Class 10 Social Science MCQ Chapter 11 আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

Class 10 Social Science MCQ Chapter 11 আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 11 আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 11 আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 11 আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 11 আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

Chapter – 11

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ___।

(a) ১৯১৪ সনে।

(b) ১৯১৮ সনে।

(c) ১৯৩৪ সনে।

(d) ১৯৩৯ সনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

Ans. (d) ১৯৩৯ সনে।

2. রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল _____।

(a) সানাফ্রাসিছকোর সভাতে।

(b) ডাম্বারটন ওক সভাতে।

(c) য়াল্টার সন্মেলনে।

(d) অপেরা হাউসের সভাতে।

Ans. (a) সানফ্রাসিংক্যের সভাতে।

3. বর্তমান ___ সদস্য রাষ্ট্র দিয়ে রাষ্ট্রসংঘ গঠিত।

(a) ১৮৩ টি।

(b) ১৯৩ টি।

(c) ১৯৮ টি।

(d) ২০২ টি।

Ans. (b) ১৯৩ টি।

4. রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয় ____।

(a) ২৩ অক্টোবর। 

(b) ২৩ জুলাই।

(c) ২৪ অক্টোবর।

(d) 28 এপ্রিল।

Ans. (c) ২৪ অক্টোবর।

5. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে ____।

(a) ১০ জন।

(b) ১৫ জন।

(c) ২০ জন।

(d) ২৫ জন। 

Ans. (b) ১৫ জন।

6. রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয় ____ শহরে অবস্থিত।

(a) জেনেভা।

(b) নিউইয়র্ক।

(c) লণ্ডন। 

(d) প্যারিস।

Ans. (b) নিউইয়র্ক। 

7. রাষ্ট্রসংঘের বৃহত্তম অংগ কি?

(a) নিরাপত্তা পরিষদ।

(b) সাধারণ সভা।

(c) অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ।

(d) ন্যাসরক্ষী পরিষদ।

Ans. (b) সাধারণ সভা।

8. রাষ্ট্রসংঘ গঠন হওয়ার সময় পরিষদের স্থায়ী সদস্য ছিল ____।

(a) পাঁচ জন।

(b) ছজন।

(c) দশ জন। 

(d) পনেরো জন।

Ans. (a) পাঁচ জন। 

9. ‘ভেট’ প্রয়োগের ক্ষমতা আছে _____। 

(a) আন্তর্জাতিক ন্যায়ালয়ের।

(b) নিরাপত্তা পরিষদের।

(c) সাধারণ সভার।

(d) ন্যাসরক্ষী পরিষদের।

Ans. (b) নিরাপত্তা পরিষদের।

10. রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ ____।

(a) ৩ টা।

(b) ৫ টা। 

(c) ৬ টা। 

(d) ৭ টা। 

Ans. (c) ৬ টা।

11. UNESCO- এর প্রধান কার্যালয় অবস্থিত ____।

(a) প্যারিস।

(b) রোম।

(c) জেনেভা।

(d) নিউইয়র্ক।

Ans. (a) প্যারিস।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

12. রাষ্ট্রসংঘের প্রধান উদ্দেশ্য কি?

Ans. সদস্য দেশ সমূহের মধ্যে যুদ্ধ নিরাময়া এবং বন্ধুত্ব ভাব উন্নত করা।

13. ভারতবর্ষ করে রাষ্ট্রসংঘের সদস্য হয়েছিল। 

Ans. ১৯৪৫ সনে।

14. অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

Ans. ২৭ জন। 

15. ‘রাষ্ট্রসংঘ’ দিবস কবে পালিত হয়?

Ans. ২৮ অক্টোবর।

16. বর্তমান রাষ্ট্রসংঘ কতজন সদস্য রাষ্ট্র দ্বারা গঠিত?

Ans. বর্তমান ১৯৩ টি সদস্য রাষ্ট্র দ্বারা গঠিত।

17. সাধারণ সভার অধিবেশন বছরে কতবার অনুষ্ঠিত হয়?

Ans. একবার।

18. ‘মানব অধিকার’ অর্থ কি?

