Class 10 Social Science MCQ Chapter 7 পরিবেশ এবং পরিবেশের সমস্যা

Class 10 Social Science MCQ Chapter 7 পরিবেশ এবং পরিবেশের সমস্যা, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 7 পরিবেশ এবং পরিবেশের সমস্যা can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 7 পরিবেশ এবং পরিবেশের সমস্যা

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 7 পরিবেশ এবং পরিবেশের সমস্যা covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 7 পরিবেশ এবং পরিবেশের সমস্যা provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

পরিবেশ এবং পরিবেশের সমস্যা

Chapter – 7

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. প্রখ্যাত বিজ্ঞান ____ স্থল, জল, বায়ু এবং জীবের মধ্যের পারস্পরিক সম্পর্কের পরিনতিকে পরিবেশ বলেছেন।

(a) ফেড্রিক রটিজেল।

(b) জর্জ সিসহোম।

(c) পিটার হেগেটে।

(d) কার্ল রিখটার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans. (c) পিটার হেগেটে।

2. স্থলনগুলে ভূপৃষ্ঠের প্রায় _____ শতাংশ ধরে আছে। 

(a) ২৯ শতাংশ।

(b) ৩৯ শতাংশ।

(c) ৫৯ শতাংশ্য।

(d) ৭১ শতাংশ।

Ans. (a) ২৯ শতাংশ।

3. জলমণ্ডলে ভূপৃষ্ঠের প্রায় _____ শতাংশ আবৃত আছে। 

(a) ২১ শতাংশ।

(b) ৩৯ শতাংশ।

(c) ৫৯ শতাংশ।

(d) ৭১ শতাংশ।

Ans. (d) ৭১ শতাংশ।

4. ভূ পৃষ্ঠ থেকে প্রায় ____ উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল প্রসারিত হয়ে আছে।

(a) ২৮০ কিঃ মিঃ।

(b) ৩৮০ কিঃ মিঃ।

(c) ৪৮০ কিঃ মিঃ।

(d) ৫৮০ কিঃ মিঃ।

Ans. (c) ৪৮০ কিঃ মিঃ।

5. পৃথিৱীৰ ডান দিকে অতিক্রম করা রেখা _____।

(a) বিষুব রেখা।

(b) দ্রাঘিমা রেখা।

(c) অক্ষ রেখা।

(d) কাল্পনিক রেখা।

Ans. (a) বিষুব রেখা।

6. স্বাভাবিক অবস্থাতে বায়ুমণ্ডলে _____  শতাংশ কার্বন- ডাই-অক্সাইড (co2) গ্যাস থাকে।

(a) ০. ০২৫ শতাংশ।

(b) ০,০৩৫ শতাংশ।

(c) ০. ০৩৭ শতাংশ

(d) ০. ০৪৫ শতাংশ।

Ans. (b) ০. ০৪৫ শতাংশ।

6. স্বাভাবিক অবস্থায় বায়ুমণ্ডলে ____ শতাংশ নাইট্রজেন গ্যাস থাকে।

(a) ০. ০৩৫ শতাংশ।

(b) ৯২. ০৮ শতাংশ।

(c) ৭৮. ০৮ শতাংশ।

(d) ৮৮. ০৮ শতাংশ।

Ans. (c) ৭৮. ০৮ শতাংশ।

8. আফ্রিকা মহাদেশের নাইরোবিতে ____ সনে রাষ্ট্রসংঘের মরুকরণ সম্পর্কীয় সন্মিলন অনুষ্ঠিত হয়েছিল।

(a) ১৯৭৭ সনে।

(b) ১৯৮৭ সনে।

(c) ১৯৯৭ সনে।

(d) ২০০১ সনে।

Ans. (a) ১৯৭৭ সনে।

9. ___ ই হচ্ছে ভূ-পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের উত্তাপের চিরন্তন উৎস।

(a) বিদ্যুৎশক্তি।

(b) সৌর শক্তি।

(c) গতি শক্তি।

(d) তাপ গতি শক্তি।

Ans. (b) সৌর শক্তি।

10. ভূ-পৃষ্ঠ পর্যন্ত আসা মোট সৌরশক্তির ____ শতাংশ বায়ুমণ্ডলে থাকা মেঘ ইত্যাদির সাথে ভূ-পৃষ্ঠ প্রতিফলিত করে।

