Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন can be of great value to excel in the examination.

SCERT Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Join Telegram channel

Table of Contents

Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Chapter – 1

প্রথম খণ্ড ( ইতিহাস-HISTORY )

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. ইংরেজ ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী এবং নিয়ন্ত্রণ পরিষদের অবসান ঘটানো আইনটি হ’ল-

(a) ভারতের শাসন বিধি, ১৮৫৮

(b) ভারতবর্ষের পরিষদ আইন, ১৮৬১

(c) ভারতবর্ষের পরিষদ আইন, ১৮৯২

(d) উপরের একটিও নয়।

Ans: (a) ভারতের শাসন বিধি, ১৮৫৮

2. ভারত পরিক্রমা দপ্তরের প্রথম মন্ত্রী ছিলেন-

(a) লর্ড রিপন।

(b) লর্ড কার্জন।

(c) লর্ড ষ্ট্যানলি।

(d) লর্ড ডালহৌসি।

Ans: (c) লর্ড ষ্ট্যানলি।

3. মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র ১ নভেম্বর ১৮৫৮ সেদিনাই এলাহাবাদে পাঠ করে দেওয়া ব্রিটিশ ভাইসরয় ছিলেন-

(a) লর্ড ষ্ট্যানলি।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড রিপন।

(d) লর্ড কার্জন।

Ans: (b) লর্ড ক্যানিং।

4. কত সনে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ একটি করে উচ্চ ন্যায়ালয় স্থাপন করা হয়েছিল।

(a) ১৮৫৭ সনে।

(b) ১৮৬১ সনে।

(c) ১৮৭২ সনে।

(d) ১৮৯৭ সনে।

Ans: (b) ১৮৬১ সনে।

5. কলকাতা উচ্চ ন্যায়ালয়ে নিযুক্তি প্রাপ্ত প্রথম ভারতীয় ন্যায়াধীশ ছিলেন-

(a) রমা প্রসাদ রায়।

(b) দ্বারকা নাথ মিত্র।

(c) সুরেন্দ্র নাথ ব্যানার্জী।

(d) সত্যেন্দ্র নাথ ঠাকুর।

Ans: (a) রমা প্রসাদ রায়। 

6. ১৮৫৮ সনের সিভিলিয়ান শ্রীপদ বাবাজী ঠাকুর কোন প্রেসিডেন্সি ছিলেন-

(a) কলকাতা।

(b) মাদ্রাজ।

(c) বম্বে।

(d) পাঞ্জাব।

Ans: (c) বম্বে।

7. গভর্ণর জেনারেল এবং ভাইসরয় লর্ড লিটন অসামরিক সেনার জন্য প্রার্থীদের বয়স করেছিলেন-

(a) ২৫ বছর।

(b) ২৩ বছর।

(c) ২০ বছর।

(d) ১৯ বছর।

Ans: (d) ১৯ বছর।

8. ১৮৮৬ সনের লোক সেবা আয়োগের সভাপতি ছিলেন-

(a) লর্ড ডাফরিন। 

(b) লর্ড কিম্বার্লি।

(c) স্যার চার্লস অচিসিসন।

(d) একজনও নয়।

Ans: (c) স্যার চার্লস অচিসিসন।

9. সর্বপ্রথম বারের জন্য বিত্তীয় ব্যবস্থাকে কেন্দ্ৰীয় এবং প্রাদেশিক এই দুভাগে বিভক্ত করা হয়েছিল-

(a) ১৮৫৭ সনে। 

(b) ১৮৬১ সনে।

(c) ১৮৭০ সনে।

(d) ১৮৯৭ সনে।

Ans: (c) ১৮৭০ সনে।

10.ভারত পরিক্রমা দপ্তরের মন্ত্রীদের কার্যালয় ইণ্ডিয়া অফিসছিল-

(a) দিল্লী।

(b) বোম্বে।

(c) প্যারিস।

d) লণ্ডন। 

Ans: (d) লণ্ডন। 

11. ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভারতে উপস্থিত হওয়া পর্তুগীজ নাবিক ছিলেন-

