Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ

Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ

Chapter – 4

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. ইয়াণ্ডাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল _____।

(a) ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

(b) ১৮২৬ সনের ২৫ ফেব্রুয়ারি।

(c) ১৮২৬ সনের ২৬ ফেব্রুনারি।

(d) ১৮২৬ সনের ২৮ ফেব্রুয়ারি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans: (a) ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

2. কোম্পানির আমল বলতে ____ সময়কালকে বোঝানা হয়।

(a) ১৬০০ সন থেকে ১৯৪৭ সন।

(b) ১৭৫৭ সন থেকে ১৮৫৮ সন।

(c) ১৮৫৩ সনে থেকে ১৮৫৮ সন। 

(d) ১৮২৬ সন থেকে ১৮৫৮ সন।

Ans: (d) ১৮২৬ সন থেকে ১৮৫৮ সন। 

3. অসমে বাংলা ভাষার প্রচলন হয় ____ সনে। 

(a) ১৮৩৭ সন থেকে ১৮৫২ সন।

(b) ১৮৩৬ সন থেকে ১৮৭৩ সন।

(c) ১৮৩৭ সন থেকে ১৮৭৩ সন।

(d) ১৮৩৭ সন থেকে ১৮৮০ সন।

Ans: (c) ১৮৩৭ সন থেকে ১৮৭৩ সন।

4. ‘অসমীয়া লিটারেরি সোসাইটি (Assamese

Literary Society) নামের সংগঠন প্রথম কলিকাতায় গঠিত হয়েছিল ____ মনে।

(a) ১৮৬২ সনে।

(b) ১৮৬৭ সনে।

(c) ১৮৭২ সনে।

(d) একটিও নয়।

Ans: (c) ১৮৭২ সনে।

5. ‘অসমীয়া লিটারেরি সোসাইটি’ নামের প্রথম সংগঠন হয়েছিল _____।

(a) কলকাতা।

(b) গুয়াহাটি।

(c) যোরহাট।

(d) দরং।

Ans: (a) কলকাতা।

6. অসমীয়া লিটারেরি সোসাইটি’ নামের প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য ছিল _____।

(a) ব্রিটিশ-বিরোধী আন্দোলন করা।

(b) সাহিত্য চর্চা করা।

(c) বিদেশি বস্তু বর্জন।

(d) একটিও নয়।

Ans: (b) সাহিত্য চর্চা করা।

7. বাংলা ভাষার স্থানে অসমে অসমীয়া ভাষার পূর্ণ প্রচলন হয়েছিল _____।

(a) ১৮৭২ সনে।

(b) ১৮৭৩ সনে।

(c) ১৮৭৫ সনে। 

(d) ১৮৯৮ সনে।

Ans: (b) ১৮৭৩ সনে।

8. ১৮৫৭ সনে আনন্দরাম ঢেকিয়াল ফুকন এবং গুণাভিরাম বরুয়ার উদ্যোগ প্রতিষ্ঠিত সংগঠনটি ছিল ____।

(a) জ্ঞান প্রদায়িনী সভা।

(b) অসমীয়া লিটারেরি সোসাইটি।

(c) সদৌ অসম রায়ত সভা।

(d) অসম প্রদেশ কংগ্রেস কমিতি।

Ans: (a) জ্ঞান প্রদায়িনী সভা।

9. ১৮৭২ সনে ‘অসমীয়া লিটারেরি সোসাইটি সংগঠনের বিখ্যাত সদস্য জগন্নাথ বরুয়া এবং মাণিকচন্দ্র বরুনা উক্ত সোসাইটি তরফে সেই সময়কার কোন ভাইসরয়কে স্মারকপত্র দাখিল করেছিলেন ____।

(a) ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে।

(b) ভাইসরয় নিন্টোকে।

(c) ভাইসরয় লর্ড নর্থব্রুককে।

(d) ভাইসরয় শেমসফোর্ডকে।

Ans: (c) ভাইসরয় লর্ড নর্থব্রুককে।

10. _____ সনে অসমীয়া ভাষা উন্নতি সাধিনী (অঃ ভাঃউঃসাঃ) সভা গঠিত হয়েছিল।

(a) ১৮৮৮ সনে।

(b) ১৮৭৩ সনে।

(c) ১৮৭৫ সনে।

(d) ১৮৯২ সনে। 

Ans: (a) ১৮৮৮ সনে। 

11. অসমীয়া ভাষা উন্নতি সাধিনী (অঃভাঃ উঃসাঃ ) সভার দ্বারা প্রকাশিত কোন আলোচনী অসমে এক নতুন যুগের সূচনা করেছিল _____।