(a) ৩০ শতাংশ।

(b) ৪০ শতাংশ।

(c) ৫০ শতাংশ্য।

(d) ৫৫ শতাংশ।

Ans. (a) ৩০ শতাংশ।

11. মোট সৌরশক্তির ____ শতাংশ বায়ুমণ্ডল শুষে নেয়।

(a) ১৯ শতাংশ।

(b) ৫১ শতাংশ।

(c) ৫৫ শতাংশ্য।

(d) ৬০ শতাংশ।

Ans. (a) ১৯ শতাংশ।

12. সবুজঘর গ্যাস (Green house gas) গ্যাসমূহের পরিমান বায়ুমণ্ডলে থাকা সমস্ত গ্যাসের মোট পরিমাণের _____ শতাংশ।

(a) ০.১ শতাংশ।

(b) ০.২ শতাংশ।

(c) ০.৩ শতাংশ্য।

(d) ০.৫ শতাংশ।

Ans. (a) ০.১ শতাংশ।

13. বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধিতে সবুজঘর গ্যাসসমূহের মধ্যে _____ গ্যাসের ভূমিকা সর্বাধিক।

(a) নাইট্রোজেন।

(b) হাইড্রোজে।

(c) কার্বন মনোক্সাইড।

(d) কার্বন-ডাই-অক্সাইড।

Ans. (d) কার্বন-ডাই-অক্সাইড।

14. শিল্প বিপ্লবের পূর্বের অবস্থা থেকে ভূ-পৃষ্ঠের গড় উত্তাপ প্রায় _____ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

(a) ০.৫৬ ডিগ্রি সেলসিয়াস।

(b) ০.৬১ ডিগ্রি সেলসিয়াস।

(c) ০.৭১ ডিগ্রি সেলসিয়াস।

(d) ০.৭৬ ডিগ্রি সেলসিয়াস।

Ans. (d) ০.৭৬ ডিগ্রি সেলসিয়াস।

15. গত প্রায় ১৫০ বছরের মধ্যে বায়ুমণ্ডলে কেবল কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিমান প্রায় _____ শতাংশ বেড়েছে।

(a) ৩০ শতাংশ।

(b) ৪০ শতাংশ।

(c) ৫০ শতাংশ।

(d) ৫৫ শতাংশ।

Ans. (a) ৩০ শতাংশ।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নীচের বাক্যগুলোর কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ নির্ণয় কর।

1. জৈব উপাদানসমূহ মূলতঃ স্থলমণ্ডলের অন্তর্গত।

Ans. অশুদ্ধ। 

2. মাটি, জল এবং বায়ুর মত জড় বা প্ৰাণহীন উপাদানগুলি অজৈব বা জড় উপাদানের মধ্যে পড়ে।

Ans. শুদ্ধ। 

3. পৃথিবীর সমস্ত স্থানের পরিবেশ গোলকীয় পরিবেশতন্ত্রের এক একটি অংশ।

Ans. শুদ্ধ। 

4. স্থলমণ্ডল পৃথিবীৰ মহাকাশ এবং মহাদেশঘুলিকে আচ্ছন্ন করেছে।

Ans. অশুদ্ধ।

5. স্থলমণ্ডলে ভূ-পৃষ্ঠের প্রায় ৭১ শতাংশ আবৃত আছে।

Ans. অশুদ্ধ। 

6. বায়ুমণ্ডল, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, আর্গন ইত্যাদি গ্যাসের দ্বারা গঠিত। 

Ans. শুদ্ধ। 

7. জীবনণ্ডলের ভিতরে মানুষ (Homo Sapiens) হচ্ছে মাত্র একটি প্রজাতি।

Ans. অশুদ্ধ। 

8. স্থান এবং কাল ভেদে পৃথিবীর পরিবেশের পরিবর্তন ঘটনা।

Ans. অশুদ্ধ। 

9. পৃথিবীর ডান দিক দিয়ে অতিক্রান্ত বিষুব রেখার নিকটবর্তী স্থানের প্রাকৃতিক অবস্থা মেরু অঞ্চলের অবস্থার সাথে একই।

Ans.অশুদ্ধ। 

10. আজ থেকে একশ বছর আগের অসমের ব্রহ্মপুত্র বা বরাক উপত্যকার পরিবেশ আজকের তুলনায় প্রায় একই ছিল।

