Class 10 Science Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 10 Science Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব and select needs one.
Class 10 Science Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব
Also, you can read SCERT book online in these sections Class 10 Science Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 10 Science Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 10 Science Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব for All Subject, You can practice these here..
বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব
Chapter – 13
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। দণ্ড চুম্বকের নিকটে নিলে কম্পাস কাটার বিক্ষেপণ হয় কেন ?
উত্তরঃ দণ্ড চুম্বকের চুম্বকক্ষেত্র কম্পাস কাটার দুই মেরুতে বল প্রয়ােগ করে। এই বল সমান এবং বিপরীতধর্মী। এই চৌম্বক বলের জন্যই কম্পাস কাটার বিক্ষেপণ ঘটে।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। একটি দণ্ড চুম্বকের চারিদিকে চুম্বকক্ষেত্রসমূহ অংকন কর।
উত্তরঃ
২। চুম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলি লিখ।
উত্তরঃ (i) চুম্বক বলরেখাগুলি বন্ধ বক্র রেখা।
(ii) বলরেখাগুলি কত ঘন তাই দিয়ে চুম্বক ক্ষেত্রের আপেক্ষিক শক্তির মাত্রা নির্ণয় করা হয়।
(iii) যেকোন দুইটি বলরেখা কখনও কাটাকাটা করতে পারে না।
৩। দুইটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন ?
উত্তরঃ দুইটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না। যদি ছেদ করত তবে একই ছেদবিন্দুতে কম্পাস কাটা দুইটি বিভিন্ন দিক নির্দেশ করতে যা বাস্তবে অসম্ভব।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। মনে কর পরিবাহীর একটি বৃত্তাকার কুণ্ডলী টেবিলের সমতলে রাখা হয়েছে। কুণ্ডলীতে ঘড়ির কাটার দিকে বিদ্যুৎ প্রবাহ ঘটাও। ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম প্রয়ােগ করে কুণ্ডলীর অভ্যন্তরে ও বাইরে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় কর।
উত্তরঃ দুই ছিদ্র বিশিষ্ট একটি আয়তাকার কার্ডবাের্ড নিয়ে বাের্ডের সমতলে লম্বভাবে ওই ছিদ্রপথে পরিবাহী তার ঢুকিয়ে বহুপাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি।
কুণ্ডলীর দুই প্রান্তের সঙ্গে একটি ব্যাটারী, সুইচ, এবং রেওষ্টেট শ্রেণিবদ্ধভাবে যুক্ত করে বর্তনী সম্পূর্ণ করি। কার্ডবাের্ডের উপর সমানভাবে হালকা করে লােহাগুড়াে ছড়িয়ে দেই। সুইচ অন করে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ ঘটাই। আস্তে, আস্তে বাের্ডের উপর কয়েকবার টোকা দেই। বাের্ডের উপর লােহার গুড়ার সজ্জা পর্যবেক্ষণ করি। ডানহাতের বৃদ্ধাঙ্গুল নিয়মকে ম্যাক্সওয়েল কর্ক ভ্রু নিয়মও বলে। যদি বিদ্যুৎ প্রবাহের দিকে আমরা কর্ক ভ্রুকে ঘােরাই তবে কর্ক ঔএর দিক চুম্বক ক্ষেত্রের দিক হবে।
২। একটি নির্দিষ্ট অঞ্চলে সর্বত্র চুম্বকক্ষেত্র সমান। একে দেখানাের জন্য একটি চিত্র অংকন কর।
উত্তরঃ চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলি একটি আর একটির সমান্তরাল হয়।
৩। সঠিক উত্তর বেছে নাও ও বিদ্যুত্বাহী দীর্ঘ ঋজু সােলেনয়েভের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র-
(a) শূন্য।
(b) যতই প্রান্তের দিকে যাওয়া যায় ততই কমে যায়।
(c) যতই প্রান্তের দিকে যাওয়া যায় ততই বেড়ে যায়।
(d) সকল বিন্দুতে সমান।
উত্তরঃ (d) সকল বিন্দুতে সমান।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। কোন চুম্বকক্ষেত্রে মুক্তভাবে বিচলনকালে প্রােটনের নীচে উল্লিখিত কোন ধর্মের পরিবর্তন হতে পারে (একাধিক শুদ্ধ উত্তর থাকতে পারে)।
(a) ভর।
(b) দ্রুতি।
(c) বেগ।
(d) ভরবেগ।
উত্তরঃ (c) বেগ এবং (d) ভরবেগ।
২। 13.7 কার্যে AB দণ্ডের সরণ কিভাবে প্রভাবিত হতে পারে
(i) AB দণ্ডে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা হয়,
(ii) অধিক শক্তিশালী U আকৃতি চুম্বক ব্যবহার করা হয়,
(iii) AB দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়।
উত্তরঃ (i) AB দণ্ডে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করলে পরিবাহী অতিরিক্ত বলের প্রভাবে বৃদ্ধি পাবে সুতরাং দণ্ডের সরণ বাড়বে।
(ii) অধিক শক্তিশালী U-আকৃতির চুম্বক ব্যবহার করলে চুম্বক ক্ষেত্রের মান বাড়বে। ফলে দণ্ডে বেগ বেড়ে এর সরণ ঘটাবে।
(iii) AB দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করলে দণ্ডের সরণ বাড়বে কারণ F∝L
৩। কোন চুম্বক ক্ষেত্রের দ্বারা পশ্চিমদিকে নিক্ষেপিত ধনাত্মক আধানযুক্ত কণার যদি উপরদিকে বিক্ষেপণ ঘটে তবে চুম্বক ক্ষেত্রের দিক হবে-
(a) দক্ষিণ দিকে।
(b) পূর্ব দিকে।
(c) নীচের দিকে।
(d) উপর দিকে।
উত্তরঃ (d) উপরদিকে।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। ফ্লেমিং-এর বামহাত নিয়ম লিখ।
উত্তরঃ বামহাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা এই নিটি আঙ্গুল পরস্পর লম্বদিকে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের এবং মধ্যমা বিদ্যুৎ প্রবাহের দিক্ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুল বিদ্যুত্বাহী পরিবাহীর দ্বারা অনুভূত বলের দিক নির্দেশ করে।
২। বৈদ্যুতিক মটরের নীতি কি ?
