Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল

Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

অসমের ভূগোল

Chapter – 9

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. অসম রাজ্য এর পশ্চিম দিকর ভূখণ্ডের দ্বারা _____ র সাথে সংলগ্ন হয়ে আছে।

(a) ত্রিপরা।

(b) বাংলাদেশ।

(c) পশ্চিমবঙ্গ।

(d) মণিপুর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans. (c) পশ্চিমবঙ্গ।

2. অসমের উত্তর দিকে পরিবেষ্টিত থাকা বিদেশী রাষ্ট্র টি _____।

(a) চীন। 

(b) ভূটান।

(c) ম্যানমার।

(d) নেপাল।

Ans. (b) ভূটান।

3. অসমের দক্ষিণে থাকা বিদেশী রাষ্ট্র _____।

(a) বাংলাদেশ।

(b) ম্যানমার।

(c) ত্রিপুরা।

(d) শ্রীলংকা।

Ans. (a) বাংলাদেশ।

4. অসম ভারতবর্ষের মোট আয়তনের ____ শতাংশ দখল করে আছে।

(a) ২.১ শতাংশ।

(b) ২.২ শতাংশ।

(c) ২.৩ শতাংশ।

(d) ২.৪ শতাংশ।

Ans. (d) ২.৪ শতাংশ।

5. ২০১১ সনের তথ্যমতে, অসমের মোট জনসংখ্যার প্রায় _____ শতাংশ লোক গ্রামে বাস করে।

(a) ৮৮ শতাংশ।

(b) ৮৭.৯০ শতাংশ।

(c) ৮৬.৯০ শতাংশ।

(d) ৮৫.৯০ শতাংশ।

Ans. (d) ৮৫.৯০ শতাংশ।

6. অসমের সবচেয়ে জনবহুল শহর ____।

(a) ধুবড়ী।

(b) গুয়াহাটী।

(c) ডিব্ৰুগড়।

(d) শিলচর।

Ans. (b) গুয়াহাটী।

7. অসমের ৬ টি দ্বিতীয় শ্রেণীর শহরের মধ্যে সবচেয়ে জনবহুল শহর হচ্ছে ____।

(a) ধুবড়ী।

(b) শিলচর।

(c) ডিফু।

(d) তেজপুর।

Ans. (a) ধুবড়ী।

8. ১৯০০ সনে অসমের জনসংখ্যা ছিল ভারতের জনসংখ্যার _____ শতাংশ।

(a) ১.৩ শতাংশ।

(b) ১.১৮ শতাংশ।

(c) ১.৩৮ শতাংশ।

(d) ১.৫৮ শতাংশ।

Ans. (c) ১.৩৮ শতাংশ।

9. কুড়ি শতকের শুরুরদিকে ১৯০১ সনে অসমে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিঃ মিঃ এ _____ জন। 

(a) ৩৬ জন।

(b) ৪২ জন। 

(c) ৫৫ জন। 

(d) ৫৮ জন।

Ans. (b) ৪২ জন। 

10. ২০১১ সনে অসমে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ _____ জন।

(a) ১৯৮ জন।

(b) ২৮৮ জন।

(c) ৩০৮ জন।

(d) ৩৯৮ জন।

Ans. (d) ৩৯৮ জন।

11. ব্রহ্মপুত্র উপত্যকায় অসমের মোট জনসংখ্যার কত অংশ লোকে বাস করে।

(a) ৬৫ শতাংশ।

(b) ৭৫ শতাংশ।

(c) ৮৫ শতাংশ।

(d) ৯৫ শতাংশ।

Ans. (c) ৮৫ শতাংশ।

12. ২০১১ সনের তথ্যমতে, অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ এ ____ জন। 

(a) ১৫০২ জন।

(b) ১২২০ জন।

(c) ১১০২ জন।

(d) ১০০৮ জন।

Ans. (a) ১৫০২ জন। 

13. বরাক উপত্যকায় অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক বাস করে ____।

(a) ২৫ শতাংশ।

(b) ২১ শতাংশ।

(c) ১৮ শতাংশ।

(d) ১১ শতাংশ।

Ans. (d) ১১ শতাংশ।

14. ২০১১ সনের তথ্যমতে, অসমের বরাক উপত্যকায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ এ ____ জন। 

