Class 10 Social Science MCQ Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন

Class 10 Social Science MCQ Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

অর্থনৈতিক উন্নয়ন

Chapter – 13

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. কত সনে রাষ্ট্রসংঘে উন্নয়ন কার্যসূচী (United National Development Programme বা UNDP) র অন্তর্গত প্রথম মানের উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়।

(a) ১৯৮০ সনে।

(b) ১৯৮৫ সনে।

(c) ১৯৯০ সনে।

(d) ১৯৯৫ সনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans. (c) ১৯৯০ সনে।

2. ১৯৫০-৫১ সন থেকে ১৯৯০-৯১ সনের সময় কালে ভারতীয় অর্থনীতির উন্নয়নের মূল পথ ধরেছিল ___।

(a) জনসাধারণ খণ্ড।

(b) ব্যক্তিগত খণ্ড।

(c) সেবা খণ্ড।

(d) কৃষি খণ্ড।

Ans. (a) জনসাধারণ খণ্ড।

3. যে আর্থিক ব্যবস্থায় জন খণ্ড বা সরকারী খণ্ড

এবং ব্যক্তিগত খণ্ডের সহাবস্থান হয়, সেই আর্থিক ব্যবস্থাই হল ____ আর্থিক ব্যবস্থা।

(a) মিশ্রিত।

(b) পুঁজিবাদী।

(c) সমাজবাদী।

(d) একটিও নয়।

Ans. (a) মিশ্রিত।

4. ভারতীয় পরিকল্পনার প্রথম কালে ____ গুরুত্ব কম ছিল।

(a) ব্যক্তিগত খণ্ডের তুলনায় জন খণ্ডের।

(b) জন খণ্ডের তুলনায় ব্যক্তিগত খণ্ডের।

(c) সেবা খণ্ডের তুলনায় ব্যক্তিগত খণ্ডের।

(d) একটিও নয়।

Ans. (b) জন খণ্ডের তুলনায় ব্যক্তিগত খণ্ডের।

5. ___ দশকের মধ্য ভাগে ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা হয়?

(a) পঞ্চাশের দশকের মধ্য ভাগে।

(b) ষাঠির দশকের মধ্য ভাগে।

(c) সত্তরের দশকের মধ্য ভাগে।

(d) একটিও নয়।

Ans. (b) যাঠির দশকের মধ্য ভাগে।

6. সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ২০১৩-১৪ সনে ভারতবর্ষের বার্ষিক উন্নয়নের হার ছিল ____ শতাংশ।

(a) ২.২ শতাংশ।

(b) ৩.৫ শতাংশ।

(c) ৬.৭ শতাংশ।

(d) ৭.২ শতাংশ।

Ans. (d) ৭.২ শতাংশ।

7. ব্যবসায়িক ব্যাংক, বিনিময় ব্যাংক, অংশ পত্রের বাজার এবং বৈদেশিক বিনিময়যোগ্য মুদ্রার বাজারের সমষ্টি হচ্ছে ____।

(a) বেসরকারী খণ্ড।

(b) জনগণ খণ্ড।

(c) ব্যক্তিগত খণ্ড।

(d) বিত্তীয় খণ্ড।

Ans. (d) বিত্তীয় খণ্ড।

8. ____ নতুন ঔদ্যোগিক নীতি দ্বারা জন খণ্ডের ৯টি উদ্যোগ ব্যক্তিগত খণ্ডের জন্য খুলে দেওয়ার সাথে সাথেই ব্যক্তিগতকরণ নীতি প্রবর্তন করা হয়। 

(a) ১৯৮৯ সনে।

(b) ১৯৯০ সনে।

(c) ১৯৯১ সনে।

(d) ১৯৯৯ সনে।

Ans. (c) ১৯৯১ সনে।

9. সরকারী নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার অধীনে থাকা প্রতিষ্ঠানসমূহ বেসরকারী খণ্ডতে মুক্ত করে দেওয়ার নীতিই হল ____।

(a) উদারীকরণ।

(b) বিশ্বায়ন।

(c) ব্যক্তিগতকরণ।

(d) বিশ্বায়ন।

Ans. (c) ব্যক্তিগতকরণ।

10. ____ কে উদারীকরণ এবং ব্যক্তিগতকরণের পরিণতিও বলা যায়।

(a) নিৰ্বিয়োজন।

(b) বিশ্বায়ন।

(c) অন্তর্ভুক্তিকরণ। 

(d) একটিও নয়।

Ans. (b) বিশ্বায়ন।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

11. অর্থনৈতিক বিকাশ বলতে কি বুজায়?