উত্তরঃ বৈদ্যুতিক মটর একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে চুম্বকক্ষেত্রের
দ্বারা বিদ্যুৎবাহী পরিবাহীর উপর প্রযুক্ত বল বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
৩। বৈদ্যুতিক মটরে স্পি টরিং-এর ভূমিকা কি ?
উত্তরঃ বৈদ্যুতিক মটরে স্পিটরিং কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহকে বিপরীতমুখী করে। অর্থাৎ বৈদ্যুতিক মটরে প্লিটরিং কমুটেটরের কার্য সম্পাদন করে। প্রত্যেক অর্ধ ঘূর্ণনের ফলে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয় বলে কুণ্ডলী এবং অক্ষদণ্ড অবিরামভাবে ঘুরতে থাকে।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উপায় ব্যাখ্যা কর।
উত্তরঃ কুণ্ডলীতে বিদ্যুৎ আবিষ্ট হবে যখন
(i) ঘূর্ণনশীল চুম্বকটি দুইবার লম্ব এবং দুইবার সমান্তরাল হবে তখন বলরেখার পরিবর্তনের ফলে।
(ii) পাশের কুণ্ডলীতে বিদ্যুতের পরিবর্তনের জন্য।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। বিদ্যুৎ উৎপাদকের নীতি কি ?
উত্তরঃ বৈদ্যুতিক মটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। একটি বিদ্যুৎবাহী পরিবাহীকে চুম্বকক্ষেত্রে স্থাপন করলে পরিবাহীর উপর একটি বল ক্রিয়াশীল হয়- এই নীতি বৈদ্যুতিক মটরের মূল ভিত্তি। আবার বিদ্যুৎ উৎপাদনে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এর মূল নীতি বিদ্যুৎ চুম্বকীয় আবেশ।
২। একমুখী বিদ্যুৎ প্রবাপ্পে কয়েকটি উৎসের নাম কর।
উত্তরঃ ড্রাইসেল, বটন সেল, লেভ একুমুলেটর ইত্যাদি।
৩। কোন উৎস পরিবর্তী বিদ্যুৎ উৎপন্ন করে ?
উত্তরঃ পরিবর্তী বিদ্যুৎ উৎপন্ন করে এসি জেনারেটার।
৪। সঠিক উত্তর বেছে নাও-
কোন চুম্বকক্ষেত্রে একটি আয়তাকার কুণ্ডলীকে ঘুরানাে হচ্ছে। আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের একবার দিক পরিবর্তন হয় প্রতি-
(a) দুই ঘূর্ণনে।
(b) এক ঘূর্ণনে।
(c) অর্ধ ঘূর্ণনে।
(d) এক-চতুর্থাংশ ঘূর্ণনে।
উত্তরঃ (b) এক ঘূর্ণনে।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। বিদ্যুৎ বর্তনী ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য ব্যবহৃত দুইটি ব্যবস্থার উল্লেখ কর।
উত্তরঃ আরদিং (Earthing) এবং বৈদ্যুতিক ফিউস (Electric fuse)।
২। কোন গৃহবৰ্তনীর (220V) বিদ্যুৎ প্রবাহের হার 5A এতে 2kw এর বৈদ্যুতিক চুল্লী চালানাে হয়েছে। এর ফল কি হতে পারে বলে মনে কর। ব্যাখ্যা কর।
উত্তরঃ বৈদ্যুতিক চুল্লীতে বিদ্যুৎ প্রবাহিত হবে, I = P/V
= 2kw/220v
= 2000w/220v
= 9.09 এম্পিয়ার।
কিন্তু বিদ্যুৎ প্রবাহের হার 5 এম্পিয়ার। সুতরাং অতিরিক্ত বিদ্যুৎ আসায় ফিউজ ছিড়ে যাবে ফলে বিদ্যুৎ সংযােগ বিচ্ছিন্ন হবে।
৩। গৃহৰ্তনীতে সীমার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ রােধের জন্য কি কি সাবধানতা অবলম্বন করা উচিৎ।
উত্তরঃ (i) পরিবাহী তার অপরিবাহী পদার্থ বা PVC দ্বারা আচ্ছাদিত করতে হয়।
(ii) বর্তনীটি বিভিন্ন ভাগে বিভক্ত করে প্রতিটি ভাগে ফিউজ ব্যবহার করতে হয়।
(iii) এয়ার কণ্ডিসান, ফ্রীজ, গিজার, হিটার ইত্যাদি একসঙ্গে ব্যবহার না করে ভাগে ভাগে ব্যবহার করা উচিৎ।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
১। নীচের কোনটি কোন দীর্ঘ ঋজু তারের নিকটে চুম্বক ক্ষেত্রের সঠিক বর্ণনা-
(a) ক্ষেত্রটি তারের লম্বভাবে থাকা কতকগুলাে সরলরেখার সমষ্টি।
(b) ক্ষেত্রটি তারের সমান্তরালভাবে থাকে কতকগুলাে সরলরেখার সমষ্টি।
(c) ক্ষেত্রটি তার থেকে উৎপন্ন অরীয় (ব্যাসার্ধের ন্যায়) রেখার সমষ্টি।
(d) ক্ষেত্রটি তারকে কেন্দ্র করে কতকগুলাে এক কেন্দ্রীক বৃত্তের সমষ্টি।
উত্তরঃ (d) ক্ষেত্রটি তারকে কেন্দ্র করে কতকগুলাে এক কেন্দ্রীক বৃত্তের সমষ্টি।
২। বিদ্যুৎ চুম্বক আবেশ হল এমন পরিঘটনা যার দ্বারা
(a) কোন বস্তুকে আধানযুক্ত করা যায়।
(b) কোন কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের সাহায্যে চুম্বকক্ষেত্র উৎপন্ন করা যায়।
(c) চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির সাহায্যে কুণ্ডলীতেnআবিষ্ট বিদ্যুৎ উৎপাদন করা যায়।
(d) বৈদ্যুতিক মটরের কুণ্ডলীকে ঘুরানাে যায়।
উত্তরঃ (c) চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির সাহায্যে কুলীতে আবিষ্ট বিদ্যুৎ উৎপাদন করা যায়।
৩। বিদ্যুৎ উৎপাদনের কৌশলকে বলে—
(a) বিদ্যুৎ উৎপাদক।
(b) গ্যালভেননামিটার।
(c) এমিটার।
(d) মটর।
উত্তরঃ (a) বিদ্যুৎ উৎপাদক।
৪। AC উৎপাদক এবং DC উৎপাদকের মধ্যে বিশেষ পার্থক্য এই যে-
(a) AC উৎপাদকে বিদ্যুৎ চুম্বক এবং DC উৎপাদকে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়।
(b) DC উৎপাদক উচ্চতর ভােল্টেজ উৎপন্ন করে।