(a) ৫২৫ জন।

(b) ৫৪৫ জন। 

(c) ৬৬৭ জন। 

(d) ৬৮৮ জন।

Ans. (b) ৫৪৫ জন।

15. ২০১১ সনের তথ্যমতে, অসনের মধ্যে অধিক জনসংখ্যার জিলা হিসাবে স্বীকৃত জিলা হচ্ছে ____।

(a) ধুবড়ী।

(b) নগাঁও।

(c) কামরূপ মহানগর।

(d) বঙাইগাঁও।

Ans. (b) নগাঁও।

অতি সংক্ষিপ্ত প্ৰশ্নোত্তর

1. ভারতবর্ষের মোট আয়তনের কত অংশ অসমে অবস্থিত?

Ans. ২.৪ শতাংশ অর্থাৎ প্রায় ৭৮,৪৩৮ বর্গ কিঃ মিঃ।

2. ২০১১ সনের ভারতের জনগননা মতে, ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ লোক অসমে বাস করে?

Ans. ২.৬ শতাংশ।

3. ২০১১ সনের জনগননা মতে, অসনের মোট জনসংখ্যা কত?

Ans. ৩১২.০৫ লাখ।

4. ২০১১ সনের জনগননা মতে, অসমের মোট জনসংখ্যার পুরুষ এবং মহিলার সংখ্যা কত? 

Ans. ১৫৯.৩১ লাখ পুরুষ এবং ১৫২.৩৬ লাখ মহিলা।

5. ২০১১ সনের তথ্য মতে অসমের শিক্ষিতের হার কত? 

Ans. ৭২.১৯ শতাংশ।

6. ২০১১ সনের জনগণনা মতে, অসমের লিঙ্গ অনুপাত কত?

Ans. প্রতি ১০০০ পুরুষের বিপরীত মহিলার সংখ্যা ৯৫৮।

7. ২০১১ সনের তথ্যমতে অসমে গ্রামে বাস করা লোক সংখ্যার হার কত?

Ans. ৮৫.১৩ শতাংশ।

8. ২০১১ সনের তথ্যমতে অসমে শহরে বাস করা লোকের সংখ্যার হার কত বৃদ্ধি পেয়েছে? 

Ans. ১৪.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

9. ২০০১-১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

Ans. ১৬.১১ শতাংশ।

10. অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাস করে?

Ans. ৮৫ শতাংশ।

11. অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক ব্ৰহ্মপুত্র উপত্যকার উজনি অসমে বাস করে?

Ans. ২১ শতাংশ।

12. অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক ব্রহ্মপুত্র উপত্যকার নিম্ন অংশে বসবাস করে?

Ans. প্রায় ৩৬ শতাংশ।

13. অসমের নিম্ন ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কত?

Ans. প্রতি বর্গ কিঃ মিঃ এ ৬৩১ জন।

14. ২০১১ সনের তথ্যমতে বরাক উপত্যকার জনসংখ্যার ঘনত্ব কত?

Ans. প্রতি বর্গ কিলোমিটারে ৫৪৫ জন।

15. অসমের জনসংখ্যার মোট কত অংশ বরাক উপত্যকায় বাস করে?

Ans. অসমের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ লোক বরাক উপত্যকায় বাস করে।

16. মানবসৃষ্ট সম্পদ কি?

Ans. প্রাকৃতিকভাবে প্রাপ্ত সম্পদ ছাড়াও বহু সম্পদ মানুষ নিজে প্রস্তুত করে। এরকম সম্পদকে মানব সৃষ্ট সম্পদ বলে।

17. সমাজ বিজ্ঞানীদের মতে অসমে আগমন ঘটা প্রথম জনস্রোত কি ছিল?

Ans. সমাজ বিজ্ঞানীদের মতে, সম্ভবতঃ অসমে আগমন ঘটা প্রথম জনস্রোত ছিল অষ্ট্রিক জনগোষ্ঠীয় লোকরা।

18. অষ্ট্রিকদের পরে অসমে আগমন ঘটা দ্বিতীয় জনস্রোত কি ছিল?

