Class 10 Social Science MCQ Chapter 1 বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল

Class 10 Social Science MCQ Chapter 1 বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 1 বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 1 বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 1 বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 1 বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল

Chapter – 1

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. বঙ্গ বিভাজনে ভাইসরয়ে____ র শাসনকালে সংঘটিত হয়েছিল।

(a) লর্ড মিন্টো।

(b) লর্ড মাউন্ট ব্যাটেন।

(c) লর্ড নেথানিয়েল কার্জন।

(d) লর্ড আরউইন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

উত্তরঃ (c) লর্ড নেথানিয়েল কার্জন।

2. ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী এই তিনটি সংমণ্ডলের সর্বমোট _____  এলেকা অসমের সাথে সংযুক্ত করে ‘পূর্ববঙ্গ এবং অসম’ নামের প্রদেশটি গঠন করা হয়েছিল।

(a) ১,০২,৩৪০ বর্গমাইল।

(b) ১,০৬,৫৪০ বর্গমাইল।

(c) ১,০৭,০৪০ বর্গমাইল।

(d) ১,০৮,৬৪০ বর্গমাইল।

উত্তরঃ (b) ১,০৬,৫৪০ বর্গমাইল।

3. ‘পূর্ববঙ্গ এবং অসম’ নামক প্রদেশটির রাজধানী _____ স্থাপন করা হয়েছিল।

(a) শিলং।

(b) গুয়াহাটি।

(c) ঢাকা।

(d) একটিও নয়।

উত্তরঃ (c) ঢাকা।

4. ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র হিসাবে কোন স্থানকে অভিহিত করা হয়____।

(a) বঙ্গ প্রদেশকে।

(b) দিল্লীকে।

(c) পোরবন্দরকে।

(d) একটিও নয়।

উত্তরঃ (a) বঙ্গ প্রদেশকে।

5. ১৯০৫ খ্রীষ্টাব্দের ____তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল।

(a) ২৬ জানুয়ারি।

(b) ১৬ অক্টোবর।

(c) ১৫ আগষ্ট।

(d) একটিও নয়।

উত্তরঃ (b) ১৬ অক্টোবর।

6. বিদেশী পণ্য বর্জনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল_____।

(a) ১৯০৫ খ্রীষ্টাব্দের ৭ আগষ্ট তারিখে।

(b) ১৯০৬ খ্রীষ্টাব্দের ১৫ আগষ্ট তারিখে।

(c) ১৯০৭ খ্রীষ্টাব্দের ৭ আগষ্ট তারিখে।

(d) ১৯০৭ খ্রীষ্টাব্দের ২৭ আগষ্ট তারিখে।

উত্তরঃ (a) ১৯০৫ খ্রীষ্টাব্দের ৭ আগষ্ট তারিখে।

7. স্বদেশী আন্দোলনের সময়ে ‘যুগান্তর’ নামক সংবাদপত্রটি সম্পাদনা করেছিলেন_____।

(a) গিরিশ ঘোষ।

(b) ভূপেন্দ্রনাথ দত্ত।

(c) অমৃতলাল বসু।

(d) অমরেন্দ্র নাথ বসু।

উত্তরঃ (b) ভূপেন্দ্রনাথ দত্ত।

8. বংগদেশে ‘জাতীয় শিক্ষা পরিষদ’ নামক প্রতিষ্ঠানটি কবে গঠিত হয়েছিল?

(a) ১৯০২ সনের ৫ আগষ্ট।

(b) ১৯০৩ সনের ২৬ আগষ্ট।

(c) ১৯০৪ সনের ১৫ আগষ্ট।

(d) ১৯০৬ সনের ১১ মার্চ।

উত্তরঃ (d) ১৯০৬ সনের ১১ মার্চ।

9. ‘বেঙ্গল ক্যামিক্যালস’ নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

(a) জামশেদজি টাটা।

(b) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

(c) নীলরতন সরকার।

(d) ভূপেন্দ্রনাথ দত্ত।

উত্তরঃ (b) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

10. ‘বঙ্গলক্ষ্মী কটন মিল’ নামক প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

(a) জামশেদজি টাটা।

(b) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

(c) নীলরতন সরকার।

(d) ক্ষীরোদ প্রসাদ।

উত্তরঃ (c) নীলরতন সরকার।

11. কার পৌরহিত্যে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতীয়দের জন্য ‘স্বরাজ’ চেয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল?

(a) দাদাভাই নৌরজি।

(b) বিপিন চন্দ্র পাল।

(c) গোপালকৃষ্ণ গোঘলে।

(d) লালা লাজপত রায়।

উত্তরঃ (a) দাদাভাই নৌরজি।

12. ‘বন্দিনী ভারত’ নামক নাটকটির রচয়িতা কে?