(c) AC উৎপাদক উচ্চতর ভােল্টেজ উৎপন্ন করে।
(d) AC উৎপাদকে টিরিং এবং DC উৎপাদকে কমুটেটর ব্যবহার করা হয়।
উত্তরঃ (d) AC উৎপাদকে স্লিপটরিং এবং DC উৎপাদকে কমুটেটর ব্যবহার করা হয়।
৫। শর্ট সার্কিটের সময় বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ।
(a) অধিক হ্রাস পায়।
(b) পরিবর্তিত হয় না।
(c) অতিরিক্ত বৃদ্ধি পায়।
(d) অবিরামভাবে পরিবর্তিত হয়।
উত্তরঃ (c) অতিরিক্ত বৃদ্ধি পায়।
৬। নীচের বাক্যগুলি সত্য না মিথ্যা
(a) বৈদ্যুতিক মটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে।
(b) বিদ্যুৎ উৎপাদক বিদ্যুৎ চুম্বকীয় আবেশ নীতির দ্বারা কর্মক্ষম হয়।
(c) বিদ্যুৎবাহী কোন বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বকক্ষেত্র রেখা সমান্তরাল, সরলরৈখিক হয়।
(d) সবুজ অন্তরক যুক্ত তার সাধারণত বিদ্যুৎ সরবরাহের লাইভওয়ার।
উত্তরঃ (a) মিথ্যা, ইহা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
(b) সত্য।
(c) সত্য।
(d) মিথ্যা, সবুজ অন্তরিত তার সাধারণতঃ লাইভ ওয়ার হিসাবে ব্যবহার হয়।
৭। চুম্বকক্ষেত্র উৎপাদনের দুইটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তরঃ স্থায়ী চুম্বক, বিদ্যুৎ চুম্বক এবং পৃথিবীর চুম্বকক্ষেত্র।
৮। সােলেনয়েড কিভাবে চুম্বকের মত আচরণ করে ? দণ্ড চুম্বকের সাহায্যে বিদ্যুৎবাহী সােলেনয়েডে উত্তর এবং দক্ষিণ মেরু চিহ্নিত করা যায় কি ? ব্যাখ্যা কর।
উত্তরঃ সােলেনয়েড এবং বার মেগনেট উভয়েরই চুম্বক ক্ষেত্রের ধরন একই। দণ্ড চুম্বকের মতাে সােলেনয়েডের একটি উত্তর মেরু ধর্মী এবং অপরটিbদক্ষিণ মেরু ধৰ্মী। সােলেনয়েডের এক প্রান্তে দণ্ড চুম্বকের উত্তর মেরু আনলে আকর্ষিত হলে সােলেনয়েডের সেই প্রান্ত হবে দক্ষিণ মেরু এবং অপরটি উত্তর মেরু। আর যদি বিকর্ষণ হয় তবে সােলেনয়েডের কাছে প্রান্ত হবে উত্তরমেরুbএবং অপরপ্রান্ত দক্ষিণ মেরু ।
৯। কোন চুম্বকক্ষেত্রে স্থাপিত বিদ্যুত্বাহী পরিবাহীর উপর কখন সর্বোচ্চ পরিমাণ বল ক্রিয়াশীল হয় ?
উত্তরঃ যখন চৌম্বক ক্ষেত্রের লম্বের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর উপর সর্বোচ্চ পরিমাণ বল ক্রিয়াশীল হয়।
১০। কম্পনাংকর কোন কক্ষে দেওয়ালের দিকে পিঠ দিয়ে তুমি বসে আছ। পেছনের দেওয়াল থেকে সামনের দেওয়ালের দিকে অনুভূমিকভাবে ইলেক্ট্রন রশ্মি গতি করার সময় তােমার ডানদিক থেকে একটি শক্তিশালী চুম্বকক্ষেত্র এর বিক্ষেপণ ঘটায়। চুম্বকক্ষেত্রের দিক কি হবে ?
উত্তরঃ ফ্লেমিংয়ের বামহাতের নিয়ম মতে চৌম্বকক্ষেত্র লম্বভাবে নীচের ক্রিয়া করে।
১১। বৈদ্যুতিক মটরের একটি রেখাচিত্র অংকন কর। এর নীতি ও কার্যপ্রণালী ব্যাখ্যা কর। বৈদ্যুতিক মটর স্পিটরিং-এর ভূমিকা কি ?
উত্তরঃ বৈদ্যুতিক মােটর একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে চুম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎবাহী পরিবাহীর উপর প্রযুক্ত বল বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
চিত্রে একটি আয়তাকার কাঠামাে ABCD-এর উপর তার জড়িয়ে একটি তারের কুণ্ডলী একটি চুম্বকের দুই মেরুর মাঝখানে স্থাপন করা হয়েছে। XY একটি বৃত্তাকার দ্বিধা বিভক্ত আংটি। কুণ্ডলীর তারের দুইপ্রান্ত দ্বিধা বিভক্ত আংটি দুইটির সঙ্গে সংযােগ করা হল। একে স্পিল রিং বলে। স্পিল রিংটি পরিবাহী নির্মিত ব্রাস C₁ -র C₂ -এর মধ্যে এমনভাবে সংযােগ করা হয় যাতে স্পিলট রিং ঘােরার সময় ব্রাসদ্বয় ঘেঁষে পিছলে যায় কিন্তু সংযােগ বিচ্ছিন্ন হয় না। C₁ এবং C₂ – ব্রাসদ্বয় কোষের দুই মেরুর সঙ্গে যুক্ত করা হয়। বর্তনীতে বিদ্যুৎপ্রবাহ চালিত করলে AB এবং CD বাহুদ্বয়ে সমান এবং বিপরীতমুখী বল
ক্রিয়া করে। বলযুগ্মদ্বয়ের প্রভাবে স্পিলট সহ কুণ্ডলীর ঘূর্ণন আরম্ভ হয়। সমস্ত ব্যবস্থাটি এমন যে কুণ্ডলীটি আধানকে ঘুরার পর ব্রাস C₁ C₂ এবং স্পিলট -এর দ্বারা বিদ্যুৎ প্রবাহের বিপরীতমুখী হয় যাতে বল যুগ্নকুণ্ডলীকে একই দিকে ঘূর্ণনশীল রাখে। বর্তনীর বিদ্যুৎশক্তির থেকে কুণ্ডলীর দ্বারা লাভ করা গতিশক্তি ঘূর্ণন গতি উৎপন্ন করে। এই ঘূর্ণন গতিশক্তিকে নানারূপ কার্যে ব্যবহার করা হয়।
১২। কয়েকটি যন্ত্রের নাম উল্লেখ কর যাতে বৈদ্যুতিক মটর ব্যবহৃত হয়।
উত্তরঃ বৈদ্যুতিক পাখা, ওয়াশিং মেসিন, মিক্সি, কম্পিউটার, ইত্যাদিতে বৈদ্যুতিক মটর ব্যবহার করা হয়।
১৩। অন্তরিত কপার তারের একটি কুণ্ডলী গ্যালভেনােমিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। কি ঘটবে যদি একটি দণ্ড চুম্বক
(i) কুণ্ডলীতে ঠেলে দেওয়া হয়।
(ii) কুণ্ডলীর অভ্যন্তর থেকে টেনে বার করা হয়।
(iii) কুণ্ডলীর ভিতর স্থির অবস্থায় রাখা হয় ?
