Class 10 Social Science MCQ Chapter 5 ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য

Class 10 Social Science MCQ Chapter 5 ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য, SCERT Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali As Per New Syllabus each chapter is provided in the list of SEBA Class 10 Social Science Objective Type and Short Type Question Answer in Bengali so that you can easily browse through different chapters and select needs one. Class 10 Social Science MCQ Chapter 5 ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য can be of great value to excel in the examination.

SCERT Class 10 Social Science MCQ Chapter 5 ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য

Join Telegram channel

Table of Contents

Class 10 Social Science MCQ Chapter 5 ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য covers all the exercise questions in Assam Board SCERT Textbooks. Class 10 Social Science MCQ Chapter 5 ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য provided here ensures a smooth and easy understanding of all the concepts. Understand the concepts behind every chapter and score well in the board exams.

ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য

Chapter – 5

Multiple Choice Questions & Answers

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. সিন্ধু সভ্যতার নাগরিক সংস্কৃতির বিকাশ হয়েছিল ____।

(a) খ্রীষ্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে।

(b) খ্রীষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে।

(c) খ্রীষ্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে।

(d) খ্রীষ্টপূর্ব পঞ্চম সহস্রাব্দে।

Ans: (c) খ্রীষ্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে।

2. সিন্ধু সভ্যতার মুখ্য নির্মাতা ছিলেন ____।

(a) আর্যরা। 

(b) অষ্টিকরা।

(c) দ্রাবিড়রা। 

(d) ইংরেজরা।

Ans: (c) দ্রাবিড়রা।

3. সিন্ধু সভ্যতার পটন ঘটে আনুমানিক ____।

(a) প্রায় খ্রীষ্টপূর্ব ১২০০ তে।

(b) প্রায় খ্রীষ্টপূর্ব ১৫০০ তে।

(c) প্রায় খ্রীষ্টপূর্ব ২০০০ এ।

(d) একটিও নয়।

Ans: (b) প্রায় খ্রীষ্টপূর্ব ১৫০০ তে।

4. পৃথিবীর প্রাচীনতম লিখিত ধর্মগ্রন্থ _____।

(a) বাইবেল।

(b) বেউলফ্। 

(c) পুরান।

(d) ঋকবেদ সংহিতা।

Ans: (d) ঋকবেদ সংহিতা।

5. সমগ্র ভারতবর্ষে আর্য সংস্কৃতির বিস্তার ঘটেছিল ____।

(a) খ্রীষ্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যে।

(b) খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মধ্যে।

(c) খ্রীষ্টপূর্ব তৃতীয় শতাব্দীর মধ্যে।

(d) খ্রীষ্টপূর্ব চতুর্থ শতাব্দীর মধ্যে।

Ans: (d) খ্রীষ্টপূর্ব চতুর্থ শতাব্দীর মধ্যে।

6. ভারতীয় সংবিধানে রাজ্যভিত্তিক তালিকালব্ধ অনুসূচিত জনজাতির সংখ্যা হল _____।

(a) ১০১৩ টা।

(b) ১১৫১ টা।

(c) ৮০২ টা।

(d) ৭০৫ টা।

Ans: (d) ৭০৫ টা।

7. ২০০১ সনের গণনা অনুযায়ী ভারতে বিবেচনাপূর্বক ভাবে মাতৃভাষা বলতে পারার মত প্রচলিত ভাষা _____ টা আছে।

(a) ১০১৩ টা।

(b) ১১৫১ টা।

(c) ৮০২ টা।

(d) ৭০৫ টা।

Ans: (a) ১০১৩ টা।

8. ভারতীয় সংবিধানে সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে _____ টা ভাষাকে।

(a) ২৩ টা।

(b) ২২ টা।

(c) ১৮ টা।

(d) ১৬ টা।

Ans: (b) ২২ টা।

9. একমাত্র নিজের ধর্মের প্রশংসা এবং অন্য ধর্মকে হীন বলা উচিত নয়। বরং সমস্ত ধর্মের সার গ্রহণ করে সমন্বয়ের পথ অনুসরন করা উচিত। _____ বাক্যটি কার?