Ans. অর্থনৈতিক বিকাশ হচ্ছে একটি দেশের জাতীয় আয় এবং মাথাপিছ আর বৃদ্ধি।

12. অর্থনৈতিক বিকাশের প্রধান পূর্ব শর্ত কি?

Ans. আন্তগাঁথনির বিকাশ অর্থনৈতিক উন্নয়নের প্রধান পূর্ব শর্ত।

13. উন্নয়নশীল রাষ্ট্র বলতে কি বোঝায়?

Ans. নিম্ন আয়ের জনবহুল হওয়ার সাথে অনুন্নত দেশের অন্য অন্য বৈশিষ্ট্য পূর্ণ যে সমস্ত দেশ অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের দিকে অগ্রসর হয়েছে, সেই সমস্ত দেশকে উন্নয়নশীল রাষ্ট্র বলা যায়। 

14. জাতীয় আয় কি?

Ans. একটি বিতীয় বছরে (অর্থাৎ ১ এপ্রিল থেকে ৩১শে মার্চ পর্যন্ত) একটি দেশে উৎপাদিত সর্বমোট জিনিস-পত্রের মুদ্রাগত মূল্যই হচ্ছে জাতীয় আয়।

15. মাথাপিছ আয় কিভাবে নিরূপণ করা যায়?

Ans. জাতীয় আয়কে দেশটির মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছ আয় পাওয়া যায়। অর্থাৎ দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে, প্রতিটি লোকের বিপরীতে পাওয়া গড় আয়কে মাথাপিছ আর বলে।

16. উন্নয়নশীল রাষ্ট্রে নিম্ন মূলধন গঠনের একটি কারণ চিহ্নিত কর।

Ans. নিম্ন আয়।

17. প্রত্যাশিত আৰু কি?

Ans. জন্মের সময় একটি শিশু কত বছর পর্যন্ত জীবিত থাকবে বলে যে আশা করা হয়। সেটিই প্রত্যাশিত আয়ু। 

18. মানের উন্নয়নের মধ্যবিন্দু কি?

Ans. মানের উন্নয়নের মধ্যবিন্দু হচ্ছে জনসাধারণ।

19. মানব দরিদ্রতা সূচাংক (Human Poverty Index) কি প্রতিফলিত করে?

Ans. মানব দরিদ্রতা সূচাংক দরিদ্রতার এরকম আয়তন বা মাত্রা প্রতিফলিত করেন এবং গড় ভিত্তিতে দরিদ্রতার একটি ছবি সামগ্রিকভাবে তুলে ধরে।

20. অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়?

Ans. অর্থনৈতিক উন্নয়ন একটি দেশের প্রকৃত জাতীয় এবং মাথাপিছ আয়ের সাথে একটি দেশের সাংস্কৃতিক, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদির উন্নয়নকে বোঝায়।

21. ভারতের পরিকল্পনা আয়োগ কোন সনে গঠিত হয়েছিল?

Ans. ১৯৫০ সনের মার্চ মাসে।

22. গণতান্ত্রিক পরিকল্পনা কি? 

Ans. যে পরিকল্পনার বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে জনসাধারণের অংশগ্রহণ সুনিশ্চিত করা হয় সেই পরিকল্পনাই হচ্ছে গণতান্ত্রিক পরিকল্পনা। 

23. চীন-ভারতের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

Ans. ১৯৬১-৬২ সনে।

24. ভারত এবং পাকিস্তানের মধ্যের যুদ্ধ করে সংঘটিত হয়েছিল?

Ans. ১৯৬৫ সনে।

25. সার্বজনীন খণ্ড বলতে কি বুঝায়?

Ans. সরকারী বিনিয়োগ এবং কর্তৃত্বপূর্ণ উদ্যোগ-প্রতিষ্ঠানসমূহের উৎপাদনী খণ্ডটিকে সার্বজনিন খণ্ড বলা হয়।

26. বাজার অর্থনীতি বলতে কি বোঝায়?

Ans. যে অর্থনীতিতে সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত বাজারের চাহিদা এবং যোগানের শক্তির দ্বারা নির্ণিত হয়, তাকে বাজার অর্থনীতি বলে।

27. বাজার অর্থনৈতিক ব্যবস্থায় সরকারের ভূমিকা কেমন?