উত্তরঃ (i) কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ আবিষ্ট হবে এবং গ্যালভেনােমিটারের কাটা ঘুরবে।
(ii) কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ আবিষ্ট হবে কিন্তু বিপরীত ধর্মী এবং গ্যালভেনােমিটারের কাঁটা বিপরীত দিকে ঘুরবে।
(iii) কুণ্ডলীতে কোনাে বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং গ্যালভেনােমিটারের কাটাও ঘুরবে না।
১৪। দুইটি বৃত্তাকার কুণ্ডলী A এবং B পরস্পরের কাছাকাছি রাখা হয়েছে। যদি প্রথম কুণ্ডলী A-তে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পরিবর্তন হয়। দ্বিতীয় কুণ্ডলী B-তে কিকিছু পরিমাণ বিদ্যুৎ আবিষ্ট হবে ? কারণ দর্শাও।
উত্তরঃ হ্যা, A-তে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পরিবর্তন করলে B-তে কিছু পরিমাণ বিদ্যুৎ আবিষ্ট হবে। চৌম্বক বলরেখার পরিবর্তনের জন্যই এটা হবে।
১৫। দিক নির্ণয়ের নিয়ম উল্লেখ কর।
(i) বিদ্যুত্বাহী ঋজু পরিবাহীর চারিদিকে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের।
(ii) কোন চুম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপিত বিদ্যুৎবাহী ঋজু পরিবাহীর দ্বারা অনুভব করা বলের।
(iii) কোন চুম্বকক্ষেত্রে ঘূর্ণনশীল কুণ্ডলীতে উৎপন্ন আবিষ্ট বিদ্যুতের।
উত্তরঃ (i) ডানহাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম। বিদ্যুৎ প্রবাহের দিক্ ডানহাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা নির্দেশ করে বিদ্যুত্বাহী তারটিকে মুষ্টিবদ্ধ করে ধরলে অবশিষ্ট আঙ্গুলগুলি যে দিকে পাক খায় সেই দিকেই চৌম্বক ক্ষেত্রের দিক।
(ii) ফ্লেমিং-এর বামহাত নিয়ম- পরস্পরের লম্বভাবে বামহাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল প্রসারিত করলে তর্জনী বিদ্যুৎ প্রবাহের এবং মধ্যমা চুম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুল বিদ্যুত্বাহী পরিবাহির দ্বারা অনুভূত চুম্বক বলের দিক নির্দেশ করে।
(iii) ফ্লেমিং-এর ডানহাত নিয়ম- ডানহাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের লম্বভাবে প্রসারিত করলে তর্জনী চুম্বকক্ষেত্রের দিক্ এবং বৃদ্ধাঙ্গুল পরিবাহির গতির দিক নির্দেশ করলে মধ্যমা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে।
১৬। একটি চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদকের নীতি ও কার্যপ্রণালী ব্যাখ্যা কর। এখানে ব্রাসের ভূমিকা কি ?
উত্তরঃ পরিবর্তী বিদ্যুৎ উৎপাদক (AC Generator)-
পরিবর্তী বিদ্যুৎ উৎপাদক এবং বৈদ্যুতিক মটরের গঠন প্রণালী প্রায় অনুরূপ। চিত্ৰতে একটি সরল পরিবর্তী প্রবাহ উৎপাদকের মূল উপাংশসমূহ
দেখানাে হয়েছে। এই মূল উপাংশগুলি হল-
(i) আর্মেচার (amature) একটি ফ্রেম বা সিলিণ্ডারের উপর অন্তরিত পরিবাহী তার দ্বারা প্রস্তুত করা একটি ঘূর্ণনশীল কুণ্ডলী।
(ii) একটি শক্তিশালী চুম্বক।
(ii) একটি পরিবর্তক (Commutator)- এটি গােলাকার দুটি ধাতব আংটির সমষ্টি (S₁ S₂) এবং (iv) দুইটি সংযােগকারী কার্বন ব্রাস (B₁ B₂)। আংটি দুইটি ব্রাসের উপর দিয়ে পিছলে যেতে পারে বলে এদের শ্লিপ রিং (Slip Ring) বলে। আর্মেচারটি চুম্বকের দুই মেরুর মাঝখানে রাখা হয়। কোনাে বাহ্যিক উপায়ে আর্মেচারটি যান্ত্রিকভাবে ঘুরানাে হয়। টারবাইনে উত্তপ্ত বাষ্পের প্রসারণের ফলে সম্পদিত কার্য থেকে বাণিজ্যিক উৎপাদকের জন্য যান্ত্রিক ঘূর্ণন সৃষ্টি করা হয়। আর্মেচার চুম্বকের দুই মেরুর মধ্যে ঘুরতে আরম্ভ করার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে পার হয়ে যাওয়া চুম্বকক্ষেত্র রেখাগুলির সংখ্যার পরিবর্তন হয়। এর ফলে ফেরাডের সূত্র অনুসারে আর্মেচারের দুই প্রান্তে এক বিভবভেদ আবিষ্ট হয়। এক পাক সম্পূর্ণ ঘূর্ণনের প্রথম অন্ধ্রপাকে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক পরবর্তী অদ্ধপাকে আবিষ্ট প্রবাহের দিকের সম্পূর্ণ বিপরীত। অতএব আর্মেচারের প্রত্যেক অর্ধপাক ঘূর্ণনের পরে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয়, এর ফলে উৎপাদক থেকে এক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ উৎপাদন হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া আবিষ্ট বিভব ভেদ আর্মেচার সংযােগী ব্রাস B₁ এবং B₂ এর দুই প্রান্তে উপলব্ধি হয়।
১৭। বিদ্যুতের শর্ট সার্কিট কখন উৎন্ন হয় ?