(a) সম্রাট অশোকের।

(b) মহামতি আকবরের।

(c) বুদ্ধদেবের।

(d) একটি ও শুদ্ধ নয়।

Ans: (a) সম্রাট অশোকের।

10. ‘সত্যমেব জয়তে’ এই পংক্তিটি মূলতঃ ____ থেকে গ্রহণ করা হয়েছে।

(a) মহাভারত।

(b) গীতা। 

(c) মুণ্ডক উপনিষদ।

(d) পুরান।

Ans: (c) মুণ্ডক উপনিষদ।

11. ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী’ এই বিশ্বজনীন অমোঘ বাণী _____ থেকে গ্রহণ করা হয়েছে।

(a) মহাভারত।

(b) রামায়ণ।

(c) মুণ্ডক উপনিষদ।

(d) পুরান।

Ans: (b) রামায়ণ।

12. ‘বসুধৈব কুটুম্বকম’ এই উক্তিটি মূলতঃ নেওয়া হয়েছে ____ থেকে।

(a) মহাভারত।

(b) রামায়ন।

(c) মুণ্ডক উপনিষদ।

(d) মহোপনিষদ। 

Ans: (d) মহোপনিষদ।

13. ‘বৈচিত্র্যের মধ্যে একতা (unity in Diversity) এই ব্যাক্যাংশ _____ গ্রন্থের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে।

(a) আমার সত্য অন্বেষনের কাহিনী।

(b) ভারত এক খোঁজ।

(c) ভাগবত। 

(d) যোগসূত্র।

Ans: (b) ভারত এক খোঁজ।

14. “ভারত এক খোঁজ (Discovery of India) প্রন্থের প্রণেতা _____।

(a) মহাত্মা গান্ধী।

(b) সুভাষচন্দ্র বসু।

(c) আব্দুল কালাম আজাদ। 

(d) জওহরলাল নেহরু।

Ans: (d) জওহরলাল নেহরু।

15. প্রাচীন ভারতে রচিত রাজনীতি বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থটির নাম ____।

(a) কৌটিল্যের অর্থশাস্ত্র।

(b) ভারতের নাট্যশাস্ত্র।

(c) জওহরলাল নেহরুর ভারত এক খোঁজ।

(d) মহর্ষি পতঞ্জলির যোগসূত্র।

Ans: (a) কৌটিল্যের অর্থশাস্ত্র।

16. সুলতানি এবং বাদশাহী যুগে মুখ্যত চার প্রকারের _____ দেখা যায়।

(a) স্থাপত্য।

(b) চিত্রকলা।

(c) প্রশাসন।

(d) একটিও নয়।

Ans: (a) স্থাপত্য।

17. ভারতের অনেক স্তরের মধ্যে ____ কে আদর্শ রূপ বলা হয়।

(a) সাঁচী স্তুপ।

(b) এলাহাবাদ প্রশস্তি।

(c) অজন্তা ইলোরা।

(d) একটিও নয়।

Ans: (a) সাঁচী স্তুপ।

18. মোগল যুগের কোন স্থাপত্যকে সমগ্র স্থাপত্যের মধ্যে বিশ্ববন্দিত মধ্যমনি বলা যায় _____।

(a) সাঁচী স্তুপ।

(b) এলাহাবাদ প্রশস্তি।

(c) অজন্তা ইলোরার ভাস্কর্য।

(d) তাজমহল। 

Ans: (d) তাজমহল। 

19. সাতবাহনরা মূলতঃ কোন শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছিলেন?

(a) গান্ধার শিল্প কলা।

(b) মথুরা শিল্প কলা।

(c) অমরাবতী শিল্প কলা।

(d) একটিও শুদ্ধ নয়।

Ans: (c) অমরাবতী শিল্প কলা।

20. খ্রীষ্টপূর্ব ২০০ থেকে খ্রীষ্টি ২০০ র মধ্যে ভরতমুনির _____ রচিত হয়।

(a) ভারত সম্ভেদ। 

(b) অর্থশাস্ত্র।

(c) নাট্যশাস্ত্র।

(d) একটি নয়। 

Ans: (c) নাট্যশাস্ত্র।

21. ভারতের নাট্যশাস্ত্রে ____ টা শ্লোক আছে।

(a) ৪,০৫০ টা।

(b) ৫,৫০০ টা।

(c) ৬,০০০ টা।

(d) ৬,০৭২ টা।

Ans: (c) ৬,০০০ টা।

22. রাষ্ট্রসংঘ ___ তারিখকে আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে।