(a) বার্থল — মিউ ভায়াস।

(b) ফ্রান্সিস ডেক।

(c) ভাস্কো-ডা-গামা। 

(d) উইলিয়াম হকিন্স।

Ans: (c) ভাস্কো-ডা-গামা।

12. ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তাপ্তি নদীর মোহনাতে এসে উপস্থিত হওয়া বন্দরটি ছিল-

(a) সুরাট বন্দর।

(b) কালিকট বন্দর।

(c) বোম্বাই বন্দর।

(d) মাদ্রাজ বন্দর।

Ans: (a) সুরাট বন্দর।

13. ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে গঠিত ইংরেজ কোম্পানীটির নাম ছিল।

(a) ডাচ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(b) ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(c) ফ্রান্স ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(d) পর্তুগীজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

Ans: (b) ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

14. ভারতবর্ষে সর্বপ্রথম বাণিজ্যিক আবেদন নিয়ে প্রবেশ করা ব্যক্তি হলেন-

(a) ভাস্কো-ডা-গামা। 

(b) জেমস মিলডেন হল।

(c) উইলিয়াম হকিন্স।

(d) টমাস রো।

Ans: (b) জেমস মিলডেন হল।

15. মোগল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা ইংরেজ আমলা হলেন-

(a) ডাঃ হেমিলটন। 

(b) টমাস রো।

(c) রবার্ট ক্লাইভ।

(d) জন সারমান।

Ans: (d) জন সারমান।

16. সম্রাট ফারুকশিয়ারের চিকিৎসক ছিলেন-

(a) ডাঃ হেমিলটন।

(b) জন সারমান।

(c) স্যার টমাস রো।

(d) ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স।

Ans: (a) ডাঃ হেমিলটন।

17. পলাশী যুদ্ধে রবার্ট ক্লাইভ দ্বারা পরাজিত করা মোগল সম্রাট ছিলেন-

(a) জাহাঙ্গীর।

(b) ফারুকশিয়ার।

(c) সিরাজউদৌল্লা।

(d) ঔরংজেব।

Ans: (c) সিরাজউদৌল্লা।

18. ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত করা ইংরাজ হলেন-

(a) রবার্ট ক্লাইভ। 

(b) জব চার্ণক।

(c) লর্ড ওয়ারেন হেষ্টিংস।

(d) লর্ড ডালহৌসি।

Ans: (a) রবার্ট ক্লাইভ।

19. সিপাহী বিদ্রোহের পর তাৎক্ষণিক ভাবে ব্রিটিশ সংসদ দ্বারা প্রণয়ন করা আইনটি ছিল-

(a) ভারত সরকার আইন (১৮৫৮)

(b) ভারতীয় পরিষদ আইন (১৮৬১)

(c) রেগুলেটিং এ্যাক্ট (১৭৯৩)

Ans: (a) ভারত সরকার আইন (১৮৫৮)

20. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন-

(a) লর্ড ওয়ারেন হেষ্টিংস।

(b) লর্ড ডালহৌসি।

(c) লর্ড ক্যানিং।

(d) লর্ড কর্ণওয়ালিস।

Ans: (c) লর্ড ক্যানিং।

21. সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল-

(a) ১৭৫৮ সনে। 

(b) ১৮৫৮ সনে। 

(c) ১৮৫৭ সনে।

(d) ১৫৭৫ সনে।

Ans: (c) ১৮৫৭ সনে।

22. পিটার ভারত আইন’ ভারতে সরকার সৃষ্টি করেছিল।

(a) এক।

(b) দুই।

(c) পাঁচ।

(d) তিন।

Ans: (b) দুই।

23. ভারতের স্বায়ত্ব শাসনের ভিত্তি নির্মাণ করা ব্যক্তি-

(a) লর্ড ডালহৌসি।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড রিপন।

(d) লর্ড গফরিন।

Ans: (c) লর্ড রিপন।

24.লর্ড লিটন ভারতীয় লোক সেবা পরীক্ষার্থীদের বয়স নির্ধারণ করেছিলেন-

(a) ২২ বছর।

(b) ২১ বছর।

(c) ২০ বছর।

(d) ১৯ বছর।

Ans: (d) ১৯ বছর।

25. মহাৰাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র পাঠ করা হয়েছিল-

(a) ১৮৫৮ সনে।

(b) ১৭৫৮ সনে।

(c) ১৮৫৭ সনে। 

(d) ১৯৫৮ সনে।

Ans: ১৮৫৮ সনে।

26. মহারাণীর ঘোষণা পত্র পাঠ করা ব্যক্তি ছিলেন-

(a) লর্ড রিপন।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড ডালহৌসি।

(d) রবার্ট ক্লাইভ।

Ans: (b) লর্ড ক্যানিং।

অতি সংক্ষিপ্ত প্ৰশ্নোত্তর 

27. ভারত এবং পাশ্চাত্যের মধ্যে সাগর পথ  আবিষ্কার করা প্রথম পর্তুগীজ নাবিক কে? তিনি কবে এবং ভারতের কোথায় সর্বপ্রথম উপস্থিত  হয়েছিলেন?

Ans: ভাস্কো-ডা-গামা। তিনি ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভারতের কালকট বন্দরে উপস্থিত হয়েছিলেন।

28. জলপথ দ্বারা পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ ইংরেজ নাবিক কে ছিলেন?

Ans: ফ্রান্সিস ড্রেক।

29. ভারতভূমিতে সর্বপ্রথম কোন ইংরেজ নাবিক প্রবেশ করেছিলেন?

Ans: ১৫৯৯ খ্রীষ্টাব্দে ইংরেজ নাবিক জেমস মিলডেন হলে প্রবেশ করেছিলেন।

30. ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী কবে কোথায় গঠন করা হয়েছিল?

Ans: ১৫০০ খ্রীষ্টাব্দে লণ্ডনে ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী গঠন করা হয়েছিল।

31. ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র ভারতের কোথায় স্থাপিত হয়েছিল?

Ans: ভারতবর্ষের মছলিপট্টমে ১৬১০ খ্রীষ্টাব্দে স্থাপন করা হয়েছিল।

32. ফোর্ট উইলিয়াম কী?

Ans: ইংল্যাণ্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসাে কলকাতায় ১৬৯০ সনে স্থাপিত বাণিজ্য কেন্দ্র হচ্ছে ফোর্ট উইলিয়াম।

33. ভাস্কো-ডা-গামা প্রথম ভারতের কোন বন্দরে  উপস্থিত হয়েছিলেন?

Ans: কালিকট বন্দরে।

34. ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্য করতে আসা ইংরাজ কোম্পানীটি কার থেকে সনদ লাভ করেছিল?

Ans: মোগল সম্রাট জাহাঙ্গীরের থেকে।

35. ভারতবর্ষে ইংরেজ কোম্পানীর শাসন কোন সন থেকে কোন সন অবধি চলেছিল?

Ans: ১৬০০ সন থেকে ১৮৫৮ সন পর্যন্ত।

36. কোম্পানীর ঘোষণা পত্রটি এলাহাবাদে একটি বৃহৎ অনুষ্ঠানে কে আনুষ্ঠানিক ভাবে পাঠ করেছিলেন?

Ans: ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং।

37. ১৮৬১ সনের আইন মতে দুয়োলিয়া লাটের শাসনাধীন প্রদেশ কটি ছিল?

Ans: পাঁচ (৫) টি।

38. ১৮৬১ সনের পরিষদ আইন অনুযায়ী কমিশ নারের শাসনাধীন প্রদেশ কটি ছিল?

Ans: আঠ (৮) টি।

39. কোন সনে ভারত শাসন বিধি ঘোষণা করা হয়েছিল?

Ans: ১৮৫৫ সনে।

40. ব্রিটিশ সংসদ ভারতবর্ষের জন্য দ্বিতীয় পরিষদ আইন কবে গ্রহণ করে।

Ans: ১৮৯২ সনে।

41. ১৮৫৭ সনে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

Ans: লর্ড ক্যানিং।

42. ভারতের প্রথম ভাইরয় কে ছিলেন?