(a) জয়ন্তী। 

(b) জোনাকী।

(c) অরুণোদয়।

(d) একটিও নয়।

Ans: (b) জোনাকী।

12. জোনাকীর প্রথম সম্পাদক ছিলেন _____।

(a) চন্দ্রকুমার আগরওয়ালা।

(b) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

(c) হেমচন্দ্ৰ গোস্বামী।

(d) হেমচন্দ্র বরুয়া।

Ans: (a) চন্দ্রকুমার আগরওয়ালা।

13. নীচের কোন ব্যক্তি জোনাকী যুগের ত্রিমূর্ত্তির অন্তর্গত _____।

(a) হেমচন্দ্ৰ গোস্বামী।

(b) চন্দ্রকুমার আগরওয়ালা।

(c) হেমচন্দ্র বরুয়া।

(d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

Ans: (c) হেমচন্দ্র বরুয়া।

14. অসম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ‘অসম ছাত্র সন্মেলন’ কখন গঠিত হয়েছিল _____।

(a) ১৯১৪ সনে।

(b) ১৯১৫ সনে।

(c) ১৯১৬ সনে।

(d) ১৯১৭ সনে।

Ans: (c) ১৯১৬ সনে।

15. ‘অসম ছাত্র সন্মেলনের গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন _____।

(a) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা।

(b) চন্দ্রকুমার আগরওয়ালা।

(c) মাণিকচন্দ্র বরুয়া।

(d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

Ans: (d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. ইয়াণ্ডাবু সন্ধি কবে হয়েছিল?

Ans: ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

2. অসমে বাংলা ভাষার প্রচলন কবে হয়েছিল?

Ans: ১৮৩৭ সনে।

3. অরুনোদয় পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: ড° নাথান ব্রাউন।

4. অসম ছাত্র সন্মিলনের মুখপত্র কে ছিল?

Ans: মিলন।

5. সদৌ অসম রায়ত সভার গঠন কবে হয়েছিল?

Ans: ১৯৩৩ সনে।

6. আহোম সভার সম্পাদক কে ছিলেন?

Ans: পদ্মনাথ গোহাঞি বরুয়া।

7. কুশল কোঁবরকে কি অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল?

Ans: বরপাথারে রেল উল্টানোর অভিযোগে।

8. গৌহাটি বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল?

Ans: ১৯৪৮ সনের ২৬ জানুয়ারি। 

9. প্রথম অসমীয়া সংবাদ পত্রের নাম কি?

Ans: অরুণোদয়।

10. অরুণোদয় প্রথম কবে প্রকাশিত হয়?

Ans: ১৮৪৬ সনে।

11. মাসিক পত্রিকা ‘জোনাকী’ কোথা থেকে প্রকাশিত হয়েছিল?

Ans: কলিকাতা থেকে।

12. ‘জোনাকী’ সর্বপ্রথম কবে প্রকাশিত হয়েছিল?

Ans: ১৮৮৯ সনে।

13. ‘জোনাকী’র প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: চন্দ্রকুমার আগতওয়ালা। 

14. কোন সনে আহোম সভার জন্ম হয়েছিল।

Ans: ১৮৯৩ সনে।

15. আহোম সভার প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: পদ্মনাথ গোহাঞিবরুয়া।

16. আসাম অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি কে ছিলেন।

Ans: রাজা প্ৰভাত চন্দ্রবরুয়া। 

17. কোন সনে কলেজিয়েট স্কুল স্থাপিত হয়েছিল?

Ans: ১৮৬৬ সনে।

18. কোন সনে অসমীয়া ভাষা আবার হারানো মৰ্যাদা ফিরে পায়?

Ans: ১৮৭৩ সনে।

19. রায়ত সভার নেতৃত্ব কারা বহন করেছিল?

Ans: মধ্যবিত্ত শ্ৰেণী।

20. যোরহাট সার্বজনিক সভা কবে গঠিত হয়েছিল?

Ans: ১৮৮৪ সনে।

21. অসমীয়া সাহিত্যের নবজাগরনের ‘ত্রিমূর্তি’ দেরকে বলা হয়?

Ans: লক্ষ্মনাথ, বেজবরুয়া, চন্দ্রকান্ত আগরওয়ালা এবং হেমচন্দ্র গোস্বামীকে।

22. ‘তেজপুর রায়ত সভা’ কবে গড়ে উঠেছিল?

Ans: ১৮৮৪-৮৫ সনে। 

23. উত্তর-পূর্ব ভারতের একমাত্র এবং প্রথম বৃত্তিমুখী বিশ্ববিদ্যালয়টির নাম কী?

Ans: অসম কৃষি বিশ্ববিদ্যালয়।

24. কত সনে শিলচর মেডিক্যাল কলেজ স্থাপিত হয়েছিল?