উত্তরঃ মাত্রাতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে শর্ট সার্কিট উৎপন্ন হয়। শর্ট সার্কিট থেকে বর্তনীকে রক্ষা করার জন্য সর্বাধিক উল্লেখযােগ্য নিরাপত্তা ব্যবস্থা হল বর্তনীতে ফিউজের ব্যবহার।
১৮। আর্থ ওয়ারের কাজ কি ? ধাতব যন্ত্রাদির আর্থিং প্রয়ােজনীয় কেন ?
উত্তরঃ গৃহে সরবরাহের একটি তার লাল অন্তরকে আবৃত একে লাইফওয়ার বলে। অপর তারটি লাল অন্তরকে আবৃত। একে নিউট্রাল ওয়ার বলে। দুই তাতের বিভব ভেদ 220 ভােল্ট। সুতরাং অন্তরকে আবৃত তৃতীয় তারকে আর্থ ওয়ার বলে। ভূ-অভ্যন্তরে স্থাপিত ধাতব পাতের সঙ্গে একে যুক্ত করা হয়। যন্ত্রাদির ধাতব দেহ কোনভাবে বিদ্যুযুক্ত হলে যাতে সরবরাহকারী মারাত্মক রকম বিদ্যুৎপৃষ্ট না হয় সেটা সুনিশ্চিত করার জন্য নিরাপত্তার জন্য আর্থ ওয়ার ব্যবহার করা হয়।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
১। বিদ্যুৎ প্রবাহী কোনাে পরিবাহীর নিকট চুম্বকীয় বলরেখা বা ক্ষেত্ররেখাগুলির আকার কি ধরনের ?
উত্তরঃ বলরেখার আকার বৃত্তাকার।
২। ম্যাক্সওয়েলের ডানহাতের নিয়ম’ কি বুঝায় ? নিয়মটি কি ?
উত্তরঃ ম্যাক্সওয়েলের ডানহাতের নিয়ম দ্বারা চুম্বকক্ষেত্রের দিক্ নিৰ্ণয় করা যায়।
নিয়ম হল এইরূপ-
বিদ্যুৎ প্রবাহের দিকে বুড়া আঙ্গুলটি রেখে প্রবাহী তারটি মুঠো করে ধরার কল্পনা করলে বাকি আঙুলগুলি যেদিকে পাক খায় সেই দিকেই চুম্বক ক্ষেত্রের দিক।
৩। মনে কর, 50টি বৃত্তাকার কুণ্ডলী একটির মধ্য দিয়া প্রবাহ
পাঠালে কেন্দ্রে হওয়া চুম্বকক্ষেত্রটির প্রবলতা ‘X’। প্রবাহ একই রেখে পাকের সংখ্যা 10 -এ কমিয়ে আনলে নতুন ক্ষেত্রটির প্রবল হবে।
(a) 10X
(b) X/5
(c) 5x
(d) 50x
উত্তরঃ (b) X/5
৪। সলিনয়েড কি ?
উত্তরঃ একটি লম্বা অন্তরিত তার বৃত্তাকার পাকিয়ে স্পিংয়ের মতাে কুণ্ডলী করে তার মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীটিকে সলিনয়েড বলে।
৫। লােহার একটি টুকরাকে কিভাবে চুম্বক পরিবর্তন করবে তা ব্যাখ্যা কর।
উত্তরঃ এক টুকরা লােহাকে সলিনয়েডের কুণ্ডলীর ভিতর রেখে কুণ্ডলীর মধ্য দিয়া প্রবাহ চালিত করলে লােহার চুকরাটি চুম্বকত্ব লাভ করে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সঙ্গে সঙ্গে চুম্বকক্ষেত্রের সঙ্গে লােহার চুকরাটিও চুম্বকত্ব হারায়।
৬। ফ্লেমিং-এর বামহস্তের নীতি কি সূচনা করে ? নীতিটি লিখ ?
উত্তরঃ ফ্লেমিং-এর বামহস্তের নীতি দ্বারা প্রবাহ এবং চুম্বকক্ষেত্রের দিকের সাপেক্ষে চৌম্বক বলের দিক নির্ণয় করা যায়। এই নীতিটি হল এইরূপ-
বামহস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে।
৭। পশ্চিম হতে পূর্বে প্রবাহিত হওয়া পরিবাহী একটি চুম্বকক্ষেত্ৰতে রাখা হয়েছে। চুম্বক ক্ষেত্রের দিক যদি উলম্বভাবে উপরের দিকে হয় তবে পরিবাহীটির উপর কোনদিকে চৌম্বিক বল ক্রিয়া করবে ?
উত্তরঃ চুম্বকক্ষেত্রের সঙ্গে সমান্তরাল হয়ে থাকা ছাড়া বাকি যেকোন দিবিন্যাসেই চৌম্বক বল পরিবাহীটির উপর ক্রিয়া করবে। এখানে দক্ষিণ থেকে উত্তরদিকে হবে।
৮। বিদ্যুৎ প্রবাহিত না হওয়া পরিবাহী একটিতে অনেক মুক্ত ইলেক্ট্রন থাকে। কিন্তু চুম্বকক্ষেত্রে রাখলে প্রবাহ না থাকা পরিবাহীর উপর কোনাে বল ক্রিয়া করে না অথচ প্রবাহী পরিবাহীর উপর বল ক্রিয়া করে। এর কারণ কি ?
উত্তরঃ পরিবাহীতে থাকা মুক্ত ইলেট্রনের গতিই বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। প্রবাহী পরিবাহীর একটি যখন চুম্বকক্ষেত্রে রাখা হয়, এই গতিশীল ইলেট্রনগুলির উপর চুম্বকক্ষেত্র বল প্রয়ােগ করে। এই সচল ইলেকট্রনগুলি যেহেতু পরিবাহীর ভিতরে আবদ্ধ হয়ে থাকে সেইজন্য এই বলগুলি পরিবাহীটির উপর ক্রিয়া করে।
৯। বৈদ্যুতিক মােটর নির্মাণে কি নীতি ব্যবহার করা হয় ?