Ans. অশুদ্ধ। 

11. কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ভূ-পৃষ্ঠ থেকে প্রতিফলিত সৌরশক্তি শোষণ করে বায়ুমণ্ডলের সঙ্গে ভূ-পৃষ্ঠে জীবের জন্য উপযুক্ত উত্তাপ বিরাজ করতে সাহায্য করে।

Ans. শুদ্ধ। 

12. মানব সভ্যতার বিকাশ প্রধানতঃ ভূমি সম্পদের উপর ভিত্তি করেই সম্ভব হয়ে উঠেছে।

Ans. শুদ্ধ। 

13. ১৯৯৫ সনে ফিলিপিনসের মাউন্ট পিনাটুবোর আগ্নেয় উদিগিরণ ঘটেছিল।

Ans. অশুদ্ধ। 

14. বায়ুমণ্ডল প্রদূষিত হওয়ার অন্যতম ভয়াবহ পরিনতি হচ্ছে এ্যাসিড বৃষ্টি।

Ans. শুদ্ধ। 

15. মরাকল শব্দটি মরুভূমির কাছের এলাকাসমূহের মরুভূমির সম্প্রসারন ঘটা বোঝায়না।

Ans. অশুদ্ধ। 

16. পৃথিবীর পরিবেশের যে সমস্ত প্রাকৃতিক পরিবর্তন ঘটেছে সেগুলো বেশিরভাগেই প্রাকৃতিক।

Ans. অশুদ্ধ। 

17. সৌরশক্তিই হচ্ছে ভূ-পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের উত্তাপের চিরন্তন উৎস।

Ans. শুদ্ধ। 

18. শিল্প-বিপ্লবের পরবর্তীকালে জীবাশ্ম উন্ধনের ব্যবহার ক্রমশঃ হ্রাস হতে থাকে।

Ans. অশুদ্ধ। 

19. বায়ুমণ্ডলের উত্তাপ ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে উত্তর এবং দক্ষিণ মেরুতে জমে থাকা বরফ গলরে এবং সাগরসৃষ্ট ক্রমে উপরের দিকে উঠ আসবে।

Ans. শুদ্ধ। 

20. সম্প্রতি পৃথিবীর স্থলভাগের প্রায় ৩৫ শতাংশ ভূমি মরুকরণ প্রক্রিয়ার কবলে পড়েছে।

Ans. শুদ্ধ। 

21. হুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত?

Ans. শিল, বালি, মাটি, মানিক ইত্যাদি দ্বারা।

22. স্থলমণ্ডল ভূ পৃষ্ঠের কত অংশ আবৃত করে রেখেছে?

Ans. স্থলমণ্ডল ভূ পৃষ্ঠের প্রায় ২১ শতাংশ আবৃত করে রেখেছে।

23. জনমণ্ডল ভূপৃষ্ঠের কত অংশ আবৃত করে রেখেছে?

Ans. জলমণ্ডল ভূপৃষ্ঠের প্রায় ৭১ শতাংশ আবৃত করে রেখেছে।

24. পৃথিবীর পরিবেশ তন্ত্ৰ কিসের উপর নির্ভরশীল?

Ans. পৃথিবীর পরিবেশ তন্ত্ৰের অন্য তিনটি মণ্ডল যেমন- জনমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবনগুলের উপর নির্ভরশীল।

25. জীবনগুলে এখন পর্যন্ত কত উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে?

Ans. জীবমণ্ডল এখন পর্যন্ত প্রায় ১. ৭৫ নিযুত উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে।

26. বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত টুকু উচ্চতা পর্যন্ত প্রসারিত?

Ans. ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৮০ কিঃমিঃ উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল প্রসারিত।

27. পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানতঃ কি পদার্থর দ্বারা গঠিত?

Ans. পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানতঃ গ্যাসীয় পদার্থের দ্বারা গঠিত।

28. প্ৰদূষক কি?

Ans. পরিবেশ প্রদূষিত করা বর্জত অনিষ্টকারী দ্রবাকে প্রদূষক বল।

29. প্ৰদূষণ কি?

Ans. অনিষ্টকাৰী দ্রব্য পরিবেশকে বিনষ্ট করে। সেই প্রক্রিয়াকে সোজা ভাষায় প্রদূষণ বলা যায়।

30. পরিবেশর প্রধান উপাদান কি কি?

Ans. পরিবেশের প্রধান উপাদান মাটি, জল এবং বায়ু।

31. কত গুলি সবুজ গৃহ গ্যাসের নাম লিখ।

Ans. মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N3O), ক্লোরোফ্লোর কার্বনস (CFC5) I

32. শীতল মরুভূমি কি? 