Ans. বাজার অর্থনৈতিক ব্যবস্থানা সরকার সীমিত তথা নিম্নতম নিয়ন্ত্রণমূলক কার্য সম্পাদন করে।

28. মানের সূচকাংক কি?

Ans. অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি হিসাবে রাষ্ট্রীয় আয়ের বিকল্প হচ্ছে মানের উন্নয়নের সূচকাংক।

29. রাষ্ট্রসংঘ কত সনে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছিল?

Ans. ১৯৯০ সনে ।

30. মানব উন্নয়ন সূচকাংক কে প্রস্তুত করেছিলেন?

Ans. মেহবুব-উল-হক। তিনি একজন প্রতিভাশালী বিশ্ববরেণ্য পাকিস্তানী অর্থবিজ্ঞানী।

31. অর্থনৈতিক পরিকল্পনা কি?

Ans. নির্ধারিত একটি সময়ের মধ্যে কিছু সংখ্যক সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ এবং দিগদর্শনই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা।

32. ভারতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করে গ্রহণ করা হয়েছিল?

Ans. ১৯৫১ সনে।

33. দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার কার্যকাল কোনটি?

Ans. ১ এপ্রিল, ২০১২-৩১ মার্চ ২০১৭ সন পর্যন্ত।

34. NITI আয়োগ করে গঠিত হয়েছে?

Ans. ২০১৫ সনের ১ জানুয়ারি পরিকল্পনা আয়োগের NITI আয়োগ গঠন করা হয়।

35. NITI আয়োগের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়?

Ans: ২০১৫ সনের ৭ ফেব্রুয়ারি।

36. NITI আয়োগের অধ্যক্ষ কে?

Ans. ভারতের প্রধানমন্ত্রী।

37. মিশ্রিত অর্থনীতি বলতে কি বোঝায়?

Ans. যে আর্থিক ব্যবস্থায় জনসাধারণ খণ্ড বা সরকারী খণ্ড এবং বেসরকারী ও সহাবস্থান করে তাকেই মিশ্রিত আর্থিক ব্যবস্থা বলে।

38. সর্বজনীন খণ্ড কি? 

Ans. সর্বজনীন খণ্ড বা সমাজবাদ হচ্ছে সমাজের একটি অর্থনৈতিক সংগঠন যেখানে উৎপাদনের উপাদান সমূহ সমস্ত সমাজের হাতে থাকে এবং সেগুলো একটি সামগ্রিক অর্থনৈতিক প্রকল্প অনুযায়ী সমাজের প্রতিনিধি এবং সমাজের প্রতি দারবদ্ধ প্রতিষ্ঠান গুলিতে প্রয়োগ করতে পারে এবং সমাজের সকলে এই পরিকল্পিত সামাজিক উৎপাদন থেকে সম অধিকারের ভিত্তিতে উপকৃত হতে পারে।

39. ব্যক্তিগত খণ্ড কি? 

Ans. ব্যক্তিগত খণ্ড বা পুঁজিবাদ একটি আর্থিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদানগুলি ব্যক্তির নিয়ন্ত্রাধীন এবং আর্থিক কার্যকলাপ যোগান এবং চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত।

40. ভারতে পরিকল্পনা কার্যকরী করা সংগঠনটির নাম কি?

Ans. NITI আয়োগ।

41. পরিকল্পনা সমূহকে চূড়ান্ত অনুমোদন জানানো সংগঠনটির নাম কি?

Ans. রাষ্ট্রীয় উন্নয়ন পরিষদ।

42. ভারতের প্রথম পরিকল্পনা আয়োগের অধ্যক্ষ কে?

Ans. পণ্ডিত জওহরলাল নেহরু।

43. ১৯৯১ সনে প্রবর্তন করা অর্থনৈতিক সংস্কারের প্রধান তিনটি বৈশিষ্ট্য কি কি?

Ans. উদারীকরণ, ব্যক্তিগতকরণ, বিশ্বায়ন।

44. NITI আয়োগের সম্পূর্ণ অর্থ কি?

Ans. National Institution for Transforming India Aayog.

45. ভারতবর্ষের অর্থনীতিকে কেন মিশ্র অর্থনীতির দেশ বলা হয়?

Ans. ভারতের অর্থনীতিতে জনখণ্ড এবং ব্যক্তিগত খণ্ড সহাবস্থান করে, এরজন্যই ভারতীয় অর্থনীতিকে মিশ্র অর্থনীতির দেশ বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

Scroll to Top