Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ, SCERT Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ can be of great value to excel in the examination.
SCERT Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ
Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.
মূল অর্থনৈতিক সমস্যাসমূহ
Chapter – 13
তৃতীয় খণ্ড (ৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান)
Multiple Choice Questions & Answers
বহুবিকল্পী প্রশ্নোত্তর
১। ‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থটিৰ লেখক ছিলেন____।
(ক) মহাত্মা গান্ধী।
(খ) জওয়াহরলাল নেহরু।
(গ) দাদাভাই নৌরজী।
(ঘ) লালা লাজপত রায়।
Ans: (গ) দাদাভাই নৌরজী।
২। বিশ্বের মোট জনসংখ্যা কত শতাংশ ভারতে আছে?
(ক) ২৭.৫ শতাংশ।
(খ) ১৭.৫ শতাংশ।
(গ) ১৫.৫ শতাংশ।
(ঘ) ১৬.৫ শতাংশ।
Ans: (খ) ১৭.৫ শতাংশ।
৩। বিশ্বের মোট আয়তনের কত শতাংশ ভারতে আছে?
(ক) ২.৪ শতাংশ।
(খ) ২৪ শতাংশ।
(গ) ৪.২ শতাংশ।
(ঘ) ৪২ শতাংশ।
Ans: (ক) ২.৪ শতাংশ।
৪। অসমের সবচাইতে বেশি জনসংখ্যা থাকা জেলা কোনটি?
(ক) নগাঁও।
(খ) ধুবড়ী।
(গ) কামরূপ।
(ঘ) মরিগাঁও।
Ans: (ক) নগাঁও।
৫। মুদ্রাস্ফীতির ফলে কোন শ্রেণির লোক সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
(ক) ব্যৱসায়ী।
(খ) বেতনভোগী।
(গ) বেকার শ্রেণি।
(ঘ) শিক্ষক শ্রেণি।
Ans: (খ) বেতনভোগী।
৬। ভারতের সবচাইতে বেশি জনসংখ্যার ঘনত্ব থাকা রাজ্য কোনটি?
(ক) বিহার।
(খ) উত্তরপ্রদেশ।
(গ) অসম।
(ঘ) পশ্চিমবংগ।
Ans: (ঘ) পশ্চিমবংগ।
৭। ভারতের সংগঠিত খণ্ডে নিয়োগ করা শ্রমিকের সংখ্যা কত?
(ক) ১০ জন বা তাতোধিক।
(খ) ১০ জন হইতে কম।
(গ) ৫ জন বা তাতোধিক।
(ঘ) ৫ জন বা তাতোধিক।
Ans: (ক) ১০ জন বা তাতোধিক।
৮। অসমের জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ১০২৯।
(খ) ৩৯৭।
(গ) ২০০১।
(ঘ) ৩৮০।
Ans: (খ) ৩৯৭।
৯। অসমের জনসংখ্যা অতিপাত বৃদ্ধিতে কোন বিদেশী রাষ্ট্র প্রভাব বিস্তার করিয়াছে?
(ক) বাংলাদেশ।
(খ) নেপাল।
(গ) চীন।
(ঘ) ম্যানমার।
Ans: (ক) বাংলাদেশ।
১০। অসমের লিংগ অনুপাত কত?