Ans: ১৯৬৮ সনে।

25. ‘পূর্ববঙ্গ এবং অসম’ নামক নতুন প্রদেশটি কোন সানে গঠন করা হয়েছিল?

Ans: ১৯০৫ সনের ২০ জুলাই। 

26. ‘বন্দিনী ভারত’ নাটকটির রচয়িতা কে?

Ans: অম্বিকাগিরি রায়চৌধুরী।

27. কানিংহাম পত্র কেন জারি করা হয়েছিল?

Ans: আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ থেকে অসমের ছাত্র-ছাত্রীদের বিরত রাখার উদ্দেশ্যে কানিংহাম পত্র জারি করা হয়েছিল।

28. ১৮৩৭ সন থেকে অসমের বিদ্যালয়, কার্যালয় এবং আদালতে কি ভাষার প্রচলন হয়েছিল?

Ans: বাংলা ভাষা।

29. ‘অসমীয়া লিটারেরী সোসাইটি’ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল?

Ans: সাহিত্য চর্চা।

30. ‘হেমকোষে’র রচয়িতা কে?

Ans: হেমচন্দ্র বরুয়া।

31. কোন সনে ‘অসম ছাত্র সন্মিলেন’ গঠিত হয়?

Ans: ১৯১৬ সনে।

32. অসম ছাত্র সন্মিলনের মুখ্য উদ্দেশ্য কি ছিল?

Ans: অসমীয়া ভাষার উন্নতি সাধন করা।

33. বঙ্গ বিভাজনের প্রধান কারণ কি ছিল?

Ans: রাজনৈতিক।

34. সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল?

Ans: ১৯২৭ সনে।

35. বঙ্গ বিভাজন ব্রিটিসের কোন নীতির অংশ ছিল?

Ans: Divide and Rule নীতির।

36. অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয় বর্তমানে কোথায় অবস্থিত?

Ans: গুয়াহাটীতে।

37. ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম কবে হয়েছিল?

Ans: ১৮৮৫ সনে।

38. অসমের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় স্থপিত হয়েছিল?

Ans: ১৯২১ সনে গুয়াহাটীর ভরলুমুখে।

39. ‘পূর্ববঙ্গ’ এবং অসম এই নতুন প্রদেশটির প্রথম লেফট্যান্যান্ট গভর্নর কে ছিলেন?

Ans: মি. ফুলার।

40. অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: কুলধর চলিহা।

41. ‘সেবা সংঘ’ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাপক কে ছিলেন?

Ans: অম্বিকাগিরি রায়চৌধুরী।

42. অসম চিকিৎসা মহাবিদ্যালয় আনুষ্ঠানিকভাবে করে নামাংকিত হয়?

Ans: ১৯৪৭ সনের ৩ নভেম্বর।

43. অসম প্রদেশ কংগ্রেস কমিতির আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: বিষ্ণুরাম মেধি।

44. যোরহাট সার্বজনিক সভার প্রতিষ্ঠাপক সভাপতি এবং সম্পাদক কে ছিলেন?

Ans: নরনিরায়ন সিংহ সভাপতি এবং জগন্নাথ বরুয়া সম্পাদক।

45. উনিশ শতকের শেষের দিকে জনসাধারন দলের জায়গা কে নিয়েছিল?

Ans: রায়ত সভাসমূহ।

46. কত সনে ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ রাজমুকুটের অধীন গিয়েছিল?

Ans: ১৮৫৮ খ্রীষ্টাব্দে।

47. ‘পূর্ববঙ্গ এবং অসম এই নতুন প্রদেশটির রাজধানী কোথায় স্থাপন করা হয়েছিল?

Ans: ঢাকা।

48. অসমের প্রথম সর্বজনীন রাজনৈতিক অনুষ্ঠান কি ছিল?

Ans: যোরহাট সার্বজনিক সভা।

49. ‘অসমীয়া লিটারেরি সোসাইটি কবে এবং কার নেতৃত্বে গঠিত হয়?

Ans: দেবীচরণ বরুয়া এবং গুণগোবিন্দ ফুকনের নেতৃত্বে ১৮৭২ সনে ‘অসমীয়া লিটারেরী সোসাইটি, গঠিত হয়েছিল।

50. গান্ধীর লবন সত্যাগ্রহের প্রতি অসমের কোন কোন নেতা সমর্থন জানিয়েছিলেন? 

Ans: হেমচন্দ্র বরুয়া, মহম্মদ তৈয়বুল্লা, বিষ্ণুরাম মেনি, অম্বিকাগিরি রায়চৌধুরী।

1 thought on “Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top