উত্তরঃ বৈদ্যুতিক মােটর একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে চুম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎবাহী পরিবাহীর উপর প্রযুক্ত বল বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
১০। বৈদ্যুতিক মােটরশক্তিশক্তিতে রূপান্তর করা হয়।
উত্তরঃ বিদ্যুৎ ; যান্ত্রিক।
১১। বৈদ্যুতিক মােটরে থাকা স্পিল রিংটির কাজ কি ?
উত্তরঃ স্পিলট রিংটির কাজ হল বলযুগ্ম কুণ্ডলীকে একই দিকে ঘূর্ণনশীল রাখা।
১২। বিদ্যুৎ উৎপাদকে-
(a) বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।
(b) যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
(c) রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
(d) কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ পাঠিয়ে কুণ্ডলীটি ঘুরানাে হয়।
উত্তরঃ (b) যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
১৩। একটি বিদ্যুৎবাহী পরিবাহী কোনাে চুম্বকক্ষেত্রের সমান্তরালভাবে স্থাপন করা হয়েছে। পরিবাহীটি কোনমুখী বল অনুভব করবে ?
উত্তরঃ বিদ্যুৎবাহী পরিবাহী কোনাে চুম্বকক্ষেত্রে সমান্তরালভাবে স্থাপন করলে পরিবাহীটির বলের মান শূন্য হয়।
১৪। ডান হাত বৃদ্ধাঙ্গুল নিয়মের প্রয়ােজনীয়তা কি ?
উত্তরঃ ডান হাত বৃদ্ধাঙ্গুল নিয়মের দ্বারা চুম্বকক্ষেত্রের দিক নির্ণয় করা হয়।
১৫। বিদ্যুৎ চুম্বকের মেরুত্ব কিভাবে পরিবর্তন করা যায় ?
উত্তরঃ বিদ্যুৎ চুম্বকের কুণ্ডলীটির প্রবাহের দিক পরিবর্তন করে বিদ্যুৎ চুম্বকের মেরুত্ব পরিবর্তন করা যায় ।
১৬। একটি নিউট্রন (প্রােটনের সমান ভর সম্পন্ন অথচ আধানহীন কণা) একটি চুম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল। কণাটি কোনাে বল অনুভব করে কি ?
উত্তরঃ যেহেতু নিউট্রনগুলি আধানহীন, সেইজন্য চুম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল নিউটন কণা কোনাে বল অনুভব করে না।
১৭। বৈদ্যুতিক মােটর ব্যবহৃত হয় এমন দুটি নিত্য ব্যবহার্য সরঞ্জামের নাম কর।
উত্তরঃ বৈদ্যুতিক পাখা, মিক্সার ইত্যাদিতে বৈদ্যুতিক মােটর ব্যবহার করা হয়।
১৮। কোনাে স্থির বিদ্যুৎ আধানের উপর চুম্বকক্ষেত্র চুম্বক বল প্রয়ােগ করে কি ?
উত্তরঃ স্থির বিদ্যুৎ আধানের উপর কোনাে চুম্বকক্ষেত্র চুম্বকবল ক্রিয়া করে না।
১৯। কোন অনুভূমিক ‘চুম্বকক্ষেত্রের দিক পশ্চিমমুখী। এই চুম্বকক্ষেত্রে একটি ইলেকট্রন যদি অনুভূমিকভাবে উত্তরদিকে গতিশীল হয় তবে চুম্বক বল-এর উপর কোনদিকে ক্রিয়াশীল হয় ?
উত্তরঃ চুম্বক বল ইলেকট্রনটির উপর উধ্বমুখী ক্রিয়া করে।
২০। দুটি সরঞ্জামের নাম কর যাতে কোন চুম্বকক্ষেত্র দ্বারা আধানের উপর একটি প্রযুক্ত বল ব্যবহার করা হয়।
উত্তরঃ অ্যামিটার এবং ভােল্টমিটার।
২১। পরিবাহী দ্বারা তৈরি দুইটি কুণ্ডলী পাশাপাশি রাখা হয়েছে। প্রত্যেকটি কুণ্ডলীর সঙ্গে একটি ব্যাটারী এবং একটি অ্যামিটার সংযােগ করা আছে এবং প্রত্যেকের মধ্য দিয়া স্থির বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন কুণ্ডলী দুইটি যদি সরিয়ে নেওয়া হয় তবে কুণ্ডলী দুইটিতে থাকা অ্যামিটারের পাঠের কোনাে পরিবর্তন হবে কি ?
উত্তরঃ অ্যামিটারের কাটা পূর্বের অবস্থান থেকে বিপরীতদিকে ঘুরবে।
২২। একটি পরীক্ষার দ্বারা প্রমাণ কর যে, কোনাে বিদ্যুত্বাহী পরিবাহী চুম্বকক্ষেত্র উৎপন্ন করে ?
