দ্বারা কিভাবে বিতাড়িত হয়েছিল?

উত্তরঃ ইউরোপীয় ব্যবসায়ীদের পরেই সাধারণ ইউরোপীয়ানরা তাদের স্ব স্ব দেশের কারাদণ্ড থেকে বাঁচতে এবং জীবিকা নির্বাহের স্বার্থে আমেরিকায় বসতি স্থাপন করতে থাকে। এই সকল ইউরোপীয়ানরা নিম্নলিখিতভাবে আমেরিকার আদি বাসিন্দাদের বিতাড়িত করেছিলঃ

(ক) আমেরিকার বিভিন্ন অঞ্চলের পতিত জমি দখলের পর ইউরোপীয়ানরা অভ্যন্তরে অবস্থিত আদি বাসিন্দাদের গ্রামের নিকটে পৌঁছাতে থাকে। তারা জঙ্গল সাফ করে বড় বড় ক্ষেতের জমিতে রূপান্তরিত করে। এভাবে আদি বাসিন্দারা তাদের বসতি জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে।

(খ) আদি বাসিন্দাদের কৌশল ও বলে বাধ্য করেছিল অতি অল্প মুল্যে তাদের ভূমি বিক্রি করতে। 

(গ) উচ্চপদস্থ ইউরোপীয় শাসক শ্রেণীর কর্মচারীরা আমেরিকার আদি বাসিন্দাদের ইউরোপীয়ানদের দ্বারা সর্বপ্রকার বঞ্চনাতে নীরব ভূমিকা অবলম্বন করত, এমনকি এই অন্যায়কে ন্যায়সঙ্গত বলে মনে করত। 

(ঘ) আমেরিকার রাষ্ট্রপতি এনড্রো জ্যাকসন দেশের সৈন্যবাহিনী দিয়ে চেরোকিজ নামের জাতিগোষ্ঠীকে মরুভূমি অঞ্চলে বলপূর্বক স্থানান্তরিত করেন। এর মধ্যে অনেকেই পথেই মৃত্যুবরণ করে। 

(ঙ) ইউরোপীয়ানরা আমেরিকার আদি বাসিন্দাদের সবদিক দিয়ে অক্ষম বলে প্রতিষ্ঠিত করতে চাইত যাতে তাদের ভূমি থেকে শুরু করে সব ধরনের সম্পদ তারা উপভোগ করে। আমেরিকার আদি বাসিন্দারা এভাবে স্থানান্তরিত হতে হতে খুব ছোট ছোট অঞ্চলে বিচ্ছিন্নভাবে বাস করতে থাকে। 

4. উপনিবেশিকতাবাদে প্রধান প্রেরণাদানকারী উপাদান কি ছিল? উপনিবেশিকতাবাদের প্রকৃতির বিভিন্নতার উদাহরণ দাও।

উত্তরঃ লাভের সম্ভাবনা উপনিবেশিকতাবাদের প্রধান প্রেরণাদানকারী উপাদান ছিল। কিন্তু উপনিবেশবাদের প্রকৃতিতে গুরুত্বপূর্ণ বিভিন্নতা ছিলঃ

(ক) দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক কোম্পানি তাদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। তারা স্থানীয় শাসকদের পরাজিত করে তাদের এলাকা দখল করে নেয়।

(খ) একমাত্র দক্ষিণ আফ্রিকা ব্যতীত ইউরোপীয়গণ দীর্ঘকাল আফ্রিকার সম্পূর্ণ সমুদ্র উপকূলে তাদের ব্যবসা-বাণিজ্য গড়ে তোলে। পরবর্তীকালে ঊনবিংশ শতকের শেষদিকে তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করেছিল। এর পর কিছু ইউরোপীয় দেশ আফ্রিকাকে তাদের মধ্যে কলোনী হিসাবে ভাগ করে নিতে একমত হয়েছিল। 

5. উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে ইউরোপীয় উপনিবেশের ফলাফল লেখ।

উত্তরঃ উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলে নিম্নলিখিত সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়ঃ 

(ক) ইউরোপ থেকে এসে উদ্বাস্তুরা বসতি স্থাপন করতে শুরু করলে স্থানীয়রা নিজেদের জায়গা থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

(খ) ইউরোপীয় ও এশীয় লোকেরা সেখানে ব্যাপকভাবে স্থানান্তরিত হয়েছিল ফলে আজ সেইসকল অঞ্চলে বহিরাগতরা সংখ্যাগুরু এবং দেশীয় লোকেরা সংখ্যালঘু ও কোণঠাসা।

(গ) স্থানীয়রা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল স্রোত থেকে। 

(ঘ) স্থানীয়রা ভুলে গেছে তাদের ইতিহাস, ঐতিহ্য এবং সেই অস্তিত্ব যে এক সময় দেশগুলিতে তাদেরই প্রাধান্য ছিল এবং এখনও অনেক জায়গা, শহর, নদীর নাম তাদেরই দেওয়া।

6. উত্তর আমেরিকা মহাদেশের ভূ-প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ সংক্ষেপে আলোচনা কর। 

উত্তরঃ ভূ-প্রকৃতিঃ উত্তর আমেরিকা মহাদেশটি আর্কটিক মণ্ডল হতে কর্কটক্রান্তি পর্যন্ত এবং প্রশান্ত মহাসাগর হতে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এর উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিমে পশ্চিম মহাসাগর।

প্রাকৃতিক সম্পদঃ

(ক) কানাডার ৪০ শতাংশ বনাঞ্চল গঠিত।

(খ) অনেক এলাকায় খনিজ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ পাওয়া যায়। 

(গ) গম, ধান এবং ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। 

(ঘ) কানাডায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়।

7. কখন এবং কেন ইউরোপীয় বণিকগণ সর্বপ্রথম উত্তর আমেরিকায় এসেছিল? স্থানীয় জাতিদের প্রতি তাদের মনোভাব সংক্ষেপে আলোচনা কর।

