বাক্য প্রকরণ | Vakya Prakaran in Bengali Grammar

বাক্য প্রকরণ | Vakya Prakaran in Bengali Grammar Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter বাক্য প্রকরণ | Vakya Prakaran in Bengali Grammar and select needs one.

বাক্য প্রকরণ | Vakya Prakaran in Bengali Grammar

Join Telegram channel

These Grammar are part of SCERT Syllabus. Here we have given বাক্য প্রকরণ | Vakya Prakaran in Bengali Grammar, You can practice these here.

SEBA Class 9 Bengali Medium Solutions

SEBA Class 10 Bengali Medium Solutions

বাক্য প্রকরণ

সরল বাক্য – যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যথা—শ্যাম বাড়ি গিয়ে খেতে বসলে তরুণ এলো।‘এলো’ একটিমাত্র সমাপিকা ক্রিয়া।

জটিল বাক্য – যখন একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ডবাক্য বা অংশবাক্য যুক্ত হয়ে একটি পূর্ণবাক্য গঠিত হয়, তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্যে একটি অংশবাক্য অন্য একটি অংশবাক্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। যথা—যদি মন দিয়ে খেলাপড়া করো, তবে পরীক্ষায় ভালো ফল করবে।

যৌগিক বাক্য – একাধিক সরল বাক্য যখন কোনো অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠিত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। যথা—রবি চারদিনে কাজটি করে দেবে বলেছিল কিন্তু সময়মত কাজটি করে দিল না।

মিশ্র বাক্য – যখন এক বা একাধিক সরল বাক্যের সঙ্গে এক বা একাধিক জটিল বাক্য যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে মিশ্র বাক্য বলে। যথা—মন্দ ছেলেরা নিয়মিত বিদ্যালয়ে যায় না এবং শিক্ষক মহাশয়ের পড়ায় মনোযোগ দেয় না কেবল বাজে সময় নষ্ট করে।

উদাহরণ –

★ দুঃখ ভোগ করছে তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। (সরল বাক্যে)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

উত্তরঃ দুঃখ ভোগ করার মধ্য দিয়ে বা দুঃখ ভোগে পেয়েছে অটল জীবনী শক্তি।

★ তুমি লেখাপড়া শিখিয়া ইহাদিগের কি মঙ্গল সাধিয়াছ? (যৌগিক বাক্যে)

উত্তরঃ তুমি লেখাপড়া শিখিয়াছ কিন্তু তাহাতে ইহাদিগের কি মঙ্গল সাধিত হইয়াছে?

★ কী সুন্দর দৃশ্য ! (নির্দেশক বাক্যে)

উত্তরঃ দৃশ্যটি বড়োই সুন্দর।

★ বড়ো তেতো। (বিস্ময়সূচক বাক্যে)

উত্তরঃ বাপরে! কী তেতো !

★ তুমি খেলে আমি স্বস্তি পাবো। (জটিল বাক্যে)

উত্তরঃ যদি তুমি খাও তবেই আমি স্বস্তি পাবো।

★ মহাবৎ খাঁ যোদ্ধা। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তরঃ কে এই মহাবৎ খাঁ ?

★ সময়কালে সে উপস্থিত হল না। (জটিল বাক্যে)

উত্তরঃ যখন সময় উপস্থিত হল তখ সে উপস্থিত হল না।

★ নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে। (জটিল বাক্যে)

উত্তরঃ আকাশ যদিও নির্মেঘ তবুও বৃষ্টি হচ্ছে।

★ চারজনে একজনকে বেঁধে রেখে চলে গেল। (যৌগিক বাক্যে)

উত্তরঃ চারজনে একজনকে বাঁধল এবং তারপর চলে গেল।

★ সময়কালে সে উপস্থিত হল না। (অস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ সময়কালে সে অনুপস্থিত রইল।

★ টাকা দিলেই অপমান। (জটিল বাক্যে)

উত্তরঃ যদি টাকা দেওয়া হয় তবেই অপমান।

★ লোকটি দরিদ্র কিন্তু সৎ। (সরল বাক্যে)

উত্তরঃ দরিদ্র হলেও লোকটি সৎ।

★ বৃথা আশা মরতে মরতেও মরে না। (যৌগিক বাক্যে)

