Class 10 Mathematics MCQ Chapter 1 বাস্তৱ সংখ্যা

Class 10 Mathematics MCQ Chapter 1 বাস্তৱ সংখ্যা, SCERT Class 10 Mathematics Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Mathematics Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Mathematics MCQ Chapter 1 বাস্তৱ সংখ্যা can be of great value to excel in the examination.

SCERT Class 10 Mathematics MCQ Chapter 1 বাস্তৱ সংখ্যা

Join Telegram channel

Table of Contents

Class 10 Mathematics MCQ Chapter 1 বাস্তৱ সংখ্যা covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Mathematics MCQ Chapter 1 বাস্তৱ সংখ্যা provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

বাস্তৱ সংখ্যা

Chapter – 1

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. নীচের বাস্তব সংখ্যা গুলোর কোনটি অসীমিত পোনঃপুনিক হবে?

(a) √3

(b) π

(c) 1/7

(d) 13/125

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans: (c) 1/7

2. √একটি

(a) অখণ্ড সংখ্যা।

(b) পরিমেয় সংখ্যা।

(c) স্বাভাৱিক সংখ্যা।

(d) অপরিমেয় সংখ্যা।

Ans: (d) অপরিমেয় সংখ্যা।

3. যদি ল. সা. গু (91, 26) = 182, তখন গঃসাঃউঃ (91, 26)

(a) 13

(b) 26

(c) 7

(d) 9

Ans: (a) 13

4. ইউক্লিডের বিভাজন প্রমেয়িকা যেখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা a এবং b দেওয়া থাকলে এরূপ দুটি অদ্বিতীয় অখণ্ড সংখ্যা q এবং r থাকবে সেখানে –

(a) a = bq + r, 0< r <b

(b) a = bq + r, 0≤ r ≤ b

(c) a = bq + r, 0≤ r < b

(d) a = bq + r, 0< r ≤ b

Ans: (c) a = bq + r, 0 ≤ r < b

5. একটি পরিমেয় সংখ্যা পেতে হলে, √27 গুণ করতে হবে এমন ক্ষুদ্রতম সংখ্যাটি হ’ল-

(a) √27 

(b) 3√3

(c) √3

(d) 3

Ans: (c) √3

6. পরিমেয় সংখ্যা 43/2⁴×5³ এর দশমিক প্রসারণ নিম্নের কোনটি দশমিক স্থানের পরে শেষ হইবে।

(a) 3

(b) 4

(c) 1

(d) 5

Ans: (b) 4

7. পরিমেয় সংখ্যা 14588/625  এর দশমিক বিস্তৃতি দশমিকের কয়টি স্থানের পর পরিসমাপ্তি হইবে?

(a) 2

(b) 3 

(c) 4

(d) 5

Ans: (c)

8. নিম্নের কোনটি পরিমেয় সংখ্যা? Eas (vi)

(a) √2 / √3

(b) √2 / π

(c) √5 / √6

(d) √3 / √27

Ans: (d) √3 / √27

9. নিচের কোনটি একটি অসমাপিত পুনারাবৃত্তি দশমিক?

(a) 3/8

(b) 7/80

(c) 64/455

(d) 124/ 62

Ans: (c) 64/455

10. নিচের কোনটি একটি অপরিমেয় সংখ্যা?

(a) 0.142857142857142857…..

(b) 22/7

(c) π

(d) √4 / 11

Ans: (c) π

11. প্রতি 18 সেকেণ্ডে একটি ঘণ্টা বেজে ওঠে এবং একটি প্রতি 60 সেকেণ্ডে অন্য ঘণ্টা বেজে ওঠে। যদি এগুলো দুই ঘণ্টা একই সঙ্গে বেজে ওঠে। তারপর আবার একই সাথে ঘণ্টা বাজবে পরে-

(a) 30 সেকেণ্ড।

(b) 60 সেকেণ্ড।

(c) 90 সেকেণ্ড।

(d) 180 সেকেণ্ড।

Ans: (d) 180 সেকেণ্ড।

12. যদি a এবং b সহমৌলিক তখন a² এবং b² হবে-

(a) মৌলিক। 

(b) সহ-মৌলিক।

(c) যৌগিক সংখ্যা।

(d) যুগ্ম সংখ্যা।

Ans: (b) সহ-মৌলিক।

13. 50 এবং 20 এর লঃসাঃগুঃ এবং এবং গঃসাঃগুঃ র গুণফল হইবে-

(a) 20

(b) 10

(c) 100 

(d) 1000

Ans: (c) 1000

14. x = 2³x3x5² এবং y = 2²x3³ হইলে গঃসাঃণ্ড (x,y) হইবে-

(a) 18

(b) 102

(c) 12

(d) 24

Ans: (c) 12

15. দেওয়া আছে গঃসা:উ: (2520, 6600) = 120 লঃসাঃওঃ (2520, 6600) = 252 × x তাহলে x এর মান হবে-