উত্তরঃ ডেনিস পদার্থবিদ অরস্টেড আবিষ্কার করেছিলেন, কোনাে বিদ্যুত্বাহী পরিবাহীর কাছে কোনাে কম্পাস কাঁটা রাখলে তার বিক্ষেপণ হয়। এ থেকে প্রমাণিত হয় বিদ্যুত্বাহী পরিবাহীর চারপাশে একটি চুম্বকক্ষেত্র উৎপন্ন হয়।
একটি দীর্ঘ অন্তরিত কপার তার, একটি ব্যাটারী এবং একটি সুইচ সংগ্রহ করে একটি বর্তনী গঠন করি যাতে কপার তার উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। একটি ছােট কম্পাস কাটা তারের নীচে রাখি। কাছে কোনাে চুম্বক না থাকলে কম্পাস কাঁটা উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করবে।
এখন সুইচের সাহায্যে বর্তনীর ভিতর বিদ্যুৎপ্রবাহ চালিত করলে কম্পাসু কাটার উত্তর-দক্ষিণ অবস্থানের দিক্ বিচ্যুতি ঘটতে দেখা যাবে। যদি বিদ্যুৎপ্রবাহ তারের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণের দিকে যায় তবে কম্পাস কাটার উত্তর মেরু পূর্বদিকে যাবে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে কম্পাস কাটা পূর্বের অবস্থান ঘুরে আসবে। বিদ্যুৎপ্রবাহের দিক্ পরিবর্তন করলে কাটার বিক্ষেপণ বিপরীতমুখী হবে।
২৩। অরষ্টেডের পরীক্ষাটি কি ছিল ? এই পরীক্ষা বিদ্যুৎ এবং চুম্বকত্ব সম্পর্কে আমাদের ধারণা কিভাবে বুঝিয়ে দেয় কয়েকটি বাক্যে পরিস্ফুট কর।
উত্তরঃ অরষ্টেড আবিষ্কার করেন- বিদ্যুৎপ্রবাহের ফলে চুম্বকক্ষেত্র উৎপন্ন হয়। এই আবিষ্কারের অল্পকাল পরে ফরাসী বৈজ্ঞানিক আন্দ্রে অ্যাম্পিয়ার এই সিদ্ধান্তে উপনীত হন যে, কোনাে চুম্বকক্ষেত্রও তবে বিদ্যুৎবাহী পরিবাহীর উপর বল প্রয়ােগ করে। কিন্তু উনিশ শতকে বৈজ্ঞানিকেরা বিদ্যুৎ ও চুম্বকের মধ্যে কোনাে সম্পর্ক ও চুম্বকের মধ্যে কোনাে সম্পর্ক আছে বলে ভাবেন নাই। কিন্তু অরষ্টেডের পরীক্ষায় প্রমাণ হয় যে বিদ্যুৎ প্রবাহের ফলে তারে চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয়।
২৪। একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর, কোনাে চুম্বকক্ষেত্রে স্থাপিত বিদ্যুত্বাহী পরিবাহী একটি বল অনুভব করে।
উত্তরঃ একটি শক্তিশালী ইউ আকৃতির চুম্বকের দুই মেরুর মধ্যে একটি কণার বা অ্যালুমিনিয়াম দণ্ড AB অনুভূমিকভাবে স্থাপন করি। চুম্বকের দুই মেরুকে একটির উপর দিকে অপরটি স্থাপন করি যাতে উল্লম্বদিকে চুম্বকক্ষেত্র উৎপন্ন হয়। দণ্ডের দুইপ্রান্ত যেন উত্তর-দক্ষিণমুখী থাকে। এই দণ্ড একটি ব্যাটারী এবং সুইচ পরস্পর যুক্ত করে বর্তনী তৈরি করে। এখন দণ্ডের মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত করলে এর বিক্ষেপণ ঘটবে এবং চুম্বকের মেরুর মধ্য থেকে বাইরে যাবে।
২৫। ইস্পাতের পরিবর্তে কাচা (নরম) লােহাকে বিদ্যুৎ চুম্বকের সজারূপে ব্যবহার করা হয় কেন ?
উত্তরঃ ইস্পাত্রে চুম্বকত্ব স্থায়ী কিন্তু কাচা লােহার চুম্বকত্ব অস্থায়ী। সেইজন্য একটি কাচা লােহার দণ্ড সলিনয়েডের কুণ্ডলীর ভিতর রেখে বিদ্যুৎ প্রবাহিত করলে লােহার দণ্ডটি চুম্বকত্ব লাভ করে আবার প্রবাহ বন্ধ করলে চুম্বকত্ব লােপ পায়। ইস্পাতে ইহা সম্ভব নহে।
২৬। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র লিখ।
উত্তরঃ বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র হল-
যখনই পরিবাহী কুণ্ডলী অতিক্রমকারী চুম্বকক্ষেত্র রেখার পরিবর্তন হয়, তখন কুণ্ডলীতে বিভব পার্থক্য আবিষ্ট হয়, বা কুণ্ডলীতে তাৎক্ষণিক বিদ্যুৎ প্রবাহ প্রেরণ করে। যতক্ষণ কুণ্ডলীতে চুম্বকক্ষেত্র রেখার পরিবর্তন হয় ততক্ষণ আবিষ্ট ভােল্টেজ থাকে। আবিষ্ট ভােল্টেজের পরিমাণ কুণ্ডলীতে চুম্বকক্ষেত্র রেখার পরিবর্তনের সমানুপাতিক।
২৭। একটি ঋজু পরিবাহীর নীচে একটি মুক্ত চুম্বক শলাকা আছে। চুম্বকশলাকা উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করছে। পরিবাহীতে বিদ্যুৎপ্রবাহ চালিত করা সত্ত্বেও চুম্বক শলাকার বিক্ষেপণ হয়নি। এর কারণ কি হতে পারে ?
উত্তরঃ পরিবাহীতে বিদ্যুৎপ্রবাহ চালিত করা সত্ত্বেও চুম্বক শলাকার বিক্ষেপ না হওয়ার কারণ হল- চুম্বক শলাকা এবং পরিবাহীর বিদ্যুৎক্ষেত্র পরস্পর সমান্তরালভাবে আছে।
২৮। গতিশীল আধানের উপর চুম্বক বলের ক্রিয়ার দিক্ নিৰ্ণয়ের জন্য ন্যূনতম কি কি জানার প্রয়ােজন হয় ?