(a) গিরীশ ঘোষ।

(b) অম্বিকাগিরি রায়চৌধুরী।

(c) অমৃতলাল বসু।

(d) অমরেন্দ্র নাথ দত্ত।

উত্তরঃ (b) অম্বিকাগিরি রায়চৌধুরী।

13. বঙ্গ বিভাজনকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের মধ্যে বিভাজন ঘটেছিল_____।

(a) ১৯০৪ সনে।

(b) ১৯০৫ সনে।

(c) ১৯০৬ সনে।

(d) ১৯০৭ সনে।

উত্তরঃ (d) ১৯০৭ সনে।

14. বঙ্গদেশের একত্রিকরণ কবে হয়েছিল_____।

(a) ১৯১০ খ্রীষ্টাব্দের ২২ ডিসেম্বর।

(b) ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ ডিসেম্বর।

(c) ১৯১২ খ্রীষ্টাব্দের ২ ডিসেম্বর।

(d) ১৯১৩ খ্রীষ্টাব্দের ২২ ডিসেম্বর।

উত্তরঃ (b) ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ ডিসেম্বর।

15. বঙ্গ বিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি ছিল?

(a) শাসনের সুবিধা।

(b) ভারতকে ব্রিটিশের স্বাধীনতা না দেওয়া।

(c) ঐক্যবদ্ধ বঙ্গশক্তিকে দ্বিখণ্ডিত করা।

(d) একটিও নয়।

উত্তরঃ (c) ঐক্যবদ্ধ বঙ্গশক্তিকে দ্বিখণ্ডিত করা।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. বঙ্গ বিভাজনে কোন ভাইসরয়ের শাসনকালে সংঘটিত হয়েছিল?

উত্তরঃ লর্ড নেথানিয়েল কার্জনের শাসনকালে।

2. ১৯০৫ খ্রীষ্টাব্দের কোন তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল?

উত্তরঃ ১৯০৫ খ্রীঃএর ১৬ অক্টোবর তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল।

3. বিদেশী পণ্য বর্জনের প্রস্তাব কোন সভায় গ্রহণ করা হয়েছিল?

উত্তরঃ দিনাজপুরে দ্বিতীয় বিশাল সভায় ১৯০৫ সনের ২০শে জুলাইতে।

4. স্বদেশী আন্দোলনের সময় ‘যুগান্তর নামের সংবাদ পত্রটি কে সম্পাদনা করছেন?

উত্তরঃ ভূপেন্দ্রনাথ দত্ত।

5. বঙ্গদেশে ‘জাতীয় শিক্ষা পরিষদ’ নামের প্রতিষ্ঠানটি কবে গঠিত কয়েছিল?

উত্তরঃ ১৯০৬ সনের ১১ মার্চ তারিখ।

6. ‘বেঙ্গল কেমিক্যালস’ নামক ব্যবসা প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন কে?

উত্তরঃ আচার্য প্রফুল্ল রায়।

7. কার পৌরহিত্যে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতীয়দের জন্য ‘স্বরাজ’ এর দাবির প্রস্তাব গ্রহণ করা হয়েছিল?

উত্তরঃ দাদাভাই নৌরজির পৌরহিত্যে।

8. ‘বন্দিনী ভারত’ নামক নাটকটির নাট্যকার কে?

উত্তরঃ অম্বিকাগিরী রায়চৌধুরী।

9. বঙ্গদেশের একত্রীকরণ কখন হয়েছিল?

উত্তরঃ ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ ডিসেম্বর।

10. কোন ঘটনাকে ভারতীয় রাজনৈতিক ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য ঘটনা ধরা হয়?

উত্তরঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দের সিপাহী বিদ্রোহকে।

11. পূর্ববঙ্গকে অসমের সঙ্গে সংযুক্ত করে ‘পূর্ববঙ্গ এক অসম নামে একটি প্রদেশ কে গঠন করে ছিলেন?

উত্তরঃ ভাইসরয় লর্ড কার্জন।

12. ১৮৭৪ খ্রীষ্টাব্দের ৭ ফেব্রুয়ারি নবগঠিত ‘অসম’ নামক প্রদেশটির প্রথম মুখ্য আয়ুক্ত পদে অধিষ্ঠিত ব্যক্তি কে ছিলেন?

উত্তরঃ কর্ণেল আর. এইচ. কিটিংস (Cornel R.H. Keatings)।

13. ১৮৭৪ খ্রীষ্টাব্দের ৭ ফেব্রুয়ারি নবগঠিত ‘অসম’ নামক প্রদেশটির সর্বমোট এলাকা কত?