উত্তরঃ বৃথা আশা মুমূর্ষু তবুও তা মরে না।

★ সাধারণ বাঙালির পোশাকে দাঁড়িয়ে তাদের পরিচিত নিমাইবাবু। (জটিল বাক্যে)

উত্তরঃ সাধারণ বাঙালির পোশাকে দাঁড়িয়ে যে ভদ্রলোক তিনিই তাদের পরিচিত নিমাইবাবু।

★ তাকে ধরে শিকলি পরিয়ে নিয়ে চলল। (যৌগিক বাক্যে)

উত্তরঃ তাকে ধরল এবং শিকলি পরিয়ে নিয়ে চলল।

★ যে রক্ষক সেই ভক্ষক। (সরল বাক্যে)

উত্তরঃ রক্ষকই ভক্ষক।

★ যে কোনো উপায়ে টাকটা শোধ করে দিতে হবে। (জটিল বাক্যে)

উত্তরঃ যদি কোনো উপায় থাকে তবে সেই উপায়েই টাকাটা শোধ করে দিতে হবে।

★ তাই চেনাও শক্ত, ধরাও শক্ত। (সরল বাক্যে)

উত্তরঃ তাই চেনা ও ধরা রীতিমতন শক্ত।

★ ইলিশের মরসুম ফুরালে বিপুলা পদ্মা কৃপণা হয়ে যায়। (জটিল বাক্যে)

উত্তরঃ যখন ইলিশের মরসুম ফুরিয়ে যায় তখন বিপুলা পদ্মা কৃপণা হয়ে যায়।

★ তপোবনের কী অনির্বচনীয় মহিমা! (বিস্ময় পরিহার করো)

উত্তরঃ তপোবনের মহিমা সত্যই অনির্বচনীয়।

★ মৃত্যুভয় আবার ভয় কি? (নস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ মৃত্যুভয় কোনো ভয় নয়।

★ তোমাকে অবহেলা করবে সাধ্য কার! (নির্দেশক বাক্যে)

উত্তরঃ তোমাকে অবহেলা করে এমন সাধ্য কারো নেই।

★ সে কোনো উত্তর দিল না। (অস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ সে নিরুত্তর রইল।

★ ভোরের অম্লান সূর্যোদয় দেখে কে মুগ্ধ হয় না? (যৌগিক বাক্যে)

উত্তরঃ ভোরের অম্লান সূর্যোদয় (সকলেই) দেখে এবং (সকলেই) মুগ্ধ হয়।

★ রেখো মা দাসেরে মনে। (না-বাচক বাক্যে)

উত্তরঃ দাসেরে ভুলিও না।

★ সত্যের কোনো পরাজয় নেই। (প্রশ্নসূচক বাক্যে)

উত্তরঃ সত্যের কি পরাজয় আছে?

★ যদি পড়াশোনা না করো তাহলে পরীক্ষায় পাশ করা মুস্কিল হবে। (সরল বাক্যে)

উত্তরঃ পড়াশোনা না করলে পাশ করা মুস্কিল হবে।

★ তা কষ্টসাধ্য হলেও দুঃসাধ্য নয়। (জটিল বাক্যে)

উত্তরঃ যদিও তা কষ্টসাধ্য তবুও দুঃসাধ্য নয়।

★ বেলা পড়লে মা গৃহকাজে উঠে গেল। (জটিল বাক্যে)

উত্তরঃ যখন বেলা পড়ল তখন মা গৃহকাজে উঠে গেল।

★ সব কথার ঠিক ঠিক উত্তর দেয়। (নস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ সব কথার কোনোটিরই ভুল উত্তর দেয় না।

★ সময় নষ্ট করা চলবে না। (হ্যাঁ-বাচক বাক্যে)

উত্তরঃ সময় বাঁচাতে হবে।

★ শিশু প্রথম প্রথম হাঁটতে পারে না। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তরঃ শিশু কি প্রথম প্রথম হাঁটতে পারে?