(ক) ৯৪০।
(খ) ৩৯৭।
(গ) ৯৬০।
(ঘ) ৯৫৪।
Ans: (ঘ) ৯৫৪।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১১। মুদ্রাস্ফীতি পণ্য ও পরিষেবার মূল্য হ্রাস বোঝায়।
Ans: মিথ্যা।
১২। মুদ্রাস্ফীতি পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায়।
Ans: সত্য।
১৩৷ মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত কৰে।
Ans: মিথ্যা।
১৪। মুদ্রাস্ফীতি রোধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না।
Ans: মিথ্যা।
১৫। ভারতের মতো দেশে কোনো ছদ্ম বেকারত্ব নেই।
Ans: মিথ্যা।
১৬। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বেকারত্বের একটি কারণ।
Ans: সত্য।
১৭। বিশেষ কর্মসংস্থান প্রকল্প বেকারত্ব প্রতিরোধ করতে পারে না।
Ans: মিথ্যা।
১৮। বন্যা আসামের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে।
Ans: মিথ্যা।
১৯। মুদ্রাস্ফীতি ঘটে যখন অর্থের সরবরাহ উৎপাদিত পণ্য ও পরিষেবার চেয়ে কম হয়।
Ans: মিথ্যা।
২০। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়।
Ans: মিথ্যা।
২১। আসামে শিল্প বিকাশের হার খুবই ভালো।
Ans: মিথ্যা।
২২। পরিকল্পনা কমিশনের মতে, গ্রামীণ এলাকার মানুষ যারা মাথাপিছু ১০০ ক্যালোরির কম খায় তাদের দরিদ্র বলে মনে করা হয়।
Ans: মাথাপিছু সর্বনিম্ন ক্যালোরি ২৪০০ ক্যালোরি।
২৩। শহরাঞ্চলে, মাথাপিছু নূন্যতম ক্যালোরি গ্রহণের কম লোককে দরিদ্র হিসাবে বিবেচনা করা হয়।
Ans: মাথাপিছু ২১০০ ক্যালরি।
২৪। ভারতীয় অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য কী?
Ans: ব্যাপক এবং গভীর দারিদ্র্য ভারতীয় অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য।
২৫। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কোন পরিকল্পনা।
Ans: পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৭৮-৭৯)।
২৬। রঙ্গরাজন কমিটি কবে রিপোর্ট পেশ করে?
Ans: ইন ২০১৪ সনে।
২৭। রঙ্গরাজন কমিটির রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ ও শহুরে এলাকার শতকরা শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। আপনি বাস না?
Ans: ২০১১-১২ অনুযায়ী-
(১) গ্রামীণ এলাকায় ৩০.৯ শতাংশ।
(২) শহর এলাকায় ২৬.৪ শতাংশ।
২৮। টেন্ডুলকারের রিপোর্ট অনুসারে, আসামের গ্রামীণ ও শহুরে এলাকার কত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস কৰে?
Ans: (ক) গ্রামীণ এলাকায় ৩৬.৪ শতাংশ।
(খ) শহরাঞ্চলে ২১.৮ শতাংশ।
২৯। আসামে মোট জনসংখ্যার কত শতাংশ দারিদ্র্যের নিচে বাস করে?
Ans: ৪০.৯ শতাংশ।
৩০। রঙ্গারাজন কমিটির রিপোর্ট অনুযায়ী আসামের গ্রামীণ ও শহরাঞ্চলে দারিদ্র্যের নিচে বসবাসকারী মানুষের শতাংশ।
Ans. (ক) গ্রামীণ এলাকায় ৪২.০ শতাংশ।
(খ) শহরাঞ্চলে ৩৪.২ শতাংশ।
রঙ্গারাজন সমিতির মতে।
৩১। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও।
Ans: একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি একই হারে সাধারণ মূল্য বৃদ্ধিকে বোঝায়। পণ্যের দাম বাড়ে, কিন্তু মুদ্রার মান কমে।
৩২। বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের দেশের নাম কি?
Ans: ভারত।
৩৩। বিশ্বের প্রথম জনবহুল দেশের নাম কি?
Ans: চীন।
৩৫। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশের নাম কি?
Ans: ভারত।
৩৫। ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত?
Ans: ১২১ কোটি।
৩৬। পৃথিবীর কত শতাংশ ভারত ভূখণ্ড দ্বারা আচ্ছাদিত?
Ans: ২.৪ শতাংশ।
৩৭। বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ভারতে?
Ans: ১৭.৫ শতাংশ।
৩৮। আসামের কোন জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?
Ans: মরিগাঁও জেলার।
৩৯। আসামের কোন জেলায় লিংগ অনুপাত সবচেয়ে কম?
Ans. কামরূপ জেলায় (প্রতি হাজার পুরুষে ২২ জন মহিলা)।
৪০। ভোক্তা সুরক্ষা আইন (সুরক্ষা/শোষণ) ভোক্তাদের।
Ans: ভোক্তা সুরক্ষা আইন ভোক্তাদের সুরক্ষা দেয়।
৪১। বাজারের ইঙ্গিত থাকা (ভোক্তাদের সরকারের জন্য প্রয়োজনী।)
Ans: বাজার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।