উত্তরঃ ইউরোপীয় বণিকরা সপ্তদশ শতকে উত্তর আমেরিকার উত্তর উপকূলে সর্বপ্রথম এসে পৌঁছেছিল। তারা সেখানে মৎস্য ও লোমযুক্ত পশুর ব্যবসা করতে এসেছিল। এই কাজে স্থানীয় অভিজ্ঞ মানুষ তাদের সহায়তা করেছিল। স্থানীয় লোকদের অভিনন্দন ও বন্ধুত্বপূর্ণ মনোভাব তাদের অত্যন্ত সুখী করেছিল। ইউরোপীয়গণ স্থানীয় লোকদের স্থানীয় উৎপাদিত সামগ্রীর বিনিময়ে তাদের কম্বল, লোহা, বাসনপত্র, বন্দুক ও মন দিয়েছিল। স্বদেশী মানুষ পূর্বে মদ কি তা জানত না। কিন্তু অতি স্বল্প সময়ের মধ্যে তারা মাদকাসক্ত হয়ে পড়ে।

8. স্থানীয়দের উচ্ছেদ করে তাদের ভূমি দখল করায় ইউরোপীয়দের যুক্তি কি ছিল? সংক্ষেপে লেখ। 

উত্তরঃ স্থানীয়দের উচ্ছেদ করতে ইউরোপীয়রা নানা যুক্তি উপস্থাপন করত।

এইগুলি নিম্নরূপঃ

(ক) স্থানীয়রা জমির উপযুক্ত ব্যবহার করতে অক্ষম, তাই তাদের জমির উপর অধিকার উচিত নয়।

(খ) স্থানীয়রা অতিশয় অলস প্রকৃতির। এই জন্য হস্তশিল্পের দক্ষতা থাকা সত্ত্বেও তা তারা কাজে লাগাতে পারেনি। যার ফলে বাজারে বিক্রি করার মতো ভাল কাপড় তারা তৈরি করতে পারেনি।

(গ) ইউরোপীয় শিক্ষা ও সঠিকভাবে পোষাক পরিচ্ছদ পরতে তার সক্ষম ছিল না, এবং তাদের শেখারও আগ্রহ ছিল না।

(ঘ) ইউরোপীয়দের যুক্তি ছিল যে স্থানীয়রা পরিবর্তিত সময়ে মানানসই নয় তাই তাদের একদিন বিলুপ্ত হতে হবে।

9. উত্তর আমেরিকার আদিম অধিবাসীগণই ইউরোপীয়দের আচরণে অনুশি ছিলেন কেন?

অথবা,

স্থানীয় আমেরিকার অধিবাসীর সাথে ইউরোপীয়দের বাণিজ্য সম্পর্ক কেমন ছিল? সংক্ষেপে বর্ণনা কর।

উত্তরঃ উত্তর আমেরিকার আদিম বসবাসকারীগণ প্রদেয় দ্রব্যসামগ্রীকে ইউরোপীয়দের সঙ্গে তাদের মিত্রতার উপহারস্বরূপ গণ্য করত। অন্যদিকে ইউরোপীয়গণ তাড়াতাড়ি মন্ত্রান্তশালী হতে চেয়েছিল। তারা মৎস্য ও লোমযুক্ত পশুকে ইউরোপে রপ্তানি করে লাভ অর্জনের সামগ্রী মনে করত। তাদের বিক্রীত দ্রব্যসামগ্রীর মূল্য বিভিন্ন বৎসর বিভিন্ন প্রকার হয়। কারণ দ্রব্যের যোগান সকল বছর সমান ছিল না। আদিম অধিবাসীরা এই বিষয়ে অবগত ছিল না। তা তাদেরকে হতবুদ্ধি করেছিল। কারণ ইউরোপীয় বণিকগণ কখনও কখনও তাদের সামগ্রীর বিনিময়ে অধিক দ্রব্যাদি আবার কখনও কখনও একই পরিমাণ ব্যের বিনিময়ে কম সামগ্রী দিত। তারা ইউরোপীয়দের লোভ লালসায় অসন্তুষ্ট ছিল। ইউরোপীয়গণ শত শত মেষ বধ করেছিল উত্তম গুণসম্পন্ন পশমের জন্য। আদিম অধিবাসীরা প্রিয় ভয় পেত যে এই সকল পশু তাদের উপর প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। 

10. সুবর্ণ অভিযান বলতে কী বোঝ?

উত্তরঃ ১৮৪০-এর দশকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সোনার খনি আবিষ্কার হয়। এর ফলে ইউরোপীয় লোকদের সোনা সংগ্রহের প্রতি উৎকণ্ঠা বৃদ্ধি পায়। এর ফলে আছিল। ইউরোপীয়গণের মধ্যে সোনার জন্য দৌড় প্রতিযোগিতা আরম্ভ হয়। হাজার হাজার ইউরোপীয় লোক ক্ষিপ্রগতিতে সোনা সংগ্রহের জন্য আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে। একে সুবর্ণ অভিযান বলা হয়।

11. ইউরোপীয় ব্যবসায়ীগণ কি কি সামগ্রীর বিনিময়ে স্থানীয় লোকদের নিকট থেকে কোন ধরনের সামগ্রী সংগ্রহ করেছিল? স্থানীয় লোকগণ ইউরোপীয়গণকে প্রদান করা সামগ্রীসমূহ কিভাবে পরবর্তীকালে ইংরেজগণের কারণে বিপদ ডেকে এনেছিল?

উত্তরঃ মিসিসিপি নদীর তীরে দক্ষিণ দিকে ইউরোপীয়গণ বহু স্থানীয় বাজার দেখেছিল। বাজারসমূহে বিনিময় ব্যবস্থার মাধ্যমে ব্যবসা চলত। নিয়মিতভাবে চলতে থাকা এই বাজারগুলিতে বহু লোকের সমাবেশ ঘটত। অনন্য ও দুষ্প্রাপ্য হস্তনির্মিত সামগ্রী ও খাদ্যবস্তু ছিল এই বাজারসমূহের বিশেষ আকর্ষণ।

ইউরোপীয় ব্যবসায়ীগণ বাজারসমূহে স্থানীয় লোকদের নিকট থেকে কম্বল, লৌহপাত্র, বন্দুক, মদ প্রভৃতির বিনিময়ে নিজ নিজ পছন্দমতো বস্তু সংগ্রহ করত। তির-ধনুকে অভ্যস্ত এই লোকজন বন্দুক হাতে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছিল। পরবর্তীকালে তারা বন্দুক চালনায় অতি পারদর্শী হয়ে উঠেছিল। ফলে তারা ইউরোপীয়গণের বিরুদ্ধে অভয়ারণ পাতে কুণ্ঠাবোধ করেনি।

12. আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখ্য বিচারক জন মার্শালের ১৮৩২ খ্রিস্টাব্দের রায়মান কেন গুরুত্বপূর্ণ?