Ans. সরু অঞ্চলের বরফাবৃত এলাকাগুলোকে শীতল মরুভূমি হিসাবে গণ্য করা হয়।

33. ১৯৭৭ সনের রাষ্ট্রসংঘের মরুকরণ সম্পৰ্কীয় সন্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

Ans. ১৯৯৭ সনের আফ্রিকা মহাদেশের নাইরোবিতে।

34. সম্প্রতি পৃথিবীর স্থলভাগের কত অংশ ভূমি মরুকরণ প্রক্রিয়ার কবলে পড়েছে?

Ans. ৩৫ শতাংশ।

35. মরুকরণের প্রধান কারক কি?

Ans. মরুকরণের জন্য মানুষের কার্যকলাপই অত্যাধিক দায়ী, অত্যাধিক পশুচারণ, কৃষির প্রসার এবং বনানী ধ্বংস করাই প্রধান।

36. বর্তমানে মরুকরণ দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত মহাদেশটি কি?

Ans. উত্তর আমেরিকা মহাদেশটির সর্বমোট শুষ্ক স্থানেরে প্রায় ২৭ শতাংশ মরুকরণের দ্বারা আক্ৰান্ত।

37. UNEP এর সম্পূর্ণ অর্থ কি?

Ans. United Nations Environmental Programme.

38. WWFN এর সম্পূর্ণ অর্থ কি?

Ans. World Wide Fund for Nature.

39. পরিবেশের অর্থ কি?

Ans. পরিবেশ (Environment) শব্দটি কোনো জীব বা জীব সম্প্রদায়ের চারিদিকের অবস্থাকে বুঝায়।

40. ভূমি প্ৰদূষণ কি?

Ans. প্রাকৃতিক কারক, মানুষের কুকার্য অর্থাৎ বনাঞ্চল ধ্বংস, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার ইত্যাদির ফলে মাটির স্বাভাবিক গুণ নষ্ট হয়, তাকে স্থল বা ভূমি প্রদূষণ বলে।

41. স্থলমণ্ডল বলতে কি বুঝ?

Ans. পৃথিবীর উপরিভাগে থাকা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি অর্থাৎ পাথর, বালি, মাটি ইত্যাদি দ্বারা গঠিত অবয়বকে স্থলমণ্ডল বলে।

42. জলমণ্ডল কাক বলে?

Ans. পৃথিবীর উপরিভাগে থাকা জলভাণ্ডার যেমন সাগর, মহাসাগর, হ্রদ, নদ-নদী ইত্যাদি অবয়বসমূহকে জনমণ্ডল বলা হয়।

43. বায়ুমণ্ডল বলতে কি বুঝায়?

Ans. পৃথিবীর উপরিভাগে থাকা গ্যাসীয় অবয়বকে বায়ুমণ্ডল বলে।

44. জীবমণ্ডল কি?

Ans. পৃথিবীর উপরিভাগে থাকা জীবের বসবাসের পরিবেশকে জীবমণ্ডল বলে।

45. পৃথিবীর উপরিভাগে থাকা স্তরসমূহ কীভাবে একটি পরিবেশের সৃষ্টি করেছে?

Ans. পৃথিবীর উপরিভাগে থাকা স্তরসমূহ পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে একটি জটিল জানির সৃষ্টি করে একটি পরিবেশের সৃষ্টি করেছে।

46. কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের একটি উপকার উল্লেখ কর। 

Ans. পৃথিবীর উপরিভাগে থাকা জলভাণ্ডার যেমন সাগর, মহাসাগর, হ্রদ, নদ-নদী ইত্যাদি অবয়বসমূহকে জনমণ্ডল বলা হয়।

47. পরিবেশ সমস্যা বলতে কি বোঝায়?

Ans. প্রাকৃতিক কারণে বা মানবীয় কারণে পরিবেশের স্বাভাবিক প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার অবস্থাকে পরিবেশ সমস্যা বলা হয়।

48. মরুকরণ বলতে কি বোঝায়?

Ans. ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি, উদ্যোগীকরণ, নগরীকরণ ইত্যাদি প্রক্রিয়ার ফলে পৃথিবীর উপরিভাগে থাকা সবুজ আবরণের ব্যাপক ক্ষতি সাধন হয়। একে মরুকরণ বলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

Scroll to Top