Ans. আফ্রিকনের পর অসমে আগমন ঘটা দ্বিতীয় জনস্রোত ছিল তিব্বতীয়-বর্মন ভাষী মঙ্গোলীয়রা।

19. জনসংখ্যার দিক দিয়ে অসমের বৃহৎ জনজাতি কোনটি?

Ans. বড়োরা।

20. জনসংখ্যা হিসাবে অসমে কোন ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচেয়ে বেশি?

Ans. হিন্দু ধর্মাবলম্বী।

21. অনুসূচীকৃষ্ণ অসমের প্রধান ভাষা কি কি?

Ans. অসমীয়া এবং বাংলা।

22. অসমের রাজ্য ভাষা কি?

Ans. অসমীয়া।

23. অসমে সর্বপ্রথম রেল সেবা কবে আরম্ভ হয়?

Ans. ১৮৮৪ সনে।

24. অসমে সর্বপ্রথম কবে, কোথায় জাহাজ চলাচল শুরু হয়?

Ans. ১৮৪৯ সনে ব্ৰহ্মপুত্রে।

25. ২০১২-১৩ বর্ষের তথ্যমতে অসমে মোট পথের দৈর্ঘ্য কত?

Ans. ২০১২-১৩ বর্ষের তথ্যমতে অসমে মোট পথের দৈর্ঘ হচ্ছে ৫২,০৯৯.২২ কিঃমিঃ।

26. উত্তর-পূর্বে আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?

Ans. লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর।

27. অসমের জনজাতিরা মূলতঃ কোন প্রজাতির লোক?

Ans. মঙ্গোলীয় প্রজাতির।

28. অসমে সর্বপ্রথম কোনস্থানে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল?

Ans. ডিগবয়।

29. তরল সোনা বলতে কি বোঝায়?

Ans. খনিজ তৈল সম্পদ।

30. ভারতবর্ষের মোট উৎপাদনের কত অংশ প্রাকৃতিক গ্যাস অসমে উৎপন্ন হয়?

Ans. ২৫ শতাংশ।

31. অসমের মোট ধান চাষের মাটির অংশে শালি ধানের চাষ করা হয়?

Ans. ৭০ শতাংশ।

32. অসমের কিছু প্রধান খাদ্যশস্যের নাম উল্লেখ কর।

Ans. ধান, গম, এবং নানা ধরনের শস্য।

33. পাট চাষ অসমের কোথায় করা হয়?

Ans. নিম্ন এবং মধ্য ব্রহ্মাপুত্র উপত্যকার প্লাবনভূমিতে।

34. ভারতের মোট এন্ডি উৎপাদনে অসমের কত অংশ থাকে?

Ans. ৬৫ শতাংশ।

35. ‘সোনালী সূতা’ বলতে কি বোঝায়?

Ans. মুগা সূতাকে ‘সোনালী সূতা’ বলা হয়।

36. ভারত বর্ষের মোট উৎপাদনের কত ভাগ মুগা সূতা শুধু অসমে উৎপাদিত হয়?

Ans. ৯৭ শতাংশ।

37. অসমে ২০১২ সনে উৎপাদিত চায়ের পরিমাণ কত?

Ans. ৫৯০ হাজার টন।

38. অসমের চা-শিল্প গড়ে দৈনিক কতজন লোক নিয়োজিত আছে?

Ans. ৬.৮৬ লাখেরও বেশী অধিক লোক।

39. ভারতের বেচি চা উৎপাদনে অসমের উৎপাদিত অংশ কত? 

Ans. ২০০১ সনের থেকে ২০১২ সনের মধ্যে ভারতের মোট চা উৎপাদনের ৫১ থেকে ৫৩ শতাংশ চা অসম একা উৎপাদন করে গৌরব অর্জন করেছে।

40. রাজ্যের কুটির শিল্পে মীন উদ্যোগ খণ্ডের অবদান কত খানি?

Ans. দুই শতাংশ।

41. মার জনজাতির লোকেদের বসতিস্থল কত?

Ans. ডিমা হাসাও জেলা।

42. ২০১১ সনের তথ্যমতে পার্বত্য অঞ্চনটির জনসংখ্যার ঘনত্ব কত?

Ans. প্রতি বর্গ কিঃ মিঃ এ ৬৮ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top