Ans. প্রত্যেক মানুষ উপভোগ করতে পারা অধিকারকেই ‘মানব অধিকার’ বলা হয়।

19. রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধানের নাম কি ছিল?

Ans. রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধানের নাম ছিল ট্রাইভহাল্ডান লী। তিনি নরওয়ের বাসিন্দা ছিলেন।

20. রাষ্ট্রসংঘের সনদে কার্যকরে উল্লেখিত না থাকা প্রধান অঙ্গটি কি।

Ans. সচিবালয়।

21. রাষ্ট্রসংঘের প্রধান প্রশাসনীয় কেন্দ্রটির নাম লিখ।

Ans. রাষ্ট্রসংঘের প্রধান প্রশাসনীয় কেন্দ্রটির নাম হ’ল সচিবালয়।

22. রাষ্ট্রসংঘের প্রধানকে কে নিযুক্তি দেন? 

Ans. সাধারণ পরিষন নিরাপত্তা পরিষদের সাথে মিলিত হয়ে রাষ্ট্রসংঘের প্রধানকে নিযুক্তি দেন।

23. রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গ কি?

Ans. সাধারণ সভা।

24. আন্তর্জাতিক ন্যায়ালয়ের মোট ন্যায়াধীশ কতজন?

Ans. ১৫ জন। 

25. কতটা রাষ্ট্র রাষ্ট্রসংঘের সনদে স্বাক্ষর করেছিল?

Ans. ৫১ টি। 

26. রাষ্ট্রসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কি?

Ans. আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা।

27. রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

Ans. আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।

28. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কটির নাম লিখ। 

Ans. আমেরিকা, গ্রেটব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। 

29. ‘ভেটো’ ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে?

Ans. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি রাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

30. আন্তর্জাতিক ন্যায়ালয়ের প্রধান কাজ কি?

Ans. রাষ্ট্রসমূহ দ্বারা উত্থিত বিষয়গুলোর নিষ্পত্তি করা।

31. সচিব প্রধানের কার্যকাল কত দিন?

Ans. ৫ বছর।

32. রাষ্ট্রসংঘের বর্তমান সচিব প্রধানের নাম কি?

Ans. এন্টনীঅ’ গোটেরেজ।

33. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কৰে গঠিত হয়েছিল?

Ans. ১৯৪৮ সনের ৭ এপ্রিল।

34. রাষ্ট্রসংঘ নিরস্ত্রিকরণ আয়োগ কৰে গঠন করেছিল?

Ans. ১৯৫২ সনের জানুয়ারিতে।

35. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?

Ans. ১৯৯৬ সনের ১৫৮ টি রাষ্ট্রের সমর্থনে।

36. রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের সভাপতি কে?

Ans. উচ্চতম ন্যায়ালয়ের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ।

37. মানব অধিকার দিবস কবে পালিত হয়?

Ans. ১০ ডিসেম্বর।

38. রাষ্ট্রসংঘের মানব অধিকার আয়োগ কবে গঠিত হয়েছিল? 

Ans. ১৯৪৮ সনের ১০ ডিসেম্বর।

39. ভারতবর্ষে জাতীয় মানব অধিকার আয়োগ কবে গঠিত হয়েছিল?

Ans. ১৯৯৩ সনের ২৮ সেপ্টেম্বর।

খালী ঠাই পূরণ করোঃ

40. ২৪ অক্টোবর দিনটি _____ হিসাবে পালন করা হয়।

Ans. রাষ্ট্রসংঘ দিবস।

41. রাষ্ট্রসংঘের সনদে মোট _____ টা অনুচ্ছেদ আছে।

Ans. ১১১ টা। 

42. রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ ____।

Ans. ৬ টা। 

43. ____ দিনটি মানব অধিকার দিবস হিসাবে পালন করা হয়।

Ans. ১০ ডিসেম্বর।

44. ___ সনের ____ তারিখে ‘রাষ্ট্রসংঘ’ প্রতিষ্ঠানের জন্ম হয়।

Ans. ১৯৪৫ সনের ২৪ অক্টোবর।

45. ____ বর্তমান রাষ্ট্রসংঘের সচিব প্রধান।

Ans. এন্টনীঅ’ গোটেরেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

Scroll to Top