Ans: লর্ড ক্যানিং।

43. ভারত শাসনবিধি, ১৮৫৮ তে মোট কটি ধারা ছিল?

Ans: ৭৫ টি।

44.মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র কবে ঘোষিত হয়েছিল?

Ans: ১৮৫৮ সনের ১ নভেম্বর।

45. ভারতবর্ষে কোম্পানীর দ্বিতীয় কার্যকালেরbপ্রশাসক কে ছিলেন?

Ans: ব্রিটিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর গভর্ণর রবার্ট ক্লাইভ।

46. ব্রিটিশ আমলে ভারতবর্ষে থাকা সর্বোচ্চ শাসন- কর্তাকে কী বলা হয়?

Ans: ‘ভারত সরকার আইন’ অনুযায়ী ভারতের সর্বোচ্চ শাসন কর্তাকে গভর্ণর জেনারেল বলা হয়।

47. ১৮৬১ সনের পরিষদ আইন মর্মে গভর্ণর শাসনাধীন তিনটি প্রেসিডেন্সী কি কি ছিল?

Ans: বঙ্গ, মাদ্রাজ এবং বোম্বে।

48. ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণকারী আইন কবে প্রয়োগ করেছিল?

Ans: ১৭৭৩ খ্রীষ্টাব্দে।

49. পিটর ভারত আইন করে বলবৎ করা হয়েছিল?

Ans: ১৭৮৪ খ্রীষ্টাব্দে।

50. ব্রিটিশ সংসদে কোন সনে ভারতীয়nলোকসেবা আইন গ্রহণ করা হয়েছিল?

Ans: ১৮৬১ সনে।

51. কোন ভারতীয় প্রথম ভারতীয় লোকসেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন?

Ans: সত্যেন্দ্রনাথ ঠাকুর।

52. প্রথম অসমীয়া সিভিলিয়ান কে ছিলেন?

 Ans: আনন্দরাম বরুয়া।

53. কত সনে ভারতের লোকসেবা আয়োগ গঠন করা হয়েছিল?

Ans: ১৮৮৬ সনে।

54. লোকসেবা আয়োগের প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: স্যার চার্লস অটিসিসন।

55. বেঙ্গল প্রেসিডেন্সি মধ্যে পঞ্চম সিভিলিয়ান কে?

Ans: আনন্দরাম বরুয়া।

56. কার শাসন কালে ভারতবর্ষে স্বায়ত্ব শাসন ব্যবস্থার প্রচলন ঘটেছিল?

Ans: লর্ড রিপনের শাসনকালে।

57. সত্যেন্দ্রনাথ ঠাকুর কোন সনে লোকসেৱা পরীক্ষায় উত্তীর্ণ হ’ল?

Ans: ১৮৬৩ সনে।

58. ভারত সচিব কাকে বলা হয়?

Ans: ভারত শাসনে প্রত্যক্ষ ভাবে জড়িত মন্ত্রীকে ভারত সচিব বলা হয়।

59. ভারত সচিবকে সাহায্য করবার জন্য কতজনের সদস্য পরিষদ ছিল?

Ans: মোট ১৫ জন সদস্য।

60. কে ১৮৫৭ সনের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছিলেন?

Ans: দামোদর সাভারকার।

61. ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি?

Ans: ১৮৫৭ সনের সিপাহী বিদ্রোহ।

62. সিপাহী বিদ্রোহের সময় ইংল্যাণ্ডের মহারাণী কে ছিলেন?

Ans: মহারাণী ভিক্টোরিয়া।

63. ১৮৫৭ সনে বিদ্রোহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট ঘোষণা করেছিল?

Ans: দ্বিতীয় বাহাদুর শাহ কে।

64. ১৮৫৭ সনের বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?

Ans: মঙ্গল পাণ্ডে।

65. লী আয়োগ (Lee Commission 1923) কী?

