Class 9 Science MCQ Chapter 4 পরমাণুর গঠন

Class 9 Science MCQ Chapter 4 পরমাণুর গঠন, SCERT Class 9 Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 9 Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 9 Science MCQ Chapter 4 পরমাণুর গঠন can be of great value to excel in the examination.

SCERT Class 9 Science MCQ Chapter 4 পরমাণুর গঠন

Join Telegram channel

Table of Contents

Class 9 Science MCQ Chapter 4 পরমাণুর গঠন covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 9 Science MCQ Chapter 4 পরমাণুর গঠন provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

পরমাণুর গঠন

Chapter – 4

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. নিচের কোন দুইটি যোগ করে একটি উপাদানের ভর পাওয়া যায় _____।

(a) ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা।

(b) ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা।

(c) ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা।

(d) প্রোটন এবং নিউট্রনের সংখ্যা।

Ans: (d) প্রোটন এবং নিউট্রনের সংখ্যা।

2. ক্যালসিয়ামে 20 টি ইলেকট্রন আছে। এগুলি K, L, M এবং N কক্ষ দখল করে। যা কক্ষ অসম্পূর্ণ?

(a) K, L, M, N কক্ষ।

(b) N কক্ষ।

(c) L, M, N, কক্ষ।

(d) M, N কক্ষ।

Ans: (d) M, N কক্ষ।

3. যদি একটি নিরপেক্ষ পরমাণুর তিনটি কক্ষ সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা পরমাণু হল______।

(a) 18

(b) 28

(c) 16

(d) 20

Ans: (b) 28

4. একটি পরমাণুর আকার নির্ধারণ করা হয়____।

(a) পরমাণুর ভর।

(b) ইলেকট্রনের সংখ্যা।

(c) প্রোটনের সংখ্যা।

(d) প্রোটন এবং নিউট্রনের সংখ্যা।

Ans: (b) ইলেকট্রনের সংখ্যা।

5. একটি পরমাণুর বাইরেরতম কক্ষ তখন বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না_____।

(a) 16

(b) 18

(c) 2

(d) 8

Ans: (d) 8

6. নিচের কোন উপাদানে একই সংখ্যক প্রোটন এবং নিউট্রন রয়েছে?

(a) নাইট্রোজেন।

(b) বেরিলিয়াম।

(c) কার্বন – 12।

(d) হাইড্রোজেন।

Ans: (c) কার্বন 12।

7. ইলেকট্রন আবিষ্কৃত করছিলেন_____।

(a) ই. গোল্ডস্টেইন।

(b) জে. জে. থমসন।

(c) ই. রাদারফোর্ড।

(d) R. A. ফুলিকান।

Ans: (b) জে. জে. থমসন।

8. একটি পরমাণুতে স্থির শক্তির স্তরের ধারণাটি দিয়েছিলেন_____।

(a) নিলস বোর।

(b) ই. রাদারফোর্ড।

(c) শ্রোডিঙ্গার।

(d) R.A. মল্লিকান।

Ans: (a) নিলস বোর।

9. ই. রাদারফোর্ড আবিষ্কার করেন_____।

(a) নিউক্লিয়াস।

(b) প্রোটন।

(c) কক্ষপথ।

(d) নিউট্রন।

Ans: (a) নিউক্লিয়াস।

10. ক্যাথোড রশ্মি গঠিত_____।

(a) ইলেকট্রন।

(b) প্রোটন।

(c) নিউট্রন।

(d) নিউক্লাইডস।

Ans: (a) ইলেকট্রন।

11. রাদারফোর্ডের a-রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা আবিষ্কারের দিকে পরিচালিত করে____।

(a) ইলেকট্রন।

(b) প্রোটন।

(c) নিউট্রন।

(d) নিউক্লিয়াস।

Ans: (d) নিউক্লিয়াস।

12. ᴬᶻx তে উপস্থিত প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের সংখ্যা হল______।

(a) A, Z, Z

(b) Z, A, (A-Z)