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখ্য বিচারক জন মার্শাল ১৮৩২ খ্রিস্টাব্দে এক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন। এই রায়দানে তিনি চেরোকিদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসাবে ঘোষণা করেন এবং মতপ্রকাশ করেন যে চেরোকি অধিকৃত জমির উপর কোন ধরনের আইন বলবৎ করা হবে না। জমি ভোগ দখলের ক্ষেত্রে তারা কোন আইনের অধীনে আসবে না এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সার্বভৌম ক্ষমতা থাকবে। আমেরিক যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি অবশ্য এই বিষয়ে জন মার্শালের সঙ্গে সহমত পোষণ করেন নি এবং তার বিরোধিতা করেন। এই দিক থেকে বিবেচনা করলে জন মার্শালের রায়দানকে অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করা যায়। 

13. অস্ট্রেলিয়ায় কখন মানব বসতিকরণ আরম্ভ হয়েছিল?

উত্তরঃ আমেরিকার মতো অস্ট্রেলিয়ার মানব বসতিকরণের ইতিহাস অতি দীর্ঘ। প্রায় চল্লিশ হাজার বছর বা তারও পূর্ব থেকে সেই দেশে অধিবাসীকরণের আগমন ঘটেছিল। বিভিন্ন জনগোষ্ঠীর প্রব্রজনকারীগণকে অধিবাসী বলে গণ্য করা হয়েছিল। এই লোকগণ নিউ গিয়েনা থেকে আগত বলে অনুমান করা হয়েছিল। উল্লেখ্য যে নিউ গিয়েনা একটি স্থল সেতুর দ্বারা অস্ট্রেলিয়ার সঙ্গে সংযুক্ত ছিল। অবশ্য এই লোকদের দাবি অনুযায়ী তাঁরা অস্ট্রেলিয়ার আদিম জনগোষ্ঠী। তারা বাইরে থেকে প্রব্রজন করা ছিল না।

14. টোরেস স্ট্রেইট দ্বীপের বাসিন্দাগণ কারা?

উত্তরঃ অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলে স্থানীয় লোকের অন্য একটি বিরাট জনগোষ্ঠী বাস করে এসেছিল। এই লোকগণকে টোরেস স্ট্রেইট দ্বীপের বাসিন্দা বলা হয়। এই জনগোষ্ঠীর ক্ষেত্রে সমতল অধিবাসী’ শব্দটি ব্যবহার করা হয়নি। সম্ভবত তারা কোন জংলি জনগোষ্ঠীর লোক ছিল এবং অন্য কোন স্থান থেকে প্রব্ৰজনকারীর রূপে অস্ট্রেলিয়ায় প্রবেশ করে বলে অনুমান করা হয়। ২০০৫ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এই সকল লোকের সংখ্যা মহাদেশটির জনসংখ্যার শতকরা প্রায় ২.৪ শতাংশ। 

15. অস্ট্রেলিয়ার আধিবাসীগণের প্রতি ইংরেজগণ কেন বিদ্বেষভাব পোষণ করেছিল? এই বিদ্বেষের যুক্তিযুক্ততা ইংরেজগণের কারণে কি ছিল?

উত্তরঃ ইংরেজ নাবিকগণের প্রধান নেতা ক্যাপ্টেন কুক এবং তাঁর সহযোগীগণ অস্ট্রেলিয়ার অধিবাসীগণের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের কথা কুকের প্রতিবেদন মতে জানতে পারে। কিন্তু হঠাৎ কোন আততায়ীর হাতে কুকের মৃত্যু হয়।

কুকের এই হত্যাকাণ্ড অস্ট্রেলিয়ার অধিবাসীগণ করেছিল বলে ইংরেজগণ জানতে পারে। সেইজন্য তারা এই অধিবাসীগণের বিরুদ্ধে বিদ্বেষ বা অত্যাচারী কার্যসমূহ আরম্ভ করেছিল। অন্যদিকে ক্যাপ্টেন কুকের অস্ট্রেলিয়ার আদিবাসীর হাতে মৃত্যু হয়নি। হত্যাকারী ছিল হাওয়াই দ্বীপের অধিবাসী।

16. অস্ট্রেলিয়ার মহামৌনতা বলতে তুমি কি বোঝ?

উত্তরঃ ১৯৬৮ খ্রিস্টাব্দে ডব্লিউ ই এইস স্টেনার নামে একজন নৃতত্ত্ববিদ “অস্ট্রেলিয়ার মহামৌনতা’ শীর্ষক একটি বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতার দ্বারা তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীগণের বিষয়ে ঐতিহাসিকগণের মৌনতা সম্বন্ধে উল্লেখ করেছিলেন। ঐতিহাসিকগণ অস্ট্রেলিয়ার অধিবাসীগণের বিষয়ে ইতিহাস অধ্যয়ন করা বাদ দিয়ে কার্যত তাঁর সমালোচনা করে এই বিষয়ে সকলকে সচেতন করার জন্য এই বক্তৃতা প্রদান করেছিলেন। 

17. ১৯৭৪ খ্রিস্টাব্দকে অস্ট্রেলিয়ার জন্য কেন উল্লেখযোগ্য ছিল?