(a) ১ ডিসেম্বর।

(b) ২১ জুন।

(c) ৫ সেপ্টেম্বর।

(d) ১৫ আগষ্ট। 

Ans: (b) ২১ জুন।

23. উত্তর-পূর্বাঞ্চল শব্দটি ____ রা উদ্ভাবন করেছিল। 

(a) স্থানীয়।

(b) ব্রিটিশ।

(c) ভারত সরকার।

(d) একটিও শুদ্ধ নয়।

Ans: (b) ব্রিটিশ।

24. ভারতবর্ষে সরকারীভাবে স্বীকৃতিপ্রাপ্ত ধ্রুপদী নৃত্যের সংখ্যা ____ প্রকার আছে।

(a) সাত।

(b) আঠ।

(c) বারো।

(d) পনেরো। 

Ans: (b) আঠ।

25. ____ বংশের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রাচীন অসমের রাজনৈতিক ইতিহাস উদ্ধার হয়েছে।

(a) ভেমি বংশ।

(b) বর্মন বংশ।

(c) আহোম বংশ।

(d) পাল বংশ।

Ans: (b) বর্মন বংশ।

26. মেঘালয়ের খাসিয়ারা _____ গোষ্ঠীর লোক।

(a) অষ্ট্ৰিক। 

(b) মঙ্গোলিয়।

(c) ককেশিয়।

(d) একটিও নয়।

Ans: (a) অষ্ট্ৰিক। 

27. নাগাল্যাণ্ডে ‘হর্ণবিল’ উৎসব উদ্‌যাপন করা হয় ___।

(a) অক্টোবর মাসের প্রথম সাত দিন।

(b) ডিসেম্বর মাসের প্রথম দশ দিন।

(c) জানুয়ারি মাসের প্রথম সাত দিন।

(d) জানুয়ারি মাসের প্রথম দশ দিন।

Ans: (b) ডিসেম্বর মাসের প্রথম দশ দিন।

28. মিজো শব্দের অর্থ ___।

(a) প্রকৃতি-প্রাণবাদী।

(b) পাহাড়ের বাসিন্দা।

(c) নদীর সন্তান।

(d) একটিও নয়।

Ans: (b) পাহাড়ের বাসিন্দা।

29. ‘চপদের কূট’ কোন জনগোষ্ঠীর উৎসব?

(a) নাগাদের।

(b) জয়ন্তীয়াদের।

(c) মিজোদের।

(d) খাসিয়াদের।

Ans: (c) মিজোদের।

30. অসমীয়া ভাষার আধুনিকৰণ _____ পত্রিকার মাধ্যমে বিকশিত হতে আরম্ভ করে।

(a) জোনাকী।

(b) অরুণোদয়।

(c) জয়ন্তী।

(d) বাঁহী। 

Ans: (b) অরুণোদয়।

31. আহোমদের প্রথম অবস্থায় ব্যবহৃত ভাষা _____।

(a) সংস্কৃত।

(b) টাই।

(c) অসমীয়া।

(d) একটিও নয়।

Ans: (b) টাই।

32. শংকরদেব রচিত প্রথম নাটক _____ ব্যবহৃত বৃন্দাবনী বস্ত্র অসমের বয়নশিল্পীদের চমৎকার সৃষ্টি।

(a) রাম বিজয়।

(b) চিহ্নযাত্রা।

(c) কালিয় দমন।

(d) রুক্মিনী হরন।

Ans: (b) চিহ্নযাত্রা।

33. মধ্যযুগের সবচেয়ে খ্যাতনামা অসমীয়া মনীষি ____।

(a) অনন্ত কন্দলি।

(b) মাধব কন্দলি।

(c) শ্রীমন্ত শংকরদের।

(d) শ্রীশ্রী মাধবদেব। 

Ans: (c) শ্রীমন্ত শংকরদেব।

34. ঊষা পরিনয় কাব্য রচনা করেছিলেন _____।

(a) রাম নারায়ন চক্রবর্তী।

(b) সূর্যখড়ি দৈবজ্ঞ।

(c) পীতাম্বর কবি।

(d) শ্রীশ্রী মাধবদেব। 

Ans: (c) পীতাম্বর কবি।

35. অসমের প্রথম বার্তা পত্রিকা ‘অরুণোদয়’ কবে প্রকাশিত হয়?

(a) ১৮৩৬ খ্রীষ্টাব্দে।

(b) ১৮৪০ খ্রীষ্টাব্দে।

(c) ১৮৪৩ খ্রীষ্টাব্দে।

(d) ১৮৪৬ খ্রীষ্টাব্দে।

Ans: (d) ১৮৪৬ খ্রীষ্টাব্দে।

36. সুফি সাধক আজানপীর অর্থাৎ শাহ মিলন আহোম স্বৰ্গদেউ ____ র দিনে অসমে এসেছিলেন?