Ans: মণ্টেণ্ড-সেমসফোর্ড প্রতিবেদন এবং ভারত সরকার আইনের নির্দেশাবলী কার্যকরী করবার জন্য ১৯২৩ খ্রীষ্টাব্দে ব্রিটিশ সরকার ‘লী আয়োগ’ গঠন করেছিলেন।

66. ‘বিভেদ এবং শাসন’ (Divide and Rule) নীতি কী?

Ans: ভারতীয়দের ঐক্যবদ্ধ চেতনার বিপরীতে ইংরেজ শাসকদের গৃহীত মূল নীতি ছিল ‘বিভেদ এবং শাসন’।

67. ‘বিভেদ এবং শাসন’ নীতি কে প্রবর্তন করেছিলেন?

Ans: ভাইসরয় লর্ড ক্যানিং।

68. ফোর্ট উইলিয়াম কী?

Ans: একটি বাণিজ্য কেন্দ্র।

69. ‘ভাস্কো-ডা-গামা’ কোন দেশের নাবিক?

Ans: পর্টুগালের।

70. ‘ভাস্কো-ডা-গামা’ কত সনে ভারতবর্ষে এসেছিলেন?

Ans: ১৪৯৮ খ্রিস্টাব্দে।

71. পলাশীর যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংগঠিত হয়?

Ans: ১৯৫৭ খ্রিস্টাব্দে বঙ্গের সিরাজউদ্দৌল্লা এবং রবাৰ্ট ক্লাইভের মধ্যে।

72. ভারতের প্রথম ভাইসবয় কে দিলেন?

Ans: লর্ড ক্যানিং।

73. মঙ্গল পান্ডের সাথে শাস্তিপ্রাপ্ত অন্য সিপাহী কে ছিলেন?

Ans: ঈশ্বর পান্ডে।

74. ‘রেগুলেটিং এক্ত’ কবে প্রণয়ন করা হয়েছিল?

Ans: ১৭৯৮ খ্রিস্টাব্দে।

75. ভারত সরকার আইন’ কবে প্ৰণয়ন করা হয়েছিল?

Ans: ১৮৫৮ খ্রিস্টাব্দের ২ আগস্ট।

শূণ্য স্থান পূর্ণ কর:

76. ১৪৮৭ খ্রীষ্টাব্দে পর্তুগীজ নাবিক _______ আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিলেন।

Ans: বার্থলো-মিউ-ডিয়াজে।

77. ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভাস্কো-ডা-গামা জলপথে এসে ভারতের _______ বন্দরে উপস্থিত হয়েছিল।

Ans: কালিকট।

78. ১৫৮০ খ্রীঃ ________ নামের ইংরেজ নাবিক  জলপথে পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছিলেন।

Ans: ফ্রান্সিস ড্রেক

79. ১৫৮২ খ্রীষ্টাব্দে র‍্যালফ ফিস নামক একজন নাবিক ভারত এবং ________ ভ্রমণ করেছিলেন।

Ans: ব্রহ্মদেশ।

80. ১৬১৫ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডের রাজা প্রথম জেমস ________ নামক একজন ইংরেজকে জাহাঙ্গীরের কাছে প্রেরণ করেছিলেন।

Ans: টমাস রো।

81. টমাস রো _________ এ উপস্থিত হয়ে সম্রাটের সাথে দেখা করেছিলেন।

Ans: আজমীরে।

82. সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের _________বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি প্রদান করেছিলেন।

Ans: সুরাটে।

83. ১৬৯০ সনে _________নামক ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর একজন আমলা বঙ্গের নবাবের সঙ্গে চুক্তি করেছিলেন।

Ans: জব চার্নক।

84. ইংল্যাণ্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সন্মানার্থে কলিকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম _________ রাখা হয়েছিল।

Ans: ফোর্ট উইলিয়াম।

85. ১৬৬১ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডের রাজা _________ পর্তুগীজ রাজকন্যা ________ কে বিয়ে করে বোম্বাই শহর যৌতুক হিসাবে লাভ করেছিলেন।