উত্তরঃ গতিশীল আধানের উপর চুম্বকবলের ক্রিয়ার দিক জানার জন্য ন্যূনতম আধানের গতির দিক এবং চুম্বকক্ষেত্রের দিক জানার প্রয়ােজন।
২৯। সলিনয়েড কি ? সলিনয়েডে বিদ্যুৎ প্রবারে ফলে উৎপন্ন চুম্বকক্ষেত্রের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন কর।
উত্তরঃ একটি দীর্ঘ অন্তরিত তারকে অনেকগুলি বৃত্তাকার পার্ক দিয়ে স্প্রিং আকৃতির যে কুণ্ডলী উৎপন্ন হয় তাকে সলিনয়েড বলে।
সলিনয়েডের কোনদিক উত্তর মেরু এবং কোনদিক দক্ষিণ মেরু তা জানার জন্য, সলিনয়েডের পাকগুলির মধ্যে যেদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেইদিকে আঙ্গুলগুলি পাক খাইয়ে ডানহাতে সলিনয়েড ধরার কথা কল্পনা করলে বুড়া আঙ্গুলটি যেদিকে থাকবে সেটাই উত্তর মেরু এবং অপর দিকটি দক্ষিণমেরু হবে।
৩০। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কাকে বলে ? বিদ্যুৎ চুম্বকীয় আবেশের পরিঘটনা বুঝার জন্য একটি পরীক্ষা বর্ণনা কর।
উত্তরঃ কোনাে কুণ্ডলীতে চুম্বকীয় বলরেখার পরিবর্তন ঘটিয়ে ক্ষণস্থায়ী বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করার পরিঘটনাকে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। পাশাপাশি
দুটি অন্তরিত কণার তারের কুণ্ডলী লও। প্রথম কুণ্ডলীর সঙ্গে একটি ব্যাটারী একটি সুইচ যুক্ত করে বর্তনী তৈরি কর। অপর কুণ্ডলীর সঙ্গে একটি সংবেদী গ্যালভেনােমিটার যুক্ত কর। এখন একগুচ্ছ লােহার পেরেকের উপর অন্তরিত কণার তার জড়িয়েও বর্তনী তৈরি করা যায়। ভাল ফল পাওয়ার জন্য কুণ্ডলীদ্বয়ে তারের পাকসংখ্যা বেশী হওয়া প্রয়ােজন। প্রথম কুণ্ডলীতে সুইচের সাহায্যে বিদ্যুৎ চালিত কর। সুইচ অন করার সঙ্গে সঙ্গে নিকটবর্তী কুণ্ডলীর গ্যালভেনােমিটারের তাৎক্ষণিক বিক্ষেপণ ঘটে এবং প্রথম কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের মাত্রা স্থির হওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশক মধ্য অবস্থানে ফিরে যায়। অনুরূপে প্রথম কুণ্ডলীর সুইচ বন্ধ করলে গ্যালভেনােমিটারের নির্দেশকের বিপরীত দিকে বিক্ষেপণ হয় এবং প্রথম কুণ্ডলীর বিদ্যপ্রবাহ সর্বোচ্চ মান থেকে শূন্যে পৌছালে নির্দেশক মধ্য অবস্থানে ফিরে যায়।
এই পরীক্ষা থেকে বুঝা যায় যে প্রথম কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎপ্রবাহ হলে দ্বিতীয় কুণ্ডলীর মধ্যেও প্রবাহ হয় অর্থাৎ দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহ আবিষ্ট হয়।
৩১। শূন্যস্থান পূর্ণ কর-
(ক) বিদ্যুৎপ্রবাহ একটি __________ক্ষেত্র উৎপন্ন করে এবং পরিবর্তনশীল __________ ক্ষেত্র __________ উৎপন্ন করে।
উত্তরঃ চুম্বক, চুম্বক, বিদ্যুৎ বল।
(খ) ফ্লেমিং-এর বাম হাত নিয়মে যদি তর্জনী __________এর দিকে নির্দেশ করে, মধ্যমা ___________ এর দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুল __________ দিক নির্দেশ করে।
উত্তরঃ চুম্বকক্ষেত্র, প্রবাহ, বলের।
(গ) কোন চুম্বকক্ষেত্রে একটি গতিশীল আধান কণা এর গতির দিকের __________ বল অনুভব করে।
উত্তরঃ লম্ব।
(ঘ) কোন বিদ্যুত্বাহী কুণ্ডলীর কেন্দ্রে চুম্বকক্ষেত্র ___________।
উত্তরঃ সুষম।
(ঙ) বিদ্যুৎ চুম্বক তৈরি করতে আমরা সজ্জা হিসাবে_________ব্যবহার করি।
উত্তরঃ কোমল লােহা।
(চ) লােহার সংকর ধাতু __________ চুম্বক তৈরীর জন্য
উত্তরঃ স্থায়ী।
(ছ) বৈদ্যুতিক মােটরে__________ শক্তিকে__________শক্তিতে রূপান্তরিত করা হয়।
উত্তরঃ বিদ্যুত, যান্ত্রিক।
(জ) একটি উৎপাদক __________ শক্তিকে _________শক্তিতে রূপান্তরিত করে।
উত্তরঃ যান্ত্রিক, বিদ্যুত।
(ঝ) বিদ্যুত চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র মতে যখনইকুণ্ডলীর চুম্বকক্ষেত্র ___________হয়, তখনই কুন্ডলীতে ___________ আবেশ হয়।
উত্তরঃ পরিবর্তন, বিদ্যুৎ।
(এ) মাইক্রোফোন ___________ বিদ্যুৎশক্তিতে এবং লাউডস্পিকার ____________ শব্দ তরঙ্গে পরিবর্তিত করে।
উত্তরঃ শব্দতরঙ্গ, বিদ্যুৎপ্রবাহকে।
৩২। বিদ্যুৎ চুম্বকের মেরুত্ব কিভাবে পরিবর্তন করা যায় ?
উত্তরঃ বিদ্যুৎ চুম্বকের কুণ্ডলীটির প্রবাহের দিক পরিবর্তন করে বিদ্যুৎ চুম্বকের মেরুত্ব পরিবর্তন করা যায়।
৩৩। একটি নিউট্রন (প্রােটনের সমান ভর সম্পন্ন অথচ আধানহীন কণা) একটি চুম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল। কণাটি কোন বল অনুভব করে কি ?
উত্তরঃ যেহেতু নিউট্রনগুলি আধানহীন, সেইজন্য চুম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল নিউটন কণা কোন বল অনুভব করে না।
৩৪। বৈদ্যুতিক মােটর ব্যবহৃত হয় এমন দুটি নিত্য ব্যবহার্য সরঞ্জামের নাম কর।
উত্তরঃ বৈদ্যুতিক পাখা, মিক্সার ইত্যাদিতে বৈদ্যুতিক মােটর ব্যবহার করা হয়।
৩৫। একটি উল্লম্ব তারের মধ্যে উর্ধ্বমুখে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। একে পশ্চিম থেকে পূর্বমুখী চুম্বকক্ষেত্রে স্থাপন করা হয়। তারটি কোনদিকে বল অনুভব করবে ?
উত্তরঃ ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম অনুযায়ী প্রবাহ উপরের দিকে এবং চুম্বকক্ষেত্র পশ্চিম থেকে পূর্বদিকে হলে বলের দিক দক্ষিণ থেকে উত্তরদিকে হবে।
৩৬। একটি বিদ্যুৎবাহী পরিবাহী কোন চুম্বকক্ষেত্রের সমান্তরালভাবে স্থাপন করা হয়েছে। পরিবাহীটি কোমুখী বল অনুভব করবে ?
উত্তরঃ বিদ্যুত্বাহী পরিবাহী কোন চুম্বকক্ষেত্রের সমান্তরালভাবে স্থাপন করিলে পরিবাহীটির বলের মান শূন্য হয়।