(a) গদাধর সিংহ।

(b) রুদ্রসিংহ।

(c) শিব সিংহ।

(d) রাজেশ্বর সিংহ।

Ans: (a) গদাধর সিংহ।

37. সুফি সাধক আজানপীর নামে খ্যাত শাহ মিলন রচিত _____ অসনে প্রচলিত এক ধরনের জনপ্রিয় ধর্মীয় সঙ্গীত।

(a) কাওয়ালি।

(b) ধ্রুপদী সঙ্গীত।

(c) জিকির এবং জারি।

(d) একটিও নয়।

Ans: (c) জিকির এবং জারি।

38. সুকুমার বরকাইথের _____ পুঁথিটির চিত্রসমূহ দিলবর এবং দোসাই নামের দুজন চিত্রকর অংকন করেছিলেন।

(a) হস্তী বিদ্যার্ণব।

(b) চিত্রভাগবত।

(c) গীত গোবিন্দ।

(d) আনন্দ লহরী।

Ans: (a) হস্তী বিদ্যার্ণব। 

39. শিবসাগরের ঐতিহাসিক তলাতল ঘরটি নির্মাণ আরম্ভ করেছিলেন _____।

(a) স্বর্গদেউ গদাধর সিংহ।

(b) স্বৰ্গদেউ রুদ্ৰসিংহ।

(c) স্বর্গদেউ রাজেশ্বর সিংহ।

(d) স্বৰ্গদেউ প্ৰমত্ত সিংহ।

Ans: (b) স্বৰ্গদেউ রুদ্রসিংহ।

40. আহোম শাসন ব্যবস্থায় মঠ-মন্দির, রাস্তাঘাট, প্রাসাদ, ঘর-দুবার ইত্যাদির নির্মাণ কার্য, মাপ জোন ইত্যাদি দেখা-শোনা করার জন্যে নিয়োজিত ব্যক্তি _____।

(a) তামুলি ফুকন।

(b) বরফুকন।

(c) চাংরুং ফুকন। 

(d) চিরিং ফুকন। 

Ans: (c) চাংরুং ফুকন। 

41. আহোম স্বৰ্গদে ____ রং ঘরের অঙ্গনে বিহু নৃত্য এবং খেলা-ধূলা ইত্যাদি প্রদর্শনীমূলক ভাবে আরম্ভ করেছিলেন।

(a) স্বৰ্গদেউ গদাধর সিংহ।

(b) স্বৰ্গদেউ রুদ্রসিংহ।

(c) স্বর্গদেউ রাজেশ্বর সিংহ।

(d) স্বৰ্গদেউ প্ৰমত্ত সিংহ।

Ans: (b) স্বৰ্গদেউ রুদ্রসিংহ।

42. স্থানীয় কিংবদন্তী এবং হাতী ধরা এবং পোষ মানানো বিষয় নিয়ে রচিত গীত হল _____।

(a) গোয়ালপাড়িয়া লোকগীত।

(b) কামরূপী লোকগীত।

(c) দরঙের সিয়াগীত।

(d) নাঙেলী লিমের গোরখীয়া গীত। 

Ans: (a) গোয়ালপাড়িয়া লোকগীত।

43. মনসা দেবীর তুষ্টির জন্য গাওয়া গীতগুলিকে ____ ওজাগীত গাওয়া হয়।

(a) ব্যাসর ওঝা।

(b) মনসা স্তুতি। 

(c) সুকনান্নী।

(d) একটিও নয়।

Ans: (c) সুকনান্নী।

44. সংগীত নাটক এ্যাকাডেমির পুরস্কারে সন্মানিত দুজন ওঝাপালির শিল্পী হলেন ____।

(a) মোহন ভাইরা এবং দধি পাঠক।

(b) ললিত চন্দ্র নাথ এবং কেনারাম নাথ।

(c) রামেশ্বর পাঠক এবং ধনদা পাঠক।

(d) একটিও নয়।

Ans: (b) ললিত চান্দ্র নাথ এবং কেনারাম নাথ।

45. লোক সংগীতে অবদানের জন্য পদ্মশ্রী সন্মান প্রাপ্ত শিল্পী হলেন ____।

(a) খগেন মহন্ত।

(b) রামেশ্বর পাঠক।

(c) প্রতিমা পাণ্ডে বরুয়া।

(d) ধনদা পাঠক।

Ans: (c) প্রতিমা পাণ্ডে বরুয়া।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

46. বেদ বা সংহিতা কয়টি এবং কি কি?