(c) Z (A-Z), Z

(d) (A-Z), Z, Z

Ans: (c) Z ( A-Z), Z

13. সমস্থানিক হল______।

(a) একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস।

(b) বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস।

(c) ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের নিউক্লিয়াস।

(d) উপরের কোনটি নয়।

Ans: (c) ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের নিউক্লিয়াস।

14. একটি ইলেকট্রনের আধান হল______।

(a) – 4.803×10⁻¹⁹ কুলম্ব।

(b) – 1.602 × 10⁻¹⁹ কুলম্ব।

(c) – 4.803 x 10⁻¹⁹ কুলম্ব।

(d) 1.602 x 10⁻¹⁹ কুলম্ব।

Ans: (d) 1.602 × 10⁻¹⁹ কুলম্ব।

15. পারমাণবিক ভর একক স্কেলে প্রোটনের ভর হল –

(a) 5.48 x 10 u

(b) 1.00728u

(c) 1p.00866u

(d) 1.6725 u

Ans: (b) 1.00728u

16. শুধুমাত্র একটি  প্রাকৃতিকভাব ঘটমান আইসোটোপিক সব একটি উপাদান____।

(a) অক্সিজেন।

(b) নাইট্রোজেন।

(c) নিয়ন।

(d) ফ্লুরিন।

Ans: (d) ফ্লুরিন।

17. রাদারফোর্ডের a-রে স্ক্যাটারিং পরীক্ষা উদ্বিগ্ন ছিল এর আবিষ্কারের সাথে ______।

(a) প্ৰোটন ।

(b) নিউট্রন।

(c) ইলেকট্রন।

(d) পারমাণবিক নিউক্লিয়াস।

Ans: (d) পারমাণবিক নিউক্লিয়াস।

18. Cl- আয়নে যোজক ইলেকট্রনের সংখ্যা হল____ ।

(a) 8

(b) 16

(c) 17

(d) 18

Ans: (a) 8

19. F⁻ আয়নে যোজক ইলেকট্রনের সংখ্যা হল____।

(a) 8

(b) 16

(c) 18

 (d) 17

Ans: (a) 8

20. ইলেকট্রনের ভর হল_____।

(a) 1.66×10⁻²⁴ গ্রাম।

(b) 6.02 10⁻²³ গ্রাম।

(c) 9.1 x 10⁻²⁸ গ্রাম।

(d) 9.1 x 10⁻³¹ গ্রাম।

Ans: (d) 9.1 x 10⁻³¹ গ্রাম।

21. নিচের কোনটিতে একই সংখ্যক প্রোটন এবং নিষ্প্রান রয়েছে?

(a) কার্বন।

(b) ক্লোরিন।

(c) ফ্লোরিন।

(d) হাইড্রোজেন।

Ans: (a) কার্বন।

22. ইলেক্ট্রন আবিষ্কৃত করিছিলেন____।

(a) রাদারফোর্ড।

(b) চ্যাডউইক।

(c) গোল্ডস্টেইন।

(d) থমসন।

Ans: (d) থমসন।

23. প্রোটন আবিষ্কৃত করিছিলেন_____।

(a) থমসন।

(b) গোল্টস্টেইন।

(c) চ্যাডউইক।

(d) রাদারফোর্ড।

Ans: (b) গোল্টস্টেইন।

24. নিউট্রন আবিষ্কৃত করিছিলেন______।

(a) থমসন।

(b) গোল্ডস্টেইন।

(c) চ্যাডউইক।

(d) রাদারফোর্ড।

Ans: (c) চ্যাডউইক।

25. হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে বলা হয়_____।

(a) পরিটন।

(b) নিউট্রন।

(c) প্রোটন।

(d) ইলেকট্রন।

Ans: (c) প্রোটন।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

26. সত্য এবং মিথ্যা নির্ণয় করুন এবং মিথ্যাnসংশোধন করুন।

(i) ক্যাথোড রশ্মি ধনাত্মক আধান বিশিষ্ট কণা দ্বারা গঠিত।

Ans: মিথ্যা, ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধান বিশিষ্ট কণা দ্বারা গঠিত।

27. পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসের সংখ্যার সমান।

Ans: মিথ্যা, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সমান।

28. পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমান।

Ans: সত্য।

29. সমভারী গুলিতে একই সংখ্যক নিউট্রন থাকে।

Ans: মিথ্যা, সমভারী গুলিতে বিভিন্ন সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে।

30. বোর-বুরি স্কিম অনুসারে, একটি পরমাণুর চূড়ান্ত কক্ষপথে 2n² ইলেকট্রন থাকে, যেখানে  হল কক্ষপথের সংখ্যা।