উত্তরঃ সর্বমোট এলাকা ৫৪,১০০ বর্গমাইল।

14. কোন সনে এবং কার কার মধ্যে এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ ১৭৬৫ সনে মোগল সম্রাট শ্বাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

15. ১৯০৫ সনের বঙ্গ বিভাজনের ক্ষেত্রে কোন দুজন ইংরেজ আমলা লর্ড কার্জনকে বিশেষভাবে সাহায্য করেছিলেন?

উত্তরঃ যে দুজন লর্ড কার্জনকে সাহায্য করেছিল তারমধ্যে একজন ছিলেন মধ্য প্রদেশের মুখ্য আয়ুক্ত এন্দ্রু ফ্রেজার এবং অন্যজন অসমের মুখ্য আয়ুক্ত জন ব্যামফিল্ড ফুলার। 

16. কোন ইংরেজ আমলা বর্ধিত জনসংখ্যার বিষয়টি উল্লেখ করে সম্বলপুর এবং উড়িষ্যাকে বঙ্গ প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে মধ্যপ্রদেশের সাথে সামিল করার প্রস্তাব দিয়েছিল?

উত্তরঃ মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত এন্দু ফ্রেজার।

17. ১৯০১ খ্রীষ্টাব্দে অসমের মুখ্য আয়ুক্ত ফুলার কোন স্বার্থে অসমের সঙ্গে চট্টগ্রামকে সংলগ্ন করার প্রস্তাব দিয়েছিল?

উত্তরঃ চা ব্যবসায় সম্প্রসারণের স্বার্থে।

18. চট্টগ্রাম সহ ঢাকা এবং ময়মনসিংহ জিলা দুটিও অসমের মুখ্য আয়ুক্ত কে ছিল?

উত্তরঃ উইলিয়াম বার্ড।

19. ১৯০৩ খ্রীষ্টাব্দে কে বঙ্গপ্রদেশের লেফট্যানান্ট গভর্ণর পদে অধিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ এন্দ্রু ফ্রেজার।

20. বঙ্গ বিভাজনের সময় ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব পদে কে অধিষ্ঠিত ছিলেন?

উত্তরঃ হারবার্ট রিজলি (Herbert Risley)।

21. বঙ্গ বিভাজন প্রস্তাবে অনুমোদন জানানো লণ্ডনস্থিত ভারত সরকারের সচিব কে ছিলেন?

উত্তরঃ জন ব্রডরিক (John Brodric)।

22. ভারতীয় জাতীয় আন্দোলনে অসমের একজন বিপ্লবী নেতার নাম লিখ।

উত্তরঃ অম্বিকাগিরি রায়চৌধুরী।

23. তিলক দ্বারা সম্পাদিত খবরের কাগজটির নাম কি ছিল?

উত্তরঃ কেশরী।

24. বঙ্গের উগ্র জাতীয়তাবাদের মুখ্য পৃষ্ঠপোষক কে ছিলেন?

উত্তরঃ অরবিন্দ ঘোষ।

25. দাদাভাই নৌরজি কে ছিলেন?

উত্তরঃ দাদাভাই নৌরজি (১৮২৫-১৯১৭) ব্রিটিশ সংসদের প্রথম ভারতীয় সদস্য।

26. বাল গঙ্গাধর তিলক কে ছিলেন?

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক (১৮৫৬-১৯২০) স্বাধীনতা সংগ্রামী। তিনি স্বাধীনতা আন্দোলনের চরম পন্থাকে অনুসরণ করার পোষকতা করেছিলেন। ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ শীর্ষক বাণীর উদ্ভাবক। তাঁর রচিত গ্রন্থের নাম ‘গীতা রহস্য’।

27. লালা লাজপত রায় কে ছিলেন?

উত্তরঃ লালা লাজপত রায় (১৮৬৫-১৯২৮) পাঞ্জাব কেশরী নামে বিখ্যাত, স্বাধীনতা সংগ্রামী।

28. সুভাষচন্দ্র বসু কে ছিলেন?

উত্তরঃ সুভাষচন্দ্র বসু (জন্ম: ২৩ শে জানুয়ারি, ১৮৯৭) জাতীয়তাবাদী নেতা। দুবার ভারতের জাতীয় কংগ্রেছের সভাপতি নির্বাচিত। ‘ফরওয়ার্ড ব্লকের’ প্রতিষ্ঠাতা। ১৯৪৩ সনে ‘আজাদ হিন্দ ফৌজের’ সর্বাধিনায়ক।

29. স্বদেশী উদ্যোগসমূহের প্রচুর সম্ভাবনীয়তা সম্পর্কে দেশবাসীকে সজাগ করে তোলার জন্য প্রথম ‘ভারতীয় উদ্যোগ সন্মিলন’ কখন অনুষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৯০৫ সনের ১৭ ডিসেম্বর।

30. ইটালীর মেটচিনির গুপ্তঘাতী সংগঠন ‘ইয়ং ইটালী’ (Young Italy) অনুকরণে কে মহারাষ্ট্রে ‘অভিনব ভারত এবং মিত্র মেলা নামের গোপন বিদ্রোহী সংগঠন গড়ে তুলেছিলেন?

উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর।

31. বারীন্দ্র কুমার ঘোষ কোন কোন পত্রিকার মাধ্যমে যুবশক্তিকে বিদেশী শাসকের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের রাস্তা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন?

উত্তরঃ ‘ভবানী মন্দির’ নামের পুস্তিকা এবং ‘মুক্তি কোন পথে’ নামক পত্রিকা প্রকাশ করে।

32. ভারত সচিব মর্শের রাজনৈতিক উপদেষ্টা লেফটেন্যান্ট কর্ণেল কার্জন ওয়ালীকে লণ্ডনের রাজভবনের সম্মুখে গুলি করে হত্যা করা ভারতীয় ব্যক্তিটির নাম কী?

উত্তরঃ মদনলাল ধিংরা।

33. বঙ্গ বিভাজনের মূল হোতা লর্ড কার্জনের পর ভাইসরয় পদে অধিষ্ঠিত ব্যক্তি কে?

উত্তরঃ লর্ড মিন্টো (১৯০৫-১০) সন।

34. ভারতীয় উদ্যোগের পুরোধা জামশেদজী টাটা বিখ্যাত লৌহ শিল্প কারখানা কোন সনে গড়ে তুলেছিলেন?

উত্তরঃ ১৯০৭ সনে।

35. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ দাবীর প্রস্তাবটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছিল?

উত্তরঃ ১৯০৭ খ্রীষ্টাব্দে জাতীয় কংগ্রেসের ত্রয়োবিংশতিতম নাগপুর অধিবেশনে।

36. কোন শহীদের ফাঁসির দিনটিতে বাংলাদেশের প্রতিটি পরিবার উপবাস করেছিল?

উত্তরঃ প্রফুল্ল চাকীর ফাঁসির দিনে।

37. কে ইণ্ডিয়ান ইণ্ডিপেণ্ডেন্স লীগ’ গড়ে তুলেছিলেন?

উত্তরঃ রাসবিহারী বসু।

38. কোন দিন মুসলিম লীগ পাকিস্তানের দাবীতে সমগ্র দেশে প্রত্যক্ষ দাবী দিবস পালনের আহ্বান জানিয়েছিল?

উত্তরঃ ১৯৪৬ সনের ১৬ আগষ্ট।

39. বঙ্গের উগ্র জাতীয়তাবাদের মুখ্য পৃষ্ঠপোষক কে ছিলেন?

উত্তরঃ অরবিন্দ ঘোষ।

40. নবগঠিত ‘অসম’ নামক প্রদেশটির প্রথম মুখ্য আয়ুক্ত কর্ণেল আর. এইচ. কিটিংস করে দায়িত্বভার নিয়েছিলেন?

উত্তরঃ ১৮৭৪ সনের ৭ ফেব্রুয়ারি।

41. ১৯০৬ সনে কলকাতায় হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ দাদাভাই নৌরজি।

42. সীমান্ত গান্ধী কাকে বলা হয়?

উত্তরঃ খান আব্দুল গফুর খান।

43. মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় হয়?

উত্তরঃ লাহোরে।

44. স্বদেশী আন্দোলনের যেকোনো তিনজন নেতার নাম লিখ।

উত্তরঃ ১। সুরেন্দ্রনাথ বেনাৰ্জী।

২। বিপিনচন্দ্র পাল এবং।

৩। অরবিন্দ ঘোষ।

45. ভারতীয় রাজনীতিতে কে সাম্প্রদায়িকতার বীজ রপন করেছিলে?

উত্তরঃ লর্ড মিন্টো।

46. মর্লে মিন্টো সংস্কার কবে হয়েছিল?

উত্তরঃ ১৯০৯ সনে।

47. স্বদেশী আন্দোলনের সময়ের দুটি খবরের কাগজের নাম লিখ।

উত্তরঃ (ক) যুগান্তর।

(খ) কেশরী।

48. ‘দ্য ডন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

49. ‘অসম’ নামক প্রদেশটি কখন গঠিত হয়?

উত্তরঃ ১৮৭৪ সনের ৭ ফেব্রুয়ারি।

50. সর্বভারতীয় মুসলিম লীগের জন্মদাতা কে?

উত্তরঃ নবাব সলিমউল্লা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

Scroll to Top