Ans: বেদ বা সংহিতা চারটি। এগুলো হল— ঋক, যজু, সাম এবং অথর্ব।

47. আর্যরা কত খ্ৰীষ্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করেছিল?

Ans: ১২০০ খ্রীষ্টপূর্বে।

48. আজান ফকিরের আসল নাম কি?

Ans: শাহ মিলন।

49. ঊষা-পরিনয় কাব্যের রচয়িতা কে?

Ans: পীতাম্বর কবি।

50. রাভারা কোন প্রজাতির লোক?

Ans: অষ্ট্ৰিক।

51. মিসিংরা বিহুকে কি বলে?

Ans: আলি আই লিগাং।

52. লালুংরা বিহুকে কি বলে?

Ans: বহাগী উৎসব বা মেলা।

52. নিম্ন অসমের দুটি জনপ্রিয় নৃত্যের নাম লিখ।

Ans: ভোরতাল নৃত্য এবং থিয়নাম।

53. বিহু উৎসব আৰ্যমূলীয় না জনজাতিমূলীয়?

Ans: জনজাতিমূলীয়।

54. ভারতীয় সংস্কৃতির দুটি বিশেষ বৈশিষ্ট্য কি?

Ans: ‘সাংস্কৃতিক বহুত্ববাদ’ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য।

55. সিন্ধু সভ্যতার মূল নির্মাতা কারা ছিলেন?

Ans: দ্রাবিড়রা। 

56. ভারতের কোন স্তুপকে আদর্শ স্তুপ বলা হয়?

Ans: সাঁচী স্তুপ।

57. মথুরা শিল্পকলা কবে বিকাশ প্রাপ্ত হয়েছিল?

Ans: গুপ্ত যুগে। 

58. পৃথিবীর বিখ্যাত চিত্রকলা দেওয়াল কোনটি?

Ans: অজন্তার দেবালয় চিত্র।

59. অসমীয়া ভাষায় রামায়ণ কে রচনা করেছিলেন?

Ans: মাধব কন্দলি।

60. অসমীয়া সাহিত্যে আহোমদের শ্রেষ্ঠ অবদান কি? 

Ans: ‘বুরঞ্জী সাহিত্য’।

61. মাঘ বিহুতে ‘চোঙা-পিঠা-খাওরা, মহিষের যুদ্ধ প্রথা কোন সংস্কৃতির অবদান?

Ans: দ্রাবিড়ীয় সংস্কৃতির।

62. সুলতানী এবং বাদশাহী যুগে ভারতে কত প্রকারের স্থাপত্য দেখা যায় এবং কি কি?

Ans: চার প্রকারের। মসজিদ, মঞ্জিল, মকবরা এবং মিনার।

63. ভারতের সরকারী স্বীকৃতি প্রাপ্ত ধ্রুপদী নৃত্য সমূহের নাম লিখ।

Ans: সরকারী স্বীকৃতিপ্রাপ্ত ধ্রুপদী নৃত্য আট ধরনের। সেই আট ধরনের নৃত্য হল – কথাকলি, মোহিনী আট্যন, ভারত নাট্যম, কুচিপুড়ি, ওডিসি, কথক, সত্রিয়া এবং মনিপুরী।

64. ভট্টদেবর রচিত দুটি গদ্য সাহিত্যের নাম লিখ।

Ans: কথা গীতা, ভাগবত গীতা।

65. অসমে কখন থেকে চিত্রকলার পরম্পরা গড়ে উঠেছিল? 

Ans: সপ্তদশ শতাব্দী থেকে।

66. তলাতল ঘর কে নির্মান করেছিলেন?

Ans: স্বৰ্গদেব রুদ্রসিংহ।

67. উনিপোল কি?

Ans: অরুনাচলে বহুবিধ লোকের বিভিন্ন স্থানীয় দেব- দেবীর সঙ্গে তাদের জনপ্রিয় দেবতা চন্দ্র-সূর্যকে ডনিপোল বলা হয়।

68. মেঘালয়ে বর্তমানে কোন ধর্মাবলম্বীর সংখ্যা সর্বাধিক?