Ans: মিথ্যা, বোর-বুরি স্কিম অনুসারে, সর্বাধিক সংখ্যক ইলেকট্রন পাওয়া যায় একটি পরমাণুর চূড়ান্ত কক্ষপথ কখনই ৪ অতিক্রম করে না।

31. একটি পরমাণুর তিনটি অবপারমাণবিক কণার নাম লিখ।

Ans: একটি পরমাণুর তিনটি মৌলিক কণিকাগুলির নাম হইল: ইলেক্ট্রন, প্রোটন এবং নিউট্রন।

32. হিলিয়াম পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 4u এবং এটার নিউক্লিয়াসে আছে দুটো প্রোটন। এটাতে কতগুলি নিউট্রন আছে?

Ans: ভরসংখ্যা = প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা।

⇒ 4 = 2 + নিউট্রনের সংখ্যা।

⇒ নিউট্রনের সংখ্যা = 4-2 = 2

33. কার্বন ও সোডিয়াম পরমাণুর ইলেক্ট্রনীয় বিন্যাস লিখে দেখাও।

Ans: (i) কার্বন (পারমাণবিক সংখ্যা = 6) K, L : 2, 4 অথবা 2, 4

(ii) সোডিয়াম (পারমাণবিক সংখ্যা =11) K, L, M = 2, 8, 1 অথবা 2, 8, 1

34. যদি কোনো পরমাণুর K এবং L কক্ষ পূর্ণ থাকে। তবে ঐ পরমাণুতে থাকা মোট ইলেক্টনের সংখ্যা। কত?

Ans: K-অক্ষে ইলেক্টনের সংখ্যা = 2 

L – কক্ষে ইলেক্টনের সংখ্যা = 8

মোট ইলেক্টনের সংখ্যা = 2 +8 = 10

35. যদি কোনো পরমাণুতে ইলেক্টনের সংখ্যা ৪ এবং প্রোটনের সংখ্যাও ৪ হয় তাহলে 

(i) পরমাণুটির পারমাণবিক ইলেক্টনের সংখ্যা কত? এবং 

(ii) পরমাণুটির আধান কত?

Ans: (i) পরমাণুতে থাকা পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা।

(ii) কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা = 8 এবং ইলেকট্রনের সংখ্যা = 8 হইলে পরমাণুতে আধানের পরিমাণ শূন্য হইবে।

শুন্যস্থান পূরণ করুনঃ

36. ক্যাথোড রশ্মি____আধান বিশিষ্ট কনা দিয়ে গঠিত।

Ans: ঋণাত্মক।

37. একটি প্রোটনের ভর_____কেজি এবং এর আধান হল কুলম্ব।

Ans: 1.6725 × 10, + 1.602 × 10⁻¹⁹

38. একটি নিউট্রন বৈদ্যুতিক ভাবে_____এবং এর ভর হল প্রোটনের সমান।

Ans: নিরপেক্ষ, ভরের প্রায়।

39. সমস্থানিক গুলিতে একই সংখ্যক_____ এবং বিভিন্ন সংখ্যাক রয়েছে।

Ans: প্রোটন, নিউট্রন।

40. সমভারী গুলির ভর____কিন্তু প্রোটনের সংখ্যা____।

Ans: একই, ভিন্ন।

41. একটি মৌলের পারমাণবিক সংখ্যা 12 এবং এর ভর সংখ্যা 21। মৌলের একটি পরমাণুতে থাকবে____ ইলেকট্রন এবং তার বিন্যাস____।

Ans: 12,12

42. সোডিয়ামের ইলেকট্রনিক বিন্যাস হল____ এবং এর যোজ্যতা হল____।

Ans: 2.8.1, 1

43. একটি পরমাণুর ব্যাসার্ধ হল_____।

Ans: 10⁻¹⁰ মিটার।

44. একটি পরমাণুর অধিকাংশ স্থান দখল করে থাকে_____।

Ans: ইলেকট্রন।

45. ইলেক্ট্রোলাইটগুলি____ এবং_____ আধান আয়ন দ্বারা গঠিত।

Ans: ধনাত্মক, ঋনাত্মক।

46. একটি ইলেক্ট্রনে____ কুলম্ব আধান রয়েছে।

Ans: 1.602×10⁻¹⁹

47. একটি নিরপেক্ষ পরমাণুতে পারমাণবিক সংখ্যাটি ____সংখ্যার সমান।

Ans: ইলেকট্রন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top