Ans: দ্বিতীয় চার্লস, ক্যাথরিণকে।

86. মোগল সম্রাট_________ ক্লাইভের সঙ্গে এলাহাবাদ চুক্তি সম্পন্ন করার ফলস্বরূপে কোম্পানী বঙ্গ, বিহার এবং উড়িষ্যার উপর রাজনৈতিক কর্তৃত্ব লাভ করেছিল।

Ans: শাহ আলম।

87. লর্ড ডালহৌসির পরে লর্ড ________গভর্ণর জেনারেল হয়েছিলেন।

Ans: ক্যানিং।

88. সিপাহী ________ ব্যারাকপুর ছাউনীতে ইংরাজ অফিসারের শরীরে গুলিবর্ষণ করে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন।

Ans: মঙ্গল পাণ্ডে।

89. _________খ্রীষ্টাব্দে কোম্পানীর মুদ্রা থেকে মোগল সম্রাটের নামটি সরিয়ে দেওয়া হয়েছিল।

Ans: ১৮৩৫

90. ১৮৫৮ সনের ২ আগষ্ট তারিখে ________আইন প্রণয়ন করা হয়েছিল।

Ans: ভারত সরকার আইন।

91. শিক্ষিত ভারতীয়দের অসন্তুষ্টি হওয়ার কারণ উপলব্ধি করে ১৮৬১ সনে ব্রিটিশ সংসদ নামক একটি আইন প্রণয়ন করেছিল।

Ans: ভারতীয় পরিষদ আইন।

92. লর্ড রিপন ভাৰতবর্ষে ________শাসনের ভিত্তি নির্মাণ করেছিলেন।

Ans: স্বায়ত্ব।

93. ১৯৯৩ সনের ________ আইন অনুযায়ী ভারত প্রশাসনের উচ্চ পদবি সমূহ অঙ্গীকারবদ্ধ কর্মচারীদের জন্য সংরক্ষিত করে রাখার নিয়ম বলবৎ করা হয়েছিল।

Ans: নিয়ন্ত্রণকারী।

94. ১৮৫৩ খ্রীষ্টাব্দে সনদে ________ জন্য প্রতিযোগিতা- মূলক পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিল।

Ans: লোকসেবার।

95.১৮৭১ সনে প্রথম ভারতীয় ব্যক্তি ভারতীয় লোকসেবার খেতাব অর্জন করেছিলেন।

Ans: সত্যেন্দ্রনাথ ঠাকুর।

96. ১৯২২ সনে ব্রিটিশ সরকারের ________নেতৃত্ব  রয়্যাল কমিশন অন পাবলিক সার্ভিস গঠন হয়েছিল।

Ans: লর্ড ইসলিংটনের।

97. ________ প্রতিবেদনে ইংল্যাণ্ড এবং ভারত এক সঙ্গে হাত লোকসেবা পরীক্ষা অনুষ্ঠিত করা সরকারের একটি নীতি বলে প্রকাশিত হয়েছিল।

Ans: মণ্টেগু-চেমসফোর্ড।

98. শুদ্ধ নে অশুদ্ধ নির্ণয় কর:

(ক) ১৪৯৮ সনে ভারতবর্ষে আসা পর্তুগীজ নাবিক ছিলেন বার্থলো-মিউ-ভিয়জ।

Ans: অশুদ্ধ।

(খ) ভাস্কো-ডা-গামা সর্বপ্রথম ভারতের বোম্বাই বন্দরে উপস্থিত হয়েছিলেন।

Ans: অশুদ্ধ।

(গ) জলপথে ১৫৮০ সনে পৃথিবী প্রদক্ষিণ করতে নিত সমর্থ ইংরেজ নাবিক ছিলেন ফ্রান্সিস ড্রেক।

Ans: শুদ্ধ।

(ঘ) ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তাপ্তী নদীর মোহনা দিয়ে সুরাট বন্দরে উপস্থিত হয়েছিলেন।