উত্তরঃ অস্ট্রেলিয়া সরকার ১৯৭৪ খ্রিস্টাব্দে একটি উল্লেখযোগ্য নীতি গ্রহণ করেছিল। বহু বছর ব্যাপী অস্ট্রেলিয়ায় বসবাসকারী লোকদের জন্য অস্ট্রেলিয়া সরকার মুক্ত নীতি গ্রহণ করেছিল। নিজ দেশের নাগরিক বলে স্বীকৃতি দিয়েছিল। সার্বজনীন সাংস্কৃতিক বিনাশের জন্য বহুমুখী নীতি গ্রহণ করে এইসব লোকদের প্রতি সমমর্মিতা ও সমশ্রদ্ধা প্রবেশের জন্য এক অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই বছর শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়া নীতিরও অবসান ঘটেছিল। 

18. অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের আগমনের বিরুদ্ধে সেখানকার আদিম অধিবাসীদের প্রতিক্রিয়া কিরূপ ছিল?

উত্তরঃ ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক কর্তৃক ১৭৭০ সালে অস্ট্রেলিয়া আবিষ্কৃত হয়েছিল। অস্ট্রেলিয়ার স্থানীয় বাসিন্দাগণ ক্যাপ্টেন কুক ও তার সহযোগীদের স্বাগত জানিয়েছিলেন। সুতরাং ক্যাপ্টেন কুক ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ভাবের আদান-প্রদানের প্রেরিত প্রতিবেদন উদ্দীপনামূলক ছিল। কিন্তু পরবর্তীকালে হাওয়াজি নামে এক স্থানীয় লোক কর্তৃক ক্যাপ্টেন কুক নিহত হন। এর ফলে তাদের প্রতি ব্রিটিশদের মনোভাব পরিবর্তিত হয়ে যায়। তারা তখন অস্ট্রেলিয়ার স্থানীয় অধিবাসীগণ হিংসাবাদী বলে প্রমাণ করতে চেষ্টা করে। অস্ট্রেলিয়ার সকল বাসিন্দা ইউরোপীয়দের আগমন বিপদ হিসাবে গণ্য করেননি। কারণ তারা এই ব্যাপারে দূরদর্শী ছিলেন না। তারা তা উপলব্ধি করতে পারেননি যে জীবাণু সংক্রমণ, যুদ্ধ ও ভূমি হানির ফলে ঊনবিংশ ও বিংশ শতকে তাদের অধিকাংশই মারা যাবে।

19. অস্ট্রেলিয়ার স্থানীয় আদি বসবাসকারীদের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা ও পর্যালোচনা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? 

উত্তরঃ অস্ট্রেলিয়ার স্থানীয় আদি বসবাসকারীদের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণ ও অধ্যয়নের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া হয়ঃ

(ক) বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সম্পর্কে আলোচনা ও পড়াশুনার জন্য নতুন বিভাগ খোলা হয়। যাতে লোক তার কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকলা সম্বন্ধে জানতে পারে।

(খ) সংগ্রহশালার পরিধি বৃদ্ধি করা হয়, যাতে তাদের সম্পর্কিত বিষয়বস্তুগুলি সংগ্রহশালায় পুঞ্জীভূত করা যায়।

(গ) প্রাচীন সময়কাল নির্ভর জন্তুজানোয়ারের নমুনা ও কল্পনা কৃত প্রাকৃতিক পরিস্থিতির পরিবেশ গড়ে তোলা হয়। বিভিন্ন কক্ষকে, যাতে স্থানীয় পরিস্থিতি উপলব্ধি সম্ভব হয়। 

(ঘ) স্থানীয়দের তাদের নিজস্ব ইতিহাস লিখতে প্রেরণা যোগানো হয় ইত্যাদি।

দীর্ঘ প্রশ্নোত্তরঃ

1. দক্ষিণ আমেরিকার আবিষ্কার ইউরোপের ঔপনিবেশিক বিস্তারকে কিভাবে অগ্রসর করেছিল?

উত্তরঃ পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে দক্ষিণ আমেরিকার নানা আবিষ্কার ইউরোপের ঔপনিবেশিক বিস্তারকে নিম্নলিখিত উপায়ে অগ্রসর করেছিলঃ

(ক) দক্ষিণ আমেরিকার শান্তিপ্রিয় নম্র ও অপ্রতিবাদী অপ্রতিরোধী অধিবাসীদের চরিত্র ইউরোপীয়দের উপনিবেশ বিস্তারকে বিশেষ ভাবে সহায়তা করেছিল। 

(খ) মূল্যবান ধাতু তথা সোনার প্রতি স্থানীয়দের অনাসক্তি ইউরোপীয়দের এই অঞ্চলে নিজেদের কর্তৃত্ব স্থাপনে আগ্রহী করেছিল।

(গ) প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধশালী ভাণ্ডারও ইউরোপীয়দের আগ্রহী করে তুলেছিল এই অঞ্চলে। এর ফলে তারা নিজেরা তাদের সক্ষমতাপূর্ণ অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে।

(ঘ) এই নতুন সমৃদ্ধশালী অঞ্চল ইউরোপের হতাশ ও ধর্মীয় কারণে ব্রাত্য জনসংখ্যার আশ্রয়স্থলে পরিণত হয়, যা তারা নিজেদের অধীনস্ত করতে ব্যস্ত ছিল। 

(ঙ) দক্ষিণ আমেরিকার সমৃদ্ধি ও সম্পদের যোগান ইউরোপের মৃতবৎ অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার করে, যা তার হারাতে চায় না। তাই তারা এই অঞ্চলে নিজেদের ঔপনিবেশিক অস্তিত্ব গড়ে তোলে।

(চ) পর্যায়ক্রমে দক্ষিণ আমেরিকার নানা অঞ্চল ইউরোপীয়দের অধীনস্ত হয়ে যাওয়ায় তারা অন্যান্য অঞ্চলেও তাদের উপনিবেশ স্থাপনে সচেষ্ট হয়।। 