Ans: খ্রিষ্টান ধর্মাবলম্বী। 

69. চেরা বিহু বা এরা বিহু কাকে বলা হয়? 

Ans: বিহুর অন্তিম দিনটিকে চেরা বিহু বা এরা বিহু বলা হয়।

70. ঋকবেদের আনুমানিক রচনা কাল কি? 

Ans: খ্রীঃপূর্ব ১৫০০ সন থেকে খ্রীঃ পূর্ব ১০০০ সষ পর্যন্ত।

71. ভারতের নাট্যশাস্ত্রে কয়টি শ্লোক আছে? 

Ans: ৬,০০০ শ্লোক আছে।

72. নাগাল্যাণ্ডের ‘হর্নবিল-উৎসব’ কোন জীবের নামে উৎসর্গিত?

Ans: ধনেশ পক্ষীর নামে।

73. মনিপুরী নৃত্য কোন মূল বিষয়বস্তুকে আশ্রয় করে গড়ে উঠেছে?

Ans: চৈতন্য মহাপ্রভুর শৈশব, কৃষ্ণলীলা ইত্যাদি।

74. চর্যাপদ কি?

Ans: চর্যাপদ হল সহজযান পন্থীদের গীত।

75. জিকির এবং জারি কে রচনা করেছিলেন?

Ans: শাহ মিলন খিনি আজান পীর নামে খ্যাত। 

76. আজান পীর কবে অসমে এসেছিলেন?

Ans: খ্রীষ্টিয় ত্রয়োদশ শতকে।

77. অসমে গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন?

Ans: ভট্টদেব।

78. অসমের প্রথম বার্তা পত্রিকাটির নাম কি?

Ans: অরুণোদয়।

79. কামাখ্যা মন্দির কে পুনর্নির্মাণ করেন?

Ans: চিলারায়।

80. ভারতের প্রাচীন যুগের দুজন বিজ্ঞানীর নাম লিখ।

Ans: আর্যভট্ট, বরাহমিহির।

81. প্রাচীন ভারতের দুটি চিকিৎসা শাস্ত্রের নাম লিখ।

Ans: চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা।

82. প্রাচীন ভারতের দুজন দার্শনিকের নাম লিখ।

Ans: রামানুজ এবং সৈমিনি।

83. জুম চাষ কী?

Ans: পাহাড়ের ঢালু মাটিতে খাঁজ কেটে করা একধরনের কৃষি পদ্ধতি।

84. দরংয়ের দু ধরনের লোক নৃত্যের নাম লিখ। 

Ans: দেওধ্বনি নৃত্য এবং বরঢুলীয়া নৃত্য।

85. জেং বিহু কি?

Ans: উজনি অসমের মহিলারা নির্জন স্থানে পুরুষদের অগোচরে যে বিহু পালন করে তাকে জেং বিহু বলে।

86. আহোম রাজত্বে কালে রচিত দুটি ইতিহাসের নাম লিখ।

Ans: কছারী ইতিহাস এবং জয়ন্তীয়া ইতিহাস।

87. ওঝাগানের দুটি ভাগের নাম লিখ।

Ans: ব্যাসের ওঝা এবং সুকন্নানী এঝা।

88. ভারতে অবস্থিত মূল নৃ-গোষ্ঠী কি কি?

Ans: দ্রাবিড়, আর্য, মংগোলীয় গোষ্ঠী ইত্যাদি। 

89. অসমে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি প্রধান ভাগ কি কি?

Ans: (ক) শাক্ত। এবং

(খ) বৈষ্ণব।

90. অসমের হিন্দুবর্ণের লোকেরা এবং মুসলমানরা কি প্রজাতির লোক?

Ans: ককেশিয় প্রজাতির।

91. দেওয়াল চিত্রের নিদর্শন থাকা ভারতের তিনটি স্থানের নাম উল্লেখ কর।

Ans: মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং তামিলনাডু।

92. ক্ষুদ্রাকার চিত্রযুক্ত অসমের দুটি পুঁথির নাম লিখ।

Ans: হস্তী বিদ্যার্ণব এবং গীত গোবিন্দ। 

93. হস্তীবিদ্যার্ণব গ্রন্থের চিত্রকর দুজনের নাম কি?

Ans: দিলবর এবং দোসাই।

94. চিত্রকলার প্রতি পৃষ্ঠপোষকতা দেখানো দুজন মোগল বাদশাহের নাম লিখ।

Ans: আকবর এবং জাহাঙ্গীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top