Ans: শুদ্ধ।

(ঙ) ক্যাপ্টেন হকিন্সের আবেদন মোগল সম্রাট জাহাঙ্গীর মঞ্জুর করেছিলেন।

Ans: অশুদ্ধ।

(চ) ইংরেজরা মোগল সম্রাট ফারুকশিয়ারের থেকে তিনটি ফরমান আদায় করতে সক্ষম হয়েছিলেন।

Ans: শুদ্ধ।

(ছ) ইংল্যাণ্ডের রাজার সন্মানার্থে কলিকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম রাখা হয়েছিল ফোর্ট উইলিয়াম।

Ans: শুদ্ধ।

(জ) পলাশীর যুদ্ধ হয়েছিল জাহাঙ্গীর এবং রবার্ট ক্লাইভের মধ্যে।

Ans: অশুদ্ধ।

(ঝ) মোগল সম্রাট শাহ আলম রবার্ট ক্লাইভের সঙ্গে চুক্তি করে বঙ্গ, বিহার এবং উড়িষ্যার দেওয়ানী অর্পণ করেছিলেন।

Ans: শুদ্ধ।

(ঞ) লর্ড ডালহৌসির পর তাদের পরবর্তী গভর্ণর জেনারেল ছিলেন লউঁ রিপন।

Ans: অশুদ্ধ।

(ট) সিপাহী বিদ্রোহের সময় গভর্ণর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

Ans: শুদ্ধ।

(ঠ) মঙ্গল পাণ্ডের সঙ্গে শাস্তিপ্রাপ্ত অন্যজন সিপাহী হলেন ইশ্বরী পাণ্ডে।

Ans: শুদ্ধ।

(ড) ১৮৫৮ সনে কোম্পানীর মুদ্রা থেকে মোগল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল।

Ans: অশুদ্ধ।

(ঢ) ‘ভারত সরকার আইন’ অনুযায়ী ভারতের সর্বোচ্চ শাসনকর্তাকে ভাইসরয় বলা হত।

Ans: শুদ্ধ।

(ন) মহারাণীৰ ঘোষণা পত্র ১৮৫৮ সনে পাঠ করা ব্যক্তি ছিলেন লর্ড ডালহৌসি।

Ans: অশুদ্ধ।

(ত) লর্ড ক্যানিং ‘উডের শিক্ষা সংস্কার প্রকল্প’ প্রবর্তন করেছিলেন।

Ans: শুদ্ধ।

(থ) বিত্তীয় বিকেন্দ্রীকরণ প্রস্তাব ভারতবর্ষে স্থানীয় স্বায়ত্বশাসনের রাস্তা প্রশস্ত করেছিল।

Ans: শুদ্ধ।

(দ) ভারতবর্ষে স্বায়ত্ব শাসনের ভিত্তি নির্মাণ করেছিলেন লর্ড ডাফরিন।

Ans: অশুদ্ধ।

(ধ) লর্ড রিপন প্রত্যেকটি মহকুমায় একটি করে লোকেল বোর্ড (আঞ্চলিক পরিষদ) গঠন করেছিলেন।

Ans: শুদ্ধ।

(ন) ১৮৮৫ খ্রীষ্টাব্দের স্বায়ত্ব শাসন আইনটি জিলা উপায়ুক্তদের লোকেল বোর্ডের সভাপতিত্ব করার ক্ষমতা দিয়েছিল।

Ans: শুদ্ধ।

(প) ১৮৫৩ সনের সনদে লোকসেবার পরীক্ষা ভারতবর্ষে অনুষ্ঠিত করার নির্দেশ ছিল।

Ans: শুদ্ধ।

(ফ) ১৮৬৫ সনের লোকসেবা পরীক্ষায় অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীর সর্বোচ্চ বয়সের সীমা ছিল ২২ বছর।

Ans: শুদ্ধ।

(ব) লোকসেবা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় ছিলেন সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

Ans: অশুদ্ধ।

(ভ) ১৮৭২ সনে আনন্দরাম বরুয়া লোকসেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

Ans: শুদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top