2. অস্ট্রেলিয়াতে হওয়া রূপান্তরের বাতাস সম্পর্কে একটি টীকা লেখ।

উত্তরঃ ১৯৬৮ খ্রিস্টাব্দে নৃতত্ববিদ W. E. H. Stanner তাঁর বই The Great Australian Silence-এ নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। ১৯৭০ খ্রিস্টাব্দ-পরবর্তী সময় মানুষের মধ্যে দেশীয়দের বিষয়ে জানার আগ্রহ গড়ে ওঠে, কারণ দেশীয় জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, সাহিত্য আছে। তখন প্রশ্ন ওঠে অস্ট্রেলিয়ার ইতিহাস কেন ক্যাপ্টেন কুক থেকে লেখা হবে, কেন লেখা হবে না দেশীয়দের প্রাচীনকাল থেকে।

তারপর থেকে বিশ্ববিদ্যালয় আদি গোষ্ঠীগুলির কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, কলা অধ্যয়নের জন্য নতুন বিভাগ শুরু করে। সংগ্রহশালায় স্থানীয়দের জিনিস রাখা হয়। নতুন যাদুঘর বিশেষভাবে তৈরি করা হয় এবং প্রকৃত পরিবেশ কৃত্রিমভাবে গড়ে স্থানীয়দের বিভিন্ন তথ্য লোকসমক্ষে তুলে ধরতে প্রচেষ্টা করা হয়। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার আদি জনগোষ্ঠীগুলি ইতিহাসকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করা হয়।

১৯৭৪ খ্রিস্টাব্দে বহুসংস্কৃতিবাদ নীতি অস্ট্রেলিয়ার অন্যতম সরকারি নীতি হিসাবে গ্রহণ করা হয়। যার মাধ্যমে স্থানীয় আদিবাসীদের সভ্যতা ও সংস্কৃতি সরকারিভাবে সমান গুরুত্ব লাভ করে। তবে, আদি অস্ট্রেলীয়দের নিকট থেকে ইউরোপীয়রা অস্ট্রেলিয়াকে দখ তাহার কোন চুক্তি নেই, যা নিউজিল্যান্ড এর ক্ষেত্রে পাওয়া যায়। তাছাড়া মিশ্র মাধুনীয়-ইউরোপীয়দের অধিকার সম্বন্ধেও প্রশ্ন ওঠে। এতে নানা বিক্ষোভ গড়ে উঠে যা থেকে সরকার বাধা হয় আদিবাসীদের মানাতা ও স্বীকৃতি দিতে। তাছাড়া মিশ্র শিশুদের প্রতি সরকার সদয় হয় এবং তাদের অধিকার সাব্যস্ত করে। এইভাবেই অস্ট্রেলিয়ায় রূপান্তরের বাতাস বইতে শুরু করে যা আদিবাসীদের যথাযোগ্য স্বীকৃতি দেয়।

3. ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয়রা কিভাবে আমেরিকার স্থলভাগকে তাদের বাসভূমি হিসেবে ব্যবহার করেছিল? বর্ণনা কর। 

উত্তরঃ ঊনবিংশ শতাব্দীতে প্রচণ্ডভাবে আমেরিকার স্থলভাগের দৃশ্যপটের পরিবর্তন ঘটে। ইউরোপীয়রা জমিকে স্থানীয়দের থেকে সম্পূর্ণ ভিন্নভাবে নিম্নরূপ ব্যবহার করতঃ

(ক) ইংল্যান্ড ও ফ্রান্স থেকে আগত যুবক নিজের পৈত্রিক সম্পত্তি ত্যাগ করে আমেরিকায় এসে নিজ বাসভূমি তৈরি করেছিল কিংবা নিজভূমি পাওয়ার জন্য অভিলাসী ছিল।

(খ) পরবর্তী সময়ে বহু বহিরাগত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন জার্মানি, সুইডেন, ইটালি ইত্যাদি থেকে আগতরা নিজস্ব ঘরবাড়ি পরিত্যাগ করে এসে নিজস্ব খামারবাড়ি তৈরি করার প্রনাস নিয়েছিল।

(গ) পোল্যান্ড হতে আগত লোকেরা সামান্য ঢেউখেলানো বিস্তীর্ণ তৃণভূমিতে কাজ করতে আনন্দ পেত এবং তাদের গৃহ নির্মাণ করে এবং তারপর উৎসাহ সহকারে অতি অল্প দামে বিশাল সম্পত্তি ক্রয় করেছিল।

(ঘ) ইউরোপীয়রা জঙ্গল পরিষ্কার করে কৃষি উপযোগী করেছিল এবং ধান ও তুলার চাষ করতে আরম্ভ করেছিল, যা ইউরোপে উৎপাদন করা সম্ভব হচ্ছিল না।

(ঙ) বন্য প্রাণীর থেকে সুরক্ষিত থাকার জন্য কাঁটাতারের বেড়া দিয়ে খামার বাড়ি দিয়ে রাখত এবং এভাবে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার পন্থা অবলম্বন করেছিল।

4. উত্তর আমেরিকায় মানুষের আবির্ভাব এবং উপনিবেশবাদের পূর্বে তাদের জীবনযাত্রার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

উত্তরঃ মানবের আবির্ভাবঃ উত্তর আমেরিকার স্বদেশী জাতি প্রায় ত্রিশ হাজার বছর পূর্বে এশিয়া হতে এখানে এসেছিল। তারা বেরিং প্রণালীর সংকীর্ণ স্থলপথে এসেছিল। এইসব মানুষ দশ হাজার বছর পূর্বে দক্ষিণ দিকে সরে গিয়েছিল। প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই মহাদেশের জলবায়ু অধিকতর উপযোগী হয়েছিল। যার ফলে স্বদেশী আমেরিকানদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 

স্বদেশীদের জীবনযাত্রার মুখ্য বৈশিষ্ট্যঃ উনো আমেরিকার স্বদেশী জনগণের জীবনযাত্রার প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ 

(ক) উত্তর আমেরিকার জনগণ প্রধানত গ্রামের নদীর তীরে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করত।

(খ) এইসব মানুষ সর্বদা মাছ ও মাংস আহার করত। তারা তৃণভূমি অঞ্চলে বন্য মহিষের খোঁজ করত।