★ শরীরটা আজ তার ভালো ছিল না। (অস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ শরীরটা আজ তার খারাপ ছিল।

★ উপার্জন যা হয় তা এই ইলিশের মরশুমে। (সরল বাক্যে)

উত্তরঃ ইলিশের মরশুমেই উপার্জন হয়।

★ ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখে অট্টহাস্য করছে। (জটিল বাক্যে)

উত্তরঃ যখনই ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখছে তখনই অট্টহাস্য করছে।

★ এই দুর্ঘটনার অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল। (যৌগিক বাক্যে)

উত্তরঃ এই দুর্ঘটনা ঘটিল এবং অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল।

★ তাদের পরস্পরের মধ্যে একটা রাস্তা থাকা চাই। (অনুজ্ঞাবাচক বাক্যে)

উত্তরঃ তাদের পরস্পরের মধ্যে একটা রাস্তা অবশ্যই রেখো।

★ যে শিক্ষা অন্তরের অমৃত তার সাহায্যে আমরা মৃত্যুর হাত এড়াব। (সরল বাক্যে)

উত্তরঃ অন্তরের অমৃতস্বরূপ শিক্ষার সাহায্যে আমরা মৃত্যুর হাত এড়াব।

★ না খেয়ে থাকলেও কারোর সাহায্য নেব না। (যৌগিক বাক্যে)

উত্তরঃ না খেয়ে থাকব তবুও কারোর সাহায্য নেব না।

★ যদি যত্ন কর তবেই রত্ন মিলবে। (নস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ যত্ন করলেই রত্ন মিলবে।

★ তোমার কথা সকলেই শোনে (প্রশ্নবোধক বাক্যে)

উত্তরঃ তোমার কথা কে না শোনে?

★ তোমার চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি। (সরল বাক্যে)

উত্তরঃ তোমার চুল পাকলেও বুদ্ধি পাকেনি।

★ ধরা পড়লে আর রক্ষা থাকবে না। (জটিল বাক্যে)

উত্তরঃ যদি ধরা পড়ো তাহলে আর রক্ষা থাকবে না।

★ টাকায় সবই হয়। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তরঃ টাকায় কী না হয়?

★ মধু যদি যায় তবেই সে যাবে। (সরল বাক্যে)

উত্তরঃ মধু গেলেই সে যাবে।

★ এমন কাজ করা উচিত নয়। (অনুজ্ঞাবাচক বাক্যে)

উত্তরঃ এমন কাজ কখনই কোরো না।

★ যার বুদ্ধি নেই সে-ই এমন কাজ করতে পারে। (সরল বাক্যে)

উত্তরঃ বুদ্ধিহীনই এমন কাজ করতে পারে।

★ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবে না। (জটিল বাক্যে)

উত্তরঃ আজকের কাজ আজকেই করো কিন্তু কালকের জন্য ফেলে রাখবে না।

★ রমেশ অনেক ব্যাপারে কথা দেয় কিন্তু কখনই তা রাখে না। (সরল বাক্যে)

উত্তরঃ রমেশ অনেক ব্যাপারে কথা দিলেও তা কখনও রাখে না।

★ অল্প মানুষই বেদ বেদান্তের অর্থ বোঝে। (নস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ খুব বেশি মানুষ বেদ বেদান্তের অর্থ বোঝে না।

★ গভীর আত্মপ্রত্যয়ে সাফল্য লাভ সম্ভব। (জটিল বাক্যে)

উত্তরঃ যদি গভীর আত্মপ্রত্যয় থাকে তবেই সাফল্য লাভ সম্ভব।

★ বা কী সাহস তোমার! (নির্দেশক বাক্যে)

উত্তরঃ তোমার বড়ই সাহস।

★ সে কোনো উত্তর দিল না। (নির্দেশমূলক বাক্যে)

উত্তরঃ তার কাছে কোনো উত্তর পাওয়া গেল না।

★ বধূর এখানে কোনো অধিকার নাই। (অস্ত্যর্থক বাক্যে)

উত্তরঃ বধূ এখানে অধিকারহীন।

★ অনুগ্রহ করে ভাবতে গেলে বারে বারে অন্যমনস্ক হতে হয়। (জটিল বাক্যে)

উত্তরঃ যখন অনুগ্রহ করে ভাবতে হয় তখন বারে বারে অন্যমনস্ক দেখায়।

★ তোমার সুখেই আমার সুখ। (জটিল বাক্যে)

উত্তরঃ যদি তুমি সুখী হও তাহলেই আমার সুখ ।

★ আপনি যদি আসেন তবে ভাবনা কী? (সরল বাক্যে)

উত্তরঃ আপনি এলে ভাবনা কী?

★ অসুস্থতার জন্যে আমি গান করতে পারবো না। (যৌগিক বাক্যে)

উত্তরঃ আমি অসুস্থ, সেইজন্য গান করতে পারবো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top