(a) 560

(b) 550

(c) 660

(d) 252

Ans: (b) 550

16. যদি P₁ এবং P₂ দুটি বিজোড় মৌলিক সংখ্যা যেমন P₁>P₂ তাহলে P₁² – P₂² একটি

(a) মৌলিক সংখ্যা।

(b) বিজোড় মৌলিক সংখ্যা।

(c) জোড় সংখ্যা।

(d) বিজোড় সংখ্যা।

Ans: (c) জোড় সংখ্যা।

17. কোন ঋণাত্মক অখণ্ড সংখ্যা n এর জন্য প্রত্যেক ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাৰ ৰূপ-

(a) 2n + 1

(b) 2n – 1

(c) n

(d) n – 1

Ans: (b) 2n – 1

18. যদি n একটি স্বাভাবিক সংখ্যা তাহালে 3²ⁿ – 4²ⁿ সর্বদা নীচের কেনটির দ্বারা বিভাজ্য হবে-

(a) 5

(b) 13

(c) 5 এবং 3 উভয়ই।

(d) এর কোনটিই নয়।

Ans: (c) 5 এবং 3 উভয়ই।

19. পরিমেয় সংখ্যা 23 /2²×5 এর দশমিক প্রসারণ নিম্নের কোনটি দশমিক স্থানের পরে শেষ হইবে?

(a) 1

(b) 2

(c) 3

(d) 4

Ans: (b) 2

20.13113111311113………..একটি?

(a) পরিমেয় সংখ্যা।

(b) অপরিমেয় সংখ্যা।

(c) অখণ্ড সংখ্যা।

(d) এর কোনটিই নয়।

Ans: (b) অপরিমেয় সংখ্যা।

21. 1095/1168 এর লঘিষ্ঠ আকার হবে-

(a) 15/16

(b) 17/26

(c) 13/16

(d) 25/26

Ans: 15/16

22. (2+√3) (2 – √3) একটি

(a) পরিমেয় সংখ্যা।

(b) অপরিমেয় সংখ্যা।

(c) অখণ্ড সংখ্যা।

(d) একটিও নয়।

Ans: (a) পরিমেয় সংখ্যা

23. 1/√2 এটা,

(a) পরিমেয় সংখ্যা।

(b) অপরিমেয় সংখ্যা।

(c) অখণ্ড সংখ্যা।

(d) একটিও নয়।

Ans: (b) অপরিমেয় সংখ্যা।

24. 2. 35 একটি

(a) পরিমেয় সংখ্যা।

(b) অখণ্ড সংখ্যা।

(c) অপরিমেয় সংখ্যা।

(d) একটিও নয়।

Ans: (c) অপরিমেয় সংখ্যা।

25. π একটি

(a) পরিমেয় সংখ্যা।

(b) অখণ্ড সংখ্যা।

(c) অপরিমেয় সংখ্যা।

(d) একটিও নয়।

Ans: (c) অপরিমেয় সংখ্যা।

26. নীচের কোনটি একটি অসমাপ্তি পুনরাবৃত্তিকারী দশমিক-

(a) 3/8

(b) 1/80

(c) 64/455

(d) 124/625

Ans: 64/455

27. 198 এর মৌলিক উৎপাদক বিদেষণে মৌলিক উৎপাদকগুলোর চক্রের যোগফল হবে-

(a) 1

(b) 1

(c) 4

(d) 6

Ans: (c) 4

28. 135 এবং 225 এর গ: সা: গু: হব

(a) 30375

(b) 945

(c) 45

(d) 15

Ans: (c) 45

29. 15/1600 এর দশমিক ভগ্নাংশে আকার হবে-

(a) 0.9375

(b) 0.0009375

(c) 0.009375

(d) 0.00009375

Ans: (c) 0.009375

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

30. 140 এর মৌলিক উৎপাদক কি হবে?

Ans: 140 = 2²x5x7

31. ইউক্লিডের বিভাজন প্রমেয়িকাটি লিখ।

Ans: যেখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা a এবং b দেওয়া থাকলে এরূপ দুটি অদ্বিতীয় অখণ্ড সংখ্যা q এবং r থাকবে সেখানে a = bq +r, 0≤r < b

32. পাটী গণিতের প্রাথমিক উপপাদ্যটি লিখ।

Ans: পাটী গণিতের প্রাথমিক উপপাদ্যটি হইল প্রতিটি যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা ‘যায় এবং এই উৎপাদক বিশ্লেষণ হইল অদ্বিতীয়।

সত্য না মিথ্যা লিখ:

33. প্রতিটি বাস্তব সংখ্যা সর্বদা পরিমেয়।

Ans: মিথ্যা।

34. দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা তাদের লঃসাঃগুঃ এর সমান।

Ans: মিথ্যা।

35. দুটি মৌলিক সংখ্যার গঃসাঃগুঃ সর্বদা 1।

Ans: সত্য।

36. 3m + 1 আকারের সংখ্যা সর্বদা জোড় সংখ্যা।

Ans: মিথ্যা।

37. যদি Vab একটি অপরিমেয় সংখ্যা তাহলে √a + √b ও অপরিমেয়

Ans: সত্য।

38. প্রতিটি জোড় অখণ্ড সংখ্যা 2m আকারের, যেখানে m একটি অখণ্ড সংখ্যা।

Ans: সত্য।

39. দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি মৌলিক সংখ্যা।

Ans: মিথ্যা।

40. (38)ⁿ শূন্য দিয়ে শেষ হতে পারে।

Ans: মিথ্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top