(গ) এই সকল লোক লোভী ছিল না। তারা কেবলমাত্র নিজেদের প্রয়োজনমতো পশু শিকার করত। 

(ঘ) তারা শাক সবজি ও ভুট্টা চাষ করত। কিন্তু তারা কদাচিৎ ব্যাপক কৃষিকার্য করত। যেহেতু তাদের বাড়তি উৎপাদন ছিল না এইজন্য তারা মধ্য ও দক্ষিণ আমেরিকায় রাজ্য বা সাম্রাজ্য বিকাশ করেনি।

(ঙ) ভূমির উপর তাদের নিয়ন্ত্রণের কোন ইচ্ছা ছিল না। তারা তাদের নিজ থাকার ও খাওয়ার তুমি নিয়েই সন্তুষ্ট ছিল।

(চ) তারা আনুষ্ঠানিক ছোট ও কর্তৃত্ব তৈরি করেছিল। তারা নিজেদের মধ্যে উপহারও বিনিময় করত।

(ছ) তারা বিভিন্ন ভাষায় কথা বলিত কিন্তু এইগুলি লিখিত ছিল না।

(জ) তারা বিশ্বাস করত যে সময় চক্রাকারে অতিবাহিত হয়।

(ঝ) তারা বিভিন্ন অঞ্চলের জলবায়ু ও আবহাওয়া উপলব্ধি করতে পারত।

(ঞ) তাদের নিজ উৎপত্তি এবং তাদের ইতিহাসের বিবরণ জানত।

5. উত্তর আমেরিকার স্থানীয়দের জীবনশৈলীর বৈশিষ্ট্যগুলি লেখ।

উত্তরঃ উত্তর আমেরিকার স্থানীয় জনগোষ্ঠীগুলির জীবনশৈলীর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ

(ক) স্থানীয় জনগোষ্ঠীগুলি দলবদ্ধভাবে নদীতীরের গ্রামগুলিতে বাস করত। তারা মূলত মাছ, মাংস আহার করে জীবনধারণ করত এবং শাকসবজি ও ভুট্টা চাষ করত।

(খ) তারা খাদ্যের অন্বেষণে অনেক দূর পর্যন্ত যাতায়াত করত এবং জঙ্গলে বাইসন নামক জন্তুর খোঁজে ঘুরে বেড়াত। তারা কেবল আহারের প্রয়োজনই জয় হত্যা করত। 

(গ) বাড়তি খাওয়ার তেমন চাহিদা না থাকায় তারা কৃষিকাজে তেমন আগ্রহী ছিল না।

(ঘ) তাদের রাজ্য বা স্থায়ী বাসস্থানের তেমন কোন অভিপ্রায় ছিল না। বাস্তবে ভূমি বা বাসস্থানের স্থায়িত্ব সম্পর্কে কোন স্পষ্ট চিন্তা বা মনোভাব ছিল না।

(ঙ) তাদের মূল চাহিদা ছিল খাদ্য আহরণ করা এবং ভূমির প্রয়োজন ছিল বসবাসের জন্য। 

(চ) তারা সম্পর্ক তৈরি করত, বন্ধুত্ব গড়ে তুলত মূলত একে অন্যের মধ্যে উপহার বিনিময়ের মাধ্যমে এবং এটাই ছিল তাদের মূল বৃষ্টি বা সভ্যতা।

(ছ) তারা বিশ্বাস করত যে সময় পরিবর্তনশীল সুতরাং তাদের বংশধররা তাদের ইতিহাস, উৎস এই সমস্ত বংশানুক্রমিকভাবে প্রসার করবে। 

(জ) তারা দক্ষ ছিল হস্তশিল্পে ও সুন্দর কার্পাস বন্ধ বা পশম বস্ত্র তৈরি করতে ইত্যদি।

প্রশ্ন ৬। ‘সুবর্ণ অভিযান’ বলতে কি বোঝ? সুবর্ণ অভিযান’ কিভাবে রেলপথ নির্মাণ, শিল্পের প্রসার এবং কৃষির প্রসারে সহায়তা করেছিল?

অথবা,

“সোনার জন্য হওয়া দৌড়’ কী ছিল?

উত্তরঃ ইউরোপীয়গণ উত্তর আমেরিকায় সোনা আছে বলে সর্বদা মনে করত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৮৪০-এর দশকে সোনার সন্ধান পাওয়া গিয়াছিল। এর ফলে হাজার হাজার ইউরোপীয় নিজেদের ভাগ্য গড়বার উদ্দেশ্যে উত্তর আমেরিকায় চলে যায়। সোনার জন্য এই দৌড় প্রতিযোগিতাকে ‘সুবর্ণ অভিযান’ বলা হয়।

সুবর্ণ অভিযান ও রেলপথ নির্মাণঃ সুবর্ণ অভিযান উত্তর আমেরিকা মহাদেশ ব্যাপী রেলপথ নির্মাণে বিশেষ সহায়তা করেছিল। রেলপথ নির্মাণের জন্য হাজার হাজার চৈনিক শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল। ১৮৭০ খ্রিস্টাব্দের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রেলপথ নির্মাণ সমাপ্ত হয়। ১৮৮৫ খ্রিস্টাব্দে কানাডায় রেলপথ নির্মাণ সমাপ্ত হয়।

সুবর্ণ অভিযান ও শিল্প সমৃদ্ধিঃ সুবর্ণ অভিযানের ফলে উত্তর আমেরিকায় শিল্পের প্রসার ঘটে। দুটি কারণে সেখানে শিল্পের বিকাশ ঘটে। প্রথমত, রেল-এর যন্ত্রপাতি তৈরি করা যাতে দূরবর্তী অঞ্চল সংযুক্ত হয়। দ্বিতীয়ত, যন্ত্রপাতি তৈরি করা যাতে ব্যাপক মাত্রায় খামার তৈরি সহজতর হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা উভয় রাষ্ট্রেই ফ্যাক্টরী বহুগুণ বৃদ্ধি পায় এবং শিল্পনগরী গড়ে ওঠে। ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত মার্কিন অর্থনীতি অনগ্রসর ছিল। কিন্তু ১৮৯০ খ্রিস্টাব্দে তা বিশ্বের সর্ববৃহৎ শিল্পশক্তিতে পরিণত হয়েছিল।

সুবর্ণ অভিযান ও কৃষির বিকাশঃ সুবর্ণ অভিযানের ফলে উত্তর আমেরিকার কৃষির বিস্তার ত্বরান্বিত হয়। বিশাল বনভূমি পরিষ্কার করে অনেকগুলি খামারে বিভক্ত করা হয়। ১৮৯০ খ্রিস্টাব্দের মধ্যে বন্য মহিষকে সম্পূর্ণ নির্মূল করা হয়। এর ফলে শতাব্দীব্যাপী অনুসৃত স্বদেশীদের শিকার জীবনের অবসান ঘটে। ‘সুবর্ণ অভিযান’ উত্তর আমেরিকা মহাদেশ বিস্তারে সহায়তা করেছিল। ১৮৯২ খ্রিস্টাব্দে এই বিস্তার সমাপ্ত হয়। মাত্র কয়েক বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করতে আরম্ভ করে এবং একটি সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়।

7. ইউরোপীয় সাম্রাজ্যবাদ কিভাবে নানা প্রকৃতির রূপ নিয়ে বিস্তার লাভ করেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে? সংক্ষেপে বর্ণনা কর।

উত্তরঃ ১৫-শতাব্দীর পরবর্তী সময়কালে ইউরোপীয় সাম্রাজ্যবাদ প্রসার লাভ শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। নতুন দেশ, মহাদেশ আবিষ্কার সাম্রাজ্যবাদের প্রসারে যথেষ্ট সহায়ক ছিল। সাম্রাজ্যবাদী শক্তিগুলি নানা উপসর্গ অনুসরণ করে বিভিন্ন প্রান্তে তাদের সাম্রাজ্যিক স্বার্থ স্থাপনের জন্য বিভিন্ন উপায়ে তাদের সাম্রাজ্য স্থাপন করে ফলে এই প্রক্রিয়ার প্রকৃতিতে নানা পার্থক্য ছিল।

১৭০০ শতাব্দীর পর প্রারম্ভিক ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশ স্পেন ও পর্তুগাল আমেরিকায় তাদের সাম্রাজ্য বিস্তার বন্ধ করে। কিন্তু তার পর অন্যান্য দেশ ফ্রান্স, ইংলেন্ড, ইল্যান্ড তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরম্ভ করে এবং আমেরিকা, আফ্রিকা, এশিয়ায় তাদের উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেয়। আয়ারল্যান্ড ছিল মূলত ইংলন্ডের উপনিবেশ যেহেতু সেখানের অধিকাংশ লোকই ছিল ইংলন্ডের অধিবাসী।

১৮০০ খ্রিস্টাব্দের পর সাতজনক বাণিজ্যের আশাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউরোপীয়রা উপনিবেশ গড়ে তোলে কিন্তু তাদের মধ্যে গুরুত্বপূর্ণভাবে পার্থক্য ছিল উপনিবেশনের নিয়ন্ত্রণ নিয়ে।

দক্ষিণ এশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সাথে সাথে স্থানীয় শাসকদের পরাস্ত করে রাজনৈতিক ক্ষমতা দখল করে ও দেশীয় রাজ্যগুলি অধিগ্রহণ করে। তারা ভূস্বামীদের নিকট হতে কর আদায় করত অথচ তাদের আভ্যন্তরীণ শাসনযন্ত্রের কোন প্রধান পরিবর্তন করতে অনিচ্ছুক ছিল। পরবর্তী সময়ে রেল ব্যবস্থার প্রসার ঘটে যাতে করে অতি সহজে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হয়। এবং কাচামাল তাদের দেশে পাঠাতে শুরু করে এবং এভাবে ভারতে উপনিবেশ গড়ে উঠে।

প্রারম্ভে আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশ ছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে ইউরোপীয়রা তাদের ব্যবসা শুরু করে তবে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে তারা সে সমস্ত দেশগুলির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে। তারপর বিভিন্ন দেশ তাদের উপনিবেশ গড়ে তোলে এবং আফ্রিকাকে তারা তাদের ইচ্ছানুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

এইভাবেই ভিন্ন প্রকৃতির উপনিবেশিক সাম্রাজ্যবাদ-এর মাধ্যমে ইউরোপীয়রা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের অস্তিত্ব গড়ে তুলেছিল।

8. ব্রিটেন কিভাবে তার অপরাধীদের অস্ট্রেলিয়ায় নির্বাসিত করেছিল। ইউরোপীয়দের বসতিকালে অস্ট্রেলিয়ার আর্থিক বিকাশের উপর আলোকপাত কর।

উত্তরঃ ইংল্যান্ড হতে বহুসংখ্যক অপরাধী অস্ট্রেলিয়ায় নির্বাসিত করা হয়। এই অপরাধীগণ অস্ট্রেলিয়ার প্রথম বসবাসকারী মানুষ। এইসব মানুষের কারাজীবন সমাপ্তির পর তাদের স্বাধীন জীবনযাপনের অনুমতি দেওয়া হয়। কারাবাস সমাপ্তির একটি শর্ত ছিল যে তারা স্বদেশ অর্থাৎ ব্রিটেনে চলে যেতে পারবে না। সুতরাং তারা স্বদেশী জাতিকে উৎখাত করে তাদের জমিতে চাষবাস আরম্ভ করে।

অস্ট্রেলিয়ার আর্থিক উন্নয়নঃ আমেরিকার মতো ইউরোপীয়ান অধীনস্থ অস্ট্রেলিয়ার উন্নয়ন অসম ছিল না। সেখানে সুপ্রতিষ্ঠিত ভরা খামার ছিল এবং দীর্ঘকালের খনি শিল্প ছিল যেখানে পর্যাপ্ত শ্রমিকের যোগান ছিল। এইগুলি ছিল দেশের সমৃদ্ধির ভিত্তি। কিছু সংখ্যক স্বদেশী লোক খামারে কাজ পেত। এইসকল খামারে কাজের শর্ত ছিল এত কঠোর যে তা হাসরের মতো ছিল। পরবর্তীকালে চৈনিক প্রব্রাজকরা সস্তা শ্রমিকের যোগান নিয়েছিল। কিন্তু সরকার শীঘ্রই চীনে প্রব্রজন নিষেধ করে দেন। ১৯৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া হতে প্রয়াজকরা অস্ট্রেলিয়ার প্রবেশ করবার ভয় ছিল। সুতরাং সরকার অ-শ্বেতাঙ্গ জনগণকে দেশ হতে বহিষ্কারের নীতি গ্রহণ করেন।

পাঠ্যপুস্তকের প্রশ্নাবলীর উত্তরঃ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার স্বদেশী জাতিদের মধ্যে পার্থক্যের যে-কোন একটি সম্পর্কে মন্তব্য কর।

উত্তরঃ দক্ষিণ আমেরিকার স্থানীয় বা স্বদেশী জাতিাদের মতো উত্তর আমেরিকার স্থানীয় বা স্বদেশী জাতি ব্যাপক চাষবাসের চেষ্টা করেনি। তাঁরা তাদের চাহিদার চেয়ে অধিক উৎপাদন করেনি। এই কারণেই তারা দক্ষিণ আমেরিকার মতো রাজ্যসীমা বা সাম্রাজ্য বিস্তার করেনি।

2. ঊনবিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজির ব্যবহার ছাড়া ইউরোপীয়দের অর্থনৈতিক ও সামাজিক জীবনযাত্রার আর কি কি বৈশিষ্ট্য তুমি লক্ষ্য কর?

উত্তরঃ ঊনবিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজির ব্যবহার ছাড়া নিম্নলিখিত ইউরোপীয় আর্থিক ও সামাজিক জীবনের বৈশিষ্ট্য দৃষ্ট হয়ঃ

(ক) স্বদেশী আমেরিকাবাসী দেশকে যে দৃষ্টিতে দেখত ইউরোপীয় জাতিরা এই দেশকে সেই দৃষ্টিতে না দেখে অন্য দৃষ্টিতে দেখত।

(খ) কিছু সংখ্যক ব্রিটিশ ও ফরাসি প্রব্রজনকারী আমেরিকায় নিজেরা জমির মালিক হতে চেয়েছিল। তারা কনিষ্ঠতম সন্তান হওয়ার ফলে পিতৃসম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না।

(গ) জার্মানি, সুইডেন, ইটালি প্রভৃতি দেশ হতে আগত অনেক প্রব্রাজকগণ বৃহৎ কৃষকের নিকট তাদের জমি হারার। তারা নিজেদের খামার চেয়েছিল।

(ঘ) পোল্যান্ড হতে আগত জনগণ ভূমিতে কাজ করতে চেয়েছিল, যাহা তাদের নিজ দেশের ঢালু অঞ্চলের কথা মনে করে দেয়।

(ঙ) মার্কিন যুক্তরাষ্ট্রে অতি কম মূল্যে বিশাল সম্পত্তি ক্রয় করা সহজ ছিল। সুতরাং ইউরোপীয়গণ বিশালাকারের জমি ক্রয় করতে সক্ষম হয়েছিল। তারা জমি পরিষ্কার করে তা কৃষি উপযোগী করে তোলে। তারা জমিতে ধান ও কার্পাসের মতো শস্য চাষ শুরু করে। এই সমস্ত শস্য ইউরোপে উৎপাদিত হত না এবং এইজন্য এইগুলিকে অধিক লাভে ইউরোপে বিক্রি করা হত। 

(চ) তারা তাদের বিশাল খামার রক্ষার জন্য বন্যপ্রাণী নিধন করত। ১৮৭৩ খ্রিস্টাব্দে কাটাতার আবিষ্কৃত হয়, এর ফলে তারা সম্পূর্ণরূপে তাদের খামার সুরক্ষিত করে। 

3. আমেরিকানদের নিকট ‘সীমান্ত’ কি অর্থ প্রকাশ করত?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা দেশ ও নুতন নুতন এলাকা ক্রয়ের দরুন এবং জমি ক্রয়ের দরুন বিস্তৃত থাকত। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম সীমানা পরিবর্তনশীল ছিল। এই কারণে স্বদেশী জাতিগণকে ফিরে যেতে বাধ্য করানো হত। দেশের সীমানা যেখান পর্যন্ত তারা পৌঁছেছিল তা ‘সীমান্ত’ নামে পরিচিত ছিল। 

4. অস্ট্রেলিয়ার স্বদেশী জাতিসমূহের ইতিহাস কেন ইতিহাস গ্রন্থ হতে বাদ পড়েছিল?

উত্তরঃ অস্ট্রেলিয়ার স্বদেশী জাতিদের বিরুদ্ধে ঐতিহাসিকগণ কর্তৃক বৈষম্যের নীতি অনুসৃত হয়েছিল। তারা তাদের গ্রন্থে কেবলমাত্র ইউরোপীয় বসবাসকারীদের কৃতিত্বের কথা বর্ণনা করেছেন। তারা স্বদেশী জাতিদের ঐতিহ্য, পরম্পরা ও রীতিনীতিহীন বলে চিহ্নিত করতে চেষ্টা করেছিলেন। এই কারণে ইতিহাসের পৃষ্ঠা হতে অস্ট্রেলিয়ার স্বদেশী জাতিদের ইতিহাস বাদ পড়েছিল।

নাতিদীর্ঘ প্রশ্নোত্তরঃ

5. একটি মিউজিয়াম গ্যালারি প্রদর্শন কোন জাতির সংস্কৃতি ব্যাখ্যায় কি পরিমাণ সন্তোষজনক? কোন মিউজিয়াম সম্পর্কে তোমার অভিজ্ঞতা হতে উদাহরণ দাও।

উত্তরঃ জনগণকে তাদের সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করতে মিউজিয়াম বা যাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিউজিয়াম বা যাদুঘরে প্রদর্শিত নানাবিধ জিনিস বিস্মৃত ও প্রত্যাখ্যাত সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। অস্ট্রেলিয়ার সংস্কৃতিসমূহ এর প্রকৃষ্টতম উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top